Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বেকারি দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনু-প্রাণিত
(p. 29) anu-prāṇita বিণ. অনুপ্রাণনা পেয়েছে এমন (স্বামী বিবেকান্দের আদর্শের দ্বারা অনুপ্রাণিত) [সং. অনু + প্র + √ অন্ + ণিচ্ + ত]। 13)
কবে2
(p. 164) kabē2 অব্য. ক্রি-বিণ. কোন দিন, কোন কালে, কোন সময়। [কব2 দ্র]। ̃ কার বিণ. 1 কোন দিনের; 2 বহুদিন আগেকার (সেই কবেকার কথা)। 32)
তিরো-ধান, তিরো-ভাব
(p. 375) tirō-dhāna, tirō-bhāba বি. 1 অন্তর্ধান, অদৃশ্য হওয়া (হঠাত্ আবির্ভাব, হঠাত্ তিরোধান); 2 মহাপুরুষের মৃত্যু (স্বামী বিবেকানন্দের তিরোধান)। [সং. তিরস্ + √ ধা অন; তিরস্ + √ ভূ + অ]। তিরো-হিত, তিরো-ভূত বিণ. 1 অন্তর্হিত; 2 মৃত। বিণ. স্ত্রী. তিরো-হিতা, তিরো-ভূতা। 145)
নিষ্কর্মা
(p. 473) niṣkarmā (-র্মন্) বিণ. 1 কর্মহীন, বেকার; 2 অলস (নিষ্কর্মার মতো দিন কাটানো)। [সং. নির্ + কর্মন্]।
নৈষ্কর্ম্য
(p. 480) naiṣkarmya বি. 1 নিষ্ক্রিয়তা; 2 কর্মে অনীহা বা বীতস্পৃহা; 3 কর্মহীনতা, বেকারত্ব; 4 আলস্য। [সং. নিষ্কর্মন্ + য]।
বসা2
(p. 580) basā2 ক্রি. বি. 1 উপবেশন করা (চৌকির উপর বসেছে); 2 অধিষ্ঠান করা (গদিতে বসা, পাটে বসা, ঘাটে বসা); 3 স্হায়ীভাবে বাস করা (এই গ্রামে দশ ঘর বাউরি বসেছে); 4 স্হাপিত হওয়া (গ্রামে একটি বাজার বসেছে); 5 আরম্ভ হওয়া (স্কুল এগারোটায় বসবে); 6 জমাট বাঁধা (দইটা এখনও বসেনি, বুকে সর্দি বসেছে); 7 মাপসই হওয়া, খাপ খাওয়া (টুপিটা মাথায় বেশ বসেছে); 8 নিবিষ্ট হওয়া (পড়ায় মন বসা); 9 ভিতরে ঢোকা (গায়ে জল বসা, দেওয়ালে পেরেকটা বসছে না, গাড়ির চাকা কাদায় বসে গেছে); 1 শুকিয়ে যাওয়া, রুগ্ণ দেখানো, চুপসানো (চোখমুখ বসে গেছে); 11 অপেক্ষা বা প্রতীক্ষা করা (কখন থেকে বসে আছি); 12 অবরুদ্ধ হওয়া (গলা বসে গেছে); 13 বাস স্হাপন করা (বাড়িতে ভাড়াটে বসেছে); 14 নাবাল বা নিচু হওয়া (ঘরের মেঝে বসে গেছে); 15 রত বা নিযুক্ত হওয়া (সভায় বসা, বিচারে বসা); 16 থিতানো (তেলে ময়লা বসা); 17 বিদ্ধ বা অঙ্কিত হওয়া (দাগ বসে গেছে, দাঁত বসে গেছে); 18 হঠাত্ কিছু করা (কথাটা বলে বসেছি, কাজটা করে বসেছে); 19 দমে যাওয়া (ব্যাবসায় ক্ষতি হওয়ায় লোকটা একেবারে বসে গেছে); 2 উপক্রম হওয়া (সমস্ত উদ্যোগ নষ্ট হতে বসেছে)। বিণ. উক্ত সব অর্থে (বসা চোখ, বসা জমি, বসা গলা); বেকার, কর্মহীন (তাঁর দুটি বসা ছেলে)। [সং. √ বস্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 উপবিষ্ট করানো (বৃদ্ধ লোকটিকে ধরে বসাল); 2 স্হাপন করা, প্রতিষ্ঠা করা (বাজার বসানো, হাট বসানো); 3 বাস করানো (বাড়িতে ভা়ড়াটে বসানো); 4 প্রবিষ্ট করানো (দেওয়ালে পেরেক বসানো); 5 বেঁধানো (দাঁত বসানো); 6 খচিত করা (আংটিতে পাথর বসানো); 7 আঘাত করা বা মারা (চড় বসানো); 8 চড়ানো, চাপানো (উনুনে হাঁড়ি বসানো); 9 জমানো (দই বসানো)। বিণ. উক্ত সব অর্থে। বসিয়ে দেওয়া ক্রি. বি. 1 দমিয়ে দেওয়া, নিরুত্সাহ করা; 2 সর্বনাশ করা (এই লোকসানটা তাকে একেবারে বসিয়ে দিয়েছে)। বসে থাকা ক্রি. বি. 1 অপেক্ষা বা প্রতীক্ষা করা; 2 অনেকক্ষণ ধরে বসা; 3 বেকার থাকা। বসে পড়া ক্রি. বি. 1 হতাশ হওয়া (ট্রেন ফেল করে বসে প়ড়ল); 2 বিপন্ন হওয়া (মামলায় হেরে একেবারে বসে পড়লাম)। বসে বসে খাওয়া ক্রি. বি. নিষ্কর্মা বা বেকার হয়ে জীবনযাপন করা। বসে যাওয়া ক্রি. বি. 1 নাবাল বা নিচু হওয়া (বাড়িটা ক্রমেই বসে যাচ্ছে); 2 মিলিয়ে যাওয়া (ফোড়াটা বসে গেছে); 3 হতাশ হওয়া (ট্রেন চলে গেছে দেখে সে বসে গেল); 4 সর্বনাশগ্রস্ত হওয়া (এই লোকসানে লোকটা একেবারে বসে গেছে)। বসে বসে ক্রি-বিণ. 1 বহুক্ষণ যাবত্ বসে থেকে (বসে বসে পা ব্যথা হয়ে গেল); 2 অপেক্ষা বা প্রতীক্ষা করে (বসে বসে অধৈর্য হয়ে গেল)। 219)
বিকারি1
(p. 633) bikāri1 দ্র বেকার। 116)
বেকানুন, বেকানুনি
(p. 633) bēkānuna, bēkānuni বি. আইনলঙ্ঘন (বেকানুনি করা)। বিণ. নিয়মবহির্ভূত (বেকানুনি কারবার)। [ফা. বে + কানুন, + বাং. ই]। 113)
বেকার
(p. 633) bēkāra বিণ. 1 কর্মহীন (সারাটা দিন বেকার গেল); 2 চাকুরিহীন, জীবিকাহীন (বেকার যুবক); 3 নিরর্থক, অনর্থক (বেকার খাটুনি)। বি. বেকার লোক। [ফা. বে + সং. কার (কর্ম)-তু-ফা. বেগার]। ̃ ত্ব বি. বেকারি -র অনুরূপ। ̃ ভাতা বি. বেকারদের ন্যূনতম অন্নবস্ত্রাদি সংস্হানের জন্য সরকার কর্তৃক প্রদত্ত অর্থসাহায্য। বেকারি বি. বেকার অবস্হা (বেকারির জ্বালা)। 115)
বেকারি2
(p. 633) bēkāri2 বি. রুটি তৈরির কারখানা। [ইং. bakery]। 117)
ভাত মারা
(p. 661) bhāta mārā ক্রি. বি. 1 প্রচুর ভাত খাওয়া; 2 বেকার বসে অন্ন ধ্বংস করা; 3 উপার্জনের পথ বন্ধ করে দেওয়া। ভাতুরে ভাতুড়িয়া বি. বিণ. অন্নের জন্য অপরের গলগ্রহ। ভাতুয়া-ভেতো -র মূল রূপ। ভাতে বিণ. 1 ভাতের সঙ্গে সিদ্ধকরা হয়েছে এমন (আলু ভাতে); 2 গরম ভাতের তাপে সিদ্ধ (মাছ ভাতে)। বি. ওইভাবে সিদ্ধ করা সবজি বা মাছ। ভাতে-ভাত ভাত ও তার সঙ্গে সিদ্ধ করা সবজি। 32)
মর্ম
(p. 687) marma (-র্মন্) বি. 1 দেহের এমন স্হান যেখানে আঘাত করলে মৃত্যু হতে পারে (মর্মস্হানে আঘাত); 2 অন্তরের কোমলতম ও নিগূঢ়তম প্রদেশ; 3 হৃদয়; 4 উদ্দেশ্য, অভিপ্রায়; 5 তাত্পর্য; 6 গূঢ় অর্থ, প্রকৃত অর্থ (কবিতার মর্ম, সারমর্ম); রহস্য (মর্মোদ্ধার)। সং √ মৃ + মন্। ̃ .কথা বি অন্তরের কথা গূঢ় অভিপ্রায়। ̃ .গ্রহণ, মর্মাব-ধারণ বি. তাত্পর্য বা গূঢ় অর্থ নিরূপণ। ̃ .গ্রাহী (-হিন্) বিণ মর্ম গ্রহণ করে এমন। ̃ .ঘাতী (-তিন্) (বাং.) ̃ .ন্তুদ, ̃ .ভেদী (-দিন্), মর্মান্তিক বিণ. 1 হৃদয়বিদারক, মারাত্মক (মর্মঘাতী আর্তনাদ, মর্মান্তিক কাহিনি); 2 অতি করুণ, শোচনীয় (মর্মন্তুদ দৃশ্য)। ̃ .ঙ্গম বিণ. অন্তরে প্রবিষ্ট, হৃদয়ঙ্গম ('অহিন্দুর এটা মর্মঙ্গম হবে না': রবীন্দ্র)। ̃ জ্ঞ বিণ. নিগূঢ় অর্থ নির্ণয়ে সমর্থ। ̃ .জ্বালা বি. অন্তরের বেদনা বা কষ্ট, দুঃখ। ̃ .পীড়া, ̃ .বেদনা, ̃.ব্যথা বি. মনঃকষ্ট, শোক অভিমান ইত্যাদি মানসিক যন্ত্রণা। বাণী বিণ অন্তরের কথা (বিবেকানন্দে রচনায় ভারতের মর্মবাণী প্রকাশিত হয়েছে)। ̃ স্হল, ̃স্হান বি 1 দেহস্হ প্রাণকোষ 2 অন্তরের কোমলতম ও নিগূঢ়তম প্রদেশ। ̃ স্পর্শী (র্শিন্), ̃ স্পৃক (-স্পৃশ) বিণ. যা হৃদয়কে ব্যাকুল বা বিচলিত করে; অন্তরের বেদনা দেয় এমন। মর্মাঘাত বি. মর্মস্হলে বা হৃদয়ে আঘাত। মর্মাহত বিণ হৃদয়ে নিদারুণ আঘাতপ্রাপ্ত, বেদনাহত (পুত্রের ব্যর্থতায় মর্মাহত)। মর্মী (-র্মিন্) বিণ, 1 গূঢ় রহস্য উপলব্ধিকারী; 2 মরমি, দরদি। মর্মোদ্-ঘাটন, মর্মোদ্ভেদ বি. 1 গোপন কথা বা রহস্য প্রকাশ; 2 স্বরূপ প্রকাশ; 3 মর্মার্থ প্রকাশ। 8)
সাবেক
(p. 828) sābēka বিণ. প্রাচীন, পুরাতন, পূর্বেকার (সাবেক কাল, সাবেক ফ্যাশান)। [আ. সাবিক]। সাবেকি বিণ. সাবেক; প্রাচীনকালের, প্রাচীনপন্হী (সাবেকি লোক, সাবেকি ফ্যাশান)। 20)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2083887
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1772151
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1369895
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722722
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700005
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595866
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 549400
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543082

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন