Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বেজার দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অহি
(p. 75) ahi বি. সর্প, সাপ। [সং. ন + √ হা + ই]। অহি-নকুল সম্পর্ক বি. সাপ আর বেজির চিরশত্রুতার সম্পর্ক; (আল.) প্রবল শত্রুতা। 25)
উদ্বেজক
(p. 128) udbējaka বিণ. 1 উদ্বেগজনক; 2 কষ্টকর বা বিরক্তিকর। [সং. উত্ + √ বিজ্ + অক]। উদ্বেজন বি. উদ্বেগ; উদ্বিগ্ন বা উত্যক্ত করা। উদ্বেজিত বিণ. উদ্বিগ্ন বা উত্যক্ত করা হয়েছে এমন। 25)
গন্ধ
(p. 240) gandha বি. 1 বস্তুর যে-গুণ কেবল নাকের দ্বারা অনুভবনীয়. বাস (গন্ধ ছড়ায়); 2 ঘ্রাণ (গন্ধ পাচ্ছি); 3 সুগন্ধ (গন্ধ মেখেছে?); 4 সামান্যতম উল্লেখ, লেশ (নামগন্ধ নেই); 5 সম্পর্ক (এর সঙ্গে টাকার কোনো গন্ধ নেই)। [সং. √গন্ধ্ + অ]। ̃ কাষ্ঠ বি. চন্দন কাঠ; কালাগুরু। ̃ গোকুল, ̃ গোকুলা বি. নকুল বা বেজিজাতীয় জন্তুবিশেষ, খট্টাশ। [সং. গন্ধনকুল]। ̃ তেল, ̃ তৈল বি. সুবাসিত তেল, ফুলেল তেল। ̃ দ্রব্য বি. 1 সুগন্ধ দ্রব্য ; 2 নাগকেশর। ̃ পুষ্প বি. সুগন্ধি ফুল; সচন্দন ফুল। ̃ বণিক (-ণিজ্) বি. গন্ধদ্রব্য ব্যবসায়ী; মশলা ব্যবসায়ী, বাঙালি হিন্দু সম্প্রদায়বিশেষ. গন্ধবেনে। ̃ বহ, ̃ বাহ বি. বাতাস। ̃ ভাদাল, ̃ ভাদুলি বি. দুর্গন্ধযুক্ত লতাবিশেষ, গাঁধাল। ̃ মাদন বি. রামায়ণোক্ত যে বিশাল পর্বত হনুমান বিশল্যকরণীর জন্য উপড়ে এনেছিলেন। ̃ মূষিক বি. ছুঁচো। ̃ মৃগ বি. কস্তুরীমৃগ। ̃ রাজ বি. সুগন্ধি সাদা ফুলবিশেষ। ̃ সার বি. চন্দন; চন্দন গাছ। গন্ধে গন্ধে ক্রি-বিণ. সূত্র অনুসরণ করে (গন্ধে গন্ধে এসে ঠিক হাজির হয়েছে)। 17)
জারজ
(p. 322) jāraja বিণ. জারজাত; বেজন্মা। [সং. জার + √ জন্ + অ]। 61)
নকুল
(p. 443) nakula বি. 1 নেউল, বেজি; 2 শিব; 3 চতুর্থ পাণ্ডব। [সং. ন + কুল (সমাসান্ত)]। নকুলেশ্বর বি. 1 ভৈরববিশেষ; 2 মহাদেব। 25)
নেউল
(p. 479) nēula বি. বেজি (সাপে-নেউলে)। [সং. নকুল]। 3)
বিজন্মা
(p. 611) bijanmā (-ন্মন্) বিণ. যার জন্মের ঠিক নেই, জারজ, বেজন্মা। [সং. বি + জন্মন্]। 29)
বিজাত
(p. 611) bijāta বিণ. জারজ, বেজন্মা, বেজাত। [সং. বি (বিরুদ্ধ) + জাত (উত্পন্ন)]। 37)
বিষম
(p. 627) biṣama বিণ. 1 দারুণ (বিষম ব্যস্ত, বিষম বিপদ); 2 দুঃসহ, বেজায় (বিষম তাপ, বিষম ক্রোধ); 3 সাংঘাতিক, উত্কট (বিষম দুর্ঘটনা); 4 অত্যন্ত কঠিন (বিষম সমস্যা); 5 অসমান (বিষম রাশি)। বি. (বাং.) (খাদ্যপানীয়াদি গেলার সময়) আকস্মিক শ্বাসরোধ ও হিক্কা ('হাসি চাপিতে গিয়া বিষম খাইলেন': ব. চ.)। [সং. বি + সম]। ̃ কাল বি. অপ্রশস্ত সময়, অসময়। ̃ কোণ বি. অসমান কোণ। বিষম বাহু বি. অসমান বাহু। বিষম রাশি বি. অযুগ্ম বা বিজোড় রাশি। 38)
বেজন্মা
(p. 633) bējanmā বিণ. যার জন্মের ঠিক নেই, জারজ। [সং. বিজন্মন্ অথবা ফা. বে + বাং. জন্ম সং. জন্মন্]। 135)
বেজাত
(p. 633) bējāta বি. ভিন্ন বা পতিত জাতি; নিচু জাতি। বিণ. 1 জাতিচ্যুত; 2 জারজ। [ফা. বে + বাং. জাত4]। 136)
বেজার
(p. 633) bējāra বিণ. অপ্রসন্ন; বিরক্ত (মুখ বেজার করা, বেজার হয়ে বসে থাকা)। [ফা.]। 139)
বেজায়
(p. 633) bējāẏa বিণ. ক্রি-বিণ. অত্যন্ত, খুব মাত্রাতিরিক্ত (বেজায় গরম, বেজায় খাটুনি, বেজায় ঘুমায়)। [ফা. বেজা]। 137)
বেজায়গা
(p. 633) bējāẏagā বি. 1 অন্য বা ভিন্ন জায়গা; 2 অসুবিধাজনক বা খারাপ জায়গা (বেজায়গায় এসে এখন পস্তাচ্ছে)। [ফা. বে + বাং. জায়গা]। 138)
বেজি
(p. 633) bēji বি. তীক্ষ্ণ নখযুক্ত, ধূসর বাদামি লোমযুক্ত এবং সাপের সঙ্গে লড়াইয়ের জন্য সুপরিচিত মাংসাশী প্রাণীবিশেষ, নেউল, নকুল। [দেশি]। 140)
বেধড়ক
(p. 633) bēdhaḍ়ka বিণ. ক্রি-বিণ. অপরিমিত, প্রচুর; বেজায় (বেধড়ক পিটুনি, বেধড়ক মার দিয়েছে)। [ফা. বে + হি. ধড়ক]। 203)
বেহদ্দ
(p. 642) bēhadda বিণ. বিণ-বিণ. বেজায়, অত্যন্ত, অধিক, জবর (বেহদ্দ পরিশ্রম)। [ফা. বে + আ. হদ্দ্]। 56)
লবেজান
(p. 756) labējāna বিণ. 1 অতি অস্হির বা উত্কণ্ঠিত ('লবেজান বিবিজান'); 2 প্রাণ ওষ্ঠাগত হয়েছে এমন।[ফা. লব্-ই-জান্)। 9)
সমূহ
(p. 814) samūha বি. 1 রাশি; 2 গণ, সমুদায়। (বাং.) বিণ. 1 বহু, অনেক, বেজায় (সমূহ ক্ষতি); 2 ভীষণ, চরম (সমূহ বিপদ)। [সং. সম্ + √ ঊহ্ + অ]। 31)
সর্প
(p. 818) sarpa বি. হাত-পা-বিহীন এবং জিভ-চেরা সরীসৃপবিশেষ, সাপ, ফণী। [সং. √ সৃপ্ + যঙ্ + অ]। বি. (স্ত্রী.) সর্পিণী, সর্পী। ̃ ভুক (-ভুজ্) বিণ. সাপ খায় এমন। বি. 1 গরুড়; 2 ময়ূর। ̃ রাজ বি. বাসুকি, অনন্তদেব। ̃ হা (-হন্) বিণ. সর্বহন্তা। বি. নেউল, বেজি। সর্পাধাত বি. সাপের কামড়। সর্পিল বিণ. সাপের গতির মতো আঁকাবাঁকা। সর্পী (-র্পিন্) বিণ. (প্রধানত) বুকে ভর দিয়ে গমনশীল। বিণ. (স্ত্রী.) সর্পিণী। 30)
সাত
(p. 823) sāta বি. বিণ. 7 সংখ্যা বা সংখ্যক। [সং. সপ্ত]। ̃ ই, সাতুই বি. মাসের সপ্তম দিন বা সাত তারিখ। সাতকাণ্ড রামায়ণ 1 সপ্ত কাণ্ডে বা অধ্যায়ে বিভক্ত রামায়ণগ্রন্হ; 2 (আল.) মস্ত ব্যাপার। সাতখুন মাপ (আল.) বহু গুরুত্বপূর্ণ অপরাধের জন্য কোনো শাস্তি না দেওয়া, সমস্ত অপরাধ বরদাস্ত করা। সাত ঘাটের জল খাওয়া বা খাওয়ানো 1 নানা স্হানে চাকরি করা বা করানো; 2 কাজ উপলক্ষ্যে নানা স্হানে বদলি হওয়া বা বদলি করা; 3 নানা বিপদে পড়া বা ফেলা; 4 নানাভাবে জীবনযাপন করা বা করানো; 5 বেজায় নাকাল হওয়া বা করা। সাত চড়ে বা বেরোয় না (আল.) সমস্ত নির্যাতন নীরবে সহ্য করে অর্থাত্ অত্যন্ত নিরীহ। সাত সতিনের ঘর (আল.) যেসংসারে নিরন্তর কলহ বিবাদ ও হিংসাদ্বেষ বিদ্যমান। সামসমুদ্র তেরো নদীর পার (রূপকথা থেকে) বহু দূরবর্তী; বহু দূরবর্তী স্হান বা দেশ (সাতসমুদ্র তেরো নদীর পারের রাজপুত্র)। সাতেও নেই পাঁচেও নেই ঝঞ্ঝাটের সঙ্গে সম্পর্কহীন, নিরপেক্ষ, উদাসীন। ̃ তাড়াতাড়ি ক্রি-বিণ. 1 খুব তাড়াতাড়ি; 2 ব্যস্তসমস্ত হয়ে। ̃ নর, ̃ নরি বিণ. সাত প্যাঁচওয়ালা। সাত প্যাঁচওয়ালা কণ্ঠহার। ̃ নলা বি. বিণ. একসঙ্গে সাতটি গুলি ছোড়ার নলবিশিষ্ট (বন্দুক) ̃ প্যাঁচ বিণ. বিবিধ, নানা। বি. 1 নানা কথা (সাতপাঁচ ভেবে); 2 অগ্রপশ্চাত্। ̃ পুরুষ বি. পিতা-পিতামহাদিক্রমে ঊর্ধ্বতন সাতপুরুষ। ̃ ষট্টি বি. বিণ. 67 সংখ্যা বা সংখ্যক। ̃ সকাল বি. খুব সকাল; তাড়াতাড়ি। ̃ সতেরো বি. নানারকম জিনিস বা কথা (সাত-সতেরো শুনানো)। 52)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2078835
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1770411
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1367997
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721766
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698995
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595272
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 547534
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542673

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন