Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ভিজ্]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অধি.কার
(p. 17) adhi.kāra বি. 1 স্বত্ব; 2 দখল (এই জমি জমিদারের অধিকারে রেয়েছে); 3 কর্তৃত্ব; অধিপত্য; 4 এলাকা, jurisdiction; 5 সরকারি উচ্চবিভাগ, directorate (শিক্ষা-অধিকার); 6 অভিজ্ঞতা, জ্ঞান (সংস্কৃত ভাষায় তাঁর অধিকার); 7 যোগ্যতা, দাবি (সম্পত্তির অধিকার); 8 বিশেষ ক্ষমতা (রাজ্যশাসনে ক্ষত্রিয়ের অধিকার)। [সং. অধি+√ কৃ+অ]। ̃ .ক্ষেত্র বি. এলাকা, অধিক্ষেত্র (স. প.)। ̃ .চ্যুত বিণ. বেদখল, হাতছাড়া হয়েছে এমন; বরখাস্ত। ̃ .ভেদ বি. যার অধিকার আছে এবং যার অধিকার নেই এই দুইয়ের মধ্যে প্রভেদ নির্ণয়। অধি-কারী (-রিন্) বিণ. 1 যার স্বত্ব বা অধিকার আছে; 2 দাবিদার; 3 যোগ্যতাসম্পন্ন। বি. 1 মালিক; 2 রাজা ('কান্দে চান্দ অধিকারী': বি. গু); 3 যাত্রা থিয়েটার কীর্তন প্রভৃতির দলনায়ক বা পরিচালক; 4 বৈষ্ণবদলের পূজনীয় ব্যক্তি; 5 উপাধি বা পদবিবিশেষ। বি. (স্ত্রী.) অধিকারিণী। 53)
অনভিজ্ঞ
(p. 23) anabhijña বিণ. 1 অভিজ্ঞতা নেই এমন; 2 আনাড়ি; 3 মূর্খ, অজ্ঞ। [সং. ন+অভিজ্ঞ]। ̃ তা বি. অভিজ্ঞতার অভাব; অজ্ঞতা। 10)
অপরি-পক্ক
(p. 34) apari-pakka বিণ. 1 পাকেনি এমন, অপক্ব; 2 কাঁচা; 3 অপরিণত; অনভিজ্ঞ। [সং. ন + পরিপক্ব]। বি. অপরি-পক্বতা। 144)
অপ্রবীণ
(p. 42) aprabīṇa বিণ. বিজ্ঞ নয় এমন; অভিজ্ঞতা নেই এমন; নবীন। [সং. ন + প্রবীণ]। 15)
অবিজ্ঞ
(p. 48) abijña বিণ. বিজ্ঞ নয় এমন; জ্ঞান বা অভিজ্ঞতা নেই এমন, অনভিজ্ঞ। [সং. ন + বিজ্ঞ]। ̃ তা বি. বিজ্ঞতা বা অভিজ্ঞতার অভাব। 20)
অব্যবসায়
(p. 50) abyabasāẏa বি. চর্চা অভ্যাস বা অনুশীলনের অভাব; অভিজ্ঞতার অভাব; উদ্যোগ বা উদ্যমের অভাব; অনধিকার। [সং. ন + ব্যবসায়]। অব্যবসায়ী (-য়িন্) বি. বিণ. চর্চা বা অনুশীলন করে না এমন (ব্যক্তি); অনভিজ্ঞ;; বিশেষজ্ঞ নয় এমন; উদ্যমহীন; অনধিকারী; ব্যবসায়বুদ্ধিহীন। 26)
অব্যাপার
(p. 50) abyāpāra বি. অকাজ, বাজে কাজ; যে ব্যপারে অভিজ্ঞতা নেই। [সং. ন + ব্যাপার]। 39)
অভিজ্ঞ
(p. 50) abhijña বিণ. সমস্ত কিছু জানে এমন, বহুদর্শী; জ্ঞানী; কোনো বিষয়ে দক্ষতা বা জ্ঞান লাভ করেছে এমন (অভিজ্ঞ চিকিত্সক)। [সং অভি + √ জ্ঞা +অ]। ̃ তা বি. কোনো ঘটনা বা বিষয়ের সঙ্গে আগে পরিচয় থাকা বা সেই সূত্রে অর্জিত জ্ঞান; জ্ঞান; দক্ষতা। 83)
অভিজ্ঞা
(p. 50) abhijñā বি. 1 প্রথম জ্ঞান; প্রথম উপলব্ধি; 2 স্মৃতি। ̃ .ত বিণ. চিহ্নের দ্বারা জ্ঞাত, কোনো চিহ্ন বা নিদর্শনের দ্বারা কোনো কিছু মনে রাখা হয়। অভি-জ্ঞান-পত্র বি. পরিচয়পত্র, identity card. 84)
অর্থ2
(p. 62) artha2 বি. তাত্পর্য; মানে (কথার অর্থ, শব্দের অর্থ)। [সং. √ + অ]। ̃ .গৌরব বি. তাত্পর্য বা ভাবের উত্কর্ষ। ̃ .গ্রহ বি. অর্থবোধ, মানে বোঝা। ̃ .বহ বিণ. যার মধ্যে বিশেষ মানে বা তাত্পর্য নিহিত আছে। ̃ .বিত্, ̃ বিদ বিণ. শব্দার্থ সম্বন্ধে অভিজ্ঞ, তত্ত্বজ্ঞ। ̃ .ভেদ। বি. মানে বা তাত্পর্যের পার্থক্য বা ভিন্নতা। ̃ .ময়, ̃ .যুক্ত বিণ. মানে বা তাত্পর্য আছে এমন। ̃ .শূন্য, ̃ .হীন বিণ. মানে বা তাত্পর্য নেই এমন। 8)
আইন
(p. 77) āina বি. সরকারি বিধি; বিধান, কানুন; যে নিয়মাবলি দেশের সমস্ত মানুষ মেনে চলে বা মানতে বাধ্য। [আ. আঈন, ফা. আইন]। আইন অমান্য বি. সরকারের বিরুদ্ধে বিক্ষোভ জানাবার উপায় হিসাবে আইন ভাঙার আন্দোলন, civil disobedience. ̃ কানুন বি. বিধিব্যবস্হা, নিয়মাবলি। ̃ জীবী (-বিন্) বি. উকিল, ব্যারিষ্টার প্রভৃতি যাঁরা ওকালতি করে জীবিকা নির্বাহ করেন। ̃ জ্ঞ বিণ. আইন সম্পর্কে অভিজ্ঞ। ̃ ব্যবসায়ী (-য়িন্) বি. আইনজীবী। ̃ ত, (বর্জি.) ̃ তঃ (-তস) ক্রি-বিণ. আইনের বিচারে, আইনের চোখে; আইন অনুসারে। ̃ মাফিক, ̃ মোতাবেক বিণ. ক্রি-বিণ. আইন অনুযায়ী, আইন অনুসারে। ̃ সম্মত, ̃ সংগত বিণ. আইনের দিক দিয়ে সমর্থনযোগ্য। আইনানুগ বিণ. আইনসম্মত; আইন অনুসারী। আইন পাশ করা ক্রি. বি. 1 ওকালতি পরীক্ষায় পাশ করা (আইন পাশ করার পর সে ওকালতি শুরু করল); 2 আইন বা বিধি প্রবর্তন বা চালু করা; সংসদে বিধি প্রবর্তন করা। পাঁচ আইন বি. পুলিশের ক্ষমতা ও কর্তব্যবিষয়ক আইন। 11)
আক্কেল
(p. 82) ākkēla বি. কান্ডজ্ঞান, বোধবুদ্ধি, বুদ্ধি-বিবেচনা। [আ. আক্ল্]। ̃ .গুড়ুম বি. হতভম্ব অবস্হা (তার কথা শুনে আমার তো আক্কেলগুড়ুম)। ̃ .দাঁত বি. পূর্ণবয়সে যে দাঁত ওঠে, wisdom tooth. আক্কেলদাঁত না গজানো ক্রি. বি. বুদ্ধিবিবেচনা বা কান্ডজ্ঞান না হওয়া, অপরিণত বুদ্ধির পরিচয় দেওয়া। ̃ .দাঁত ওঠা ক্রি. বি. বুদ্ধি পরিপক্ক হওয়া। ̃ .মন্দ, ̃ .মন্ত বিণ. বিবেচক; বিজ্ঞ; আক্কেলযুক্ত। [আ. + আক্ল্ + বাং. মন্ত]। ̃ .সেলামি বি. অপরিণত বুদ্ধি বা অনভিজ্ঞতার জন্য লোকসান বা শাস্তি। 6)
আগম-বাগীশ, আগম-বেদী
(p. 82) āgama-bāgīśa, āgama-bēdī বিণ. আগমশাস্ত্রে অর্থাত্ বেদাদি শাস্ত্রে অভিজ্ঞ। [সং. আগম + বাগীশ, বেদিন]। 47)
আনাড়ি, (বর্জি.) আনাড়ী
(p. 94) ānāḍ়i, (barji.) ānāḍ়ī বিণ. অপটু; অনভিজ্ঞ, অশিক্ষিত; মূর্খ, অজ্ঞ। [হি. অনাড়ী]। 20)
উদ্ভিজ্জ
(p. 128) udbhijja বিণ. উদ্ভিদজাত, উদ্ভিদ থেকে তৈরি (উদ্ভিজ্জ তেল)। বি. তরুলতাগুল্মাদি যাকিছু ভূমি ভেদ করে জন্মে। [সং. উদ্ভিদ্ + √ জন্ + অ]। উদ্ভিজ্জাণু বি. যে ক্ষুদ্র উদ্ভিদকে খালি চোখে দেখা যায় না। উদ্ভিজ্জাশী (-শিন্) বিণ. উদ্ভিদভোজী; নিরামিষাশী। 37)
উদ্ভিদ
(p. 128) udbhida (-দ্) বিণ. বি. তৃণলতাগুল্মাদি যা মাটি ভেদ করে জন্মে, এবং তাদের অঙ্কুর। [সং. উত্ + √ ভিদ্ + ক্বিপ্]। ̃ ণু বি. উদ্ভিজ্জাণু। ̃ বিদ্যা বি. উদ্ভিদসংক্রান্ত বিজ্ঞান, botany. 38)
ওয়াকিফ, ওয়াকেফ, ওয়াকিব, ওয়াকেব
(p. 153) ōẏākipha, ōẏākēpha, ōẏākiba, ōẏākēba বিণ. অভিজ্ঞ; কোনো বিষয়ে ধারণা আছে এমন। ওয়াকিবহাল বিণ. অবস্হা সম্পর্কে অভিজ্ঞ। [আ. ওয়াকিফ্ + হাল্]। 27)
ঔদ্ভিজ্জ, ঔদ্ভিদ
(p. 155) audbhijja, audbhida বিণ. 1 উদ্ভিদ থেকে জাত; 2 উদ্ভিদসংক্রান্ত। বি. সৈন্ধব লবণ। [সং. উদ্ভিজ্জ + অ, উদ্ভিদ্ + অ]। 18)
করিয়া-কর্মিয়া, (চলিত) করেকর্মে
(p. 167) kariẏā-karmiẏā, (calita) karēkarmē ক্রি-বিণ. স্বহস্তে সম্পাদন করে; হাতেকলমে অভিজ্ঞতা অর্জন করে; পরিশ্রমের দ্বারা এবং চেষ্টাচরিত্র করে (ছেলেটা যাহোক করেকর্মে খাচ্ছে)। [বাং. করিয়া-কর্ম করিয়া]। 35)
কুচিকিত্সক
(p. 194) kucikitsaka বি. অনভিজ্ঞ বা অদক্ষ চিকিত্সক, কুবৈদ্য, হাতুড়ে ডাক্তার। [সং. কু + চিকিত্সক]। কুচিকিত্সা বি. ভুল চিকিত্সা। 14)
কুশল2
(p. 201) kuśala2 বিণ. অভিজ্ঞ; দক্ষ, নিপূণ (রণকুশল)। [সং. কুশ + √ লা (=গ্রহণ) + অ]। ̃ তা বি. দক্ষতা। বিণ. (স্ত্রী.) কুশলা। কুশলী2 (বাং. প্রয়োগ) বিণ. দক্ষ, কৌশলী (ক্রীড়াকুশলী, কুশলী তিরন্দাজ)। 11)
কুয়া, কুয়ো
(p. 198) kuẏā, kuẏō বি. মাটির তলা থেকে জল তেল প্রভৃতি তোলবার জন্য যে গর্ত খোঁড়া হয়, কূপ; পাতকুয়ো। [সং. কূপ]। কুয়োর ব্যাং বি. কূপমণ্ডূক; যে ব্যক্তির অভিজ্ঞতা সংকীর্ণ; যে জ্ঞানলাভে অনিচ্ছুক, কুনো লোক। 23)
কৃত2
(p. 202) kṛta2 বিণ. 1 সম্পাদিত, সাধিত করা হয়েছে এমন (কৃতকর্ম, কৃত অপরাধ); 2 রচিত (কাশীরাম দাসকৃত মহাভারত); 3 নির্মিত, গঠিত (মোগলগণের কৃত হর্ম্যরাজি); 4 শিক্ষাপ্রাপ্ত, লব্ধ, আহৃত (কৃতবিদ্যা); 5 নিযুক্ত, নির্ধারিত (কৃতদাস, কৃতকর্তব্য)। [সং. √ কৃ + ত]। ̃ ক বিণ. 1 কল্পিত; 2 কৃত্রিম। ̃ ক-পুত্র বি. পালিত পুত্র। ̃ কর্মা (-র্মন্) বিণ. কৃতী, কর্ম সম্পন্ন করেছে এমন; কর্মকুশল; অভিজ্ঞ। ̃ কাম বিণ. যার কামনা সিদ্ধ হয়েছে, সিদ্ধমনোরথ; কৃতার্থ। ̃ কার্য বিণ. সফল। ̃ কার্যতা বি. সাফল্য। ̃ কীর্তি বিণ. কীর্তি স্হাপন বা অর্জন করেছে এমন। ̃ কৃত্য বিণ. কৃতকার্য।, কর্তব্যকর্মে সফল। ̃ তীর্থ বিণ. তীর্থ পর্যটন, দানধ্যান ও পূজা সম্পন্ন করে ফিরেছে এমন। ̃ দার বিণ. দার গ্রহণ করেছে এমন, বিবাহিত। ̃ দাস বি. নির্দিষ্ট সময়ের জন্য দাসত্বে আবদ্ধ ব্যক্তি। ̃ ধী, ̃ বুদ্ধি বিণ. স্হিরচিত্ত; মার্জিতবুদ্ধি। ̃ নিশ্চয় বিণ. স্হিরসংকল্প; সাফল্য সম্পর্কে সংশয়হীন। বি. ̃ নিশ্চয়তা। ̃ পূর্ব বিণ. পূর্বেই করা হয়ে গেছে এমন। ̃ প্রতিজ্ঞ বিণ. যে প্রতিজ্ঞা গ্রহণ বা পালন করেছে। ̃ বিদ্য বিণ. সুশিক্ষিত; বিদ্বান। বি. ̃ বিদ্যতা। ̃ শ্রম বিণ. পরিশ্রম করে কোনো বিষয় অধ্যয়ন করেছে এমন (ব্যাকরণে কৃতশ্রম)। ̃ সংকল্প বিণ. স্হিরনিশ্চয়; সংকল্প বা প্রতিজ্ঞা করেছে এমন। 46)
ক্ষেত্র
(p. 217) kṣētra বি. 1 জমি, ভূমি, শস্য-উত্পাদনের মাঠ (শস্যক্ষেত্র, ধান্যক্ষেত্র); 2 স্হান (যুদ্ধক্ষেত্র, কর্মক্ষেত্র); 3 সিদ্ধভূমি, তীর্থ (কুরুক্ষেত্র, জগন্নাথক্ষেত্র); 4 (দর্শ.) শরীর; 5 ইন্দ্রিয়; 6 মন; 7 (জ্যামি.) রেখার দ্বারা সীমাবদ্ধ স্হান; 8 স্ত্রী, পত্নী (পরক্ষেত্রে জাত সন্তান); 9 অবস্হা বা পরিস্হিতি (এক্ষেত্রে নীরব থাকাই ভালো)। [সং. √ ক্ষি + ত্র]। ̃ কর্ম বি. চাষবাস; অবস্হানুযায়ী কাজ। ̃ জ বিণ. 1 জমিতে জন্মেছে এমন (ক্ষেত্রজ ফসল) ; 2 কৃষিজাত; 3 স্বীয় পত্নীর গর্ভে অন্য পুরুষের ঔরসজাত। ̃ জ্ঞ বি. (দর্শ.) জীবাত্মা, অন্তর্যামী পুরুষ। বিণ. 1 কোন অবস্হায় কী কর্তব্য তা জানে এমন, অভিজ্ঞ; পণ্ডিত; 2 নিপূণ ; 3 কৃষিকর্ম সম্পর্কে অভিজ্ঞ। ̃ পতি বি. জমির মালিক। ̃ পাল বি. জমির রক্ষক বা পালক। ̃ ফল বি. জমির কালি বা পরিমাণ ফল। ̃ মিতি বি. জ্যামিতি। ̃ স্বামী (-মিন্) ক্ষেত্রাধি-কারী (-রিন্) বি. জমির মালিক। 57)
গণিত
(p. 236) gaṇita বি. অঙ্কশাস্ত্র, গণনাবিজ্ঞান, mathematics. বিণ. গণনা করা হয়েছে এমন; গণনার দ্বারা নির্ধারিত। ̃ ক বি. হিসাব, accounts (স.প.)। ̃ জ্ঞ বিণ. গণিতে পারদর্শী; গণিতশাস্ত্রে অভিজ্ঞ। ̃ বিজ্ঞান, ̃ বিদ্যা বি. অঙ্কশাস্ত্র। 53)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074229
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768706
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366115
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721069
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698079
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594666
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545211
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542309

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন