Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মর্দন। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-মর্দী
(p. 687) -mardī বিণ. বি. মর্দনকারী। [সং. √ মৃদ + ইন্]। ̃ মর্দিনী বিণ. বি. (স্ত্রী.) মর্দনকারিণী, দমনকারিণী (মহিষমর্দিনী)। 7)
অঙ্গ
(p. 8) aṅga বি. 1 অবয়ব, শবীরের অংশ (অঙ্গহানি), limb; শরীর; 2 আকৃতি, মূর্তি ('একদা তুমি অঙ্গ ধরি ফিরিতে'; রবীন্দ্র); 3 অংশ; অপরিহার্য অংশ (কর্মের অঙ্গ, বিশ্রাম কাজেরই অঙ্গ); 4 উপকরণ (পূজার অঙ্গ); 5 (উদ্ভি.) ইন্দ্রিয়; শরীরযন্ত্র, organ (বি. প.); 6 ভাগলপুর জেলা ও তত্সন্নিহিত অঞ্চলের প্রাচীন নাম (অঙ্গরাজ্য)। [সং. √ অঙ্গ্+অ]। &tilde .গ্রহ বি. অঙ্গের আক্ষেপ বা খিঁচুনি, convulsion, spasm; গায়ের ব্যথা; ধনুষ্টঙ্কার রোগ। ̃ .গ্লানি বি. 1 শরীরের কষ্ট; 2 দেহের ময়লা। ̃ চালন, ̃ সঞ্চালন বি. হাত-পা প্রভৃতি অঙ্গের নাড়াচাড়া; ব্যায়াম। ̃ চ্ছেদ, ̃ চ্ছেদন বি. দেহের অংশ কেটো বাদ দেওয়া; মূল অংশ থেকে এক অংশের ছেদন। ̃ জ, .জনু বিণ. দেহ থেকে জাত বা উত্পন্ন; উদ্ভিদধর্মী, vegetative (বি.প.)। বি. সন্তান। ̃ জা বি. বিণ. কন্যা। ̃ ত্র, ̃ .ত্রাণ বি. অঙ্গকে যে ত্রাণ বা রক্ষা করে; বর্ম; সাঁজোয়া। ̃ .ন্যাস বি. বিভিন্ন মন্ত্রোচ্চারণ সহকারে শরীরের বিভিন্ন অংশ স্পর্শ। ̃ প্রত্যঙ্গ বি. অঙ্গ ও অঙ্গের অংশ; সমুদয় দেহ। ̃ .প্রায়শ্চিত্ত বি. পাপক্ষালনের জন্য দেহশোধন; অশৌচ শেষ হওয়ার পর দ্বিতীয় দিনে পাপমোচনের জন্য দেহশোধন। ̃ বিকৃতি বি. শরীরের বা চেহারার বিকার, monstrosities (বি.প.); মৃগি রোগ, apoplexy. ̃ বিক্ষেপ বি. অঙ্গপ্রত্যঙ্গের সঞ্চালন; নৃত্যের সময় দেহ সঞ্চালন। ̃ বিন্যাস বি. দেহের ভঙ্গি বা, ঢং, posture (বি. প.)। ̃ .বিহীন বিণ. দেহের অংশবিশেষ নেই এমন, বিকলাঙ্গ; (বিরল) অশরীরী। ̃ ঙঙ্গ, ̃ ভঙ্গি, ̃ ভঙ্গিমা বি. অঙ্গচালনার দ্বারা মনোভাবের ইঙ্গিত জ্ঞাপন; ইশারা। ̃ মর্দন বি. গা টেপা, massage, ̃ মোটন বি. গা মটকানো; গা মোড়া দেওয়া। ̃ .রক্ষা, ̃ .রাখা বি. আংরাখা; জামা। ̃ রাগ বি. প্রসাধন, দেহসজ্জা; প্রসাধন দ্রব্য। ̃ .রাজ বি. অঙ্গরাজ্যের অধিপতি; মহাভারতের প্রসিদ্ধ বীর কর্ণ। ̃ .রুহ বি. 1 লোম; 2 পশম; 3 পালক। ̃ .সংস্হান বি. দেহের গঠন বা গঠনতত্ত্ব, mirphology (বি. প.)। ̃ সৌষ্ঠব বি. দেহের সৌন্দর্য। ̃ .হানি বি. দেহের কোনো অংশের বিকৃতি বা অভাব; অনুষ্ঠানের বা কার্যাদির আংশিক ত্রুটি। ̃ .হার বি. নৃত্যগীতাদির বিধি অনুযায়ী অঙ্গচালনা, নৃত্যের নিয়মানুযায়ী অঙ্গভঙ্গি। ̃ .হীন বিণ. বিকলাঙ্গ; (অনুষ্ঠান বা কার্যাদি সম্পর্কে) অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ; (বিরল) অশরীরী। 36)
অব-র্মদ, অব-মর্দন
(p. 45) aba-rmada, aba-mardana বি. 1 পদদলিত করা; 2 পীড়ন; 3 ধ্বংস করা। [সং. অব + √ মৃদ্ + অ, অন]। অব-মর্দিত বিণ. পদদলিত, প্রহৃত; বিধ্বস্ত। 19)
অভ্যঙ্গ, অভ্যঞ্জন
(p. 55) abhyaṅga, abhyañjana বি. 1 তেল বা তেলজাতীয় স্নেহপদার্থ দিয়ে মর্দন; তেল মাখা; 2 আভাং। [সং. অভি + অঙ্গ, অভি +অঞ্জন]। 12)
অরি1
(p. 61) ari1 বি. 1 যে অনিষ্ট বা ক্ষতি করে; শত্রু; 2 শরীরের ছয়টি রিপু। [সং. √ ঋ +ই]। ̃ জিত্ বি. বিণ. শত্রুকে যে জয় করেছে। অরিন্দম বিণ. বি. অরিকে অর্থাত্ শত্রুকে দমন করে এমন, শত্রুদমনকারী। ̃. মর্দ, ̃. মর্দন বিণ. শত্রুকে মর্দন বা দমন করে এমন। 8)
আভাং
(p. 99) ābhā বি. তেল ইত্যাদি দিয়ে শরীর মর্দন; তেল মাখা। [সং. অভ্যঙ্গ]। 39)
আহত
(p. 111) āhata বিণ. 1 আঘাত পেয়েছে এমন (খেলতে গিয়ে আহত); 2 প্রহৃত (লগুড়াহত); 3 তাড়িত (বাত্যাহত); 4 মর্দিত (পদাহত); 5 (তারের বাদ্যযন্ত্র সম্বন্ধে) ধ্বনিত। [সং. আ + √ হন্ + ত]। আহতি বি. আঘাত; প্রহার; তাড়না; মর্দন; ধ্বনন। 12)
উন্মথন
(p. 130) unmathana বি. 1 মন্থন; 2 ভালোভাবে মথিত করা বা ঘোঁটা; 3 মর্দন; 4 হনন, হত্যা ('শত্রুর উন্মথন')। [সং. উত্ + √ মথ্ + অন]। উন্মথিত বিণ. 1 মন্থন করা হয়েছে এমন; 2 আলোড়িত; 3 বাইরের আকর্ষণের ফলে উদ্বেলিত বা উত্তেজিত ('উন্মথিত যৌবন': রবীন্দ্র)। 10)
কর৩
(p. 166) kara3 বি. হস্ত, হাত (করজোড়ে, করপুট); 2 হাতির শুঁড়; 3 আঙুলের ভাঁজের দাগ (কর গুনে যোগবিয়োগ করা)। [সং. √ কৃ + অ]। ̃ কবলিত বিণ. হস্তগত, অধিকৃত। ̃ কমল বি. 1 হস্তরূপ পদ্ম; 2 পদ্মের মতো হাত। ̃ কমলেষু বি. প্রীতিভাজন ব্যক্তিকে পুস্তকাদি উপহারদানের উত্সর্গপত্রে প্রাপকের নামসহ এই সপ্তমী বিভক্তিযুক্ত পদটির প্রয়োগ হয়। ̃ কোষ্ঠী বি. করতলের রেখা, যা ভবিষ্যত্ গণনায় কোষ্ঠীর কাজ করে; কররেখা নির্ণীত কোষ্ঠী। ̃ গ্রহ, ̃ গ্রহণ বি. 1 হস্তধারণ, হাত ধরা; 2 বিবাহ। ̃ গ্রাহক, ̃ গ্রাহী (-হিন্) বিণ. বি. পাণিগ্রহণকারী; স্বামী, পতি। ̃ জোড়ে ক্রি-বিণ. দুই হাত যুক্ত করে। ̃ তল বি. হাতের তেলো, palm. ̃ তল-গত বিণ. হস্তগত, আয়ত্ত। ̃ তালি বি. হাততালি। ̃ ন্যাস বি. পূজার সময় মন্ত্রোচ্চারণের সঙ্গে করচিহ্নে বৃদ্ধাঙুলি স্পর্শ করা। ̃ পদ্ম বি করকমল এর অনুরূপ। ̃ পল্লব বি. ফুলের নরম পাতার মতো হাত; সুন্দর হাত। ̃ পীড়ন বি. বিবাহ। ̃ পুট বি. জোড়হাত। ̃ ভূষণ বি. হাতের গয়না। ̃ মর্দন বি. দুইজনে প্রীতিভরে পরস্পরের হাত ঝাঁকুনি, handshake. ̃ মুক্ত বিণ. হস্তচ্যুত; হাত ছাড়িয়েছে এমন। 19)
চটকা৩
(p. 275) caṭakā3 ক্রি. নরম জিনিস হাত দিয়ে মর্দন বা পেষণ করা (ভাতগুলো ভালো করে চটকাও)। [সং. √চট্ (পেষণ করা) + বাং. কা-তু. হি. √চটকা]। ̃ নো ক্রি. বি. চটকা। বিণ. উক্ত অর্থে। চটকানি বি. হাত দিয়ে মর্দন বা পেষণ। 22)
টিপা, টেপা
(p. 343) ṭipā, ṭēpā ক্রি. 1 মর্দন করা, ডলা, মালিশ করা (হাত-পা টেপা); 2 আঙুলের ডগা দিয়ে বা আঙুল দিয়ে চাপ দেওয়া (গাল টেপা); 3 সন্তর্পণে স্হাপন করা (পা টিপে চলা); 4 ঠারা, ঠেরে ইঙ্গিত করা (চোখ টেপা); 5 গোপনে সতর্ক করা, ইশারা করা (আগে থেকে তাকে টিপে দিয়েছিলাম)। বি. উক্ত সব অর্থে। [হি. টীপ্]। ̃ টিপি বি. পরস্পরের মধ্যে গোপন ইঙ্গিত বা সংকেত। ̃ নো ক্রি. মর্দন করানো, ডলানো; চাপ দেওয়ানো। বি. বিণ. উক্ত অর্থে। 67)
ঠাস1
(p. 350) ṭhāsa1 বিণ. 1 ঘন (ঠাসবুনানি); 2 ঘেঁষাঘেঁষি (ঠাস হয়ে বসা)। [দেশি]। ঠাসা ক্রি. 1 গাদানো (ঘরে জিনিস ঠেসে রাখা); 2 চেপে ধরা (তাকে দেওয়ালের সঙ্গে ঠেসে ধরেছে); 3 চেপে ঢুকানো; 4 বোঝাই করা, ভরে দেওয়া; 5 মর্দন করা (ময়দা ঠাসা)। বিণ. উক্ত সব অর্থে। ঠাসা-ঠাসি বি. ভিড়; চাপাচাপি, গাদাগাদি (এত ঠাসাঠাসি করে বসা যায় না)। 30)
ঠেসা
(p. 350) ṭhēsā ক্রি. 1 ঠেস দেওয়া; 2 ঘেঁষা; 3 ঠাসা, মর্দন করা। [হি. ঠেসনা]। ̃ ঠেসি বি. ঠাসাঠাসি; গাদাগাদি। ̃ ন বি. হেলান (দেওয়ালে ঠেসান দেওয়া)। ̃ নো ক্রি. বি. 1 হেলানো; 2 ভেজানো (দরজা ঠেসানো); 3 বক্রোক্তি করা। বিণ. উক্ত সব অর্থে। 64)
ডলন
(p. 354) ḍalana বি. মর্দন, ডলার কাজ। [ডলা দ্র]। 22)
ডলা
(p. 354) ḍalā ক্রি. 1 মর্দন বা মালিশ করা; 2 টেপা; 3 পেষণ করা, ঠাসা (ময়দা ডলা)। বি. উক্ত সব অর্থে। [সং. √ দল্ + বাং. আ]। ডলাই-মলাই বি. সংবাহন, massage, গা মালিশ বা মর্দন করা। ̃ নো ক্রি. মর্দন বা মালিশ করানো; টেপানো; পেষণ করানো; ঠাসানো। বি. বিণ. উক্ত সব অর্থে। 24)
তৈল
(p. 375) taila বি. তেল। [সং. তিল + অ]। ̃ কল্ক, ̃ কিট্ট বি. তেলের কাইট; খইল। ̃ কার বি. তেলি; কলু। ̃ চিত্র বি. তেলরঙে আঁকা ছবি, oil painting. ̃ চৌরিকা বি. আরশোলা। ̃ দান বি. যন্ত্রাদি সচল রাখার জন্য তেল দেওয়া। ̃ প, ̃ পা, ̃ পায়িকা বি. তেলাপোকা, আরশোলা। ̃ পক্ব বিণ. 1 তেলে ভাজা বা তেল দিয়ে রাঁধা হয়েছে এমন (তৈলপক্ব খাবার, তৈলপক্ব লাঠি)। ̃ বীজ বি. যেসব শস্য থেকে তেল বার করা যায়, যেমন তিল, সরষে, সূর্যমুখী প্রস্তুতি। ̃ মর্দন বি. তেল মাখা, তেল মালিশ বা ডলাইমলাই। ̃ যন্ত্র বি. তেলের কল, ঘানি। ̃ সেক বি. তেল বা গরম তেল লেপন করে বেদনা উপশমের ব্যবস্তা। ̃ স্ফটিক বি. পীতাভ শিলীভূত পদার্থবিশেষ, গোমেদ, amber. তৈলাক্ত বিণ. তেলযুক্ত। তৈলাধার বি. তেলের পাত্র। 335)
তোয়ানো, টোয়ানো
(p. 387) tōẏānō, ṭōẏānō ক্রি. বি. 1 হাত দিয়ে অনুভব করা; 2 হাতড়ানো; 3 খোঁজা; 4 হাত বুলানো; 5 মর্দন করা (অনেকক্ষণ ঘরে গা-হাত টুইয়ে আরাম দিল)। [তোয়া দ্র]। 27)
থেঁতলানো
(p. 394) thēn̐talānō ক্রি. 1 পিষ্ট করা, ছেঁচা বা ছেঁচে দেওয়া (পা থেঁতলে গেছে); 2 শিলনোড়া বা হামানদিস্তায় ছেঁচা, পেষা, মর্দন করা (মশলা থেঁতলানো)। বি. বিণ. উক্ত দুই অর্থে। [দেশি]। থেঁতা ক্রি. ছেঁচা, পেষণ করা। থেঁতো বিণ. পিষ্ট, পেষাই হয়েছে এমন, ছেঁচা। 19)
দল-মাদল
(p. 400) dala-mādala বি. বিষ্ণুপুরের সুবিখ্যাত ঐতিহাসিক কামান। [ সং. দলমর্দন?]। 21)
দলন
(p. 400) dalana বি. 1 পেষণ; 2 মর্দন; শাসন, দমন, পীড়ন (শত্রুদলন)। বিণ. দলনকারী; দমনকারী (অসুরদলন কৃষ্ণ)। [সং. √ দল্ + অন]। দলনী বিণ. (স্ত্রী.) দমনকারিণী (দানবদলনী, অসুরদলনী)। 18)
দলা2
(p. 400) dalā2 ক্রি. 1 দলন বা মর্দন করা, মাড়ানো (পায়ে দলা); 2 দমন বা পীড়ন করা। বি. উক্ত সব অর্থে। বিণ. দলিত (পায়ে-দলা ঘাস)। [সং. দল্ + বাং. আ]। দলাই-মলাই বি. অঙ্গমর্দন, সংবাহন, শরীর মাসাজ। 23)
দলিত
(p. 401) dalita বিণ. 1 মর্দিত, মাড়ানো হয়েছে এমন (পদদলিত); 2 পিষ্ট (দলিত সর্প); 3 দমিত, শাসিত (দলিত শত্রু); 4 নিপীড়িত (দলিত হৃদয়ের বেদনা)। [সং. √ দল্ + ত]। 2)
ধামসা
(p. 433) dhāmasā ক্রি. ধামসানো, হাত বা পা দিয়ে চটকানো। [দেশি]। ̃ নি বি. দলিত করা, চটকানি (ময়দা ধামসানি)। ̃ নো ক্রি. হাত-পা দিয়ে চটকানো বা মর্দন করা। বি. বিণ. উক্ত অর্থে। 59)
নর2
(p. 447) nara2 বি. 1 মানুষ (নরদেহ, নরকঙ্কাল); 2 পুরুষ মানুষ (নরনারী); 3 ঋষিবিশেষ; 4 (বাং.) বিণ. মর্দা (নর হরিণ)। [সং. √ নৃ + অ]। স্ত্রী. নারী। ̃ কঙ্কাল বি. মানবদেহের অস্হিময় কাঠামো। ̃ কপাল বি. মড়ার খুলি, মড়ার মাথা। ̃ খাদক বিণ. মানুষ খায় এমন। বি. মানুষথেকো পশু, রাক্ষস ইত্যাদি। ̃ দেব বি. মানুষরূপী দেবতা, ব্রাহ্মণ। ̃ নারায়ণ বি. 1 পৌরাণিক ঋষিদ্বয় যাঁরা শ্রীকৃষ্ণ ও অর্জুনরূপে জন্মগ্রহণ করেছিলেন; 2 নররূপী নারায়ণ, মানুষের রূপে নারায়ণ বা পরমেশ্বর, শ্রীকৃষ্ণ। ̃ পতি বি. নৃপতি, রাজা। ̃ পশু বি. পশুবত্ হৃদয়হীন আচরণকারী মানুষ। ̃ পিশাচ বি. পিশাচের মতো হিংস্র ও জঘন্য প্রবৃত্তিবিশিষ্ট মানুষ। ̃ পুঙ্গব বি. মানবশ্রেষ্ঠ। ̃ মুণ্ড বি. মানুষের মাথা। ̃ মেধ বি. প্রাচীন যজ্ঞবিশেষ যাতে মানুষ বলি দেওয়া হত। ̃ লোক বি. মর্ত্যধাম, পৃথিবী। ̃ সমাজ বি. মানুষের সমাজ; মানবসম্প্রদায়। ̃ সিংহ, ̃ হরি, নৃসিংহ বি. 1 মাথা থেকে কোমর পর্যন্ত মানুষের আকৃতি এবং কোমরের নিম্নাংশ সিংহের আকৃতিবিশিষ্ট বিষ্ণুর অবতারবিশেষ; নৃসিংহ অবতার; নরশ্রেষ্ঠ। ̃ সুন্দর বি. নাপিত। 64)
নিপীড়ন
(p. 461) nipīḍ়na বি. 1 উত্পীড়ন, নিগ্রহ, কষ্টদান; 2 দলন, মর্দন (শত্রুনিপীড়ন)। [সং. নি + √ পীড়্ + অন]। নিপীড়িত বিণ. অত্যাচারিত, উত্পীড়িত, নিগৃহীত; দলিত, মর্দিত। স্ত্রী. নিপীড়িতা। 53)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073979
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768643
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366026
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721040
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698029
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594632
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545137
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542290

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন