Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিস্ময় দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

(p. 76) a অব্য. বিস্ময়, সাড়া ইত্যাদি জ্ঞাপক ধ্বনি। 13)
অগাধ
(p. 6) agādha বিণ. 1 তল পাওয়া যায় না এমন, অথই, অতল (অগাধ জল); 2 অতিশয় গভীর, বিশাল (অগাধ সমুদ্র); 3 বিপুল, অপরিসীম (অগাধ পাণ্ডিত্য; অগাধ ঐশ্বর্য); 4 অনন্তবিস্তার ('অগাধ আকাশে': রবীন্দ্র); 5 অপার (অগাধ স্নেহ)। [সং. ন+গাধ]। অগাধীয় বিণ. তলদেশে পৌছানো যায় না এমন, অত্যন্ত গভীর, abyssal, abysmal (বি.প.)। 25)
অজ-বীথি
(p. 8) aja-bīthi বি. ছায়াপথ, দেবযান; আকাশের উত্তর-দক্ষিণে বিস্তৃত নক্ষত্রবীথি, milky way, galaxy. [সং. অজ1+বীথি]। 100)
অত্যাশ্চর্য
(p. 14) atyāścarya বিণ. অত্যন্ত বিস্ময়কর, খুব অদ্ভুত (এ এক অত্যাশ্চর্য ঘটনা)। [সং. অতি+আশ্চর্য]। 50)
অদ্ভুত
(p. 17) adbhuta বিণ. বিস্ময়কর; অসাধারণ; সচরাচর ঘটে না এমন; আকস্মিক। বি. কাব্যরসবিশেষ। [সং. অত্+ √ ভূ + উত]। ̃ কর্মা (-র্মন্) বিণ. অসাধারণ কাজ করার ক্ষমতা আছে যার; অলৌকিক ক্ষমতাসম্পন্ন। ̃ .দর্শন বিণ. যার আকৃতি অদ্ভুত, যার চেহারা অস্বাভাবিক (এমন অদ্ভুতদর্শন লোক আমি আগে দেখিনি)। ̃ রস বি. কাব্যরসবিশেষ। 25)
অনতি
(p. 21) anati বিণ. 1 অধিক বা অতিরিক্ত নয় এমন, মাঝারি; 2 পরিমিত। [সং. ন+অতি]। ̃ কাল বি. অল্পকাল (অনতিকাল পর, অনতিকাল পূর্বে)। ̃ দীর্ঘ বিণ. বেশি দীর্ঘ নয়; যতটা দীর্ঘ হওয়া উচিত ততটা দীর্ঘ। ̃ পূর্বে ক্রি-বিণ. কিছুকাল আগে, বেশিদিন আগে নয়। ̃ বিলম্বে ক্রি-বিণ. বেশি দেরিতে নয়, শীঘ্রই। ̃ বিস্তৃত বিণ. বেশি বিস্তৃত নয় এমন। 22)
অনতিপূর্বে, অনতিবিলম্বে, অনতিবিস্তৃত
(p. 21) anatipūrbē, anatibilambē, anatibistṛta দ্র অনতি। 25)
অনামিক
(p. 25) anāmika বিণ. 1 নামহীন; 2 নাম-না-জানা; 3 অখ্যাত ('এ-বিস্মৃত মরূভূর অনামিক কোণে': সু. দ.)। [সং. ন + নামিক (নাম + ইক?)]। 2)
অব-মর্ষ
(p. 45) aba-marṣa বি. 1 ক্ষমার অভাব, অক্ষমা; 2 অসহন; 3 বিলোপ; 4 বিস্মৃতি। [সং. অব + √ মৃষ্ + অ]। 21)
অব2
(p. 43) aba2 অব্য. নিশ্চয়তা, নিকৃষ্টতা, বিস্তার, নিম্নগতি প্রভৃতি বোঝায় এমন উপসর্গবিশেষ। 22)
অবি-স্মরণীয়
(p. 49) abi-smaraṇīẏa বিণ. বিস্মৃত হওয়া যায় না বা ভোলা যায় না এমন (অবিস্মরণীয় ঘটনা)। [সং. ন + বিস্মরণীয়]। 30)
অবিস্তীর্ণ
(p. 49) abistīrṇa বিণ. বিস্তীর্ণ বা প্রশস্ত নয় এমন; সংকীর্ণ। [সং. ন + বিস্তীর্ণ]। 29)
অভই-ব্যপ্তি
(p. 50) abhi-byapti বি. সম্যক বিস্তৃতি, পুরোপুরি ছড়িয়ে থাকা। [সং. অভি + ব্যপ্তি]। অভি-ব্যপ্ত বিণ. পরিব্যপ্ত, সমগ্রভাবে বিস্তৃত। 103)
অভি-ভূত
(p. 50) abhi-bhūta বিণ. 1 বিহ্বল (আনন্দে, বিস্ময়ে বা আতঙ্কে অভিভূত); 2 আবিষ্ট, আচ্ছন্ন (ধর্মবুদ্ধি অভিভূত); 3 পরাজিত; আক্রান্ত। [সং. অভি + √ ভূ + ত]। বি. ̃ তা, অভি-ভূতি। 108)
অভি-যাত্রী
(p. 50) abhi-yātrī বি. ভ্রমণকারী; দেশ আবিস্কারের উদ্দেশ্যে কিংবা দেশ ভ্রমণের উদ্দেশ্যে পর্যটনকারী বা অভিযানকারী। [সং অভি + যাত্রী]। অভি-যাত্রা বি. পর্যটন, অভিযান; পর্যটনে বা অভিযানে বেরিয়ে পড়া। 114)
অযৌন
(p. 60) ayauna বিণ. যৌনাঙ্গসম্পর্কিত নয় এমন, asexual; যোনিজাত নয় এমন। [সং. ন + যৌন]। ̃ জনন বি. যে জনন বা বংশবিস্তার যোনিজাত নয়, asexual reproduction (বি.প.)। 23)
অরণ্য
(p. 60) araṇya বি. গাছপালা ও ঝোপঝাড়ে পূর্ণ প্রায় দুর্গম বিস্তীর্ণ অঞ্চল যেখানে পশু বিচরণ করে; বন, জঙ্গল। [সং. √ ঋ + অন্য]। ̃ .কাণ্ড বি. রামায়ণের তৃতীয় কাণ়্ড বা অধ্যায় যেখানে রামের বনবাসের বর্ণনা আছে। ̃ .চর, ̃ .চারী (-রিন্) বিণ. বনে বিচরণ করে এমন, বনচর; বন্য। ̃ .জাত বিণ. বনে জন্মে এমন, বনে উত্পন্ন হয়েছে এমন। ̃ .বাসী (-সিন্) বিণ. বনে বাস করে এমন, বনবাসী। ̃ .ষষ্ঠী বি. জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী, জামাই ষষ্ঠী। ̃ .সংকুল বিণ. জঙ্গলাকীর্ণ (অরণ্যসংকুল দেশ)। অরণ্যানী বি. বিশাল বন, মহাবন। অরণ্যে রোদন নিস্ফল আবেদন। 30)
অরুচি
(p. 61) aruci বি. (খাবারে) অনিচ্ছা বা বিরাগ; রোগবিশেষ যাতে খাবার জিনিস মুখে বিস্বাদ লাগে; যাতে প্রবৃত্তি হয় না। [সং. ন + রুচি]। ̃. কর বিণ. 1 অপ্রীতিকর, অমনঃপূত; 2 বিরক্তিকর। 14)
অল্প
(p. 65) alpa বিণ. 1 ঈষত্, কম (অল্প গরম, অল্প কথার মানুষ); 2 একটু, একটুখানি, সামান্য (অল্প একটু ভাত); 3 লঘু (অল্পপ্রাণ); 4 অনুদার, হীন (অল্পমতি); 5 ক্ষুদ্র (অল্প বৃদ্ধি, অল্প শক্তি)। সর্ব. কম লোক বা বস্তু বা বিষয় (অল্পেই একথা জানে, অল্পের জন্য)। [সং. √ অল্ + প]। বি. ̃ তা, ̃ ত্ব। অল্প জলের মাছ বি. (আল.) 1 সামান্য পুঁজিবিশিষ্ট লোক, সামান্য অবস্হার লোক; 2 যে ব্যক্তি অল্প ধন বা বিদ্যা নিয়েও ধন বা বিদ্যার বড়াই করে। অল্পের উপর দিয়ে যাওয়া ক্রি. বি. সামান্য ক্ষতি বা কষ্টের বিনিময়ে রেহাই পাওয়া। ̃ .জীবী (বিন্) বিণ অল্পকাল বাঁচে এমন। বি. ̃ জীবিতা। ̃ জ্ঞ বিণ. অল্প জানে এমন, অল্প জ্ঞানবিশিষ্ট। ̃ .দর্শী (-র্শিন্) বিণ. অদূরদর্শী। ̃ .প্রাণ বিণ. 1 অল্পায়ু, অল্প কাল বাঁচে এমন; 2 ক্ষুদ্রপ্রাণ, অনুদার; 3 (ব্যাক.) ক্ষীণ শ্বাসযোগে উচ্চারিত। ̃ প্রাণ বর্ণ প্রতি বর্গের প্রথম, তৃতীয় ও পঞ্চম বর্ণ এবং য র ল ব এই কয়টি বর্ণ অল্প শ্বাসযোগে উচ্চারিত হয় বলে এদের অল্পপ্রাণ বর্ণ বলে। ̃ .বয়স্ক বিণ. বয়স অল্প এমন, অল্পবয়সী। ̃ বিদ্যা বি. অগভীর জ্ঞান, সামান্য লেখাপড়া। অল্পবিদ্যা ভয়ংকরী সামান্য বিদ্যা খুব ক্ষতিকর কারণ এতে অহংকার জন্মে অথচ প্রকৃত পাণ্ডিত্য লাভ হয় না। ̃ বিস্তর বিণ. ক্রি. বিণ. মোটামুটিরকম; একটু-আধটু; কম-বেশী। ̃ বুদ্ধি বিণ. সামান্য বুদ্ধিসম্পন্ন; মন্দমতি; জড়বুদ্ধি। ̃ ভাষী (-ষিন্) বিণ্. কম কথা বলে এমন। ̃ .মতি বিণ. হীনচেতা, নীচ; বোকা অল্পবুদ্ধিসম্পন্ন। ̃ .স্বল্প বিণ. একটু-আধটু। অল্পাধিক বিণ. কম-বেশি। অল্পায়ু, অল্পায়ুঃ (-য়ুস্) বিণ. অল্পকাল বাঁচে এমন। অল্পাশয় বিণ. হীনমতি; তুচ্ছ বিষয়ে আকাঙ্ক্ষা করে এমন। অল্পাহার বি. অল্প আহার, লঘু ভোজন। বিণ. অল্প খায় এমন। অল্পাহারী (-রিন্) বিণ. কম খায় এমন। অল্পে অল্পে, ক্রি-বিণ. ক্রমশ ধীরে ধীরে; সামান্যের উপর দিয়ে। 11)
অসীম
(p. 72) asīma বিণ. সীমাহীন; অনন্ত, অশেষ ('অসীম ধন তো আছে তোমার': রবীন্দ্র); প্রচুর। বি. বিশ্বচরাচরব্যাপী সত্তা ('তোমা মাঝে অসীমের চিরবিস্ময়': রবীন্দ্র)। [সং. ন + সীমা]। স্ত্রী. অসীমা। 12)
অস্তোদয়
(p. 73) astōdaẏa বি. 1 সূর্যের অস্ত ও উদয়; 2 সূর্যের অস্তগমন থেকে পুনরায় উদয় পর্যন্ত সময় ('উদয়াস্ত অস্তোদয় করিল বিস্তার': ভা. চ.)। [সং. অস্ত + উদয়]। 12)
অস্বাদু
(p. 75) asbādu বিণ. স্বাদু নয় এমন; স্বাদহীন, বিস্বাদ। [সং. ন + স্বাদু]। বি. ̃ তা। 2)
অস্মরণ
(p. 75) asmaraṇa বি. স্মরণ বা স্মৃতির অভাব; বিস্মৃতি, বিস্মরণ, ভুলে যাওয়া। [সং. ন + স্মরণ] 11)
অস্মার
(p. 75) asmāra বি. বিস্মৃতি, ভুলে যাওয়া, স্মৃতিভ্রংশ, amnesia (বি. প.)। [সং. ন + √ স্মৃ + অ]। 12)
অস্মৃতি
(p. 75) asmṛti বি. ভুলে যাওয়া, বিস্মৃতি, স্মৃতির অভাব। [সং. ন + স্মৃতি]। অস্মৃত বিণ. ভুলে যাওয়া হয়েছে এমন, মনে নেই এমন, বিস্মৃত। 14)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074427
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768767
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366200
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721095
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698141
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594694
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545305
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542314

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন