Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মনোহর; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অতীব
(p. 14) atība বিণ. অত্যন্ত, খুব্, খুব্ বেশি (অতীব দুঃখের, অতীব মনোহর)। [সং. অতি+ইব]। 32)
অভি-রাম
(p. 50) abhi-rāma বিণ. মনোরম, মনোহর, মনকে প্রীত করে এমন, রম্য; তৃপ্তিজনক (নয়নাভিরাম)। [সং. অভি + √ রম্ + অ]। 120)
কম1
(p. 164) kama1 (উচ্চা. কমো) বিণ. মনোহর, কমনীয়; বাঞ্ছনীয় (কম কলেবর)। [সং. √ কম্ + অ]। 37)
কমনীয়
(p. 164) kamanīẏa বিণ. 1 মনোহর, রমণীয়, সুন্দর (কমনীয় কান্তি); 2 বাঞ্ছনীয়, কাম্য। [সং. √ কম্ + অনীয়]। বিণ. (স্ত্রী.) কমনীয়া। বি. ̃ তা। 42)
কান্ত
(p. 181) kānta বি. 1 স্বামী; 2 (সূর্য, চন্দ্র ও অয়স শব্দের পর) মণি বা পাথর (সূর্যকান্ত, অয়স্কান্ত)। বিণ. 1 কমনীয়; মনোহর; 2 প্রিয়। [সং. √ কম্ + ত]। কান্তা বি. (স্ত্রী.) 1 প্রিয়া; 2 সুন্দরী রমণী; 3 স্ত্রী, পত্নী। ̃ লৌহ, কান্তায়স, কান্তিক, কান্তি-লৌহ বি. 1 অয়স্কান্ত মণি; 2 চুম্বক পাথর; 3 বিশুদ্ধ লোহা, refined iron; 4 ইস্পাত; 5 পেটা লোহা; ঢালাই লোহা। বি. কান্তি লাবণ্য, সৌন্দর্য, দীপ্তি, শোভা। কান্তি দ্র। 45)
কিবা
(p. 190) kibā অব্য. 1। হোক না কেন, কি, অথবা (অন্ধের কিবা দিন কিবা রাত); 2 (প্রশংসায় বা ব্যঙ্গে) কেমন, কী সুন্দর (কিবা মনোহর, আহা কিবা ভঙ্গি); 3 কী আর (তুমি কিবা বলবে)। [বাং. কি + বা]। 17)
কিয়ে
(p. 190) kiẏē অব্য. বিণ. সর্ব. (প্রা. কাব্যে) 1 কী; 2 কেন; 3 কিংবা, অথবা; 4 কিবা, কেমন (কিয়ে মনোহর); 5 অতি সুন্দর; 6 কে; 7 কেমন; 8 কত; 9 অতি, অত্যন্ত; 1 কী অদ্ভুত; 11 কোন। [মৈথি. সং. কিম্?]। 27)
গিট-কিরি
(p. 246) giṭa-kiri বি. সংগীতের অলংকারবিশেষ; সংগীত মনোহর করার জন্য একাধিক সুরের পরপর দ্রুত উচ্চারণের প্রক্রিয়াবিশেষ। [তু. হি. গিট্কিরী]। 108)
চটুল
(p. 276) caṭula বিণ. 1 চঞ্চল, অস্হির (চটুল চরণ); 2 লঘু, হালকা, গাম্ভীর্যহীন (চটুল প্রেম, চটুল স্বভাব, চটুল ছন্দ); 3 মনোহর, সুন্দর (চটুল ভঙ্গি)। [সং. √চট্ + উল]। স্ত্রী. চটুলা। বি. ̃ তা। 2)
চাঁদ
(p. 281) cān̐da বি. 1 চন্দ্র, পৃথিবীর উপগ্রহ; 2 (বিদ্রূপে) অসুন্দর ব্যক্তি; 3 (কৌতুকে) বন্ধু বা বয়স্যকে সম্বোধনবিশেষ (এসো দেখি চাঁদ)। [সং. চন্দ্র]। ̃ বদন, ̃ মুখ বিণ. চাঁদের মতো মুখবিশিষ্ট। স্ত্রী. ̃ বদনী। চাঁদের কণা 1 চাঁদের টুকরো; 2 শিশুচাঁদ; 3 অতি সুন্দর বা মনোহর ব্যক্তি-প্রধানত শিশু। 39)
চিকণিয়া
(p. 281) cikaṇiẏā বিণ. (প্রা. কাব্যে) চিকন; মনোহর ('চূড়া চিকণিয়া': ভা.চ.)। [চিকন1 দ্র]। 197)
চিঙ্গট, চিঙ্গড়
(p. 288) ciṅgaṭa, ciṅgaḍ় বি. চিংড়ি। [সং. চিঙ্গ (মনোহর) + √অট্ (গমন করা) + অ]। চিঙ্গটী বি. (স্ত্রী.) ছোট চিংড়ি। 8)
চিত্ত
(p. 288) citta বি. মন, হৃদয়, অন্তঃকরণ। [সং. √চিত্ + ত]। ̃ ক্ষোভ বি. মনের ক্ষোভ বা দুঃখ। ̃ চাঞ্চল্য বি. মনের চঞ্চলতা বা বিকার। ̃ চোর বি. মনোহরণকারী, প্রেমিক। ̃ দমন বি. আত্মসংযম, মনকে সংযত করা। ̃ দাহ বি. মনের জ্বালা, মর্মযন্ত্রণা। ̃ নিরোধ বি. বাহ্য বিষয় থেকে মনকে নিবৃত্ত করা। ̃ প্রসাদ বি. প্রফুল্লতা, সন্তোষ; মনের আনন্দ। ̃ বিকার বি. মনের বিকৃতি বা নৈতিক অবনতি। ̃ বিক্ষেপ বি. 1 ভিন্ন বিষয়ে আকৃষ্ট হবার ফলে মনোযোগের হানি; 2 যোগে ব্যাঘাতসৃষ্টিকারী মানসিক চাঞ্চল্য। ̃ বিনোদন বি. মানসিক প্রফুল্লতাবিধান, মনকে আনন্দদান। ̃ বিভ্রম বি. মনের বিমূঢ়তা, বুদ্ধিভ্রংশ। ̃ বৃত্তি বি. মনের ধর্ম ক্রিয়া বা প্রকৃতি। ̃ বৈকল্য বি. মনের বিকার; নৈতিক অবনতি; কর্তব্যনির্ণয়ে অক্ষমতা। ̃ ভ্রংশ বি. মনের বিকার; স্মৃতিশক্তির লোপ, মানসিক শক্তির নাশ। ̃ রঞ্জন বি. চিত্তবিনোদন, মনের আনন্দসাধন। বিণ. মনে আনন্দ দেয় এমন। ̃ রঞ্জিনী বৃত্তি বি. মনের যে আনন্দদায়ক প্রকৃতি মানুষকে সৌন্দর্য ও রস উপভোগে প্রবৃত্ত করায়। ̃ শুদ্ধি বি. মনের পাপ মালিন্য বা কু-ভাব দূর করে মনকে নির্মল করা। ̃ স্হৈর্য বি. মানসিক অচঞ্চলতা; উদ্বেগহীনতা। ̃ হারী (-রিন্) বিণ. মন-ভুলানো, চিত্তাকর্ষক। চিত্তাকর্ষক বিণ. 1 মনোহর; 2 কৌতূহল জাগায় এমন। চিত্তোন্নতি বি. মানসিক উন্নতি, চিত্তবৃত্তির উন্নতি। 41)
চিত্র
(p. 288) citra বি. 1 ছবি, আলেখ্য; 2 প্রতিকৃতি; 3 নকশা; 4 পত্রলেখা। বিণ. বিস্ময়কর; 2 বিচিত্র; 3 নানা বর্ণে রঞ্জিত। [সং. √চিত্র্ + অ]। ̃ কর, ̃ কার, ̃ কৃত্ বি. ষে ছবি আঁকে' পটুয়া। ̃ কলা বি. ছবি আঁকার বিদ্যা বা শিল্প। ̃ কল্প বি. কবিতায় বা গদ্যে শব্দ দিয়ে ছবি ফুটিয়ে তোলা, রূপকল্প, ভাবচ্ছবি, imagery. ̃ কৃত্ - চিত্রকর এর অনুরূপ। ̃ কাব্য বি. 1 যে কবিতার পদসমূহ চিত্র বা ছবির আকারে গ্রথিত হয়; 2 ব্যাঙ্গার্থহীন এবং শব্দার্থের আড়ম্বরপ্রধান কবিতা বা কাব্য। ̃ গন্ধ বি. 1 মনোহর গন্ধ; 2 হরিতাল। ̃ ণ বি. 1 চিত্রিতকরণ; 2 লেখন (চরিত্রচিত্রণ)। ̃ দীপ বি. পঞ্চপ্রদীপের অন্যতম। ̃ নাট্য বি. গল্প বা উপন্যাসের সিনেমার উপযোগী নাট্যরূপ, scenario, screenplay. ̃ পট বি. ছবি আঁকার জন্য মোটা বস্ত্রবিশেষ, canvas; চিত্রাঙ্কিত বস্ত্র। ̃ ফলক বি. চিত্রাঙ্কিত ধাতুপাত, কাষ্ঠখণ্ড প্রভৃতি। ̃ বিচিত্র বিণ. বিবিধ বর্ণযুক্ত বা চিত্রযুক্ত। ̃ বিদ্যা বি. চিত্রকলা। ̃ ময় বিণ. 1 ছবিতে ভরা; 2 ছবির তুল্য; 3 ছবির দ্বারা বর্ণিত। স্ত্রী. ̃ ময়ী। ̃ যোধী (-ধিন্) বি. অর্জুনের অন্য নাম। ̃ ল বিণ. চিত্রময় ('গড়ে তুলি ভাস্কর্যের চিত্রল প্রেরণা': বিষ্ণু.)। ̃ লেখনী বি. তুলি, ছবি আঁকার তুলি। ̃ শালা বি. 1 চিত্রকরের কর্মস্হান, studio; 2 চিত্রসমূহ রাখার বা সংগ্রহ করার স্হান। ̃ শিল্পী (-ল্পিন্) বি. চিত্রকর। 42)
দিব্য
(p. 408) dibya বিণ. 1 আকাশসম্বন্ধীয়; 2 স্বর্গীয় (দিব্যাস্ত্র); 3 অলৌকিক (দিব্য জীবন, দিব্য শক্তি); 4 মনোহর, সুন্দর (শিশুটি দিব্য দেখতে)। বি. শপথ (দিব্য দেওয়া, দিব্য করা, আমার মাথার দিব্য রইল)। [সং. √ দিব্ + য]। ̃ চক্ষু (-ক্ষুস্), ̃ দৃষ্টি, ̃ নেত্র বি. অলৌকিক দৃষ্টিশক্তি বা অন্তর্দৃষ্টি যার দ্বারা অতীন্দ্রিয় বস্তু বা বিষয় বোঝা যায়। ̃ জ্ঞান বি. অতীন্দ্রিয় বস্তু বা বিষয় সম্বন্ধে জ্ঞান, পরম জ্ঞান। ̃ দর্শী (-র্শিন্) বিণ. দিব্যদৃষ্টিসম্পন্ন। ̃ দৃষ্টি-দিব্যচক্ষু র অনুরূপ। ̃ নারী, দিব্যাঙ্গনা বি. অপ্সরা। ̃ যোনি বি. পরমেশ্বর, ভগবান। ̃ রথ বি. শূন্যপথে অর্থাত্ আকাশে বিচরণ করতে পারে এমন রথ। ̃ লোক বি. স্বর্গ, দেবতাদের আবাসস্হল। ̃ দিব্যাঙ্গনা দ্র দিব্যনারী। দিব্যাস্ত্র বি. দেবতাদের অস্ত্র, দেবতাদের তেজ বা শক্তিতে পূর্ণ অস্ত্র যথা ব্রহ্মাস্ত্র। দিব্যোদক বি. 1 বৃষ্টি; 2 শিশির। 32)
ধ্বনি
(p. 442) dhbani বি. 1 শব্দ, রব (ক্রন্দনধ্বনি); 2 বাক্ধ্বনি (ধ্বনিতত্ত্ব); 3 ব্যঙ্গ্যার্থ। [সং. √ ধ্বন্ + ই]। ̃ কাব্য বি. (অল.) যে উত্কৃষ্ট কাব্যে বাচ্যার্থের চেয়ে ব্যঙ্গ্যার্থ বেশি মনোহর হয়। ̃ ত বিণ. শব্দিত, নিনাদিত। ̃ তত্ত্ব বি. বিশেষ ভাষায় ব্যবহৃত ধ্বনির বিশ্লেষণসংক্রান্ত বিদ্যা, phonology. ̃ পরিবর্তন বি. উচ্চারণে শব্দের মূল ধ্বনির পরিবর্তন। ̃ বিজ্ঞান বি. বাগ্ধ্বনির প্রক্রিয়া সম্বন্ধে বৈজ্ঞানিক অনুসন্ধান ও বিশ্লেষণ, phonetics. ̃ ভোট বি. সভায় গলার আওয়াজে প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে মত জ্ঞাপন, vote of voice. ̃ মাধুর্য বি. শ্রুতিমধুরতা। ̃ রেখা বি. শব্দের আঘাতে বাতাসে আলোড়ন ('ধ্বনিরেখা টেনে দিয়ে বাতাসের বুকে': রবীন্দ্র)। 4)
পতঙ্গ, পতঙ্গম
(p. 488) pataṅga, pataṅgama বি. 1 উড্ডয়নশীল কীট বা পোকা; 2 (প্রাণী.) ছয় পা-ওয়ালা কীট, insect (বি. প.); 3 (সং.) পাখি; 4 বাণ; 5 সূর্য। [সং. পত + √ গম্ + অ (খচ্)]। পতঙ্গ-বৃত্তি বি. পতঙ্গের মতো আগুনে ঝাঁপ দেওয়া; বিপদ না বুঝে মনোহর কিন্তু বিপজ্জনক বস্তুর মোহে ধাবিত হয়ে আত্মনাশ করা। 8)
পেশল
(p. 533) pēśala বিণ. 1 (অশু.) পেশিবহুল, বলিষ্ঠ; 2 সুন্দর মনোহর; 3 নিপুণ। [সং. √ পিশ্ + অল]। 8)
প্রসাদ
(p. 552) prasāda বি. 1 প্রসন্নতা (চিত্তের প্রসাদ); 2 অনুগ্রহ (গুরুর প্রসাদে); 3 দেবতাকে নিবেদিত ভোজ্যসামগ্রী বা গুরুজনের ভুক্তাবশেষ; 4 রচনার প্রাঞ্জলতাগুণ; 5 সৌম্যতা। [সং. প্র + √ সদ্ + অ]। ̃ গুণ বি. রচনাদির মনোহর প্রাঞ্জলতাগুণ। ̃ ন, ̃ না বি. সন্তুষ্টকরণ, তুষ্টিবিধান। প্রসাদাত্ ক্রি-বিণ. অনুগ্রহের ফলে, অনুগ্রহে (ঈশ্বরপ্রসাদাত্)। প্রসাদিত বিণ. প্রসন্ন করা হয়েছে এমন; প্রসাদ লাভ করেছে এমন। প্রসাদি বিণ. দেবতাকে নিবেদন করা হয়েছে এমন (প্রসাদি ফুল); গুরুজন-কর্তৃক উপভুক্ত ও প্রসাদরূপে গণ্য। 6)
বাম2
(p. 600) bāma2 বি. 1 ডানদিকের বিপরীত, বাঁদিক; 2 শিব ('পতি মোর বাম': ভা. চ.)। বিণ. 1 বাঁ, দক্ষিণের; 2 প্রতিকূল, বিমুখ ('বিধি মোর বাম'); 3 সুন্দর, মনোহর (বামলোচনা)। [সং. √ বা + ম]। ̃ দেব বি. 1 শিব, মহাদেব; 2 মুনিবিশেষ। ̃ পন্হা বি. রাজনীতিতে প্রগতিবাদী মতবিশেষ। ̃ পন্হী বি. বিণ. উক্ত মতে বিশ্বাসী। 19)
বাহার
(p. 605) bāhāra বি. 1 শোভা, সৌন্দর্য, মনোহারিতা (শাড়ির বাহার, পোশাকের বাহার); 2 সংগীতের রাগিণীবিশেষ। [ফা. বহার্]। বাহারি বিণ. 1 সুন্দর, শোভাময়, মনোহর (বাহারি শাড়ি); 2 জমকালো, চটকদার (বাহারি রং)। বাহারে বিণ. সুন্দর; জমকালো। 42)
মঞ্জু
(p. 676) mañju বি. সুন্দর, মনোহর (মঞ্জুকেশী, মঞ্জুভাষী)। [সং √ মন্জ্ + উ]। ̃ .ঘোষ, ̃ .শ্রী বি. জৈন ও বৌদ্ধ দেবতাবিশেষ। ̃ .ভাষী (-ষিন্) বিণ. মনোহর ভঙ্গিতে কথা বলা এমন। 31)
মঞ্জুল
(p. 676) mañjula বিণ. সুন্দর, মনোহর, মধুর। বি. কুঞ্জবন। [সং মঞ্জু + √ লা + অ]। স্ত্রী. মঞ্জুলা। 33)
মধুর
(p. 676) madhura বিণ. অতিশয় মিষ্ট বা মনোহর ('বাজবে মধুর স্বর': রবীন্দ্র)। [সং মধু + র]। ̃ তা, ̃ ত্ব, মধুরিমা, মাধুরী, মাধুর্য বি. 1 অতিশয় মিষ্টতা; 2 লাবণ্য। 91)
মনো-মোহন
(p. 676) manō-mōhana বিণ. চিত্তাকর্ষক, মনোহারী, মনোরম, অতি সুন্দর (মনোমোহন শ্যাম, মনোমোহন বাঁশি)। [সং. মনস্ + মোহন] স্ত্রী. মনো-মোহিনী। 164)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2075278
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1769193
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366492
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721217
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698263
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594814
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545641
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542367

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন