Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মার্জিত; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অপরি-মার্জিত
(p. 34) apari-mārjita বিণ. পরিমার্জনা অর্থাত্ সংশোধন বা সংস্কার করা হয়নি এমন, অসংশোধিত। [সং. ন + পরিমার্জিত]। 150)
অমার্জিত
(p. 57) amārjita বিণ. 1 পরিষ্কার করা হয়নি এমন; 2 সংস্কার করা হয়নি এমন; অপরিমার্জিত; 3 অভদ্র, অশিষ্ট (অমার্জিত রুচি); 4 মার্জনা বা ক্ষমা করা হয়নি এমন। [সং. ন + মার্জিত]। 29)
অশিষ্ট
(p. 66) aśiṣṭa বিণ. অভদ্র, অসভ্য; শালীনতাবর্জিত; ভদ্রতার বাইরে (অশিষ্ট আচরণ, অশিষ্ট কথা)। [সং. ন + শিষ্ট]। ̃ তা বি. অভদ্রতা, অসভ্যতা; অমার্জিত বা শালীনতাহীন ব্যবহার। 5)
অশোধিত
(p. 66) aśōdhita বিণ. 1 শোধিত বা সংশোধিত হয়নি এমন, অমার্জিত (অশোধিত তেল); পরিমার্জনা হয়নি এমন; 2 পরিশোধ বা শোধ করা হয়নি এমন (অশোধিত ঋণ)। [সং. ন + শোধিত]। 14)
অসংস্কৃত
(p. 67) asaṃskṛta বিণ. 1 অশোধিত, অমার্জিত, অপরিমার্জিত; 2 অবিন্যস্ত (অসংস্কৃত কেশপাশ); 3 চূড়াকরণ কর্ণবেধ ইত্যাদি শাস্ত্রীয় সংস্কার হয়নি এমন; 4 সংস্কৃত ভাষা থেকে ভিন্ন। [সং. ন + সংস্কৃত]। অসংস্কৃত বাক্য বি. সংস্কৃত ছাড়া অন্য ভাষায় উক্ত বাক্য; অমার্জিত কথা। 48)
অসভ্য
(p. 67) asabhya বিণ. সভ্য নয় এমন; অভদ্র, অমার্জিত, অশিষ্ট (অসভ্য লোক); অসামাজিক; বর্বর; বন্য (অসভ্য জাতি)। [সং. ন + সভ্য]। বি. ̃ তা। 85)
আলিসা -আলসে
(p. 106) ālisā -ālasē র মার্জিত কিন্তু বর্ত. অপ্র. রূপ। [দ্র আলসে1]। 38)
কৃত2
(p. 202) kṛta2 বিণ. 1 সম্পাদিত, সাধিত করা হয়েছে এমন (কৃতকর্ম, কৃত অপরাধ); 2 রচিত (কাশীরাম দাসকৃত মহাভারত); 3 নির্মিত, গঠিত (মোগলগণের কৃত হর্ম্যরাজি); 4 শিক্ষাপ্রাপ্ত, লব্ধ, আহৃত (কৃতবিদ্যা); 5 নিযুক্ত, নির্ধারিত (কৃতদাস, কৃতকর্তব্য)। [সং. √ কৃ + ত]। ̃ ক বিণ. 1 কল্পিত; 2 কৃত্রিম। ̃ ক-পুত্র বি. পালিত পুত্র। ̃ কর্মা (-র্মন্) বিণ. কৃতী, কর্ম সম্পন্ন করেছে এমন; কর্মকুশল; অভিজ্ঞ। ̃ কাম বিণ. যার কামনা সিদ্ধ হয়েছে, সিদ্ধমনোরথ; কৃতার্থ। ̃ কার্য বিণ. সফল। ̃ কার্যতা বি. সাফল্য। ̃ কীর্তি বিণ. কীর্তি স্হাপন বা অর্জন করেছে এমন। ̃ কৃত্য বিণ. কৃতকার্য।, কর্তব্যকর্মে সফল। ̃ তীর্থ বিণ. তীর্থ পর্যটন, দানধ্যান ও পূজা সম্পন্ন করে ফিরেছে এমন। ̃ দার বিণ. দার গ্রহণ করেছে এমন, বিবাহিত। ̃ দাস বি. নির্দিষ্ট সময়ের জন্য দাসত্বে আবদ্ধ ব্যক্তি। ̃ ধী, ̃ বুদ্ধি বিণ. স্হিরচিত্ত; মার্জিতবুদ্ধি। ̃ নিশ্চয় বিণ. স্হিরসংকল্প; সাফল্য সম্পর্কে সংশয়হীন। বি. ̃ নিশ্চয়তা। ̃ পূর্ব বিণ. পূর্বেই করা হয়ে গেছে এমন। ̃ প্রতিজ্ঞ বিণ. যে প্রতিজ্ঞা গ্রহণ বা পালন করেছে। ̃ বিদ্য বিণ. সুশিক্ষিত; বিদ্বান। বি. ̃ বিদ্যতা। ̃ শ্রম বিণ. পরিশ্রম করে কোনো বিষয় অধ্যয়ন করেছে এমন (ব্যাকরণে কৃতশ্রম)। ̃ সংকল্প বিণ. স্হিরনিশ্চয়; সংকল্প বা প্রতিজ্ঞা করেছে এমন। 46)
ক্ষালন
(p. 217) kṣālana বি. 1 প্রক্ষালন, ধোয়া (পদক্ষালন); 2 শোধন, মোচন (পাপক্ষালন)। [সং. √ ক্ষল্ + ণিচ্ + অন]। ক্ষালিত বিণ. ধৌত, শোধিত, পরিমার্জিত; দূরীকৃত। 31)
গেঁয়ে, গেঁয়ো
(p. 256) gēm̐ẏē, gēm̐ẏō বিণ. 1 গ্রাম্য; 2 গ্রামবিষয়ক; 3 গ্রামবাসী; 4 অশিক্ষিত ও অমার্জিত (গেঁয়ো স্বভাব, গেঁয়ো চালচলন)। [বাং. গাঁ + ইয়া এ, উয়া ও]। 17)
গোঁয়ার
(p. 256) gōm̐ẏāra বিণ. 1 একগুঁয়ে, জেদি; 2 হঠকারী, উদ্ধত, কাণ্ডজ্ঞানহীন; 3 দুঃসাহসী; 4 অশিক্ষিত, অমার্জিত। [বাং. গাঁও + আর-তু. হি. গমার]। ̃ গোবিন্দ বিণ. বি. হঠকারী, কাণ্ডজ্ঞানহীন ও দুঃসাহসী। ̃ তুমি, গোঁয়ার্তুমি বি. গোঁয়ারের ভাব বা কাজ। কাঠ-গোঁয়ার বিণ. ভালো-মন্দজ্ঞানহীন, রসকষহীন ও একগুঁয়ে। 58)
গ্রাম্য
(p. 261) grāmya বিণ. 1 গ্রামসম্বন্ধীয়, গ্রামবিষয়ক; 2 গ্রামজাত, গ্রামে উত্পন্ন ; 3 গ্রামস্হ, গ্রামের; 4 ইতর, অমার্জিত, অভদ্র, প্রাকৃত (গ্রাম্য স্বভাব)। [সং. গ্রাম + য]। ̃ তা বি. 1 অমার্জিত ভাব, অভদ্রতা; 2 ভাষার শব্দগত ও অর্থগত অশোভনতা। ̃ ধর্ম বি. গ্রামধর্ম, স্ত্রীসম্ভোগ। ̃ মৃগ বি. কুকুর। 65)
ঘাসুড়িয়া, ঘাসুয়া
(p. 269) ghāsuḍ়iẏā, ghāsuẏā যথাক্রমে ঘেসেড়া ও ঘেসো -র মার্জিত রূপ। 7)
ঘৃষ্ট
(p. 270) ghṛṣṭa বিণ. 1 যা ঘষা হয়েছে, ঘর্ষিত; 2 মার্জিত; 3 (ব্যাক.) ঘর্ষণ-জাত (ঘৃষ্ট ব্যঞ্জন, ঘৃষ্ট বর্ণ)। [সং. √ঘৃষ্ + ত]। 32)
চল্লিশ
(p. 281) calliśa বি. বিণ. 4 সংখ্যা বা সংখ্যক। [সং. চত্বারিংশত্-তু. প্রাকৃ. চত্তালীস]। চল্লিশা বি. চালশা ও চালশে -র মার্জিত কিন্তু অপ্র. রূপ। 15)
চাঁচা, চাঁছা
(p. 281) cān̐cā, cān̐chā ক্রি. 1 অস্ত্রের সাহায্যে উপরের অংশ বা ছাল তুলে ফেলা (বাঁশের টুকরোটাকে চেঁছে মসৃণ করো); 2 মসৃণ বা পরিষ্কার করা (দাড়ি চাঁচা)। বি. বিণ. উক্ত অর্থে। [প্রাকৃ. √চচ্ছ, চংছ ( সং. √তক্ষ্) বাং. চাঁছ + আ]। ̃ ছোলা বিণ. 1 উপরের ছাল তুলে মসৃণ করা হয়েছে এমন, মার্জিত; 2 (আল.) রূঢ়ভাবে স্পষ্ট, মাধুর্যহীন (চাঁচাছোলা কথাবার্তা)। 33)
চাষ2
(p. 281) cāṣa2 বি. 1 ভূমিকর্ষণ, কৃষিকর্ম; 2 উত্পাদন (মাছের চাষ); 3 চর্চা, অনুশীলন (বুদ্ধির চাষ)। [সং. √চষ্ + অ]। ̃ বাস বি. কৃষিকাজ। চাষা বি. 1 কৃষক; 2 মূর্খ, অভদ্র বা অমার্জিত লোক (চাষার মতো কথাবার্তা)। চাষাড়ে বিণ. 1 চাষার তূল্য; 2 অসভ্য; অশিক্ষিত বা অমার্জিত; 3 গোঁয়ার; গ্রাম্য। চাষা-ভুষা, (কথ্য) চাষা-ভুষো, চাষা-ভুসো বি. চাষা এবং ওই শ্রেণির লোক; অশিক্ষিত ও দরিদ্র গ্রাম্য লোক। চাষি বি. কৃষক, কৃষিজীবী। 184)
চোয়াড়
(p. 298) cōẏāḍ় বি. পার্বত্য জাতিবিশেষ। বিণ. 1 অসভ্য, বর্বর; 2 দুর্বুত্ত; 3 গোঁয়ার। [হি.]। চোয়াড়ে বিণ. 1 চোয়াড়ের মতো; 2 অমার্জিত। 18)
জঙ্গল
(p. 312) jaṅgala বি. 1 ছোট বা অগভীর বন; 2 বন, অরণ্য (জঙ্গলের পশু); 3 আগাছা (জঙ্গল সাফ করছে)। [সং. √ গল্ + য-তু. ফা. জঙ্গল্]। জংলা বিণ. বুনো, বন্য। জংলি বিণ. 1 বুনো, বন্য; 2 অসভ্য; 3 অমার্জিত। জঙ্গুলে বিণ. বন্য, বুনো; অরণ্যজাত। 11)
নিকষ
(p. 459) nikaṣa বি. 1 কষ্টিপাথর; 2 শান; 3 কষণ চিহ্ন। [সং. নি + √ কষ্ + অ]। ̃ কালো বি. কষ্টিপাথরের মতো কালো। নিকষিত বিণ. 1 কষ্টিপাথরে ঘষা হয়েছে এমন; 2 মার্জিত, পালিশ করা; বিশুদ্ধ বলে পরীক্ষিত ('নিকষিত হেম': চণ্ডী)। 4)
পণ্ডিত
(p. 488) paṇḍita বিণ. 1 বিদ্বান, জ্ঞানী; 2 শাস্ত্রজ্ঞ; 3 অভিজ্ঞ; 4 নিপুণ। বি. (বাং.) 1 সংস্কৃত ভাষার শিক্ষক; 2 ব্রাহ্মণের উপাধিবিশেষ। [সং. পণ্ডা (=মার্জিত বুদ্ধি) + ইত]। ̃ মূর্খ বিণ. শাস্ত্রজ্ঞ কিন্তু বাস্তববোধশূন্য। ̃ মানী (-নিন্), ̃ ম্মন্য, পণ্ডিতাভি-মানী বিণ. (পাণ্ডিত্যহীন হয়েও) যে নিজেকে পণ্ডিত বলে মনে করে। পণ্ডিতি বি. 1 পণ্ডিতের বৃত্তি বা কাজ (স্কুলে পণ্ডিতি করেন); 2 (ব্যঙ্গে) পাণ্ডিত্য (সব ব্যাপারে পণ্ডিতি ফলাও কেন?)। বিণ. 1 পণ্ডিতের তুল্য বা সেকেলে পণ্ডিতদের মতো (পণ্ডিতি চালচলন); 2 সংস্কৃতবহুল কিংবা দুর্বোধ্য; খটোমটো (পণ্ডিতি ভাষা)। 5)
পরি-মার্জনা
(p. 499) pari-mārjanā বি. 1 পরিষ্করণ, পরিষ্কার করা; 2 সংস্কার করা, ত্রুটি সংশোধন (গ্রন্হাদির পরিমার্জনা); 3 পরিশীলন, চর্চা, অনুশীলন। [সং. পরি + মার্জনা]। পরি-মার্জিত বিণ. পরিষ্কৃত; সংস্কার করা হয়েছে এমন। 54)
পরি-শীলন
(p. 499) pari-śīlana বি. 1 সম্যক চর্চা, অনুশীলন; 2 আলিঙ্গন। [সং. পরি + √ শিল্ + অন]। পরি-শীলিত বিণ. 1 চর্চা বা অনুশীলন করা হয়েছে এমন; 2 মার্জিত, শিষ্টতাসম্পন্ন (পরিশীলিত রুচি, পরিশীলিত ব্যবহার)। 67)
পরিষ্কার
(p. 499) pariṣkāra বি. 1 নির্মলতা; 2 পরিচ্ছন্নতা; 3 স্বচ্ছতা। (বাং.) বিণ. 1 পরিষ্কৃত, পরিচ্ছন্ন, শোধিত (ঘরদোর পরিষ্কার); 2 পরিপাটি (পরিষ্কার কাজকর্ম); 3 স্বচ্ছ (পরিষ্কার জল); 4 সহজবোধ্য, স্পষ্ট (পরিষ্কার করে বলা); 5 ফরসা, উজ্জ্বল (গায়ের রং পরিষ্কার, পরিষ্কার আলো); 6 অকপট (পরিষ্কার মন); 7 বোধবুদ্ধিযুক্ত, বিচারক্ষম (পরিষ্কার মাথা); 8 মলশূন্য (বুক পরিষ্কার, পেট পরিষ্কার); 9 অনাবিল, স্বচ্ছ, তীক্ষ্ণ (পরিষ্কার দৃষ্টি); 1 মেঘযুক্ত (পরিষ্কার আকাশ)। [সং. পরি + √ কৃ + অ]। পরিষ্কৃত বিণ. পরিষ্কার বা সাফ করা হয়েছে এমন; শোধিত; মার্জিত। 79)
পালিশ
(p. 518) pāliśa বি. 1 মসৃণতা; 2 ঔজ্জ্বল্য; 3 উজ্জ্বলতা সম্পাদন; 4 উজ্জ্বল বা ঝকঝকে করবার জন্য প্রলেপ (জুতোর পালিশ); 5 মার্জিত ভাব বা আচরণ (ভদ্রতার পালিশ)। [ইং. polish]। 12)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2075788
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1769425
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366831
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721312
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698335
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594873
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 546135
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542408

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন