Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বেরিয়ে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অভি-যাত্রী
(p. 50) abhi-yātrī বি. ভ্রমণকারী; দেশ আবিস্কারের উদ্দেশ্যে কিংবা দেশ ভ্রমণের উদ্দেশ্যে পর্যটনকারী বা অভিযানকারী। [সং অভি + যাত্রী]। অভি-যাত্রা বি. পর্যটন, অভিযান; পর্যটনে বা অভিযানে বেরিয়ে পড়া। 114)
অস্হি
(p. 73) ashi বি. হাড়; যা দিয়ে মেরুদন্ডী প্রাণীর কঙ্কাল তৈরি হয়। [সং. √ অস্ + থি]। ̃ চর্ম বি. হাড় ও চামড়া; হাড়-মাস। ̃ চর্ম-সার বিণ. শরীরে কেবল হাড় আর চামড়াই আছে, আর কিছুই নেই এমন; অত্যন্ত শীর্ণ। ̃ দান বি. গঙ্গা সমুদ্র প্রভৃতির পবিত্র জলে মৃতের অস্হি নিক্ষেপ। ̃ পঞ্জর বি. শুধু হাড় ও পাঁজরা দিয়ে গঠিত দেহের কাঠামো; কঙ্কাল, skeleton. ̃ পঞ্জর-সার বিণ. হাড়-পাঁজরা বেরিয়ে রয়েছে এমন, হাড়-জিরজিরে, অত্যন্ত শীর্ণ। ̃ বিজ্ঞান, ̃ বিদ্যা বি. (নর-) দেহের অস্হিসম্বন্ধীয় শাস্ত্র, osteology, ̃ ভঙ্গ বি. হাড় ভেঙে যাওয়া। জটিল অস্হিভঙ্গ বি. দেহের হাড় ভেঙে চামড়া ভেদ করেছে এমন অবস্হা, compound fracture of bone. সরল অস্হিভঙ্গ বি. হাড় ভেঙেছে কিন্তু চামড়া ভেদ করেনি এমন অবস্হা, single fracture of bone. ̃ সন্ধি বি. 1 দুটি হাড়ের সংযোগস্হল, গাঁট; 2 ভাঙা হাড় জোড়া লাগানো। ̃ সার বিণ. কেবল হাড়ই আছে এমন; অত্যন্ত শীর্ণ। বি. মজ্জা, bone marrow. 25)
আট
(p. 85) āṭa বি. বিণ. আট (8) সংখ্যা; আটসংখ্যক। [সং. অষ্ট]। ̃ ই বি. মাসের 8 তারিখ। বিণ. মাসের 8 তারিখের বা 8 তারিখসংক্রান্ত। ̃ .কড়াইয়া, ̃ .কৌড়ে বি. শিশুর জন্মের অষ্টম দিনে আটরকম কড়াইভাজার জলপান বিতরণের সংস্কার। ̃ .কপালিয়া, ̃ .কপালে বিণ. হতভাগ্য, খারাপ কপালবিশিষ্ট। স্ত্রী. ̃ .কপালি। আট-খানা করা ক্রি. বি. খণ্ড খণ্ড বা টুকরো টুকরো করা। আট-খানা হওয়া ক্রি. বি. আনন্দে অধীর হওয়া। ̃ ঘাট বি. চার দিক; সমস্ত পথ বা উপায় (আটঘাট বেঁধে কাজ করা)। আটঘাট বেঁধে চলা ক্রি. বি. সমস্ত দিক সামলে চলা। ̃ চল্লিশ বি. বিণ. 48 সংখ্যা বা 48 সংখ্যক। ̃ চালা বি. আটটি চালা বা চালবিশিষ্ট ঘর বা মণ্ডপ। ̃ ত্রিশ বি. বিণ. 38 সংখ্যা বা 38 সংখ্যক। ̃ পহর, ̃ পর-আটপ্রহর -এর কথ্য রূপ। ̃ পিঠা, ̃ পিঠে বিণ. 1 আটটি পৃষ্ঠ বা তলযুক্ত; 2 সবরকমের কাজে দক্ষতা আছে এমন। ̃ পৌরে বিণ. অষ্ট প্রহর অর্থাত্ সর্বদাব্যবহার করা যায় এমন (আটপৌরে পোশাক পরেই বেরিয়ে এলাম)। ̃ প্রহর বি. ক্রি-বিণ. সমস্ত দিন ও রাত্রি (ধরে)। ̃ ষষ্টি বি. বিণ. 68 সংখ্যা; 68 সংখ্যক। 59)
আত্মা-পুরুষ
(p. 89) ātmā-puruṣa (অশু.) বি আত্মা; প্রাণ। [সং. আত্মা + পুরুষ]। আত্মাপুরুষ খাঁচাছাড়া হওয়া ক্রি. বি দেহ থেকে প্রাণ বেরিয়ে যাওয়া; মৃত্যু ঘটা বা সেইরকম অবস্হা হওয়া। আত্মাপুরুষ (বা আত্মারাম) শুকিয়ে যাওয়া ক্রি. বি. অত্যন্ত ভয় পাওয়া, ভয়ে আড়ষ্ট হওয়া। 28)
উত্-ক্রম
(p. 123) ut-krama বি. 1 স্বাভাবিক ক্রমের বিপরীত গতি; 2 বিপরীত ক্রম; 3 ক্রমভঙ্গ, ব্যতিক্রম; 4 লঙ্ঘন; 5 মৃত্যু। [সং. উত্ + √ ক্রম্ + অ]। ̃ ণ বি. 1 ক্রমের বিপরীত দিকে যাওয়া; 2 ক্রমবিপর্যয়, ক্রমভঙ্গ; 3 মৃত্যু; 4 (ব্যাক.) বাক্যে শব্দবিন্যাসে বিপর্যয়; 5 বাইরে বেরিয়ে যাওয়া, নির্গমন। 11)
উত্-ক্রান্ত
(p. 123) ut-krānta বিণ. 1 উল্লঙ্ঘিত; 2 বাইরে বেরিয়ে গেছে এমন; 3 মৃত। [সং. উত্ + √ ক্রম্ + ত]। উত্-ক্রান্তি বি. উল্লঙ্ঘন; নির্গমন; মৃত্যু; ক্রমোন্নতি। 12)
উদ্-গত, উদ্গত
(p. 126) ud-gata, udgata বিণ. 1 উদ্ভূত; উত্পন্ন; 2 বাইরে বেরিয়ে এসেছে এমন, বহির্গত (ফোড়া উদ্গত); 3 নির্গত (উদ্গত অশ্রু)। [সং. উত্ + √ গম্ + ত]। বি. উদ্-গম, উদ্গম। 11)
ওষ্ঠ
(p. 153) ōṣṭha বি. উপরের ঠোঁট; (বাং.) নীচের বা উপরের ঠোঁট। [সং. √ উষ্ + থ]। ̃ পুট বি. মিলিত ওষ্ঠদ্বয়। ̃ ব্রণ বি. ঠোঁটের বিষফোঁড়াবিশেষ ওষ্ঠাগত বিণ. 1 প্রাণ বেরিয়ে যাবার উপক্রম হয়েছে এমন, মুর্মূষু; 2 জ্বালাতনে অতিষ্ঠ; পরিশ্রম ইত্যাদিতে কাতর ও অতিষ্ঠ। ওষ্ঠাগত-প্রায় বিণ. মৃতপ্রায়। ওষ্ঠাধর বি. নীচের ও উপরের দুটি ঠোঁট। ওষ্ঠ্য বিণ. ওষ্ঠের দ্বারা উচ্চার্য বা উচ্চারিত (ওষ্ঠ্যবর্ণ)। বি. ওষ্ঠের দ্বারা উচ্চার্য বর্ণ, ওষ্ঠ্যবর্ণ। [সং. ওষ্ঠ + য]। 65)
কচ৪
(p. 156) kaca4 বি. 1 কলম ইত্যাদির সূক্ষ্মভাব, কত; 2 জমি ইমারত ইত্যাদির তেরচাভাবে বেরিয়ে-থাকা অংশ। [ফা. কজ্]। 35)
কড়2, কড়া
(p. 158) kaḍ়2, kaḍ়ā বি. মুকুল থেকে সদ্য যে কচি ফল বেরিয়েছে; ফলের গুটি, অপুষ্ট কচি ফল (আমের কড়া, কুমড়োর কড়া)। [সং. কলি=কড়ি]। 17)
কণ্ঠ
(p. 159) kaṇṭha বি. 1 গলা, গলদেশ (কণ্ঠভূষণ); 2 স্বরনালী (কণ্ঠরোধ্); 3 গলার স্বর (সুকণ্ঠ)। [সং. √ কণ্ + ঠ]। ̃ গত বিণ. কণ্ঠাগত; কণ্ঠ পর্যন্ত এসেছে এমন; বাইরে বেরিয়ে এসেছে এমন। ̃ নালী, ̃ নালি বি. গলনালি, গলার নালি। ̃ বদ্ধ, ̃ লগ্ন, ̃ লীন বিণ. আলিঙ্গন করে গলা জড়িয়ে ধরেছে এমন। ̃ ভূষণ বি. গলার হার; চিক, মালা ইত্যাদি গলার অলংকার। ̃ মণি বি. 1 গলায় ধারণীয় রত্ন; 2 (আল.) পরম আদরের পাত্র; 3 গলনালীর বাইরের দিকের উঁচু নরম হাড়বিশেষ, Adam's apple. ̃ রোধ শ্বাসরোধ; কথা বলার ক্ষমতা বা প্রতিবাদের অধিকার বিলোপ (সংবাদপত্রের কণ্ঠরোধ)। ̃ লগ্ন বিণ. গলায় জড়ানো রয়েছে এমন (কণ্ঠলগ্ন হয়ে)। ̃আলিঙ্গন করে রয়েছে এমন (স্বামীর কন্ঠলগ্ন হয়ে) স্হ বিণ. 1 কণ্ঠে অবস্হিত; 2 (আল.) মুখস্হ। ̃ হার বি. 1 গলায় পরবার হার; অতি প্রিয়মাত্র। কণ্ঠা বি. 1 গলার দুই পাশের হাড়, কণ্ঠাস্হি; 2 গলা, কণ্ঠ (কণ্ঠা জেগে গেছে)। কণ্ঠাগত বিণ. 1 কণ্ঠ পর্যন্ত এসেছে এমন; 2 বেরিয়ে এসেছে এমন। কণ্ঠাগত-প্রাণ বিণ. মুর্মূষু, প্রাণ বেরিয়ে যাবার উপক্রম হয়েছে এমন; অত্যন্ত ক্লান্ত। বি. মূমূর্ষু প্রাণ। কণ্ঠাভরণ বি. গলার অলংকার। কণ্ঠি বি. বৈষ্ণবদের গলার তুলসীর মালা। কণ্ঠি-ধারণ বি. বৈষ্ণবদের তুলসীর মালা পরা; বৈষ্ণবধর্ম গ্রহণ। কণ্ঠি-ধারী (-রিন্) বিণ. বি. বৈষ্ণব, বৈরাগী। কণ্ঠিবদল বি. মালাবদলের মতো কণ্ঠিবদল করে বৈষ্ণবদের বিবাহপ্রথা। কণ্ঠী, কণ্ঠিকা বি. 1 গলার একনর মালা; 2 কণ্ঠি। কণ্ঠৌষ্ঠ্য বিণ. কণ্ঠ ও ওষ্ঠ থেকে উচ্চারিত। কণ্ঠ্য বিণ. 1 কণ্ঠসম্বন্ধীয়; 2 কণ্ঠ থেকে উচ্চারিত (কণ্ঠ্যবণ)। 23)
কাগজ
(p. 177) kāgaja বি. 1 কাপড়, তুলো, কাঠ প্রভৃতির আঁশ থেকে প্রস্তুত লেখার, আঁকার বা মুদ্রণের উপকরণবিশেষ; 2 সংবাদপত্র (খবরটা সহ কাগজেই বেরিয়েছে); 3 দলিলপত্র (কোম্পানির কাগজ)। [আ. চৈ. কায়গদ্]। ̃ ওয়ালা বি. খবরের কাগজবিক্রেতা; সংবাদপত্রের সঙ্গে সম্পর্কিত ব্যক্তি (এ ব্যাপারে কাগজওয়ালারা নীরব কেন?)। ̃ পত্র বি. দলিলপত্র; প্রামাণিক লিখিত তথ্যাদি। 24)
কারনিস, কার্নিস
(p. 185) kāranisa, kārnisa বি. ছাদ বা দেওয়ালের যে অংশ বাইরের দিকে প্রলম্বিত থাকে বা বেরিয়ে থাকে। [ইং. cornice]। 13)
কুঁচা1, (কথ্য) কুঁচো
(p. 192) kun̐cā1, (kathya) kun̐cō বিণ. 1 অতি ক্ষুদ্র (কুঁচো চিংড়ি); 2 গুঁড়ানো বা খুব ছোট করা (কুঁচো নৈবেদ্য, কুঁচো সাবান)। [সং. কুচিত; তু. ফা. কুচক্]। ̃ কাঁচা বি. কচি ছেলেমেয়ে (কুঁচোকাঁচাদের নিয়ে রাস্তায় বেরিয়েছ কেন?)। 18)
খাওয়া
(p. 224) khāōẏā ক্রি. 1 ভোজন করা, আহার করা; 2 পান করা (চা দুধ খাওয়া) ; 3 সেবন করা (হাওয়া খেতে বেরিয়েছি); 4 ভোগ করা, সহ্য করা (মার খাওয়া, গালি খাওয়া); 5 উত্কোচ বা ঘুষ নেওয়া (পয়সা খেয়েছে, ঘুষ খেয়েছে); 6 দংশন করা (সাপে খেয়েছে); 7 নষ্ট করা, কলঙ্কিত করা (চোখের মাথা খেয়েছ নাকি?) ছেলেটার মাথা খাচ্ছ কেন?); 8 গ্রাস করা (আমার সব সম্পত্তি মহাজনে খেয়েছে); 9 শেষ করা, বিনষ্ট করা (স্বামী-পুত্র খেয়ে এখন বাপের বাড়িতে এসে উঠেছে); 1 টেনে নেওয়া, শোষা (যন্ত্রটা বেশ তেল খায়) ; 11 (চুম্বন ইত্যাদি) দেওয়া (চুমু খাওয়া); 12 (আদর) পাওয়া (মায়ের আদর খাচ্ছে); 13 খাটা, উপযুক্ত হওয়া (খাপ খায় না)। বি. ভোজন। বিণ. খাওয়া হয়েছে এমন। [বাং. √খা + আ]। ̃ দাওয়া বি. পানভোজন ; আহারাদি। ̃ নো ক্রি. (অন্যকে) ভোজন বা পান করানো। বি. বিণ. উক্ত অর্থে। ̃ পরা বি. খাওয়াদাওয়া ও পোশাক-আশাক (আমি কারও খাওয়াপরার দায়িত্ব নিতে পারব না)। ̃ র জল. খাবার জল বি. পানীয় জল। 49)
খোলস
(p. 235) khōlasa বি. বাইরের আবরণ (খোলস ছেড়ে বেরিয়ে এল); খোল, নির্মোক (সাপের খোলস)। [সং. খোলক]। 3)
গজ-গজ, গজ্-গজ্, গজর-গজর
(p. 236) gaja-gaja, gaj-gaj, gajara-gajara অব্য. বি. 1 বিরক্তিসূচক অস্পষ্ট উক্তি ; 2 অসন্তোষ প্রকাশ (রেগে গজগজ করছে); 3 বাইরে বেরিয়ে আসার জন্য চঞ্চলতা প্রকাশ (পেটে কথা গজগজ করছে); 4 স্হানাভাবে ঠেলাঠেলির ভাব (এখনও পেটে খাবারগুলো গজগজ করছে)। [দেশি, ধ্বন্যা.]। 15)
গলন
(p. 244) galana বি. 1 দ্রবীভবন, গলে যাওয়া; 2 নির্গমন, বেরিয়ে যাওয়া। [সং. √গল্ + অন]। 6)
গলা2
(p. 244) galā2 ক্রি. 1 গলে যাওয়া, তরল বা দ্রব হওয়া (বরফ গলা) ; 2 সরু ফাঁকের মধ্য দিয়ে বেরিয়ে যাওয়া (হাত দিয়ে জল গলে না, 'পাঁচিলের ফোকর গলে': নজরুল); 3 অভিভূত হওয়া (পুত্রস্নেহে গলে যাওয়া); 4 ফেটে নরম ও তরল হওয়া (ফোঁড়া গলে যাওয়া); 5 ঢোকা, প্রবেশ করা (এর মধ্যে মাথা গলবে না) ; 6 বেশি সিদ্ধ হয়ে নরম হওয়া (ভাত গলে গেছে)। বি. উক্ত সব অর্থে। বিণ. গলিত, দ্রবীভূত; জীর্ণ; অতিরিক্ত নরম হয়েছে বা ফেটে গেছে এমন; পচা (পচা-গলা)। [বাং. √গল্ (সং. √গল্) + আ]। ̃ নো ক্রি. 1 গালানো, দ্রব বা তরল করা ; 2 সংকীর্ণ ফাঁকের মধ্য দিয়ে চালনা করা (সে বলটা জানলা দিয়ে গলিয়ে দিল); 3 অভিভূত করা (মিষ্টি কথায় তাঁকে গলিয়ে দিল); 4 প্রবেশ করানো, ঢুকানো (ছুঁচে সুতো গলানো) ; 5 পরিধান করা (জুতোটা পায়ে গলাও, জামাটা গলিয়ে নিই)। বি. বিণ. উক্ত সব অর্থে। 8)
গলাধঃ-করণ
(p. 244) galādhḥ-karaṇa বি. 1 গিলে ফেলা; 2 ভক্ষণ (খানিকটা খিচুড়ি গলাধঃকরণ করেই বেরিয়ে পড়লাম) ; 3 পান, তরল জিনিস খাওয়া (এই বিশ্রী চা তো গলাধঃকরণই করা যায় না)। [সং. গল + অধঃ + √কৃ + অন]। 9)
ঘাম
(p. 269) ghāma বি. ঘর্ম, স্বেদ, ত্বকের ছিদ্র দিয়ে যে জলীয় পদার্থ শরীর থেকে বেরিয়ে আসে। [সং. ঘর্ম]। ঘাম দিয়ে জ্বর ছাড়া ক্রি. বি. (আল.) উদ্বেগ বা বিপদ কেটে যাওয়ায় আশ্বস্ত হওয়া। ̃ তেল বি. গর্জনতেল-প্রতিমায় যে তেলের প্রলেপ দিলে প্রতিমা ঘেমেছে বলে মনে হয়। ঘামা ক্রি. ঘর্মাক্ত হওয়া (আমি শীতকালেও ঘামি)। ঘামানো ক্রি. 1 ঘর্মাক্ত করানো; 2 খাটানো, পরিশ্রম করানো (মাথা ঘামানো)। বি. ঘর্মাক্ত করা, পরিশ্রান্ত করানো। 3)
চুপসা, চোপসা
(p. 290) cupasā, cōpasā বিণ. 1 বসে বা তুবড়ে গেছে এমন (চোপসা গাল); 2 ভিতরের জিনিস বেরিয়ে যাওয়ার ফলে সংকুচিত (চোপসা ফোড়া)। ক্রি. 1 তুবড়ে যাওয়া; 2 নীরস হওয়া এবং শুকিয়ে যাওয়া; 3 সংকুচিত হওয়া (বকুনি শুনে চুপসে যাওয়া)। [সং. √চুষ্ + বাং. সা = চুপসা]। ̃ নো ক্রি. 1 শুষে নেওয়া; 2 তুবড়ে যাওয়া; 3 সংকুচিত হওয়া। বি. বিণ. উক্ত সব অর্থে। 94)
ছিটকা
(p. 304) chiṭakā ক্রি. নিক্ষিপ্ত হওয়া (ছিটকে পড়ল)। [তু. হি. √ ছীট]। ̃ নো ক্রি. 1 ছিটানো (কালি ছিটকানো); 2 বেগে বহির্গত বা নিক্ষিপ্ত হওয়া (ছিটকে গেল, ছিটকে ঘর থেকে বেরিয়ে গেল)। বি. বিণ. উক্ত সব অর্থে। 60)
ঠিকরানো
(p. 350) ṭhikarānō ক্রি. বি. 1 ছড়িয়ে পড়া (আলো ঠিকরে পড়ছে, মুক্তোগুলো চার দিকে ঠিকরে পড়ল); 2 বিচ্ছুরিত হওয়া, বিকীর্ণ হওয়া (আলো ঠিকরানো); 3 তীব্র আলোক সহ্য করতে না পারা (আলোয় চোখ ঠিকরে আসছে); 4 বেরিয়ে আসা (চোখ যেন ঠিকরে আসছে)। বি. বিণ. উক্ত সব অর্থে। [হি. ঠক্কর? ঠীকরা?]। 35)
তদ্দণ্ডে
(p. 365) taddaṇḍē ক্রি-বিণ. সেই মুহূর্তে, তত্ক্ষণাত্ (সে তদ্দণ্ডে ঘর থেকে বেরিয়ে গেল)। [সং. তদ্ + দণ্ড + বাং. এ বিভক্তি]। 41)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074778
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1769046
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366332
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721137
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698188
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594761
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545445
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542336

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন