Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিনষ্ট দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনিঃশেষ
(p. 25) aniḥśēṣa বিণ. 1 নিঃশেষ হয় না বা ফুরায় না এমন, অফুরন্ত (অনিঃশেষ ভালোবাসা); 2 বিনাশের অতীত, বিনষ্ট হয় না এমন ('অনিঃশেষ প্রাণ': রবীন্দ্র)। [সং. ন + নিঃশেষ]। 26)
অপ-হত
(p. 39) apa-hata বি. বিনাশপ্রাপ্ত, বিনষ্ট; নিহত। [সং. অপ + ইত]। 31)
অব-কীর্ণ
(p. 43) aba-kīrṇa বিণ. 1 চারদিকে বা এখানে-সেখানে ছড়িয়ে রয়েছে এমন; 2 বিনষ্ট, বিধ্বস্ত। [সং. অব + √ কৃ + ত]। 24)
অভি-হত
(p. 50) abhi-hata বিণ. 1 আঘাত পেয়েছে এমন, আহত; 2 প্রহৃত; তাড়িত; 3 পরাজিত; 4 বিনষ্ট, যাকে নাশ করা হয়েছে। [সং. অভি + হত]। বি. অভি-ঘাত। 140)
আকালিক
(p. 81) ākālika বিণ. 1 অকালে বা অসময়ে উত্পন্ন; 2 তাড়াতাড়ি বিনষ়্ট হয় এমন। [সং. অকাল + ইক]। 19)
উচ্ছিন্ন
(p. 119) ucchinna বিণ. উচ্ছেদ হয়েছে এমন, উত্পাটিত; উন্মূলিত; বিনাশপ্রাপ্ত, বিনষ্ট। [সং. উত্ + √ ছিদ্ + ত]। 52)
উত্-খাত
(p. 123) ut-khāta বিণ. 1 খুঁড়ে তুলে ফেলা হয়েছে এমন; 2 সমূলে উত্পাটিত; 3 বিনষ্ট; 4 দূরীভূত (ভাড়াটে উত্খাত হয়েছে)। বি. উত্পাটন; বিনাশ; দূরীভূত করা। [সং. উত্ + √ খন্ + ত]। 17)
উত্-সন্ন
(p. 123) ut-sanna বিণ. বিনষ্ট, বিধ্বস্ত; অধঃপতিত। [সং. উত্ + √ সদ্ + ত]। উত্সন্নে যাওয়া ক্রি. বি. উচ্ছন্নে বা অধঃপাতে যাওয়া। 44)
উপ-হত
(p. 133) upa-hata বিণ. 1 আহত; 2 পীড়িত; 3 অভিভূত (শোকোপহত); 4 বিনষ্ট। [সং. উপ + √ হন্ + ত]। 79)
খতম
(p. 221) khatama বি. 1 সমাপ্তি, শেষ (কাজ খতমের পর); 2 বিনাশ, নিকাশ (শত্রুকে খতম করবই)। বিণ. 1 সমাপ্ত (তদন্ত খতম হয়েছে); 2 বিনষ্ট (শত্রু খতম হয়েছে)। [আ. খতম্]। 59)
খাওয়া
(p. 224) khāōẏā ক্রি. 1 ভোজন করা, আহার করা; 2 পান করা (চা দুধ খাওয়া) ; 3 সেবন করা (হাওয়া খেতে বেরিয়েছি); 4 ভোগ করা, সহ্য করা (মার খাওয়া, গালি খাওয়া); 5 উত্কোচ বা ঘুষ নেওয়া (পয়সা খেয়েছে, ঘুষ খেয়েছে); 6 দংশন করা (সাপে খেয়েছে); 7 নষ্ট করা, কলঙ্কিত করা (চোখের মাথা খেয়েছ নাকি?) ছেলেটার মাথা খাচ্ছ কেন?); 8 গ্রাস করা (আমার সব সম্পত্তি মহাজনে খেয়েছে); 9 শেষ করা, বিনষ্ট করা (স্বামী-পুত্র খেয়ে এখন বাপের বাড়িতে এসে উঠেছে); 1 টেনে নেওয়া, শোষা (যন্ত্রটা বেশ তেল খায়) ; 11 (চুম্বন ইত্যাদি) দেওয়া (চুমু খাওয়া); 12 (আদর) পাওয়া (মায়ের আদর খাচ্ছে); 13 খাটা, উপযুক্ত হওয়া (খাপ খায় না)। বি. ভোজন। বিণ. খাওয়া হয়েছে এমন। [বাং. √খা + আ]। ̃ দাওয়া বি. পানভোজন ; আহারাদি। ̃ নো ক্রি. (অন্যকে) ভোজন বা পান করানো। বি. বিণ. উক্ত অর্থে। ̃ পরা বি. খাওয়াদাওয়া ও পোশাক-আশাক (আমি কারও খাওয়াপরার দায়িত্ব নিতে পারব না)। ̃ র জল. খাবার জল বি. পানীয় জল। 49)
ঘুচা, ঘোচা
(p. 269) ghucā, ghōcā বি. ক্রি. 1 লোপ পাওয়া, বিনষ্ট হওয়া (সম্পর্ক ঘুচেছে); 2 অতিবাহিত হওয়া, কেটে যাওয়া (সুখের দিন ঘুচেছে); 3 দূর হওয়া, শেষ হওয়া (দৈন্য ঘোচা, দ্বিধা ঘোচা)। [বাং. √ঘুচ্ + আ]। ̃ নো বি. ক্রি. 1 দূর করা (আমি তোমার দুঃখ ঘোচাব); 2 নষ্ট বা রহিত করা (মাতব্বরি ঘুচিয়ে দেব) ; 3 (উচ্ছিষ্ট বা ময়লা) পরিষ্কার করা। বিণ. উক্ত সব অর্থে। 24)
চূর্ণ
(p. 294) cūrṇa বি. 1 গুঁড়ো (আমলকী চূর্ণ); 2 চুন; 3 আবির। বিণ. 1 চূর্ণীকৃত, সম্পূর্ণ ভগ্ন (পাথরটা চূর্ণ হয়ে গেছে); 2 একেবারে বিধ্বস্ত বা বিনষ্ট (গর্ব চূর্ণ হয়েছে)। [সং. √চূর্ণ্ + অ]। ̃ কার বি. চুনারি জাতি, চুন প্রস্তুতকারী। ̃ কুন্তল বি. কোঁকড়ানো চুল; চুলের ছোট স্তবক বা গুচ্ছ। ̃ ন বি. গুঁড়ো করা। ̃ নীয় বিণ. চূর্ণনযোগ্য, গুঁড়ো করার উপযুক্ত। ̃ বিচূর্ণ বিণ. একেবারে চূর্ণ (আয়নাটা চূর্ণবিচূর্ণ হয়ে গেল); সম্পূর্ণ ধ্বংস (অহংকার চূর্ণবিচূর্ণ হয়ে গেল)। চূর্ণিত, চূর্ণী-কৃত বিণ. গুঁড়ো করা হয়েছে এমন; ধ্বংসপ্রাপ্ত, বিনষ্ট। চূর্ণী-ভূত বিণ. গুঁড়ো হয়েছে এমন। 39)
ঝরঝর
(p. 334) jharajhara বি. 1 ক্রমাগত লক্ষণ, পতন বা প্রবহিত হওয়ার শব্দ (চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে); 2 পরিচ্ছন্নতার ভাব (ঘরদুয়ার ঝরঝর করছে)। ক্রি-বিণ. অবিরল ধারায় ('ঝরঝর বরিষে বারিধারা': রবীন্দ্র)। [সং. ঝর্ঝর]। ঝরঝরা ক্রি. ঝরঝর করে পড়া ('বাদল ঝরঝরে': রবীন্দ্র)। ঝরঝরে বিণ. 1 পরিষ্কারপরিচ্ছন্ন (ঘরদোর ঝরঝরে রাখে); 2 তাজা, হালকা, সুস্হ (শরীরটা বেশ ঝরঝরে লাগছে); 3 গোটা-গোটা ও শক্ত (ঝরঝরে ভাত); 4 স্পষ্ট ও পরিচ্ছন্ন (ঝরঝরে হাতের লেখা); 5 ঝাঁঝরা, বিনষ্ট (পরকাল ঝরঝরে হওয়া)। 36)
তছ-নছ, তচ-নচ
(p. 364) tacha-nacha, taca-naca বিণ. বিধ্বস্ত, লণ্ডভণ্ড, বিপর্যস্ত, বিনষ্ট (জিনিসপত্র ফেলে ছড়িয়ে একেবারে তছনছ করে দিয়েছে)। [তু. হি. তহস্নহ্স]। 7)
ধ্বংস
(p. 441) dhbaṃsa বি. 1 বিনাশ, সর্বনাশ (জ্ঞাতিকুলধ্বংস, আত্মা ধ্বংসের অতীত); 2 সংহার, বধ (শত্রুসৈন্য ধ্বংস করা); 3 অপচয়; বিনা অধিকারে বা অকর্মণ্য হয়ে ভোগ (অন্ন ধ্বংস করা); 4 বিলোপ (স্মৃতি ধ্বংস); 5 ক্ষয় (শরীর ধ্বংস); 6 উচ্ছেদ (রাজ্য ধ্বংস); 7 অধঃপতন ও বিলোপ (সাম্রাজ্যের ধ্বংস অনির্বার্য)। [সং. √ ধ্বন্স্ + অ]। ̃ ক বিণ. ধ্বংসকারী। ̃ ন, ̃ সাধন বি. ধ্বংস করা। ̃ নীয় বিণ. ধ্বংসের যোগ্য। ̃ প্রাপ্ত বিণ. ধ্বংস হয়ে গেছে এমন। ̃ মুখ বি. ধ্বংসের সূচনা বা আরম্ভ। ̃ লীলা বি. প্রলয় কাণ্ড, তাণ্ডব; ব্যাপক ধ্বংস। ধ্বংসা ক্রি. (কাব্যে) ধ্বংস করা বা হওয়া। ধ্বংসানো ক্রি. ধ্বংস করা; নষ্ট করা (অন্ন ধ্বংসানো); বিনষ্ট করা, উত্সাদিত করা (সৈন্য দিয়ে দেশ ধ্বংসানো)। বি. উক্ত অর্থে। ধ্বংসাত্মক বিণ. ধ্বংসমূলক, বিধ্বংসী, ধ্বংস করে বা ধ্বংসের কাজে নিযুক্ত এমন। ধ্বংসাবশেষ বি. নগর, প্রাসাদ ইত্যাদি ভেঙে যাবার পরে যে-চিহ্ন টিকে থাকে। ধ্বংসিত বিণ. বিনাশিত; উন্মূলিত। ধ্বংসী (-সিন্) বিণ. 1 ধ্বংসকারী; 2 বিনাশশীল, নশ্বর। ধ্বংসোম্মুখ বিণ. যা ধ্বংস হতে বসেছে; ভগ্নপ্রায়; বিলীয়মান। 17)
ধ্বস্ত
(p. 442) dhbasta বিণ. বিনষ্ট, ধ্বংসপ্রাপ্ত; পতিত। [সং. √ ধ্বন্স্ + ত]। 6)
নাশ
(p. 454) nāśa বি. 1 ধ্বংস; 2 লোপ, ক্ষয়; 3 মৃত্যু। [সং. √ নশ্ + অ]। ̃ ক বিণ. বিনাশকারী (তিমিরনাশক)। ̃ কতা বি. 1 নাশ, ধ্বংস; 2 সন্ত্রাস; 3 ষড়যন্ত্রমূলক কার্যকলাপ, অন্তর্ঘাত। ̃ কতা-মূলক বিণ. অন্তর্ঘাতী, ষড়যন্ত্রমূলক। ̃ ন বি. নাশ করা। বিণ. নাশকারী। নাশা ক্রি. (কাব্যে) নাশ করা (নাশো দুঃখ, নাশো ক্লেশ)। বিণ. (সমাসে উত্তরপদরূপে) নাশকারী, নাশক (সর্বনাশা)। নাশিত বিণ. বিনষ্ট, নাশপ্রাপ্ত, ধ্বংস হয়ে গেছে এমন। নাশী (-শিন্) বিণ. 1 বিনাশশীল (অবিনাশী); 2 বিনাশকারী (সর্বনাশী, দুঃখনাশী)। নাশিনী বিণ. (স্ত্রী.) নাশ করে এমন (দুর্গতিনাশিনী)। 87)
নির্বংশ
(p. 468) nirbaṃśa বিণ. বংশ লোপ পেয়েছে এমন; সন্তানসন্ততি বিনষ্ট হয়েছে বা মারা গেছে এমন (নির্বংশ হওয়া)। [সং. নির্ + বংশ]। 77)
নির্মূল
(p. 468) nirmūla বিণ. 1 ছিন্নমূল, মূলসহ উত্পাটিত বা বিনষ্ট, সমূলে উচ্ছেদ করা হয়েছে এমন; 2 সম্পূর্ণ বিলুপ্ত, ধ্বংস (শত্রু নির্মূল করা); 3 ভিত্তিহীন, অমূলক। [সং. নির্ + মূল]। নির্মূলিত বিণ. উত্পাটিত; বিধ্বস্ত; বিলুপ্ত; নির্মূল করা হয়েছে এমন। 145)
নিহত
(p. 475) nihata বিণ. হত, বধ করা হয়েছে এমন; বিনষ্ট। [সং. নি + √ হন্ + ত]। নিহন্তা (-ন্তৃ) বিণ. হত্যাকারী, বধকারী। 67)
প্রনষ্ট
(p. 546) pranaṣṭa বিণ. সম্পূর্ণ নষ্ট বা ধ্বংসপ্রাপ্ত, বিনষ্ট (প্রনষ্ট সম্মান)। [সং. প্র + √ নশ্ + ত]। 36)
বিচ্ছিন্ন
(p. 611) bicchinna বিণ. 1 সম্পূর্ণ পৃথক বা ভিন্ন (দু-তিনটি বিচ্ছিন্ন ঘটনা); 2 সম্পর্কশূন্য (সংসার থেকে বিচ্ছিন্ন, দল থেকে বিচ্ছিন্ন); 3 বিযুক্ত, বিভক্ত (বিচ্ছিন্ন অংশদুটিকে জোড়া হল)। [সং. বি + ছিন্ন]। বি. ̃ তা। স্ত্রী. বিচ্ছিন্না। বিচ্ছিন্নতা-বাদ বি. বিভেদপন্হা, ঐক্য বা সংহতি বিনষ্টকারী পন্থা বা মতবাদ। বিচ্ছিন্নতাবাদী বি. বিণ. উক্ত মত বাদে বিশ্বাসী কিংবা উক্ত ধরনের কার্যকলাপে লিপ্ত। 13)
বিচ্ছেদ
(p. 611) bicchēda বি. 1 বিয়োগ, বিরহ, ছাড়াছাড়ি (স্বজনবিচ্ছেদ, বিচ্ছেদব্যথা); 2 বিভেদ, পার্থক্য; 3 বিরতি; 4 বিশ্লেষণ (সন্ধিবিচ্ছেদ)। [সং. বি + √ ছিদ্ + অ]। ̃ কাতর, ̃ ক্লিষ্ট বিণ. বিরহে বা ছাড়াছাড়ি হওয়ায় কাতর। ̃ কামী বিণ. বিভেদ বা পার্থক্য বা বিচ্ছিন্নতা কামনা করে এমন। ̃ ন বি. পৃথক্করণ। ̃ মূলক বিণ. 1 পার্থক্য করে এমন; 2 ঐক্য বা সংহতি বিনষ্ট করে এমন। 17)
বিধ্বস্ত
(p. 616) bidhbasta বিণ. 1 সম্পূর্ণ বিনষ্ট বা ধ্বংসপ্রাপ্ত (বন্যাবিধ্বস্ত গ্রাম); 2 ইতস্তত বিক্ষিপ্ত। [সং. বি + √ ধ্বন্স্ + ত]। 32)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073914
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768627
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366012
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721030
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698019
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594624
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545129
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542288

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন