Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মলিন]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকলুষ
(p. 2) akaluṣa বি. কলুষ দোষ মল বা পাপের অভাব। বিণ. 1 নিষ্পাপ; নির্দোষ; 2 মালিন্যহীন। [সং. ন+কলুষ]। অকলুষিত বিণ. দোষযুক্ত বা মালিন্যযুক্ত নয় এমন, নির্দোষ; অমলিন (অকলুষিত মন)। 23)
অক্ষুণ্ণ
(p. 4) akṣuṇṇa বিণ. 1 ক্ষুণ্ণ হয়নি বা মলিন হয়নি এমন (অক্ষুণ্ণ ভালোবাসা, অক্ষুণ্ণ সম্পর্ক); 2 মনস্তাপহীন; 3 অটুট (অক্ষুণ্ণ স্বাস্হ্য, অক্ষুণ্ণ মনোবল, অক্ষুণ্ণ প্রতাপ); 4 বলবত্, বজায় (তার শক্তি অক্ষুণ্ণ আছে); অব্যাহত। [সং. ন+ক্ষুণ্ণ]। বি. ̃ তা। 38)
অপরি-ম্লান
(p. 34) apari-mlāna বিণ. মলিন বা ম্লান হয়নি এমন; অবসন্ন হয়নি এমন; প্রফুল্ল; তাজা; সতেজ। [সং. ন + পরি + ম্লান]। 151)
অপরি-শুদ্ধ
(p. 34) apari-śuddha বিণ. বিশুদ্ধ নয় এমন; অপবিত্র; মলিন। [সং. ন + পরি + শুদ্ধ]। 152)
অপরিচ্ছন্ন
(p. 34) aparicchanna বিণ. মলিন, নোংরা, অপরিষ্কার। [সং. ন (অ) + পরিচ্ছন্ন]। ̃ তা বি. মলিনতা, মালিন্য। 136)
অপরিষ্কার
(p. 39) apariṣkāra বিণ. মলিন, নোংরা, অপরিচ্ছন্ন (অপরিষ্কার ঘর)। বি. পরিচ্ছন্নতার অভাব, মালিন্য। [সং. ন + পরিষ্কার]। অপরিষ্কৃত বিণ. পরিষ্কার করা হয়নি এমন; অশোধিত। 3)
অমলিন
(p. 57) amalina বিণ. 1 মলিন বা ময়লা নয় এমন, পরিচ্ছন্ন; 2 নির্দোষ, নিষ্কলঙ্ক; 3 উজ্জ্বল (অমলিন সৌন্দর্য)। সং. ন + মলিন]। 11)
অম্লান
(p. 59) amlāna বিণ. 1 স্নান হয়নি বা হয় না এমন; অমলিন (অম্লান কুসুম, অম্লান সৌন্দর্য); 2 প্রফুল্ল; 3 কুন্ঠাহীন, দ্বিধাহীন (অম্লানমুখে মিথ্যা বলা)। [সং. ন + ম্লান]। ̃ .কুসুম বি. যে ফুল মলিন হয় না বা হয়নি। ̃ .বদনে, ̃ .মুখে ক্রি-বিণ. নিঃসংকোচে। 15)
আনকোরা
(p. 89) ānakōrā বিণ. 1 সম্পূর্ণ নতুন (আনকোরা ধুতি-শাড়ি); 2 টাটকা, অমলিন; 3 অব্যবহৃত। [হি. অন্কোরা]। 123)
আবিল
(p. 99) ābila বিণ. কলুষিত; পঙ্কিল, ঘোলা; অস্বচ্ছ (আবিল দৃষ্টি)। [সং. আ + ̃ বিল্ + অ]। ̃ .তা বি. কলুষ; অস্বচ্ছতা; মলিনতা (কামনার আবিলতা)। 19)
কমলিনী
(p. 164) kamalinī বি. 1 পদ্মিনী; 2 শ্রীরাধিকা, রাইকমলিনী; 3 পদ্মসমূহ; পদ্মের ঝাড়। [সং. কমল + ইন্ (দেশ বা সমূহ অর্থে) + ঈ]। 52)
কলুষ
(p. 172) kaluṣa বি. 1 পাপ; 2 মালিন্য; মল; দোষ ('সকল কলুষতামসহর জয় হোক তব জয়': রবীন্দ্র)। [সং. √ কল্ + উষ]। কলুষিত বিণ. কলুষযুক্ত; মলিন। 19)
কল্মষ
(p. 172) kalmaṣa বি. কলুষ, পাপ। বিণ. 1 মলিন; 2 পাপিষ্ঠ। [সং. কর্মন্ (শুভ কর্ম) + √ সো (বিনাশ করা) + অ র্ ল্]। 40)
কালিমা
(p. 188) kālimā (-মন্) বি. 1 মলিনতা, কৃষ্ণতা; 2 কলঙ্ক। [সং. কাল3 + ইমন্]। ̃ ময় বিণ. কলঙ্কযুক্ত। 11)
কালো
(p. 188) kālō বিণ. 1 কৃষ্ণবর্ণ, অন্ধকারের রং (কালো চুল); 2 ময়লা, মলিন (জামাকাপড় কালো হয়েছে); 3 বিষণ্ণ, গোমড়া (মুখ কালো করা)। [ সং. কাল3]। ̃ টাকা বি. বেআইনিভাবে আয় করা টাকা; হিসাববহির্ভূত টাকা। ̃ বাজার বি. সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জিনিস বিক্রয়ের বাজার; নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জিনিস কেনা-বেচা। ̃ বাজারি বি. কালোবাজারে জিনিস বিক্রির কাজ। 21)
কাল৩, কালো
(p. 186) kāla3, kālō বি. কৃষ্ণবর্ণ, কালো রং। বিণ. কৃষ্ণবর্ণবিশিষ্ট, কালো রঙের। [সং. কৃ + √ অল্ + অ]। কালো-কিষ্টি, কাল-কিষ্টি বিণ. অত্যন্ত কালো, মলিন ও কুত্সিত। কাল-গঙ্গা বি. কালিন্দী, যমুনা। কাল-চিটা, কাল-চিটে বি. বিণ. কালো দাগ; কালচে। কালচে বিণ. কৃষ্ণাভ তবে গাঢ় কালো নয় এমন। কাল-শশী বি. কৃষ্ণপক্ষের চাঁদ। কাল-শিরা, কাল-শিটা, কাল-শিটে বি. আঘাতের ফলে রক্ত জমে উত্পন্ন কালো দাগ। কাল-নাগ, কাল-সর্প, কাল-সাপ বি. কৃষ্ণসর্প, কেউটে সাপ। 26)
জ্যোতি
(p. 331) jyōti (-তিস্, তিঃ) বি. 1 আলোক; 2 দীপ্তি; 3 গ্রহনক্ষত্রাদি (জ্যোতিঃপুঞ্জ); 4 দৃষ্টিশক্তি (চোখের জ্যোতি)। [সং. √ দ্যুত্ + ইস্]। জ্যোতিঃপথ বি. 1 জ্যোতিতে পূর্ণ পথ; 2 সূর্যচন্দ্রের পরিভ্রমণ পথ। জ্যোতিঃপুঞ্জ বি. আকাশের দীপ্তিমান গ্রহনক্ষত্রাদি। জ্যোতিঃশাস্ত্র - জ্যোতির্বিদ্যা -র অনুরূপ। জ্যোতিরিঙ্গণ বি. জোনাকি পোকা, খদ্যোত। জ্যোতির্বিদ, জ্যোতির্বেত্তা বিণ. বি. 1 জ্যোতিঃশাস্ত্রজ্ঞ; 2 জ্যোতিষী। জ্যোতির্বিদ্যা বি. 1 গ্রহনক্ষত্রাদিসম্বন্ধীয় বিজ্ঞানশাস্ত্র astronomy; 2 গ্রহনক্ষত্রাদির গতি, স্হিতি ও সঞ্চার অনুসারে শুভাশুভ নিরূপণবিষয়ক শাস্ত্র, astrology. জ্যোতির্মণ্ডল বি. যাবতীয় গ্রহনক্ষত্রের সমষ্টি। জ্যোতির্ময় বিণ. জ্যোতিঃপূর্ণ, দীপ্তিময় ('জ্যোতির্ময় টিকা মলিন ললাটে': রবীন্দ্র)। স্ত্রী. জ্যোতির্ময়ী। জ্যোতিশ্চন্দ্র বি. 1 রাশিচক্র; 2 জ্যোতির্মণ্ডল। 58)
ঝামর
(p. 336) jhāmara বিণ. ঝামার মতো বিবর্ণ বা মলিন ('হেমকান্তি ঝামর হইল': যদু.)। [সং. ঝামক]। ঝামরা ক্রি. ঝামরানো। ̃ চুলো বিণ. বিবর্ণ বা মলিন চুলবিশিষ্ট ('ডাইনী যেন ঝামরচুলো': স. দ.)। ঝামরানো বি. ক্রি. 1 মলিন বা বিবর্ণ হওয়া; 2 শ্লেষ্মা বা রসের বৃদ্ধির জন্য অস্বাভাবিক হওয়া (চোখ-মুখ ঝামরেছে); 3 জলভারাক্রান্ত হওয়া; 4 বৃষ্টির সংকেত দেওয়া (আকাশ ঝামরে উঠেছে)। বিণ. উক্ত সব অর্থে। 36)
ট্যানা, ত্যানা
(p. 348) ṭyānā, tyānā বি. মলিন ও ছিন্ন বস্ত্রখণ্ড বা বস্ত্র; কানি, ন্যাতা। [দেশি-তু. হি. তানা]। 33)
তেল
(p. 375) tēla বি. 1 তৈল; তিল সরিষা নারকেল প্রভৃতির নির্যাস; 2 (ব্যঙ্গে) তেজ বা অহংকার (তার খুব তেল বেড়েছে)। [সং. তৈল]। তেল দেওয়া ক্রি. বি. 1 যন্ত্রাদিতে তেল বা তৈলাক্ত পদার্থ লাগানো; 2 (আল.) হীনভাবে তোষামোদ করা। তেস মাখানো বি. ক্রি. 1 (অন্যের শরীরে) তেল লাগানো; 2 (আল.) হীনভাবে তোষামোদ করা। তেলে-বেগুনে জ্বলে ওঠা বি. ক্রি. অত্যন্ত রেগে যাওয়া। ̃ কাজলা বিণ. তেলতেলা ও কালো (তেলকাজলা মেয়ে, তেলকাজলা গা)। ̃ কাপড় বি. যে-কাপ়ড় পরে স্নানের আগে গায়ে তেল মাখা হয়। ̃ কুচ-কুচে, ̃ চুক-চুকে বিণ. যেন বেশি করে তেল মাখা বা মাখানো হয়েছে এমন চকচকে। ̃ চিটে বিণ. তৈলাক্ত ও মলিন। ̃ তেলা, ̃ তেলে বিণ. তৈলাক্তবত্; মসৃণ বা পিছল। ̃ পড়া বি. (রোগ দূরীকরণের জন্য) মন্ত্রপূত তেল। 310)
থিতা
(p. 392) thitā ক্রি. থিতানো। [তু. সং. স্হিত]। ̃ নো, থিতোনো ক্রি. 1 (তরল পদার্থের সঙ্গে মিশ্রিত কঠিন পদার্থের অথবা নির্মল জলের সঙ্গে মিশ্রিত মলিন অংশের) তলদেশে জমা হওয়া; 2 (আল.) স্হির বা মন্দীভূত হওয়া (আন্দোলন থিতিয়ে এসেছে)। বি. বিণ. উক্ত দুই অর্থে। 43)
ধূম্র
(p. 439) dhūmra বি. বিণ. 1 ধূমল, ধোঁয়া রঙের; 2 কৃষ্ণলোহিত বর্ণ বা বর্ণবিশিষ্ট; 3 মলিন। [সং. ধূম + √ রা + অ]। ̃ জাল-ধূমজাল -এর. অশু রূপ। ̃ লোচন বিণ. ধূমবর্ণ চক্ষুবিশিষ্ট, ধোঁয়াটে চোখযুক্ত। বি. (পুরাণোক্ত) শুম্ভনিশুম্ভের সেনাপতি। 36)
ধূলি
(p. 439) dhūli বি. শুকনো মাটির গুঁড়ো, ধুলো, রজঃরেণু। [সং. √ ধূ + লি]। ̃ ধূসর, ̃ ধূসরিত, ̃ মলিন বিণ. ধুলো মেখে মলিন হয়েছে এমন, ধুলো-মাখা। ̃ পটল বি. আকাশে উড়ন্ত ধূলিরাশি। ̃ ময় বিণ. ধুলাপূর্ণ। ̃ শয্যা বি. ভূমিতে শয়ন; মৃত্তিকারূপ শয্যা। ̃ সাত্ বিণ. ধুলায় পরিণত; (আল.) সম্পূর্ণ ব্যর্থ। 39)
নির্মল
(p. 468) nirmala বিণ. 1 ময়লাহীন, অমলিন; 2 স্বচ্ছ, পরিষ্কার (নির্মল জল); 3 বিশুদ্ধ (নির্মল বাতাস); 4 নিষ্পাপ, অকলঙ্ক (নির্মল চরিত্র)। [সং. নির্ + মল]। বি. ̃ তা। স্ত্রী. নির্মলা। 135)
পরিচ্ছন্ন
(p. 497) paricchanna বিণ. 1 পরিষ্কার, অমলিন (পরিচ্ছন্ন জামাকাপড়); 2 গোছানো, ফিটফাট (সবসময় ঘরদোর পরিচ্ছন্ন রাখে); 3 দুর্নীতিমুক্ত (পরিচ্ছন্ন প্রশাসন)। [সং. পরি + √ ছদ্ + ত]। বি. ̃ তা। 24)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2080371
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1770802
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1368501
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722097
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699271
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595470
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 548066
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542771

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন