Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বৈঠক। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অধি-বেশন
(p. 17) adhi-bēśana বি. 1 সভা সমিতি ইত্যাদির বৈঠক বা অনুষ্ঠান, meeting; 2 উপবেশন। [সং. অধি+√বিশ্+অন]। 81)
আড্ডা
(p. 85) āḍḍā বি. 1 বাসস্হান; 2 মিলনস্হল (চোরের আড্ডা); 3 গল্পগুজব; 4 গল্পগুজব করার জায়গা, বৈঠক (আমাদের চায়ের আড্ডায় এসো)। [দেশি]। আড্ডা গাড়া ক্রি. বি. বাসা বাঁধা (এক সন্ন্যাসী এখানে আড্ডা গেড়েছেন)। 103)
আসর
(p. 108) āsara বি. সভা, মজলিশ, বৈঠক (কুন্তির আসর, সাহিত্যের আসর, গানের আসর)। [ফা.] আসর গরম করা ক্রি. বি. সভা মজলিশ জমিয়ে তোলা, সভায় উদ্দীপনা সৃষ্টি করা। আসর জমানো (বা জাঁকানো), আসর মাতানো ক্রি. বি. কথাবার্তা বা ভাবভঙ্গির দ্বারা নিজেকে সভার প্রধান আকর্ষণ হিসাবে প্রতিপন্ন করা। আসরে নামা ক্রি. বি. কর্মক্ষেত্রে অবতীর্ণ হওয়া, কাজে নামা, যোগ দেওয়া। 57)
গোষ্ঠী
(p. 261) gōṣṭhī বি. 1 পরিবার; 2 জ্ঞাতি (জ্ঞাতিগোষ্ঠী); 3 বংশ, কূল ; 4 দল (শিষ্যগোষ্ঠী, গোষ্ঠীদ্বন্দ্ব); 5 বৈঠক, সভা। [সং. গোষ্ঠ + ঈ]। ̃ পতি বি. 1 বংশ পরিবার বা সম্প্রদায়ের প্রধান ব্যক্তি ; 2 দলপতি; 3 সভাপতি। ̃ বদ্ধ বিণ. 1 গোষ্ঠীর মধ্যে আবদ্ধ; 2 গোষ্ঠীর নিয়মে চলে এমন (গোষ্ঠীবদ্ধ জীবন)। ̃ বর্গ বি. পরিজন ও জ্ঞাতিগণ। ̃ ভুক্ত বিণ. গোষ্ঠীর অন্তর্গত। 13)
জলসা
(p. 312) jalasā বি. নাচগান ইত্যাদির আসর বা বৈঠক। [আ. জল্স্অ]। 157)
ঝুপুর-ঝুপুর, ঝুপুর-ঝাপুর
(p. 339) jhupura-jhupura, jhupura-jhāpura বি. ক্রি-বিণ. ক্রমাগত নৌকার বৈঠা বা দাঁড় ফেলার বা বৃষ্টি পড়ার শব্দ। [ধ্বন্যা.]। 6)
ড্রয়িংরুম
(p. 359) ḍraẏiṃruma বি. বসার ঘর, বাইরের ঘর, বৈঠকখানা। [ইং. drawing room]। 10)
দরবার
(p. 399) darabāra বি. 1 রাজসভা; 2 সভা; 3 উচ্চপদস্হ ব্যক্তির বৈঠকখানা; 4 আদালত (বিধাতার দরবারে); 5 কোনো বিষয়ে তদবির বা অভিযোগ (কর্তৃপক্ষের কাছে দরবার করা)। [ফা. দরবার]। দরবারি বিণ. 1 দরবারে যাতায়াতকারী (দরবারি লোক); 2 দরবারের উপযুক্ত বা দরবারে ব্যবহৃত (দরবারি পোশাক, দরবারি সংগীত); 3 আভিজাত্যপূর্ণ (দরবারি মেজাজ, দরবারি চালচলন)। বি. উচ্চাঙ্গ সংগীতের রাগবিশেষ। দরবারি কানাড়া বি. উচ্চাঙ্গ সংগীতের রাত্রিকালীন বিষাদগম্ভীর রাগবিশেষ। 23)
দলুজ
(p. 401) daluja বি. বৈঠকখানা। [ফা. দেহ্লীজ]। 5)
দাঁড়
(p. 402) dān̐ḍ় বি. 1 নৌকার বড় বৈঠা বা ক্ষেপণী যা বেঁধে নিয়ে নৌকা চালাতে হয় (দাঁড় টানা, দাঁড় বাওয়া); 2 পোষা পাখির বসবার দণ্ড (দাঁড়ের পাখি, খাঁচার দাঁড়)। বিণ. 1 দণ্ডায়মান, খাড়া (লাঠিটাকে দাঁড় করিয়ে রেখেছে); 2 সুপ্রতিষ্ঠিত (একটা তত্ত্ব দাঁড় করানো হল); 3 অপেক্ষারত (আমাকে কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে?); 4 উপস্হিত (সাক্ষী দাঁড় করাতে পারবে তো?); 5 থামানো হয়েছে এমন, রুদ্ধগতি (এখানে গাড়িটা কে দাঁড় করাল?); 6 উত্থাপিত, দায়ের (মামলা দাঁড় করা)। [সং. দণ়্ড]। 27)
বহিত্র
(p. 580) bahitra বি. 1 বৈঠা; 2 দাঁড়; 3 পোত, নৌকা। [সং. √ বহ্ + ইত্র]। 240)
বহির্বাটি
(p. 589) bahirbāṭi বি. 1 বাহির বাড়ি, বাড়ির বাইরের অংশ; 2 বৈঠকখানা। [সং. বহিস্ + বাটী]। 5)
বৈঠক
(p. 644) baiṭhaka বি. 1 সভা, মজলিশ, আসর (বিকালের বৈঠক); 2 বারবার ওঠবস-এর ব্যায়াম; 3 হুঁকো রাখার আধারবিশেষ। [হি.]। ̃ খানা বি. 1 সভাগৃহ, যে ঘরে আসর বসে; 2 বাড়ির বাইরের দিকে বসার ঘর। বৈঠকি বিণ. বৈঠকখানার উপযুক্ত, মজলিশি (বৈঠকি গল্প, বৈঠকি গান)। 17)
বৈঠা2
(p. 644) baiṭhā2 ক্রি. (প্রা. কা.) বসা ('বৈঠল মঝু পাশ': বিদ্যা.)। [হি. √ বৈঠ]। 18)
বোটে
(p. 646) bōṭē বি. (কথ্য) বৈঠা। [বাং. বৈঠা]। 27)
মজ-লিশ
(p. 676) maja-liśa বি. 1 আসর, বৈঠক, সভা (রোজই মজলিশ বসে); 2 সমিতি, সংঘ। [আ. মজ্লিস্]। মজ-লিশি বিণ. 1 মজলিশসম্বন্ধীয়; 2 মজলিশ বা আসর জমাতে পারে এমন (মজলিশি লোক); 3 মজলিশের অনুরাগী বা উপযুক্ত (মজলিশি গান)। 14)
মহ-ফিল
(p. 688) maha-phila বি. মজলিশ, বৈঠক, আসর, সভা (গানের মহফিল [আ. মহ্ফীল]। 46)
রুদ্ধ
(p. 743) ruddha বিণ. 1 বন্ধ (রুদ্ধদ্বার, রুদ্ধ বাতাস); 2 অবরুদ্ধ, আটক (কারারুদ্ধ); 3 চাপা (রুদ্ধ কণ্ঠে); 4 প্রতিহত, বাধাপ্রাপ্ত (রুদ্ধ ক্রন্দন, রুদ্ধ বাতাস, রুদ্ধ স্রোত)। [সং. √ রুধ্ + ত]। ̃ .কক্ষ বি. যে-ঘরের দরজা বন্ধ। বিণ. দরজা বন্ধ রেখে কৃত (রুদ্ধকক্ষ বৈঠক)। ̃ .গতি বিণ. গতি বাধা পেয়েছে এমন। ̃ .দ্বার বিণ. দরজা বন্ধ রয়েছে এমন (রুদ্ধদ্বার বৈঠক)। ̃ .শ্বাস বিণ. 1 শ্বাসবায়ু বন্ধ হয়েছে এমন 2 বিস্ময়াদির আধিক্যহেতু শ্বাস ফেলতে অক্ষম। ̃ শ্বাসে ক্রি-বিণ. শ্বাস রুদ্ধ হয় এমন বেগে (রুদ্ধশ্বাসে দৌড়ানো)। তু. ঊর্ধ্বশ্বাসে। 95)
সভা
(p. 808) sabhā বি. 1 সমিতি, পরিষদ (আইনসভা); 2 প্রতিষ্ঠান, গোষ্ঠী (ব্রাহ্মসভা, আত্মীয়সভা); 3 সম্মেলন, বৈঠক (সাংবাদিক সভা); 4 জনসমাবেশ (জনসভা); 5 রাজদরবার (রাজসভা)। [সং. সহ + √ভা + অ]। সভা আহ্বান করা, সভা ডাকা ক্রি-বিণ. সভার বৈঠকে সদস্যদের যোগদানের জন্য আমন্ত্রণ করা; বক্তব্য প্রচার করার জন্য জনসমাবেশের ব্যবস্হা করা। সভা করা ক্রি. সভার অনুষ্ঠান করা। ̃ কক্ষ, ̃ গৃহ, ̃ তল, ̃ মণ্ডপ, ̃ স্হল বি. যেখানে সভার অধিবেশন হয়। ̃ কবি বি. রাজার সভায় নিযুক্ত কবি। ̃ কুট্টিম বি. সভার পাকা মেঝে। ̃ জন বি. সভাস্ত লোক, সদস্য; সভাসদ। ̃ নেত্রী বি. (স্ত্রী.) সভার কার্যাদির পরিচালিকা; কোনো প্রতিষ্ঠানের পরিচালিকা। ̃ পতি বি. সভার কার্যাদির বা প্রতিষ্ঠানের পরিচালক। ̃ ভঙ্গ বি. সভার অধিবেশনের শেষ। ̃ রম্ভ বি. সভার কার্যাদির শুরু। ̃ সদ বি. সভায় যোগদানকারী, সদস্য; সভার সদস্য। ̃ সমিতি বি. সভা বৈঠক বা ওইজাতীয় লোকসমাগম (তিনি আজকাল বড়ো-একটা সভাসমিতিতে যান না)। ̃ সাহিত্য বি. রাজসভার পৃষ্ঠপোষকতায় সভাসাহিত্যেকের রচিত সাহিত্য, court literature. ̃ সাহিত্যিক বি. রাজসভায় বিশেষভাবে সমাদৃত সাহিত্যিক। ̃ সীন বিণ. সভায় বা দরবারে উপস্হিত বা উপবিষ্ট। ̃ স্হ বিণ. সভায় উপস্হিত (সভাস্হ লোকজন)। 38)
সর-গরম
(p. 817) sara-garama বিণ. উদ্দীপনাপূর্ণ, জমজমাট, গুলজার (বৈঠক বা আসর সরগরম)। [ফা. সর্গম্]। 13)
সান্ধ্য
(p. 827) sāndhya বিণ. 1 সন্ধ্যাসম্বন্ধীয়; 2 সন্ধ্যাকালীন (সান্ধ্য ভ্রমণ, সান্ধ্য বৈঠক)। [সং. সন্ধ্যা + অ]। বি. ̃ আইন যেআইনবলে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত বা সারা দিনরাত্রির নির্দিষ্ট অংশে জনসাধারণের গৃহের বাইরে আসা নিষিদ্ধ হয়, কারফিউ (curfew)। ̃ দৈনিক বি. যে-দৈনিক সংবাদপত্র বা পত্রিকা প্রতিদিন সন্ধ্যায় প্রকাশিত হয়। ̃ ভোজ বি. সন্ধ্যার আহার, রাতের খাওয়া। 9)
সাহিত্য
(p. 832) sāhitya বি. 1 সাহিতের ভাব, মিলন, যোগ (কবির ও সহৃদয় কাব্যপাঠকের সাহিত্য, শব্দ ও অর্থের সাহিত্য); 2 জ্ঞানগর্ভ বা শিক্ষামূলক গ্রন্হ (ধর্মসাহিত্য); 3 কাব্যপ্রবন্ধ-উপন্যাসাদি চিন্তামূলক বা রসাত্মক বা রম্য রচনা (রসসাহিত্য, সাহিত্য-সংগীত-কলা); 4 (বাং.) গ্রন্হ, রচনা (প্রবন্ধ-সাহিত্য, প্রচার-সাহিত্য)। [সং. সহিত + য]। ̃ কলা, ̃ শিল্প বি. কাব্য-উপন্যাসাদি রসাত্মক গ্রন্হরচনার কৌশল বা গ্রন্হরচনারূপ শিল্প। ̃ চর্চা, সাহিত্যানু-শীলন বি. সাহিত্যশিল্প রচনা; সাহিত্যশিল্প সম্বন্ধে আলোচনা। ̃ জগত্, সাহিত্যাকাশ বি. সাহিত্যিক সম্প্রদায় বা সাহিত্যিকদের সমাজ। ̃ বৃত্তি বি. সাহিত্যরচনারূপ উপজীবিকা। ̃ রথী বি. বিশিষ্ট সাহিত্যিক। ̃ সভা বি. সাহিত্যশিল্পাদি-সংক্রান্ত সভা বা গোষ্ঠী; সাহিত্যজগত্। ̃ সমাজ বি. সাহিত্যিকগণ; সাহিত্যিক-সম্প্রদায়। ̃ সাধক বি. 1 সাহিত্যরচনা ও সাহিত্যচর্চা যার ব্রত; 2 (শিথি.) সাহিত্যিক। ̃ সাধনা বি. সাহিত্যরচনা ও সাহিত্যচর্চারূপ ব্রত। ̃ সেবা বি. সাহিত্যরচনা ও সাহিত্যের উন্নতিবিধান। ̃ সেবক, ̃ সেবী (-বিন্) বি. বিণ. যে ব্যক্তি সাহিত্যসেবা করে; (শিথি.) সাহিত্যিক। সাহিত্যাচার্য বি. সাহিত্যশিল্প সম্বন্ধে প্রগাঢ় পণ্ডিত; সাহিত্যের বিশিষ্ট অধ্যাপক। সাহিত্যিক বিণ. সাহিত্যশিল্প-সম্বন্ধীয় (সাহিত্যিক আলোচনা, সাহিত্যিক বৈঠক)। বিণ. বি. সাহিত্য-রচনাকারী। 7)
হাফ
(p. 865) hāpha বিণ. 1 অর্ধ, অর্ধেক (হাফ-হাতা); 2 হ্রস্ব, খাটো (হাফ-শার্ট)। [ইং. half]। হাফ-আখড়াই বি. আখড়াই অপেক্ষা স্বল্পকালস্থায়ী সংগীতের বৈঠকবিশেষ। হাফ-গেরস্ত বি. বিণ. ভদ্রপল্লির কাছাকাছি বাসকারী ভদ্রবেশী বেশ্যা। হাফ-টিকিট বি. (অল্পবয়স্কদের জন্য) অর্ধেক দামের টিকিট। হাফ-ড়ে, হাফ-হলিডে বি. কর্মস্থানে বা বিদ্যালয়ে আংশিক কাজ বা আংশিক ছুটি। 27)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2086486
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1773328
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1370917
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 723106
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700482
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 596293
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 551176
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543263

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন