Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মনোরথ। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকৃত
(p. 3) akṛta বিণ. করা হয়নি এমন, অসম্পন্ন, অসম্পাদিত। [সং. ন+কৃত]। ̃ কার্য বিণ. চেষ্টা করেও ব্যর্থ হয়েছে এমন, অসফল, ব্যর্থমনোরথ। ̃ কার্যতা বি. ব্যর্থতা, অসাফল্য। 23)
অকৃতার্থ
(p. 3) akṛtārtha বিণ. বিফলমনোরথ, অসফল। [সং. ন+কৃতার্থ]। 27)
অনু-রঞ্জন
(p. 30) anu-rañjana বি. 1 তৃপ্তি বা সন্তোষ বিধান, প্রীতিসম্পাদন; মনোরঞ্জন; 2 রঞ্জিতকরণ। [সং. অনু + রন্জ্+ অন]। অনু-রঞ্জক বি. বিণ. 1। প্রীতি-উত্পাদক, আনন্দদানকারী (রাম প্রজানুরঞ্জক শাসক ছিলেন); 2 রঞ্জনকারী। অনু-রঞ্জিত বিণ. 1 অনুরাগযুক্ত; তোষিত; 2 বর্ণরঞ্জিত। 25)
অভি-রাম
(p. 50) abhi-rāma বিণ. মনোরম, মনোহর, মনকে প্রীত করে এমন, রম্য; তৃপ্তিজনক (নয়নাভিরাম)। [সং. অভি + √ রম্ + অ]। 120)
অভি-রূপ
(p. 50) abhi-rūpa বিণ. 1 মনোরম, অপরূপ; প্রীতিকর; 2 অনুরূপ; 3 পণ্ডিত, বিদ্বান। বি. বিষ্ণু; শিব। [সং. অভি + রূপ]। 122)
আপ্ত1
(p. 97) āpta1 বিণ. 1 প্রাপ্ত, লব্ধ, পাওয়া গেছে এমন (আপ্ত কাম); 2 অভ্রান্ত, ভুল নেই এমন, প্রামাণিক (আপ্তবাক্য); 3 বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ইত্যাদিস্হানীয় (আপ্তজন)। [সং. √ আপ্ + ত]। ̃ .কাম বিণ. মনোরথ বা মনোবাসনা পূর্ণ হয়েছে এমন। ̃ .দূতী বি. যে দূতী প্রিয়ভাষিণী, চতুরা, বিশ্বস্তা এবং মন বুঝে কাজ করে। ̃ .বচন, ̃ .বাক্য বি. 1 দেবতার কাছ থেকে পাওয়া আদেশ; 2 নির্বিচারে গ্রহণীয় বেদ ইত্যাদির বিধান; 3 (আল.) অভ্রান্ত বী প্রামাণিক কথা। 17)
উপ-ভোগ
(p. 133) upa-bhōga বি. 1 সম্ভোগ, তৃপ্তি বা আনন্দের সঙ্গে ভোগ (সৌন্দর্য উপভোগ); 2 ভক্ষণ; আস্বাদন; 3 ব্যবহার। [সং. উপ + ভোগ]। উপ-ভুজ্য-মান বিণ. যা উপভোগ করা হচ্ছে এমন। উপ-ভুক্ত বিণ. উপভোগ করা হয়েছে এমন; ভক্ষিত; ব্যবহৃত; আস্বাদিত। উপ-ভোক্তা (-ক্তৃ) বিণ. বি উপভোগকারী। উপ-ভোগ্য বিণ. উপভোগের যোগ্য; উপভোগ করতে হবে এমন; মনোরম। 22)
উপাদেয়
(p. 133) upādēẏa বিণ. 1 উপভোগ্য; মনোরম; 2 সুস্বাদু; সুখাদ্য; 3 গ্রহণযোগ্য। [সং. উপ + আ + √ দা + য]। 96)
কল্প-লোক
(p. 172) kalpa-lōka বি. কল্পনার রাজা, মানসলোক, মনোরাজ্য। [সং. কল্প (কল্পনা) + লোক]। 34)
কামনা
(p. 181) kāmanā বি. অভিলাষ, ইচ্ছা, মনোরথ। [সং. √ কম্ + ণিচ্ + অন + আ]। 89)
কৃত2
(p. 202) kṛta2 বিণ. 1 সম্পাদিত, সাধিত করা হয়েছে এমন (কৃতকর্ম, কৃত অপরাধ); 2 রচিত (কাশীরাম দাসকৃত মহাভারত); 3 নির্মিত, গঠিত (মোগলগণের কৃত হর্ম্যরাজি); 4 শিক্ষাপ্রাপ্ত, লব্ধ, আহৃত (কৃতবিদ্যা); 5 নিযুক্ত, নির্ধারিত (কৃতদাস, কৃতকর্তব্য)। [সং. √ কৃ + ত]। ̃ ক বিণ. 1 কল্পিত; 2 কৃত্রিম। ̃ ক-পুত্র বি. পালিত পুত্র। ̃ কর্মা (-র্মন্) বিণ. কৃতী, কর্ম সম্পন্ন করেছে এমন; কর্মকুশল; অভিজ্ঞ। ̃ কাম বিণ. যার কামনা সিদ্ধ হয়েছে, সিদ্ধমনোরথ; কৃতার্থ। ̃ কার্য বিণ. সফল। ̃ কার্যতা বি. সাফল্য। ̃ কীর্তি বিণ. কীর্তি স্হাপন বা অর্জন করেছে এমন। ̃ কৃত্য বিণ. কৃতকার্য।, কর্তব্যকর্মে সফল। ̃ তীর্থ বিণ. তীর্থ পর্যটন, দানধ্যান ও পূজা সম্পন্ন করে ফিরেছে এমন। ̃ দার বিণ. দার গ্রহণ করেছে এমন, বিবাহিত। ̃ দাস বি. নির্দিষ্ট সময়ের জন্য দাসত্বে আবদ্ধ ব্যক্তি। ̃ ধী, ̃ বুদ্ধি বিণ. স্হিরচিত্ত; মার্জিতবুদ্ধি। ̃ নিশ্চয় বিণ. স্হিরসংকল্প; সাফল্য সম্পর্কে সংশয়হীন। বি. ̃ নিশ্চয়তা। ̃ পূর্ব বিণ. পূর্বেই করা হয়ে গেছে এমন। ̃ প্রতিজ্ঞ বিণ. যে প্রতিজ্ঞা গ্রহণ বা পালন করেছে। ̃ বিদ্য বিণ. সুশিক্ষিত; বিদ্বান। বি. ̃ বিদ্যতা। ̃ শ্রম বিণ. পরিশ্রম করে কোনো বিষয় অধ্যয়ন করেছে এমন (ব্যাকরণে কৃতশ্রম)। ̃ সংকল্প বিণ. স্হিরনিশ্চয়; সংকল্প বা প্রতিজ্ঞা করেছে এমন। 46)
কৃতার্থ
(p. 204) kṛtārtha বিণ. A 1 সিদ্ধমনোরথ, কৃতকার্য; 2 চরিতার্থ, ধন্য (আপনার উপকার পেয়ে কৃতার্থ হলাম) [সং. কৃত + অর্থ]। ̃ স্মন্য বিণ. নিজেকে কৃতার্থ মনে করে এমন। 7)
চারু
(p. 281) cāru বিণ. 1 সুন্দর, মনোরম, সুদর্শন (চারুনেত্র); 2 ললিত, সুকুমার (চারুকলা)। [সং. √চর্ + উ]। ̃ কলা - কলা1 দ্র। বি. ̃ তা। ̃ শীলা বিণ. (স্ত্রী.) সত্স্বভাবা। 156)
তনিমা
(p. 367) tanimā (-মন্) বি. (শরীরের) সূক্ষ্মতা বা মনোরম কৃশতা ('জগতের অশ্রুধারে ধৌত তব তনুর তনিমা': রবীন্দ্র)। [সং. তনু + ইমন্]। 13)
তন্বী
(p. 367) tanbī বি. বিণ. (স্ত্রী.) তনু অঙ্গ যার, কৃশাঙ্গী; যার দেহ কৃশ কিন্তু মনোরম। [সং. তনু + ঈ (স্ত্রী.)]। 26)
তব2
(p. 367) taba2 অব্য. (ব্রজ.) 1 তখন; 2 তবে, তা হলে ('তব গাওই দুহুঁ মেলি': বৈষ্ণবদাস)। [হি. তব]। ̃ হি, ̃ হিঁ অব্য. 1 তত্ক্ষণাত্, তখনই; 2 তবেই ('তৈখনে রোখ তবহিঁ পরসাদ': গো. দা)। ̃ হু, ̃ হুঁ অব্য. তথাপি, তবুও ('তবহুঁ মনোরথ পুর': রাধামোহন ঠাকুর)। 50)
তোষামোদ
(p. 387) tōṣāmōda বি. 1 মনোরঞ্জন; 2 খোশামোদ, চাটুবৃত্তি, স্তাবকতা, মোসাহেবি। [সং. তোষ + আমোদ, খোশামোদ শব্দের প্রভাবে গঠিত]। তোষামুদে বিণ. চাটুকার, খোশামোদ করতে অভ্যস্ত এমন। 46)
তোয়াজ
(p. 387) tōẏāja বি. 1 মনোরঞ্জন, সন্তোষসম্পাদন (সবসময় তোয়াজ করে চলতে হয়); 2 আরাম; 3 যত্ন, খাতির (তাকে বেশ তোয়াজে রেখেছে). [আ. তবাজ্জহ্]। 26)
দিল2
(p. 408) dila2 বি. 1 মন, হৃদয় (লোকটার দিলটা ভালো); 2 দরাজ হৃদয়, মহাপ্রাণতা, উদারতা (লোকটার দিল আছে)। [ফা. দিল্]। ̃ খুশ, ̃ খোশ বিণ. 1 প্রফুল্লহৃদয়; 2 মনোরম, মনকে খুশি করে এমন। ̃ খোলসা, ̃ খোলা বিণ. অকপট, মন খোলা যার। ̃ দরিয়া বিণ. যার হৃদয় দরিয়ার মতো অর্থাত্ বড় নদী বা সমুদ্রের মতো উদার, বদান্য, উদারহৃদয়। ̃ দার বিণ. 1 মহানুভব, উদারহৃদয়; 2 প্রেমিক। বি. প্রেমিক। 41)
প্রজা
(p. 538) prajā বি. 1 প্রাণীবর্গ (প্রজাপতি); 2 সন্তানসন্ততি (প্রজাবতী); 3 রাষ্ট্রের বা জমিদারির শাসনাধীন লোকজন, রায়ত; 4 ভাড়েটে; 5 জনসাধারণ। [সং. প্র + √ জন্ + অ + আ]। ̃ তন্ত্র বি. সাধারণতন্ত্র; প্রজাবর্গের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা রাষ্ট্রশাসন বা শাসিত রাষ্ট্র, republic. ̃ তান্ত্রিক, ̃ তন্ত্রী বিণ. 1 প্রজাতন্ত্রবিধি অনুযায়ী শাসিত (প্রজাতন্ত্রী রাষ্ট্র); 2 প্রজাতন্ত্রবিধিতে বিশ্বাসী। ̃ পতি বি. 1 জীবকুলের স্রষ্টা বা প্রধান পালক, বিধাতা (প্রজাপতির নির্বন্ধ); 2 ব্রহ্মা; 3 মরীচি, অত্রি, নারদ, অঙ্গিরা, পুলস্ত্য; পুলহ, ক্রতু, দক্ষ, বশিষ্ঠ ও ভৃগু-ব্রহ্মার এই দশ মানসপুত্র; 4 (বাং.) রং-বেরঙের ডানাযুক্ত ষট্পদী পতঙ্গবিশেষ। ̃ পীড়ন বি. প্রজাদের উপর অত্যাচার। ̃ বতী বিণ. সন্তানবতী। বি. ভ্রাতৃজায়া, ভ্রাতৃবধূ। ̃ বিলি বি. নির্দিষ্ট খাজনায় জমিদার কর্তৃক প্রজাকে জমি ভোগ করার অধিকারদানের বন্দোবস্ত। ̃ বৃদ্ধি বি. বংশবৃদ্ধি; রাষ্ট্র দেশ প্রভৃতির জনসংখ্যাবৃদ্ধি। ̃ রঞ্জক বিণ. প্রজাদের মনোরঞ্জনকারী। ̃ শক্তি বি. সম্মিলিত প্রজাবর্গের ক্ষমতা। ̃ স্বত্ব বি. প্রজার অধিকার, রাইয়তি। 30)
প্রিয়
(p. 554) priẏa বি. 1 ভালোবাসার বা প্রণয়ের পাত্র; 2 বন্ধু; সুহৃদ ('শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু হে প্রিয়': রবীন্দ্র); 3 স্বামী। বিণ. 1 প্রেমাস্পদ; 2 প্রীতিভাজন, স্নেহভাজন; 3 প্রীতিকর, ভালো লাগে এমন (প্রিয় সামগ্রী, প্রিয় খেলা)। স্ত্রী. প্রিয়া। ̃ ংকর, ̃ কারক, ̃ কারী (-রিন্) বিণ. প্রিয় কাজ করে এমন; হিতকারী। ̃ ংবদ বিণ. মধুরভাষী। স্ত্রী. ̃ ংবদা। ̃ ঙ্গু বি. শ্যামলতা। ̃ চিকীর্ষু বিণ. প্রিয় কাজ করতে ইচ্ছুক। ̃ জন বি. প্রিয় ব্যক্তি, প্রিয়পাত্র; বন্ধু; আত্মীয়স্বজন। ̃ তম বিণ. সবচেয়ে প্রিয় বা প্রণয়ভাজন। স্ত্রী. ̃ তমা। ̃ দর্শন বিণ. সুদৃশ্য; সুন্দর (প্রিয়দর্শন যুবক)। ̃ দর্শী (-র্শিন্) বিণ. 1 প্রিয়দর্শন, সুন্দর; 2 যে সকলকে প্রীতির চোখে দেখে। বি. সম্রাট অশোক। বিণ. স্ত্রী. ̃ দর্শিনী। ̃ পাত্র বিণ. প্রীতিভাজন; স্নেহাস্পদ; প্রণয়ভাজন। স্ত্রী. ̃ পাত্রী। ̃ বচন ̃ বাক্য বি. মধুর বাক্য, মনোরম বা প্রীতিকর কথা। ̃ বাদী (-দিন্) বিণ. মধুরভাষী। স্ত্রী. ̃ বাদিনী। ̃ বিয়োগ বি. প্রিয়ভাজনের মৃত্যু। ̃ ভাষী (-ষিন্) বিণ. মিষ্টভাষী। স্ত্রী. ̃ ভাষিণী। ̃ সখ, (বাং. প্রয়োগ) ̃ সখা বি. প্রীতিভাজন বা অন্তরঙ্গ বন্ধু। স্ত্রী. ̃ সখী। ̃ সমাগম বি. 1 প্রিয়জনের সঙ্গে মিলন; 2 প্রিয়জনের আগমন। 94)
ফিরা, ফেরা
(p. 565) phirā, phērā ক্রি. বি. 1 প্রত্যাবর্তন করা (অফিস থেকে কখন ফিরলে?); 2 অভিমুখী হওয়া, ঘোরা (ডাইনে ফেরো); 3 ফেরত আসা; 4 ভালোর দিকে পরিবর্তিত হওয়া, উন্নতি লাভ করা (কপাল ফেরা, অবস্হা ফেরা); 5 ঘুরে বেড়ানো (পথে পথে গান গেয়ে ফেরা); 6 বিফলমনোরথ হয়ে প্রত্যাবর্তন করা বা প্রস্হান করা (দুয়ার থেকে ফেরা); 7 ফিরানো, ফিরিয়ে দেওয়া ('এবার ফিরাও মোরে': রবীন্দ্র)। [হি. √ ফির্ বাং. √ ফির্ + আ]। ̃ নো ক্রি. বি. 1 পুনরায় আসতে বা প্রত্যাগমন করতে বাধ্য করা (সন্ন্যাসীকে ফিরিয়ে আনো); 2 ঘোরানো (মুখ ফিরিয়ে দেখো); 3 উন্নতি করা (ভাগ্য ফেরানো); 4 নিবৃত্ত করা (অভ্যাস ফেরানো দরকার); 5 প্রার্থনা বা বাসনা পূরণ না করে বিদায় দেওয়া (ভিখারিকে ফিরিয়ে দেওয়া); 6 প্রত্যাহত বা ব্যর্থ করা; 7 নতুন করে লেপন করা বা প্রলেপ দেওয়া (দেওয়ালে কলি ফেরানো); 8 আঁচড়ানো বা উলটে আঁচড়ানো (চুল ফিরিয়ে বাঁধো)। বিণ. উক্ত সব অর্থে। ̃ ফিরি বি. বারবার ফেরত বা বদল। 26)
ফুর-ফুর
(p. 567) phura-phura বি. 1 মৃদুমন্দ বায়ুপ্রবাহের ভাব; 2 বাতাসে চুল কাপড় প্রভৃতি পাতলা ও হালকা পদার্থের ওড়ার ভাব। [ধ্বন্যা.]। ফুর-ফুরে বিণ. 1 ফুরফুর করে এমন; 2 লঘু ও মনোরম (ফুরফুরে হাওয়া)। 15)
বিচিত্র
(p. 610) bicitra বিণ. 1 নানাবর্ণবিশিষ্ট (চিত্রবিচিত্র); 2 নানাভাবে চিত্রিত; 3 নানা বিষয় ও রূপসমন্বিত (বিচিত্র জগত্); 4 বিস্ময়কর (বিচিত্র লীলা); 5 মনোরম, সুন্দর (বিচিত্র দৃশ্য); 6 অদ্ভুত (বিচিত্র স্বভাব, বিচিত্র আচরণ)। [সং. বি + চিত্র]। স্ত্রী. বিচিত্রা। বি. ̃ তা। বিচিত্রিত বিণ. বিচিত্র করা হয়েছে এমন; নানা বর্ণে রঞ্জিত। স্ত্রী. বিচিত্রিতা।
বিনোদ
(p. 618) binōda বি. 1 সন্তোষ বা সন্তোষসাধন, আনন্দ বা আনন্দিতকরণ; 2 আমোদ, আমোদ-প্রমোদ, বিহার। বিণ. মনোরম (বিনোদ বেণি); প্রিয়; সুন্দর (বিনোদ নাগর)। [সং. বি + √ নুদ্ + অ]। ̃ ন বি. 1 সানন্দে যাপন (অবসর-বিনোদন); 2 মোচন, অপনোদন, দূরীকরণ (ক্লান্তি-বিনোদন)। বিনোদিত বিণ. আমোদিত বা তুষ্ট বা দূরীকৃত হয়েছে এমন। বিনোদিয়া বিণ. (প্রা. কা.) আনন্দদায়ক, রমণীয় ('বিনোদিয়া বেণীর শোভায়': ভা. চ.)। বিনোদী (-দিন্) বিণ. 1 বিনোদনকারী; 2 আনন্দদায়ক। বিনোদিনী বিণ. বিনোদী-র স্ত্রীলিঙ্গে; 1 সুন্দরী; 2 আনন্দদায়িনী। বি. শ্রীরাধিকা। 18)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074229
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768707
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366115
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721069
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698079
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594668
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545215
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542309

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন