Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ভিতরে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অক্ষি
(p. 4) akṣi বি. চক্ষু, নেত্র, চোখ। [সং. √ অক্ষ্+ই়]। ̃ কূট, ̃ কূটিক বি. চোখের তারা। ̃ কোটর বি. চোখের খোল, orbit, socket of the eye, ̃ গত বিণ. 1 নয়নগোচর, দৃষ্টিগোচর; 2 শত্রু। ̃ .গোলক বি. চোখের ভিতরের সমস্ত বর্তুল বা গোল অংশ, eyeball. ̃ তারকা, ̃ তারা বি. চোখের তারা। ̃ পক্ষ্ম বি. চোখের পাতার লোম, eyelash. ̃ পট বি. অক্ষিগোলকের পিছন দিকের অতি সূক্ষ্ম ঝিল্লি বা পরদা, retina, ̃ পটল বি. চোখের ছানি, coat of the eye, ̃ পুট বি. চোখের পাতা, eyelid. ̃ বিভ্রম বি. দৃষ্টিভ্রম, চোখের ভুল; মরীচিকা, optical illusion. ̃ শালাক্য বি. চোখের অস্ত্রোপচারবিদ্যা (স.প.)। 36)
অনচ্ছ
(p. 21) anaccha বিণ. 1 যার ভিতর দিয়ে দেখা যায় না এমন, অস্বচ্ছ; 2 যার ভিতর দিয়ে আলো প্রবেশ করতে পারে না, opaque (বি. প.)। [সং. ন+অচ্ছ]। 19)
অনু-প্রবেশ
(p. 29) anu-prabēśa বি. 1 ভিতরে প্রবেশ; 2 (কারও) পিছন পিছন প্রবেশ; 3 (কোনো বিষয়ের) মর্মগ্রহণ; 4 গোপন এবং অবৈধ প্রবেশ, infiltration. [সং. অনু + প্রবেশ]। অনু-প্রবিষ্ট বিণ. অনুপ্রবেশ করেছে এমন। 10)
অনু-বাসন
(p. 29) anu-bāsana বি. সুগন্ধীকরণ, ধূপন, ধূপাদির দ্বারা সূরভিতকরণ। [সং. অনু + √ বাসী + অন]। অনু-বাসিত বিণ. সুগন্ধীকৃত, ধূপিত, সুরভিত। 22)
অন্তঃ
(p. 32) antḥ (অন্তর্) অব্য. মধ্যে, ভিতরে (এই শব্দটি পূর্বপদ হিসাবে অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে নূতন শব্দ সৃষ্টি করে। [সং.] ̃ করণ বি. হৃদয়; মন। ̃ কোণ বি. ভিতরে অবস্হিত কোণ, interior angle (বি. প.)। ̃ পট বি. 1 মাঝখানে পরদার মতো ঝুলিয়ে দেওয়া কাপড় (যা বিশেষভাবে বিবাহের সময় বর ও কনের মাঝখানে ঝুলিয়ে দেওয়া হয়); 2 পরদা; 3 যবনিকা; 4 অবগুণ্ঠন। ̃ পাতী (-তিন্) বিণ. মধ্যবর্তী, অন্তর্গত। ̃ পুর বি. অন্দরমহল। ̃ পুরিকা বি. যে নারী অন্তঃপুরে বাস করে। ̃ প্রবেশন বি. এক লেখকের রচনায় অন্য লেখকের রচনার অংশ সংস্হাপন বা প্রক্ষেপ, interpolation. ̃ শত্রু বি. 1 দেহের ভিতরে কামাদি ষড়্রিপু; 2 দেশের ভিতরেই দেশের যে শত্রু রয়েছে, গৃহবৈরী। ̃ শীল বিণ. অন্তরে নিহিত বা অবস্হিত; অপ্রকাশিত, গুপ্ত ('অন্তঃশীল যে রহস্য': রবীন্দ্র)। স্ত্রী. ̃ শীলা। ̃ শুল্ক বি. দেশি পণ্যদ্রব্যের, বিশেষত মাদকদ্রব্যের উপর ধার্য কর, excise, ̃ সংজ্ঞ, ̃ সংজ্ঞা বিণ. (বাইরে চেতনাহীন মনে হলেও) ভিতরে ভিতরে বোধশক্তিসম্পন্ন। ̃ সত্ত্বা বিণ. গর্ভিণী, গর্ভবতী। ̃ সলিল বিণ. ভিতরে জলযুক্ত। স্ত্রী. ̃ সলিলা। অন্তঃসলিলা নদী যে নদীর জল মাটির নীচে লোকচক্ষুর আড়ালে বয়ে যায়। ̃ সার বি. ভিতরের সার পদার্থ। ̃ সার-শূন্য বিণ. ভিতরে সারবস্তু কিছুই নেই এমন; ফাঁপা। ̃ স্হ বিণ. মধ্যবর্তী। অন্তঃস্হ বর্ণ স্পর্শবর্ণ ও উষ্মবর্ণের মধ্যবর্তী য র ল ব এই চারটি বর্ণ। অন্তঃস্হয়-শ্রুতি পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে উচ্চারণের সময় মাঝথানে যে শ্রুতিধ্বনি এসে পড়ে। যেমন পা + এর = পায়ের। 30)
অন্তর
(p. 32) antara বি. 1 হৃদয়, মন ('অন্তর মম বিকশিত করো': রবীন্দ্র); 2 তফাত, ব্যবধান (তিন দিন অন্তর, নিরন্তর); 3 ভিতর, মধ্য (দুইয়ের অন্তরে); 4 পার্থক্য, তারতম্য; 5 ভেদ (মতান্তর); 6 পরিধান (অন্তরীয়)। বিণ. 1 (সমাসের উত্তরপদে) ভিন্ন, অপর (গত্যন্তর, দেশান্তর); 2 আত্মীয় (অন্তরতম)। [সং. অন্ত + √ রা + অ]। ̃ জ্ঞ বিণ. অন্তর্যামী; বিশেষজ্ঞ। ̃ টিপুনি বি. অন্যের অজ্ঞাতে কারও মনে গোপনে আঘাত। ̃ স্হ বিণ. মনোগত। 31)
অন্তরঙ্গ
(p. 32) antaraṅga বিণ. আত্মীয়, আত্মীয়তাপূর্ণ; অন্তরের সঙ্গে সম্পর্কযুক্ত (বিষয়টাকে তিনি অন্তরঙ্গভাবে জানেন); গভীর বন্ধুত্বপূর্ণ (অন্তরঙ্গ বন্ধু)। বি. ভিতরের বা অভ্যন্তরের অঙ্গ। [সং. অন্তর + √ গম্ + অ]। ̃ তা বি. আত্মীয়তা; ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। 32)
অন্তর্গত
(p. 32) antargata বিণ. মধ্যে বা অভ্যন্তরে আছে এমন, মধ্যবর্তী, ভিতরস্হ (দেহের অন্তর্গত মন, দেশের অন্তর্গত রাজ্য)। [সং. অন্তর্ + গত]। 43)
অন্তর্গূঢ়
(p. 32) antargūḍh় বিণ. ভিতরে বা মনের মধ্যে গুপ্ত (অন্তর্গূঢ় রহস্য); অপ্রকাশিত (অন্তর্গূঢ় বেদনা)। [সং. অন্তর্ + গূঢ়]। 44)
অন্তর্ঘাত
(p. 32) antarghāta বি. ভিতরে থেকে গোপনে ক্ষতিসাধন (দলের লোকই অন্তর্ঘাত করেছে), sabotage. [সং. অন্তর্ + ঘাত]। ̃ ক বি. অন্তর্ঘাতকারী; saboteur. ̃ মূলক বিণ. অন্তর্ঘাতসম্বন্ধীয় (অন্তর্ঘাতমূলক কোনো কাজ বরদাস্ত করা হবে না)। অন্তর্ঘাতী (-তিন্) বিণ. অন্তর্ঘাতমূলক (অন্তর্ঘাতী কাজ)। 47)
অন্তর্দৃষ্টি
(p. 32) antardṛṣṭi বি. 1 ভিতরের দিকে বা মনের ভিতরের দিকে দৃষ্টি; 2 সূক্ষ্মভাবে দেখবার শক্তি; 3 নিজের মনকে সূক্ষ্মভাবে দেখা বা পরীক্ষা, অন্তর্দশন। [সং. অন্তর্ + দৃষ্টি]।
অন্তর্দেশ
(p. 34) antardēśa বি. 1 ভিতরের অংশ; মধ্যবর্তী স্হান; 2 দেশের মধ্যভাগ; 3 হৃদয়। [সং. অন্তর্ + দেশ]। অন্তর্দেশীয় বিণ. দেশের ভিতরে ঘটে বা রয়েছে এমন, inland. 2)
অন্তর্নিবিষ্ট
(p. 34) antarnibiṣṭa বিণ. 1 হৃদয়ে বা ভিতরে স্হাপিত, অন্তর্নিহিত; 2 বদ্ধমূল; 3 সহজাত (অন্তর্নিবিষ্ট শক্তি)। [সং. অন্তর্ + নিহিত]। 5)
অন্তর্নিহিত
(p. 34) antarnihita বিণ. ভিতরে স্হাপিত (অন্তর্নিহিত শক্তি)। [সং. অন্তর্ + নিহিত]। 6)
অন্তর্বতী
(p. 34) antarbatī (-র্তিন্) বিণ. 1 অন্তর্গত, ভিতরের; 2 মধ্যবর্তী, মধ্যকালীন, interim (স. প.)। [সং. অন্তর্ + √ বৃত্ + ইন্]। 8)
অন্তর্বাণিজ্য
(p. 34) antarbāṇijya বি. দেশের বা সীমার মধ্যে অর্থাত্ ভিতরে বাণিজ্য, inland trade (বি. প.)। [সং. অন্তর্ + বাণিজ্য]। (তু. বিপ. বহির্বাণিজ্য)। 9)
অন্তর্বাস
(p. 34) antarbāsa বি. ভিতরে পরবার বস্ত্রাদি, গেঞ্জি, ফতুয়া শেমিজ বক্ষবাস, কৌপীন ইত্যাদি। (তু. বিপ. বহির্বাস)। [সং. অন্তর্ + বাস]। 11)
অন্তর্বাহী
(p. 34) antarbāhī (-হিন্) বিণ. ভিতরের দিকে যায় বা আকৃষ্ট হয় বা প্রবাহিত হয় এমন, afferent (বি. প.)। [সং. অন্তর্ + বাহিন্]। 12)
অন্তর্ভুক্ত
(p. 34) antarbhukta বিণ. অন্তর্গত; ভিতরে বা অভ্যন্তরে রয়েছে এমন, মধ্যস্হিত। [সং. অন্তর্ + ভূক্ত]। 19)
অন্তর্মুখ
(p. 34) antarmukha বিণ. 1 ভিতরের দিকে মুখ গতি বা লক্ষ্য আছে এমন; 2 আত্মবিষয়ে চিন্তাশীল, introspective; 3 বাহ্যবস্তুকে উপেক্ষা করে গভীর চিন্তায় মগ্ন; 4 ভিতরের দিকে প্রবাহিত হয় এমন, afferent (বি. প.)। [সং. অন্তর্ + মুখ]। স্ত্রী. অন্তর্মুখী। 23)
অন্তর্মুখিতা
(p. 34) antarmukhitā বি. 1 ভিতরের দিকে যাবার প্রবণতা বা অভ্যাস; 2 অর্ন্তদৃষ্টি; 3 আপনমনে থাকার প্রবণতা। [সং. অন্তর্ + মুখিতা]। 24)
অন্তর্লীন
(p. 34) antarlīna বিণ. অন্তরে বা ভিতরে গুপ্ত; গুঢ়। [সং. অন্তর্ + লীন]। 26)
অন্তস্তল
(p. 34) antastala বি. অভ্যন্তর, ভিতর; হৃদয়, মন (অন্তরের অন্তস্তলে). [সং. অন্তর্ + তল]। 28)
অন্দর
(p. 34) andara বি. 1 অভ্যন্তর, ভিতর; 2 অন্তঃপুর (তু. সদর)। [ফা. অন্দর্। তু. সং. অন্তর (ভিতর)]। ̃ মহল বি. অন্তঃপুর। 39)
অভ্যন্তর
(p. 55) abhyantara বি. ভিতর, মধ্য; অন্তর, মধ্যবর্তী স্হান (দেশের অভ্যন্তর, গৃহাভ্যন্তর)। [সং. অভি + অন্তর]। অভ্যন্তরীণ, আভ্যন্তর, আভ্যন্তরিক, (অশু.) আভ্যন্তরীণ বিণ. অভ্যন্তরে বা ভিতরে আছে এমন, ভিতরের, মানসিক। 13)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074808
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1769059
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366337
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721143
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698190
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594761
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545447
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542337

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন