Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মুখ্যত দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অগৌণ
(p. 7) agauṇa বি. অবিলম্ব, ত্বরা। বিণ. প্রধান, মুখ্য, গৌণ নয় এমন। [সং. ন+গৌণ]। অগৌণে ক্রি-বিণ. অবিলম্বে, শীঘ্র, ত্বরায় (রাম অগৌণে রওনা হলেন)। 8)
অঙ্গাঙ্গি
(p. 8) aṅgāṅgi বি. 1 এক অঙ্গের সঙ্গে অন্য অঙ্গের সম্বন্ধ; 2 অঙ্গে অঙ্গে টানাটানি; 3 স্বপক্ষীয়ের প্রতি পক্ষপাত। [সং. অঙ্গ+অঙ্গ+ই]। ̃ .ভাব বি. 1 প্রগাঢ় সৌহার্দ্য; অবিচ্ছেদ্য সম্পর্ক; গলায় গলায় ভাব; 2 (দর্শ.) অঙ্গ ও অঙ্গী (=অঙ্গ আছে যার) এই দুইয়ের সম্পর্ক বা অনুরূপ সম্পর্ক; 3 গৌণ-মুখ্য সম্পর্ক বা একটি মুখ্য ও অপরটি গৌণ এমন সম্পর্ক। ̃ .সম্বন্ধ-অঙ্গাঙ্গিভাব -এর অনুরূপ। 40)
অপ্রধান
(p. 42) apradhāna বিণ. শ্রেষ্ঠ বা মুখ্য নয় এমন; গৌণ। [সং. ন + প্রধান]। 12)
আভি-মুখ্য
(p. 99) ābhi-mukhya বি. 1 অভিমুখীনতা 2 মুখোমুখি অবস্হা; 3 আনুকূল্য। [সং. অভিমুখ + য]। 47)
আম-মোক্তার
(p. 101) āma-mōktāra বি. বিষয়কর্ম নির্বাহের জন্য আইনত নিযুক্ত প্রতিনিধি। [আ. আম্ + ফা. মুখ্তার]। ̃ নামা বি. আমমোক্তার নিয়োগের দলিল, power of attorney. 15)
কল্প2
(p. 172) kalpa2 বি. 1 যজ্ঞাদি সম্পাদনের নিয়মসংবলিত বেদাঙ্গ গ্রন্হবিশেষ; 2 ব্রহ্মার এক অহোরাত্র অর্থাত্ 432 কোটি বত্সর (কল্পান্তে); 3 শাস্ত্রীয় বিধি (কল্পাবাস, নবম্যাদি কল্প); 4 প্রলয়; 5 পূজার বিধি (কল্পারম্ভ); 6 অভিপ্রায় (রক্ষাকল্পে); 7 সংকল্প (দৃঢ়কল্প); 8 পক্ষ (মুখ্যকল্প)। [সং. √ ক্9প্ (যোগ্যতা, উত্পত্তি প্রভৃতি অর্থে) + অ]। 27)
গৌণ
(p. 261) gauṇa বিণ. অপ্রধান (গৌণ কারণ)। বি. বিলম্ব, দেরি (গৌণ কোরে না, অগৌণে আসবে)। [সং. গুণ + অ]। ̃ কর্ম বি. (ব্যাক.) অপ্রধান কর্মপদ, indirect object. গৌণতা বি. (অল.) শব্দের অপ্রদান অর্থ, অর্থাত্ যা মুখ্যার্থ বা বাচ্যার্থ নয়, লক্ষ্যার্থ। 28)
জৃম্ভণ, জৃম্ভ
(p. 327) jṛmbhaṇa, jṛmbha বি. 1 হাই; মুখ্যব্যাদান; 2 স্ফুরণ, বিকাশ। [সং. √ জৃম্ভ্ + অন, অ]। জৃম্ভক বিণ. 1 যে হাই তোলে; 2 আলস্যজনক বা নিদ্রাকারক। জৃম্ভকাস্ত্র বি. যে অস্ত্রপ্রয়োগে হাই ওঠে এবং ঘুম পায়। জৃম্ভমাণ বিণ. 1 হাই তুলছে এমন; 2 বিকাশশীল। জৃম্ভিত বিণ. 1 জৃম্ভণযুক্ত; 2 প্রকাশিত, বিকশিত। 59)
দেশান্তর
(p. 421) dēśāntara বি. 1 অন্য দেশ (দেশান্তরে যাওয়া); 2 দূরের দেশ; 3 (ভূগো.) মুখ্য মধ্যরেখা বা prime meridian থেকে কোনো নির্দিষ্ট স্হানের কৌণিক দূরত্ব বা নিরক্ষবৃত্তের চাপ, দ্রাঘিমা, longitude (বি.প.)।[সং. দেশ+অন্তর]। দেশান্তরিত বিণ. 1 অন্য দেশে বা দূর দেশে গেছে এমন; 2 স্বদেশ থেকে বিতাড়িত; 3 বিদেশবাসী, প্রবাসী। 36)
পৌর
(p. 534) paura বিণ. 1 নগরের ('দুয়ার রুদ্ধ পৌর ভবনে'); 2 পুরবাসী (পৌরজন); 3 নগর বা পুরী-সম্বন্ধীয়, মিউনিসিপ্যাল (পৌরসভা); 4 নগরের অধিবাসীরূপে প্রাপ্য, নাগরিক (পৌর অধিকার)। বি. পৌরজন ('দেখিবামাত্র পৌরবর্গ উচ্চৈঃস্বরে হাসিয়া উঠিল': ব. চ.)। [সং. পুর + অ]। ̃ পিতা বি. পৌরসভার নির্বাচিত সদস্য; পৌরপ্রধান। ̃ প্রধান দ্র পৌরপ্রধান। ̃ মুখ্য বি. বিশেষভাবে নির্বাচিত পৌরসভার সদস্য, alderman (স.প.)। ̃ সভা, ̃ সংঘ বি. নগরের পরিচ্ছন্নতা পথঘাট স্বাস্হ্য শিক্ষা প্রভৃতির তত্ত্বাবধায়ক স্বায়ত্তশাসিত সংস্হা, করপোরেশন, মিউনিসিপ্যালিটি। ̃ স্ত্রী বি. পুরনারী; অন্তঃপুরবাসিনী, কুলনারী। 55)
প্রধান
(p. 546) pradhāna বিণ. 1 শ্রেষ্ঠ, মুখ্য (প্রধান বিষয়, প্রধানমন্ত্রী); 2 অগ্রগণ্য, সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ (প্রধান কাজ, প্রধান কর্তব্য)। বি. 1 নায়ক, শ্রেষ্ঠ পদাধিকারী (বিভাগীয় প্রধান, রাষ্ট্রপ্রধান, অঞ্চলপ্রধান); 2 অমাত্য; 3 পরমেশ্বর; 4 (সাংখ্যদর্শন) বিশ্বসৃষ্টির আদিকারণ, ত্রিগুণাত্মিকা প্রকৃতি (পুরুষ ও প্রধান)। [সং. প্র + √ ধা + অন]। বি. ̃ তা, প্রাধান্য। ̃ ত (-তস্) ক্রি-বিণ. মূলত, মুখ্যত, সর্বাগ্রে। 34)
বাচ্য
(p. 591) bācya বিণ. 1 বলার যোগ্য; 2 বলতে হবে এমন; 3 কথ্য; 4 গণ্য; 5 অভিধেয়। বি. (ব্যাক.) 1 বাক্যের মধ্যে কর্তা কর্ম প্রভৃতির সঙ্গে ক্রিয়ার সম্বন্ধ বা অন্বয় ক্রিয়ার যে-রূপভেদের দ্বারা বোঝা যায়, voice; 2 ধাতুর উত্তর যে বিশেষ-বিশেষ অর্থে প্রত্যয় হয়। [সং. √ বচ্ + য]। বাচ্যার্থ বি. শব্দের স্বাভাবিক ও সহজে বোধগম্য অর্থ, মুখ্যার্থ, অভিহিতার্থ (তু. ব্যঙ্গ্যার্থ, লক্ষ্যার্থ)। 97)
বার-মুখ্যা
(p. 602) bāra-mukhyā বি. প্রধানা বেশ্যা; বেশ্যাদের নেত্রী। [সং. বার5 + মুখ্য + আ (স্ত্রী.)]। 18)
বৃন্দার, বৃন্দা-রক
(p. 633) bṛndāra, bṛndā-raka বিণ. 1 প্রধান, মুখ্য; 2 সুন্দর, মনোজ্ঞ। [সং. বৃন্দা + √ রা + অ, +ক (স্বার্থে)]। 76)
বৈমুখ্য
(p. 644) baimukhya বি. 1 বিমুখতা (প্রচারবৈমুখ্য); 2 অনিচ্ছা। [সং. বিমুখ + য]। 55)
ব্যাদান
(p. 651) byādāna বি. 1 বিস্তার, প্রসারণ (মুখ্যব্যাদান); 2 উদ্ঘাটন, খোলা। [সং. বি + আ + √ দা + অন]। ব্যাত্ত, ব্যাদত্ত, (অশু.) ব্যাদিত বিণ. বিস্তৃত, প্রসারিত; উদ্ঘাটিত, খোলা। 4)
মুখ্য
(p. 708) mukhya বিণ. প্রধান, শ্রেষ্ঠ, প্রথম (মুখ্য উদ্দেশ্য, মুখ্যমন্ত্রী) [সং মুখ + য]। ̃ ত, (বর্জি.) ̃ তঃ (-তস্) অব্য. প্রধানত, বিশেষত। 23)
মুখ্যাভি-নেতা
(p. 708) mukhyābhi-nētā বি. অভিনেতাদের মধ্যে প্রধান বা শ্রেষ্ঠ। [সং. মুখ্য + অভিনেতা]। 24)
মুখ্যাভি-নেতা
(p. 708) mukhyābhi-nētā বি. অভিনেতাদের মধ্যে প্রধান বা শ্রেষ্ঠ। [সং. মুখ্য + অভিনেতা]। 26)
মুখ্যার্থ
(p. 708) mukhyārtha বি. শব্দের প্রধান অর্থ, অভিধা থেকে বা শ্রেষ্ঠ। [সং. মুখ + য]। ̃ ত, (বর্জি.) ̃ তঃ (-তস্) অব্য. প্রধানত, বিশেষত। 25)
মুখ্যার্থ
(p. 708) mukhyārtha বি. শব্দের প্রধান অর্থ, অভিধা থেকে যে অর্থের বোধ হয়, বাচ্যার্থ। [সং. মুখ্য + অর্থ]। 27)
মোক্তার
(p. 718) mōktāra বি. 1 অপেক্ষাকৃত নিম্নশ্রেণিভুক্ত আইনজীবী; 2 মোকদ্দমা চালাবার জন্য নিযুক্ত প্রতিনিধি, আমমোক্তার। [আ. মুখ্তা + আর]। ̃ .নামা বি. আমমোক্তার নিয়োগপত্র। মোক্তারি বি. মোক্তারের বৃত্তি (মহকুমা আদালতে মোক্তারি করে)। 2)
যজা
(p. 722) yajā ক্রি, পৌরোহিত্য করা। [সং. √ যজ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. (অবজ্ঞায়) 1 পৌরোহিত্য করা, যাজন করা; 2 (কথ্য) ভীষণ ক্ষতি করা, সর্বনাশ করা। যজুঃ (-জুস্) বি. প্রধান তিনটি বেদের অন্যতম, মুখ্যত গদ্যময় এবং বৈদিক যাগযজ্ঞে র বিধান-সংবলিত। [সং. যজ্ + উস্]। যজুর্বেদ বি. যজুঃ নামক বেদ। 11)
সহজ
(p. 820) sahaja বি. 1 সহোদর, এক জননীর গর্ভোত্পন্ন ভ্রাতা; 2 স্বভাব (সহজসাধন)। বিণ. 1 সহজাত; 2 স্বাভাবিক (সহজ শোভা, সহজ বুদ্ধি, সহজপটুতা); 3 (বাং.) অনায়াসসাধ্য; সোজা (সহজ কাজ); 4 স্পষ্ট, বুঝতে কষ্ট হয় না এমন (সহজ কথা, সহজ অঙ্ক); 5 সিধা, সরল, (সহজভাবে কথা বলা); 6 অনায়াসগম্য (সহজ পথ); 7 অকপট, খোলামেলা (সহজসরল লোক)। [সং. সহ + √ জন্ + অ]। ̃ গম্য বিণ. 1 সহজে যাওয়া যায় এমন; 2 সহজে বোঝা যায় এমন। ̃ জ্ঞান বি. জন্মগত জ্ঞান। ̃ পাচ্য বিণ. সহজে হজম হয় এমন (সহজপাচ্য খাদ্য)। ̃ প্রবৃত্তি বি. জন্মগত প্রবৃত্তি, সহজাত সংস্কার, instinct (বি. প.)। ̃ বোধ্য বিণ. সহজে বোঝা যায় এমন। ̃ লভ্য বিণ. সহজে পাওয়া যায় এমন। ̃ সাধ্য বিণ. যা অনায়াসে সম্পন্ন করা যায়। সহজার্থ বি. শব্দের অভিধাগত অর্থ; সাধারণ অর্থ; মুখ্যার্থ। ̃ সহজিয়া বি. সহজমতে এবং সহজস্বরূপকে লাভ করবার জন্য যারা সাধনা করে (বৌদ্ধসহজিয়া, বৈষ্ণবসহজিয়া)। [সং. সহজ + বাং. ইয়া]। সহজে ক্রি-বিণ. 1 কষ্ট না করে, অনায়াসে (সহজে পারে); 2 একটুতে, অল্পে, সামান্য কারণে বা চেষ্টায় (সহজে রাগা, সহজে ভোলানো)। 37)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2076825
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1769789
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1367344
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721465
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698570
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595010
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 546586
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542495

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন