Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিনিয়োগ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অর্থ1
(p. 62) artha1 বি. 1 ধন, সম্পত্তি, সম্পদ; ঐশ্বর্য; 2 প্রয়োজন, উদ্দেশ্য, হেতু (স্বার্থ, জ্ঞান লাভার্থ, পরার্থে জীবন); 3 পার্থিব সৌভাগ্য (ধর্ম-অর্থ-কাম-মোক্ষ); 4 প্রার্থনা বা প্রার্থনার বিষয়; 5 কাম্য বস্তু (পুরুষার্থ); 5 রাজনীতি (অর্থশাস্ত্র); 7 কল্যান, মঙ্গল (অনর্থ বাধিয়ে দেবে)। [সং. √ অর্থ + অ, √ ঋ + থ]। ̃ .করী বিণ. (স্ত্রী.) অর্থ উপার্জনের পক্ষে সহায়ক (অর্থকরী বিদ্যা)। ̃ .কষ্ট, ̃ কৃচ্ছ্র বি. টাকাপয়সার অভাবের জন্য কষ্ট, টাকাপয়সার টানাটানি। ̃ .কামী (-মিন) বিন. টাকাপয়সা পেতে চায় এমন। ̃ .গৃধ্নু বি. টাকার লোভ আছে এমন। ̃ .চিন্তা বি. পয়সাকড়ির জন্য ভাবনা। ̃ .চেষ্টা বি. টাকাপয়সা রোজগারের চেষ্টা। ̃ .দণ্ড বি. জরিমানা; (আল.) অকারণ টাকাপয়সা খরচ (একগাদা অর্থদণ্ড হল)। ̃ .নাশ বি. টাকাপয়সার অপব্যয়; ধনক্ষয়। ̃ .নীতি বি. ধনবিজ্ঞান, economics. ̃ .নৈতিক বিণ. ধনবিজ্ঞানবিষয়ক (আর্থনীতিক-এর অসংগত কিন্তু প্রচলিত রূপভেদ)। ̃ .পিশাচ বিণ. বি. অর্থ উপার্জনের জন্য ন্যায়-অন্যায় বা উচিত-অনুচিত বিচার করে না এমন (ব্যক্তি)। ̃ .প্রাপ্তি বি. ধনলাভ। ̃ .বান, ̃ বান্ বিণ. ধনবান. ধনী; প্রচুর টাকাপয়সা আছে এমন। ̃ .বিদ্যা বি. ধনবিজ্ঞান; অর্থের উত্পত্তি, বন্টন ও প্রসরণবিষয়ক বিদ্যা, economic ̃ .বিনিয়োগ বি. (ব্যবসায়ে) টাকা খাটানো। ̃ .ব্যয় বি. টাকা খরচ। ̃ .ভাগ্য বি. ধনলাভের সৌভাগ্য। ̃ .লিপ্সা বি. টাকাপয়সার অত্যধিক লোভ। ̃ .লিপ্সু বিণ. অত্যাধিক টাকার লোভ আছে এমন। ̃ .শালী (-লিন) বিণ. ধনী। ̃ শাস্ত্র বি. ধনবিজ্ঞান; রাজনীতিশাস্ত্র। ̃ .শূন্য বিণ. অর্থহীন, টাকাপয়সা একেবারে নেই এমন। ̃ .সংগ্রহ, ̃ .সংস্হান বি. টাকাপয়সার জোগাড়। ̃ .সংকট, ̃ .সঙ্কট বি. টাকার সমস্যা। ̃ .সমস্যা বি. টাকার ভাবনা এবং সেইজন্য গুরুতর অবস্হা। ̃ .হানি বি. টাকাপয়সার অপব্যয় বা অত্যাধিক ব্যয়; ধনক্ষয়। ̃ .হীন বিণ. ধনহীন; দরিদ্র। অর্থাগম বি. ধনপ্রাপ্তি। অর্থোপার্জন বি. টাকাপয়সা আয়। 7)
ইনিয়ে-বিনিয়ে
(p. 114) iniẏē-biniẏē ক্রি-বিণ. নানারকমে পল্লবিত করে বা বাড়িয়ে; অনুনয়বিনয় সহকারে। [দেশি]। 35)
কাঁদা
(p. 174) kān̐dā ক্রি. ক্রন্দন বা রোদন করা, দুঃখে, রাগে বা অভিমানে চোখের জল ফেলা। বি. রোদন, ক্রন্দন। [বাং. √ কাঁদ্ + আ]। কাঁদাকাটা, কাঁদাকাটি বি. কান্নাকাটি. বিলাপ; কাতরতা প্রকাশ; কাতর অনুনয়বিনয়। ̃ নে বিণ. কাঁদায় এমন। কাঁদানে গ্যাস একপ্রকার গ্যাস যার ঝাজে চোখে জল আসে (tear gas)। ̃ নো ক্রি. কাঁদিয়ে দেওয়া, অপরকে রোদন করানো। বি. উক্ত অর্থে। কেঁদে হাট করা, কেঁদেকেটে হাট করা ক্রি. বি. উচ্চরবে কান্নাকাটি করে লোক জড়ো করা। ইনিয়েবিনিয়ে কাঁদা ক্রি. বি. নানারকম বিলাপ করে বা নানাভাবে কাতরতা প্রকাশ করে কাঁদা। গুমরে কাঁদা ক্রি. বি. চাপা কান্না কাঁদা, যে কান্নায় মৃদু গুমগুম বা উমউম শব্দ শোনা যায় তেমনিভাবে কাঁদা। ডুকরে কাঁদা ক্রি. বি. ডাক ছেড়ে বা চিত্কার করে কাঁদা। ফুলে ফুলে কাঁদা ক্রি. বি. এমনভাবে কাঁদা যে কান্নার দমকে বুক ঘনঘন ফুলে ওঠে। ফুঁপিয়ে কাঁদা ক্রি. বি. এমনভাবে কাঁদা যাতে ফোঁপানি ছাড়া আর কিছু শোনা যায় না। কেঁদেকঁকিয়ে ক্রি. বিণ. কান্নাকাটি ও কাতর অনুনয়বিনয় সহযোগে (কেঁদেকঁকিয়ে মাকে রাজি করাল)। 77)
খাটা
(p. 226) khāṭā ক্রি. 1 পরিশ্রম করা (পরীক্ষার জন্য খুব খাটছে); 2 কাজ করা (বাড়িতে এখন মিস্ত্রি খাটছে) ; 3 মানানসই হওয়া (ঘরের সঙ্গে আসবাবপত্র ঠিক খাটছে না); 4 নিয়োজিত বা বিনিযুক্ত হওয়া (ব্যবসায়ে আমার টাকা খাটছে); 5 যথাযথ হওয়া (তোমার সম্বন্ধে একথা খাটে না)। বি. উক্ত সব অর্থে। বিণ. 1 খেটেছে এমন (খাটা কথা, খাটা টাকা); 2 যার জন্য (মেথরকে) খাটতে হয় (খাটা পায়খানা)। [বাং. √খাট্ + আ]। ̃ নো ক্রি. 1 অপরকে দিয়ে খাটিয়ে নেওয়া; 2 পরিশ্রম করানো (শরীরটাকে একটু খাটাও, মাথা খাটানো); 3 কাজ করানো (মিস্ত্রি খাটিয়ে খাই); 4 বিনিয়োগ করা (টাকা খাটানো, বুদ্ধি খাটানো); 5 স্হাপন করা (তাঁবু খাটানো); 6 লাগানো, পরানো (ছবিতে ফ্রেম খাটানো); 7 টাঙানো (আলনা খাটানো, মশারি খাটানো)। বি. উক্ত সব অর্থে। খাটা পায়খানা বি. যে পায়খানা মেথরে খেটে বা পরিশ্রম করে সাফ করে। 11)
টাকা2
(p. 343) ṭākā2 বি. 1 মুদ্রাবিশেষ; ভারতীয় মুদ্রার একক (1 পয়সায় 1 টাকা); 2 অর্থ, ধন (লোকটার যথেষ্ট টাকা আছে)। [সং. টঙ্ক]। টাকা ওড়ানো ক্রি. বি. অপব্যয় করা। ̃ কড়ি, ̃ পয়সা বি. নগদ অর্থ। টাকা করা ক্রি. বি. অর্থ উপার্জন ও সঞ্চয় করা। টাকা খাওয়া ক্রি. বি. ঘুষ নেওয়া। টাকা ভাঙানো ক্রি. বি. বেশি মূল্যের মুদ্রা বা কাগজি মুদ্রার সঙ্গে সমপরিমাণ কিন্তু খুচরা মুদ্রার বিনিময় করা। টাকা মারা ক্রি. বি. অন্যের টাকা আত্মসাত্ করা। টাকায় টাকা আনে ব্যাবসা ইত্যাদিতে যত বেশি টাকা বিনিয়োগ করা হয় তত বেশি টাকা লাভ হয়। টাকার আণ্ডিল, টাকার কুমির (আল.) অতি ধনশালী ব্যক্তি। টাকার গরম বি. ধনগর্ব। টাকার মুখ দেখা ক্রি. বি. অর্থলাভ করা; অর্থোপার্জনে সক্ষম হওয়া। টাকার শ্রাদ্ধ বি. প্রচুর অর্থের অপচয়। 14)
ধন
(p. 430) dhana বি. 1 অর্থ, টাকাকড়ি (ধনশালী, ধনবল, ধনদৌলত); 2 মহামূল্য কাম্য সামগ্রী ('প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে': রবীন্দ্র); 3 স্নেহের পাত্রকে সম্বোধন (যাদুধন, বাপধন); 4 সম্পদ (গোধন); 5 (গণি.) যোগচিহ্ন; '+' (ধনচিহ্ন)। [সং. √ ধন্ + অ]। ̃ কুবের বি. (ধনদেবতা কুবেরের মতো) অতিশয় ধনী ব্যক্তি। ̃ ক্ষয় বি. অর্থের বা সম্পদের অপচয়। ̃ গর্ব বি. ধনবান হওয়ার জন্য অহংকার। ̃ গৌরব বি. 1 ঐশ্বর্যশালী হওয়ার জন্য গর্ব; 2 ধনের মহিমা। ̃ জন বি. 1 অর্থবল ও লোকবল; 2 অর্থ ও পরিজন ('ধনে জনে আছি জড়ায়ে': রবীন্দ্র)। ̃ ঞ্জয় বি. (ধন জয়কারী) অর্জুন। ̃ তন্ত্র বি. পুঁজিবাদ, capitalism. ̃ তৃষা, ̃ তৃষ্ণা বি. অর্থলাভের প্রবল বাসনা। ̃ দ বিণ. ধনদানকারী। বি. ধনের অধিদেবতা কুবের। ̃ দা বিণ. (স্ত্রী.) ধনদানকারিণী। বি. (স্ত্রী.) ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী। ̃ দাতা (-তৃ) ̃ দায়ক বিণ. ধনদানকারী। স্ত্রী. ̃ দাত্রী, ̃ দায়িকা, ̃ দায়িনী। ̃ দাস বি. 1 ধনলাভের জন্য বা ধন সঞ্চয়ের জন্য যে সবরকম আত্মনিগ্রহ স্বীকার করে; 2 অত্যন্ত কৃপণ বা অর্থলোভী ব্যক্তি। ̃ দেবতা বি. কুবের। ̃ দৌলত বি. অর্থ ও অন্যান্য সম্পত্তি। ̃ ধান্য বি. অর্থ বা টাকাপয়সা ও শস্যপ্রাচুর্য ('ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা': দ্বি. রা.)। ̃ নাশ বি. অর্থ ও সম্পদের হানি, ধনক্ষয়। ̃ পতি বি. 1 ধনদেবতা কুবের; 2 অতিশয় ধনী ব্যক্তি। ̃ পিপাসা - ধনতৃষ্ণা -র অনুরূপ। ̃ পিশাচ বি. ধর্ম-অধর্ম বা উচিত-অনুচিত বিচার না করে যে ধন অর্জনে প্রয়াসী। ̃ প্রাণ বি. অর্থাদি ও জীবন (ধনেপ্রাণে মারা যাব)। ̃ বতী বিণ. (স্ত্রী.) ধনশালিনী। ̃ বত্তা বি. ধনশালিতা; সমৃদ্ধি। ̃. বান (-বত্) বিণ. ধনী। ̃ বিজ্ঞান বি. ধনসম্পদের সর্বপ্রকার ব্যবহারসম্বন্ধীয় শাস্ত্র, অর্থশাস্ত্র। ̃ বিনিয়োগ বি. ব্যাবসাবাণিজ্যে অর্থনিয়োগ। ̃ বৃদ্ধি বি. অর্থ ও সম্পদের বৃদ্ধি বা উন্নতি। ̃ ভাণ্ডার বি. ধনাগার, কোষ; তহবিল। ̃ মদ-ধনগর্ব -র অনুরূপ। ̃ মান বি. বিত্ত ও সম্মান। ̃ রত্ন বি. টাকাপয়সা ও সোনাদানা। ̃ লালসা, ̃ লিপ্সা - ধনতৃষ্ণা -র অনুরূপ। ̃ শালী (-লিন্) বিণ. ধনী। স্ত্রী. ̃ শালিনী। বি. ̃ শালিতা। ̃ সম্পত্তি, ̃ সম্পদ বি. টাকাপয়সা ও ভূসম্পত্তি, ধনদৌলত। ̃ স্হান বি. (জ্যোতিষ) লগ্ন থেকে দ্বিতীয় স্হান, যা ধনসম্পর্কে লাভালাভের সূচক। ̃ হারী (-রিন্) বিণ. অন্যের ধন অপহরণকারী; চোর। ̃ হীন বিণ. নির্ধন, গরিব। স্ত্রী. ̃ হীনা। ধনাকাঙ্ক্ষা বি. অর্থের লোভ; ঐশ্বর্যলাভের ইচ্ছা। ধনাগম বি. ধনলাভ; অর্থোপার্জন, আয়। ধনাগার বি. অর্থভাণ্ডার, কোষ। ধনাঢ্য বিণ. ধনী, বড়লোক। ধনাধ্যক্ষ বি. কোষাধ্যক্ষ, ধনাগারের ভারপ্রাপ্ত কর্মচারী। ধনার্জন বি. অর্থ উপার্জন, আয়। ধনার্থী (-র্থিন্) বিণ. অর্থপিপাসু; ধনলাভ করতে চায় এমন। স্ত্রী. ধনার্থিনী। 13)
নিয়োগ
(p. 461) niẏōga বি. 1 প্রেরণ, প্রবর্তন, নিয়োজন (দুষ্কর্মে নিয়োগ); 2 কাজের ভার দেওয়া; 3 প্রবৃত্ত বা ব্যাপৃত করা; 4 বহাল করা (নিয়োগপত্র); 5 প্রয়োগ, স্হাপন (মনোনিয়োগ); 6 বিনিয়োগ, টাকা ইত্যাদি খাটানো (ব্যাবসাতে টাকা নিয়োগ)। [সং. নি + √ যুজ্ + অ]। ̃ পত্র বি. কাজে বহাল করার নির্দেশপূর্ণ চিঠি, appointment letter. নিয়োগী (-গিন্) বিণ. নিযুক্ত বা আদিষ্ট হয়েছে এমন। বি. পদবিবিশেষ। 120)
নিয়োজক
(p. 461) niẏōjaka বিণ. নিয়োগকর্তা, নিযোক্তা। [সং. নি + √ যুজ্ + অক]। নিয়োজন বি. 1 কর্মে নিয়োগ; 2 প্রেরণ, প্রবর্তন; 3 প্রবৃত্ত বা ব্যাপৃত করা; 4 অধিকারদান। নিয়োজয়িতা (তৃ.) বিণ. নিয়োজক, নিয়োগকর্তা। নিয়োজিত বিণ. 1 নিযুক্ত; 2 প্রবর্তিত; 3 প্রযুক্ত; 4 বিনিয়োগ করা হয়েছে এমন (শিল্পে নিয়োজিত মূলধন)। নিযোজ্য বিণ. নিযুক্ত করার উপযুক্ত; প্রযোজ্য। 121)
প্রবর্তন
(p. 546) prabartana বি. 1 প্রচলিত করা (নিয়ম প্রবর্তন); 2 আরম্ভ করা; শুরু বা সূচনা; 3 বিনিয়োগ। [সং. প্র + √ বৃত্ + ণিচ্ + অন]। প্রবর্তক বিণ. বি. 1 প্রবর্তনকারী; যে প্রচলন করে, সূচনাকারী; 2 প্রবৃত্তিদায়ক। প্রবর্তনা বি. 1 প্রবর্তন; 2 প্রবৃত্তিদান, প্রেরণা (কর্মপ্রবর্তনা); 3 উত্তেজনা। প্রবর্তিত বিণ. প্রবর্তন করা হয়েছে এমন; উত্সাহ বা প্রেরণা দেওয়া হয়েছে এমন। প্রবর্তয়িতা বিণ. প্রবর্তনকারী। 57)
ফেনা
(p. 569) phēnā বি. ফেন, গাঁজ; একত্রে উদ্ভূত বুদবুদসমূহ (সমুদ্রের ঢেউয়ের ফেনা)। বিণ. সফেন; ফেন বা মাড়যুক্ত (ফেবাভাত)। ক্রি, ফেনানো, ফেনিয়ে তোলা। [সং. ফেন + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 নেড়ে নেড়ে ফেনিল করে তোলা বা গাঁজানো (রস জ্বাল দিয়ে ফেনানো); 2 (আল.) ইনিয়েবিনিয়ে কথা বাড়িয়ে তোলা; 3 অতিরঞ্জিত করা। বিণ. উক্ত সব অর্থে। ̃ য়.মান বিণ. ফেনাযুক্ত হচ্ছে এমন। ̃ য়িত বিণ. ফেনাযুক্ত হয়েছে এমন (ফেনায়িত দুধ, ফেনায়িত ঢেউ)। 3)
ফেলা
(p. 569) phēlā ক্রি. বি. 1 নিক্ষেপ করা, পতিত করা, ঢালা (জঞ্জাল ফেলা, জল ফেলা); 2 ক্ষেপণ করা, ছোড়া (জাল ফেলা); 3 চুকানো, শেষ করা (বই পড়ে ফেলা, খেয়ে ফেলা, মিটিয়ে ফেলা); 4 খাটানো, বিনিয়োগ করা (ব্যাবসায় বহু টাকা ফেলেছে); 5 বর্জন করা (আমাকে ফেলে যেয়ো না, ছাতাটা ফেলে গেলে যে); 6 ত্যাগ করা (বাড়িঘর ফেলে কোথায় যাব?); 7 স্হাপন করা (পা ফেলা); 8 অমান্য বা অগ্রাহ্য করা (তাঁর কথা ফেলতে পারব না); 9 হঠাত্ কিছু করা (কথাটা শুনে ফেলল); 1 নির্ধারিত করা (পরীক্ষার তারিখ ফেলা); 11 অপব্যয় করা (টাকাগুলো ফেলে দিলে); 12 মোচন করা (নিশ্বাস ফেলা)। বিণ. পরিত্যক্ত, বর্জিত (ফেলা টাকা, ফেলা ভাত); নিক্ষিপ্ত (ফেলা জাল); বাদ দেওয়া হয়েছে এমন (অনেক জিনিস ফেলা গেছে)। [ হি. ফেকা]। ̃ ছড়া, ̃ ফেলি বি. অযত্নে ছড়ানো; অপব্যয় (বহু জিনিস ফেলাছড়া করেছে)। ফেলে ছড়িয়ে ক্রি-বিণ. অযত্নে ছড়িয়ে, অপব্যয় করে (ওরা বড়োলোক, ফেলে ছড়িয়ে মানুষ হয়েছে)। 21)
বলি1
(p. 580) bali1 বি. 1 যজ্ঞাদিতে নিবেদ্য বস্তু; 2 যজ্ঞাদি উপলক্ষ্যে প্রাণীহত্যা বা হন্তব্য প্রাণী (বলির পাঁঠা); 3 উত্সর্গ, বিসর্জন (নিজের স্বার্থ বলি দেওয়া); 4 উপহার; 5 জীবগণকে খাদ্যদান বা প্রদত্ত খাদ্য (গৃহবলিভুক); 6 ভূতবলিরূপ যজ্ঞ; 7 রাজস্ব; 8 বামন অবতারে বিষ্ণুর দ্বারা পরাজিত দৈত্যরাজ। [সং. √ বল্ + ই]। ̃ দান বি. 1 দেবতার উদ্দেষে উত্সর্গ বা প্রাণীবধ; 2 মহত্ কাজে বিনিয়োগ বা সম্পূর্ণ ত্যাগ (আত্মবলিদান)। ̃ ন্দম বি. বিষ্ণু। ̃ পুষ্ট বি. কাক। ̃ ভুক (-জ্) বি. কাক চড়াই প্রভৃতি যেসব পাখি পরিত্যক্ত খাদ্যাবশেষ খায়। 182)
বিনা2
(p. 616) binā2 ক্রি. বিনানো, রচনা করা, বানানো। [সং.√ বর্ণ্ + বাং. আ]। ̃ নো, বিননো ক্রি. বি. 1 বেণি রচনা করা; 2 জড়িয়ে বেণির মতো করা; 3 ধীরে ধীরে বিস্তারিত করে বর্ণনা করা বা বিলাপ করা (বিনিয়ে বিনিয়ে বলা)। বিণ. জড়িয়ে বেণির মতো করা হয়েছে এমন। 44)
বিনিয়োগ
(p. 618) biniẏōga বি. 1 (ব্যাবসা ইত্যাদিতে মূলধনরূপে) খাটানো বা কাজে লাগানো (ব্যাবসায় বহু অর্থ বিনিয়োগ করা হয়েছে); 2 প্রয়োগ (বুদ্ধিবিনিয়োগ); 3 প্রেরণ; 4 অর্পণ। [সং. বি + নি + √ যুজ্ + অ]। 6)
বিনিয়োজিত
(p. 618) biniẏōjita বিণ. 1 বিনিয়োগ করা হয়েছে এমন; 2 অর্পিত; 3 প্রেরিত; 4 নিযুক্ত; 5 প্রবর্তিত। [সং. বি + নি + √ যোজি + ত]। 7)
মূল
(p. 714) mūla বি. 1 শিকড়, বৃক্ষাদির স্হিতিসাধক গোড়ার অংশবিশেষ যার সাহায্যে বৃক্ষ মাটি থেকে খাদ্যরস আহরণ করে; 2 আলু কচু ইত্যাদি কন্দজাতীয় উদ্ভিদ; 3 আদি, গোড়া (ঘটনার মূল); 4 আদি কারণ; 5 উত্পত্তির স্হান (কর্ণমূল, বাহুমূল); 6 উত্স; 7 ভিত্তি; 8 (গণি.) যে রাশি নি়জের দ্বারা এক বা একাধিকবার গুণিত হয়ে অন্যরাশি উত্পন্ন করেছে, root (বর্গমূল)। বিণ. 1 আদ্য, প্রথম গো়ড়াকার (মূলগ্রন্হ); 2 প্রধান (মূলমন্ত্র, মূলনীতি)। [সং. √ মূল + অ]। মূলক বিণ. বহুব্রীহি সমাসে উত্তরপদ হলে ক-যোগে মূল শব্দের রূপ (ভ্রান্তিমূলক, চিন্তামূলক)। মূলক2 বি. কন্দবিশেষ, মুলো। ̃ .কারণ বি. সৃষ্টি, জন্ম বা উত্পত্তির প্রথম প্রধান অথবা প্রকৃত কারণ। ̃ .কেন্দ্র বি. 1 মর্মস্হল; 2 প্রধান অঞ্চল বা কার্যালয়, সদর। ̃ .গত বিণ. 1 মূল থেকে জাত; 2 মৌলিক ̃ ত, (বর্জি.) ̃ তঃ ক্রিবিণ. 1 মূলে; 2 প্রকৃতপক্ষে। ̃ .তত্ত্ব বি. মৌলিক তত্ত্ব যার উপর ভিত্তি করে অন্যন্য তত্ত্ব গড়ে ওঠে। ̃ ত্র, ̃ .ত্রাণ বি. মাটির নীচে মূলকে রক্ষাকারী মূলের উপরের রোমশ আবরণ, মূলরোম। ̃ .ধন বি. পুঁজি, ব্যাবসায় বিনিয়োজিত অর্থ। ̃ .নীতি বি. প্রধান প্রকৃত বা মৌলিক নীতি। ̃ .ভিত্তি বি. প্রধান ভিত্তি, ভিতের সর্বনিম্ন স্তর, প্রধান আধার; গোড়াপত্তন। ̃ .মন্ত্র বি. 1 বীজমন্ত্র; 2 প্রধান সংকল্প (জীবনের মূলমন্ত্র)। ̃ .রোম বি. মূলত্র ও মূলত্রাণ -এর অনুরূপ। ̃ .সূত্র বি. 1 আদি কারণ; 2 প্রধান বা প্রাথমিক বিধি-নিয়ম (বাংলা ছন্দের মূলসূত্র)। মূলাকর্ষণ বি. শিকড় ধরে টান। মূলানুগ বিণ. মূল অংশের বা আদি রূপের সঙ্গে সংগতিসম্পন্ন। মূলাশ্রয়ী বিণ. মূল রূপকে অবলম্বন বা অনুসরণ করে এমন। মূলী (-লিন্) বিণ, মূলযুক্ত, শিকড়যুক্ত। বি. বৃক্ষ। মূলী-করণ বি. (-গণি.) বর্গমূল নির্ণয়। মূলী-ভূত বিণ. 1 আদিকারণস্বরূপ; 2 ভিত্তিস্বরূপ; 3 মূলগত। মূলে ক্রি-বিণ. 1 আদিতে, গোড়ায়; 2 আদৌ (মূলে সে যায়ইনি)। মূলোচ্ছেদ, মূলোত্-পাটন বি. শিকড়সমেত উপড়ে ফেলা; সম্পূর্ণ বিনাশ। 3)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073871
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768612
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365997
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721027
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698017
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594622
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545112
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542285

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন