Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিন্ধ্য দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অপেক্ষা
(p. 40) apēkṣā বি. 1 প্রতীক্ষা (তোমার অপেক্ষায় আছি); 2 ভরসা (তাঁর দয়ার অপেক্ষায় বসে আছে); 3 দেরি, বিলম্ব (আর অপেক্ষা না করাই ভালো); 4 খাতির, তোয়াক্কা (সে কারও অপেক্ষা রাখে না)। অনু. চেয়ে, থেকে তুলনায় (বিন্ধ্য অপেক্ষা হিমালয় উচ্চতর)। [সং. অপ + √ ঈক্ষ্ + অ + আ]। ̃ কারী (-রিন্) বিণ. অপেক্ষা করে এমন। অপেক্ষক বিণ. অপেক্ষাকারী; অভিলাষী, কোনোকিছুর প্রত্যাশা করে এমন। বি. (গণি.) ভিন্ন সংখ্যা বা রাশির পরিবর্তনে যে সংখ্যা বা রাশির পরিবর্তন হয়, function. অপেক্ষ-মাণ বিণ. প্রতীক্ষা করছে এমন, প্রতীক্ষারত। অপেক্ষা-কৃত বিণ-. -বিণ. তুলনামূলকভাবে (অপেক্ষাকৃত ভালো)। অপেক্ষিত বিণ. প্রতীক্ষা করা হচ্ছে এমন, প্রত্যাশিত, ঈপ্সিত। অপেক্ষী (-ক্ষিন্) বিণ. অপেক্ষাকারী, প্রত্যাশী (মুখাপেক্ষী)। 42)
আগস্ত্য, অগস্তি
(p. 6) āgastya, agasti বি. 1 স্বনামপ্রসিদ্ধ মুনিবিশেষ; 2 (জ্যোতি.) যে নক্ষত্রের উদয়ে শরত্ ঋতু সূচিত হয়, Canopus [সং. অগ+√ স্তৈ+অ়]। ̃ .যাত্রা বি. যে যাত্রায় বিদেশযাত্রী আর ফিরে আসে না; নিষিদ্ধ যাত্রা (অগস্ত্য মুনি পয়লা ভাদ্র বিন্ধ্যপর্বত অতিক্রম করে দক্ষিণাপথে গমন করেছিলেন এবং আর ফিরে আসেননি বলে এই দিনটিতে যাত্রা নিষিদ্ধ); মাসের প্রথম দিন; শেষ যাত্রা, চিরপ্রস্হান। অগস্ত্যোদয় বি. ভাদ্রের 17/18 তারিখে অগস্ত্য নক্ষত্রের উদয়। 23)
আর্য
(p. 104) ārya বি. 1 প্রাচীনকালে মধ্য এশিয়া থেকে ভারতে যে (আর্যভাষী) জাতি এসেছিল; 2 আর্যাবর্তের সম্মানীয় ব্যক্তি; 3 গুরুজন। বিণ. 1 মান্য, পূজা; 2 শ্রেষ্ঠ; 3 সত্কুলজাত; 4 সুসভ্য। [সং. √ঋ + য]। ̃ তা বি. আর্যের ভাব; সদাচার। ̃ পুত্র বি. (সংস্কৃতে সম্বোধনে) স্বামী। ̃ সমাজ বি. দয়ানন্দ সরস্বতীর প্রতিষ্ঠিত বৈদিক ধর্মানুগামী সম্প্রদায়। আর্যা বিণ. আর্য-র স্ত্রীলিঙ্গ। বি. 1 শাশুড়ি; 2 মাননীয়া নারী; 3 সংস্কৃত ছন্দোবিশেষ; 4 (বাংলায়) পদ্যে রচিত গণিতের সূত্র (শুভংকরের আর্যা)। আর্যাবর্ত বি. (প্রাচীন আর্যদের দ্বারা অধ্যুষিত বলে) ভারতের উত্তরাংশ, উত্তরে হিমালয় থেকে দক্ষিণে বিন্ধ্যপর্বত পর্যন্ত বিস্তৃত ভূখণ্ড। [সং. আর্য + আবর্ত]। 46)
উত্তরা-পথ
(p. 125) uttarā-patha বি. ভারতবর্ষের উত্তরাংশ, আর্যাবর্ত; (মূলত) বিন্ধ্যপর্বতের উত্তরে অবস্হিত ভারতের উত্তরাংশ। [সং. উত্তরা + পথিন্ + অ]। তু. দক্ষিণাপথ। 10)
কুলাচল, কুলাদ্রি
(p. 199) kulācala, kulādri বি. পুরাণে বর্ণিত সাতটি পর্বত-যথা, মহেন্দ্র, মলয়, সহ্য, শুক্তিমান্, ঋক্ষ, বিন্ধ্য, পারিপাত্র বা পারিযাত্র। [সং. কুল3 + অচল, অদ্রি]। 42)
দক্ষিণা-পথ
(p. 395) dakṣiṇā-patha বি. বিন্ধ্যপর্বতের দক্ষিণ দিকে অবস্হিত ভারতবর্ষের অংশ, দাক্ষিণাত্য। [সং. দক্ষিণা + পথ]। 26)
দাক্ষিণাত্য
(p. 402) dākṣiṇātya বিণ. দক্ষিণদেশীয়; দক্ষিণাপথে অবস্হিত বা জাত। বি. বিন্ধ্যপর্বতের দক্ষিণদিকস্হ ভারতবর্ষের অংশ, দক্ষিণাপথ। [সং. দক্ষিণা + ত্য]। 41)
নর্মদা
(p. 447) narmadā বি. বিন্ধ্যপর্বত থেকে উত্পন্ন নদীবিশেষ, রেবা নদী। [সং. নর্মন্ + √ দা + অ + আ]। 82)
বিন্ধ্য
(p. 618) bindhya বি. ভারতের মধ্যাঞ্চলে পূর্বপশ্চিমে বিস্তৃত পর্বতমালাবিশেষ। [সং. বি + √ ধ্যৈ + অ (নি. ম্ আগম)]। ̃ বাসিনী বি. (স্ত্রী.) দুর্গাদেবী। বিণ. (স্ত্রী.) বিন্ধ্যপর্বতে বাসকারিণী। বিন্ধ্যাচল বি. বিন্ধ্যপর্বত। বিন্ধ্যারণ্য বি. বিন্ধ্য পর্বতের অরণ্য। 22)
মধ্য
(p. 676) madhya বি. 1 মাঝ বা মাঝামাঝি জায়গা (ভ্রূমধ্যে); 2 প্রান্ত থেকে সমদুরবর্তী স্হান, কেন্দ্র (ভূমধ্য); 3 শরীরের মাঝামাঝি অংশ, কোমর, কটি (ক্ষীণমধ্যা); 4 অভ্যন্তর, ভিতর (বনমধ্যে); 5 অবকাশ, অবসর, ফাঁক (ইতিমধ্যে); 6 মাধ্যম বা অবলম্বন (বাধাবিঘ্নের মধ্য দিয়ে পড়াশোনা)। বিণ. মাঝামাঝি, বা মাঝের (মধ্যরাত্রি); কেন্দ্রের, কেন্দ্রস্হ প্রান্ত থেকে সমদূরবর্তী স্হানের (মধ্যবিন্দু); অন্তর্বতী, অভ্যন্তরীণ; মধ্যম। [সং মধ্য + অ]। ̃ গ বিণ. মধ্যবর্তী। স্ত্রী. ̃ .গা। ̃ চ্ছদা বি. জীবদেহের আবরক পাতলা ঝিল্লিবিশেষ, diaphragm ̃ .দেশ বি. 1 মধ্যভাগ; 2 ভিতর; 3 প্রাচীন ভারতে হিমালয় ও বিন্ধ্যপর্বতের মধ্যবর্তী ভূভাগ; 4 (কৌতু.) পেট (মধ্যদেশ যে ক্রমেই ফুলে উঠছে)। ̃ .ন্দিন বি. মধ্যাহ্ন দিনের মধ্যভাগ, দুপুর। ̃ .পথ বি. 1 পথের মাঝামাঝি জায়গা; 2 মধ্যপন্হা। ̃ .পন্হা বি. দুই বিপরীত মত বা উপায় বা ভাবের মধ্যবর্তী মত বা উপায় বা ভাব; নরমপন্হা, middle course, golden mean ̃ .পদ লোপী (-পিন্) বিণ. (ব্যাক.) যাতে মধ্যবর্তী পদের লোপ হয়, যথা, সিংহচিহ্নিত আসন সিংহাসন। ̃ .প্রদেশ বি. 1 মধ্যস্হল; 2 বর্তমান ভারতরাষ্ট্রের রাজ্যবিশেষ; 3 (কৌতু.) পেট, ভুঁড়ি (মধ্যপ্রদেশে মেদ জমেছে)। ̃ .প্রাচ্য বি. ইয়োরোপ ও পূর্ব এশিয়ার মধ্যবর্তী এশীয় ভূখণ্ড, নিকটপ্রাচ্য, Middle East. ̃ . বয়স্ক বিণ. মাঝবয়সি, প্রৌঢ়। স্ত্রী. ̃ .বয়স্কা। ̃ .বর্তী (-র্তিন্) বিণ মাঝামাঝি স্হানে বা অভ্যন্তরে অবস্হিত (মধ্যবর্তী ভূভাগ, মধ্যবর্তী সময়)। স্ত্রী. ̃ .বর্তিনী। ̃ .বর্তিতা বি. 1 মধ্যবর্তী অবস্হা; 2 মধ্যবর্তী অবস্হান; 3 মধ্যস্হতা; সালিশি। ̃ .বিত্ত বিণ. (আর্থিক দিক দিয়ে) মাঝামাঝি অবস্হাযুক্ত; ধনী ও দরিদ্রের মাঝামাঝি অবস্হাযুক্ত। বি. উক্ত অর্থে (মধ্যবিত্তের সংসার)। ̃ .বিন্দু বি. কেন্দ্র। ̃ .ভারত বি. ভারতের মাঝখানের অঞ্চল। ̃ .মণি বি. 1 কন্ঠহার ইত্যাদি অলংকারের মাঝখানে খচিত রত্ন; 2 সবচেয়ে উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ ব্যক্তি (আসরের মধ্যমণি) ̃ .মান সংগীতের তাল বিশেষ। ̃ .যুগ বি. ইতিহাসে প্রাচীন ও আধুনিক কালের মধ্যবর্তী সময়, Middle Ages. ̃ .যুগীয় বিণ. মধ্যযুগসংক্রান্ত বা মধ্যযুগসুলভ (মধ্যযুগীয় রীতিনীতি)। ̃ .রাত, ̃ .রাত্রি, ̃ .রাত্র বি. গভীর রাত, নিশীথ। ̃ .রেখা বি. (ভূগো.) ভূগোলকের উভয় মেরুর মধ্য দিয়ে উত্তর-দক্ষিণে বিস্তৃত বৃত্তাকার রেখা; (জ্যোতি.) যে কল্পিত বৃত্ত দৃষ্টার মাথার উপর দিয়ে উত্তর-দক্ষিণ দিকে বিস্তৃত হয়ে নভোমণ্ডলকে পূর্ব ও পশ্চিমে সমানভাবে বিভক্ত করে, meridian বি. প.)। ̃ .লয় বি. সংগীতে দ্রুত ও বিলম্বিত এই দুইয়ের মাঝামাঝি লয়। ̃ .স্হ বিণ. অভ্যন্তরস্হ। বি. সালিশ। বি. ̃ .স্হতা। ̃ .স্হল বি. মাঝখান; কেন্দ্র; মধ্যভাগ। মধ্যা বিণ. স্ত্রী. মধ্যবর্তিনী। 95)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2084177
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1772298
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1370017
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722753
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700068
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595906
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 550216
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543090

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন