Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বেআইন। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অপরাধ
(p. 34) aparādha বি. দোষ; ত্রুটি; পাপ; দুষ্কর্ম; বেআইন কাজ। [সং. অপ + √ রাধ্ + অ]। ̃ মূলক বিণ. যাতে অপরাধ হয় এমন; বেআইন। ̃ হীনতা বি. নির্দোষিতা। অপরাধী (-ধিন্) বিণ. বি. দোষী; পাপী, বেআইনি কাজ করেছে এমন (লোক); দুষ্কৃতকারী। বি. বিণ. স্ত্রী. অপরাধিনী। 127)
অবৈধ
(p. 50) abaidha বিণ. বিধিসম্মত নয় এমন; নীতিবিরুদ্ধ; বেআইনি। [সং. ন + বৈধ]। বি. ̃ তা। অবৈধ পর্ণয় বি. নিষিদ্ধ প্রেম; পরকীয়া প্রেম। 14)
কালো
(p. 188) kālō বিণ. 1 কৃষ্ণবর্ণ, অন্ধকারের রং (কালো চুল); 2 ময়লা, মলিন (জামাকাপড় কালো হয়েছে); 3 বিষণ্ণ, গোমড়া (মুখ কালো করা)। [ সং. কাল3]। ̃ টাকা বি. বেআইনিভাবে আয় করা টাকা; হিসাববহির্ভূত টাকা। ̃ বাজার বি. সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জিনিস বিক্রয়ের বাজার; নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জিনিস কেনা-বেচা। ̃ বাজারি বি. কালোবাজারে জিনিস বিক্রির কাজ। 21)
চোরা2
(p. 298) cōrā2 বিণ. 1 অপহৃত, চোরাই (চোরা টাকা); 2 গুপ্ত, অদৃশ্য, অজানিত (চোরা ঘুসি; চোরা গর্ত); 3 চুরিঘটিত, বেআইনি (চোরাকারবার)। [বাং. চুরি + আ]। ̃ কারবার বি. শুল্ক ফাঁকি দিয়ে গোপনে অনুষ্ঠিত বেআইনি ব্যাবসা। ̃ গর্ত বি. বালি ঘাস মাটি প্রভৃতিতে ঢাকা থাকায় অদৃশ্য গর্ত। ̃ গলি বি. গলির ভিতর প্রায়-অদৃশ্য কানা গলি। ̃ গোপ্তা বিণ. যে কাজের কর্তা অদৃশ্য ও অজানিত; গোপনে করা হয় এমন (চোরাগোপ্তা আক্রমণ)। ̃ চালান বি. অবৈধভাবে ও গোপনে মাল চালান, smuggling. ̃ পথ বি. গুপ্ত এবং সচ. অবৈধ পথ। ̃ বালি বি. বাইরে শক্ত কিন্তু ভিতরে তলতলে, ভিজে ও গভীর এমন বালুচর যার উপর পড়লে জীবজন্তু নৌকা প্রভৃতি তলিয়ে যায়। 22)
জবর
(p. 312) jabara বিণ. 1 জাঁকালো (জবর আয়োজন, জবর মজা, জবর উত্সব); 2 চমত্কার, উত্কৃষ্ট (জবর জিনিস); 3 জোরালো (জবর মার, জবর ঘা দিয়েছি); 4 বলিষ্ঠ (জবর পালোয়ান); 5 কঠিন, কঠোর (জবর শাস্তি); 6 নাছোড়বান্দা (জবর লোক); 7 উত্তেজনাজনক; 8 জরুরি (জবর খবর)। [আ. যবর]। ̃ দখল বি. জোর করে দখল, বলপ্রয়োগের দ্বারা বা বেআইনি দখল। বিণ. বলপ্রয়োগের দ্বারা বা বেআইনিভাবে অধিকৃত (জবরদখল জমি)। ̃ দস্ত বিণ. 1 দুর্দান্ত; 2 অত্যন্ত বলবান; 3 অত্যন্ত জুলুমবাজ; অত্যন্ত নাছোড়বান্দা। ̃ দস্তি বি. জুলুম, কঠিন অত্যাচার বা বলপ্রয়োগ। ক্রি-বিণ. বলপ্রয়োগের দ্বারা, জুলুম করে (জবরদস্তি কেড়ে নেওয়া)। 92)
নিষিদ্ধ
(p. 473) niṣiddha বিণ. 1 নিষেধ বা বারণ করা হয়েছে এমন (এ পথে চলাচল করা নিষিদ্ধ); 2 নিবারিত; 3 অন্যায়, বেআইনি। [সং. নি + √ সিধ্ + ত]। 51)
নিয়ম
(p. 461) niẏama বি. 1 বিধান, নির্দেশ (শাস্ত্রীয় নিয়ম); 2 প্রণালী, পদ্ধতি (তাঁর কাজের নিয়মই ওইরকম); 3 প্রথা (প্রচলিত নিয়ম); 4 অভ্যাস (প্রাত্যহিক নিয়মে প্রাতর্ভ্রমণ করেন); 5 সংযত আচার (নিয়মে থাকা, অনিয়ম না করা); 6 সংযম, কৃচ্ছ্রসাধন, ব্রত-উপবাসাদি (নিয়মভঙ্গ); 7 আইন (বিদ্যালয়ের নিয়ম)। [সং. নি + √ যম্ + অ]। ̃ কানুন বি. বিধিব্যবস্হা, নিয়মাবলি (কেউ নিয়মকানুন মানছে না)। ̃ তন্ত্র বি. নির্দিষ্ট নিয়মাবলি; নির্দিষ্ট নিয়মাবলি মেনে চলার প্রথা। ̃ তান্ত্রিক বিণ. 1 নিয়মতন্ত্রসম্বন্ধীয়; 2 নিয়মতন্ত্র বা সংবিধান মেনে চলে এমন, constitutional (নিয়মতান্ত্রিক সরকার)। ̃ ন বি. নিয়মের দ্বারা বন্ধন, ব্যবস্হাপন; নিয়ন্ত্রণ, সংযমন। ̃ নিষ্ঠ বিণ. নিষ্ঠার সঙ্গে নিয়ম মেনে চলে এমন। ̃ পালন বি. নিয়ম মেনে চলার অভ্যাস। ̃ পূর্বক ক্রি-বিণ. নিয়ম বেঁধে; নিয়ম মেনে; নিয়মিতভাবে; বাঁধাধরা নিয়ম অনুসারে। ̃ বিরুদ্ধ বিণ. নিয়মবহির্ভূত, অবৈধ; বেআইনি; অশাস্ত্রীয়। ̃ ভঙ্গ বি. 1 নিয়ম বা বিধি ভঙ্গ করা; 2 ব্রত-উপবাসাদি পালনের অবসান; 3 অশৌচ পালনের নির্দিষ্ট সময়ের অবসান। ̃ মাফিক বিণ. ক্রি-বিণ. নিয়ম অনুসারে, নিয়ম মেনে করা হচ্ছে এমন। নিয়মাধীন বিণ. নির্দিষ্ট বিধি বা নির্দেশ পালনে বাধ্য এমন। নিয়মানুগ বিণ. নিয়ম-অনুসারী, নিয়ম মেনে হচ্ছে এমন। নিয়মানুবর্তী (-র্তিন্) বিণ. নির্দিষ্ট নিয়ম মেনে চলে এমন। নিয়মানুযায়ী (-য়িন্) বিণ. নিয়মানুগত, নিয়মানুবর্তী। ক্রি-বিণ. নিয়মের বশবর্তী হয়ে (নিয়মানুযায়ী কাজ করা)। নিয়মাবলি বি. নানাবিধ নিয়ম। নিয়মিত বিণ. 1 নিয়ম-অনুযায়ী; 2 নিয়ন্ত্রিত (শাস্ত্রনিয়মিত অনুষ্ঠান)। ক্রি-বিণ. প্রায় প্রতিদিন নির্দিষ্টভাবে (সে এখানে নিয়মিত আসে)। নিয়মী (-মিন্) বিণ. নিয়ম পালনকারী। নিয়ম্য বিণ. নিয়মের অধীনে আনার যোগ্য; নিয়ন্ত্রণযোগ্য। 117)
বিধি
(p. 616) bidhi বি. 1 বিধান, নিয়ম, ব্যবস্থা (সরকারি বিধি, পূজাবিধি); 2 উপায়, প্রণালী, ক্রম (কার্যবিধি); 3 ভাগ্য, দৈব (বিধির বিধান, বিধির বিড়ম্বনা); 4 বিধানকর্তা, ঈশ্বর ('বিধির বাঁধন কাটবে তুমি': রবীন্দ্র)। [সং. বি + √ ধা + ই]। ̃ জ্ঞ বিণ. শাস্ত্রীয় বিষয়ে অভিজ্ঞ, শাস্ত্রজ্ঞ, শাস্ত্র জানে এমন। ̃ দর্শী (-র্শিন্) বিণ. শাস্ত্রীয় বিধি বা নিয়মাদি জানে এমন। ̃ নির্দিষ্ট বিণ. ভাগ্যের দ্বারা স্থিরীকৃত। ̃ নিষেধ বি. নিয়মের বন্ধন; নিয়মকানুন। ̃ বদ্ধ বিণ. নিয়মবদ্ধ, নির্দিষ্ট নিয়মানুযায়ী, যথাবিধি। ̃ বহির্ভূত বিণ. নিয়ম বা ব্যবস্থার অন্তর্ভুক্ত নয় এমন; নিয়মবিরুদ্ধ; বেআইনি। ̃ বিড়ম্বনা বি. ভাগ্যের ছলনা। ̃ ভঙ্গ বি. নিয়মভঙ্গ। ̃ মতো বিণ. বিধান বা নিয়ম-অনুযায়ী, যথাবিহিত (বিধিমতো শাস্তি)। ̃ লিপি বি. ভাগ্যের লিখন; ভাগ্য (বিধিলিপি কে খণ্ডাতে পারে?)। ̃ শাস্ত্র বি. 1 স্মৃতিশাস্ত্র; 2 ব্যবহারশাস্ত্র, আইন। ̃ সংগত, ̃ সম্মত বিণ. শাস্ত্রীয় বিধানানুযায়ী; নিয়মানুযায়ী। 20)
বেআইনি
(p. 633) bēāini বিণ. আইনবুরুদ্ধ, আইনের চোখে অপরাধজনক বা নিষিদ্ধ (বেআইনি ব্যাবসা, বেআইনি গ্রন্হ)। [ফা. বে + আ. আইন + বাং. ই]। 94)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2084733
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1772567
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1370276
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722845
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700177
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 596001
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 550454
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543134

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন