Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

যন্ত্রবিশেষ; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অণু
(p. 14) aṇu বিণ. 1 ক্ষুদ্র; 2 অল্প, ঈষত্ (অণু পরিমাণ)। বি. 1 সূক্ষ্মতম বা ক্ষুদ্রতম অংশ; 2 পদার্থের অবিভাজ্য সূক্ষ্মতম অংশ, molecule; 3 (অশু.) পরমাণু, atom. [সং. √ অণ্+উ]। ̃ চ্ছেদ বি. পরিচ্ছেদের অংশ, paragraph. ̃ .তরঙ্গ বি. ক্ষুদ্র (শব্দ) তরঙ্গ, microwave (পরি.)। ̃ .বীক্ষণ বি. চক্ষুর অগোচর অতি সূক্ষ্ম পদার্থ দেখবার যন্ত্রবিশেষ, microscope (পরি.)। ̃ ভা বি. বিদ্যুত্, অতি অল্পসময়ের জন্য যা আলো দেয়। ̃ .মঞ্জরি বি. ফুলের বৃহত্তম ছড়ার অংশভূত ক্ষুদ্রতর ছড়া, spikelet (বি. প.)। ̃ .মাত্র বিণ. সামান্য, অল্প পরিমাণ। 7)
অর-ঘট্ট
(p. 60) ara-ghaṭṭa বি. 1 কূপ ইঁদারা; 2 কূপ থেকে জল তোলার কাঠের ঘটির মত যন্ত্রবিশেষ; [সং. অর. + ঘট্ট]। 27)
আনন্দ
(p. 94) ānanda বি. 1 হর্ষ, তৃপ্তি ('আনন্দেরই সাগর হতে': রবীন্দ্র); 2 সুখ, আহ্লাদ ('সদা থাকো আনন্দে': রবীন্দ্র); 3 স্ফুর্তি (সকলে মিলে আজ একটু আনন্দ করতে চাই); 4 সত্যের উপলব্ধি থেকে উত্পন্ন গভীর অনুভূতি এবং সেইরূপ সত্তা ('আনন্দ তুমি স্বামি, মঙ্গল তুমি': রবীন্দ্র); 5 আনন্দজনক বস্তু ('তোমার আনন্দ ওই এল দ্বারে': রবীন্দ্র); 6 মদ। বিণ. আনন্দিত, আনন্দময়, আনন্দপূর্ণ ('আজি এ আনন্দ সন্ধ্যা': রবীন্দ্র)। [সং. আ + √ নন্দ্ + অ]। ̃ .কন্দ বি. সমস্ত আনন্দের মূল। ̃ .ঘন বিণ. আনন্দময়। ̃ .ধাম বি. যে গৃহে আনন্দ বিরাজ করে। ̃ .ধারা বি. আনন্দের স্রোত। ̃ .ন বি. আনন্দ সৃষ্টি, আনন্দ উত্পাদন। বিণ. আনন্দদায়ক। ̃ .নাড়ু বি. চালের গুঁড়ো, নারকেল, গুড় প্রভৃতি দিয়ে তৈরি গোলাকার না়ড়ু বা নাড়ুজাতীয় খাবার। ̃ .বিধান বি. আনন্দ দান, আনন্দ উত্পাদন। ̃ .ময় বিণ. আনন্দে পূর্ণ। বি. ঈশ্বর (আনন্দময় ও মঙ্গলময় বলে)। ̃ .লহরি, ̃ .লহরী বি. 1 আনন্দের ঢেউ; নিরবচ্ছিন্ন আনন্দ; 2 (সচ. পল্লিসংগীতে ব্যবহৃত) বাদ্যযন্ত্রবিশেষ। ̃ .সাগর বি. আনন্দরূপ সাগর; বিপুল আনন্দ। আনন্দা ক্রি. আনন্দিত করা। আনন্দাশ্রু বি. আনন্দের আবেগজনিত চোখের জল। .আনন্দিত বিণ. প্রফুল্ল, হৃষ্ট; পুলকিত। 6)
ইস্তিরি, ইস্ত্রি
(p. 116) istiri, istri বি. বস্ত্রাদি মসৃণ ও চকচকে করা, বস্ত্রাদি মসৃণ ও চকচকে করার জন্য ধাতুনির্মিত যন্ত্রবিশেষ। [পো. estirar]।
উখা2
(p. 119) ukhā2 বি. ধাতুদ্রব্যাদি ঘষে সমান করার জন্য ব্যবহৃত দাঁতওয়ালা যন্ত্রবিশেষ, রেতি, file, rasp. [দেশি]। 19)
কপি-কল
(p. 163) kapi-kala বি. ভারী জিনিস নিচু জায়গা থেকে সহজে উপরে তোলার জন্য চাকার মতো যন্ত্রবিশেষ, pulley। [দেশি]। 17)
কম্পাস
(p. 164) kampāsa বি. 1 দিঙ্নির্ণয় যন্ত্র, দিক নির্ণয়ের যন্ত্রবিশেষ; 2 বৃত্ত অঙ্কনের যন্ত্রবিশেষ। [ইং. compass]।
কর-তাল
(p. 167) kara-tāla বি. 1 হাততালি; 2 দুই করতলে ধরে বাজাবার যন্ত্রবিশেষ; 3 কাঁসার বাদ্যযন্ত্রবিশেষ, cymbal; মন্দিরা। [সং. কর3 + তাল]। 10)
করাত
(p. 167) karāta বি. লোহার পাত দিয়ে তৈরি একদিকে দাঁত-কাটা কাঠ চেরাইয়ের বা অন্য দ্রব্য কাটবার যন্ত্রবিশেষ। [সং. করপত্র]। করাতি, (বর্জি.) করাতী বি. করাত দিয়ে কাঠ চেরা যার পেশা। 28)
কর্নিক
(p. 169) karnika বি. চুন-বালি-সিমেণ্টের প্রলেপ লাগাবার জন্য রাজমিস্ত্রিদের যন্ত্রবিশেষ, trowel. [দেশি]। 17)
কল2
(p. 169) kala2 বি. 1 যন্ত্র (ঘডির কল, সেলাইয়ের কল); 2 বন্দুকের ঘোড়া; 3 যন্ত্রসমন্বিত কারখানা (তেলকল); 4 ফাঁদ (কল পাতা, ইঁদুরের কল); 5 কৌশল, চাতুর্যপূর্ণ উপায় (কলেকৌশলে); 6 প্যাঁচ (তালার কল); 7 যা ঘুরিয়ে খোলা বা বন্ধ করা হয় (জলের কল)। [তু সং. √ কল্ (=গতি), হি. কল]। ̃ কব্জা বি. যন্ত্রপাতি। ̃ কার-খানা বি. যন্ত্র ও যন্ত্রের সাহায়্যে উত্পাদনের স্হান, মিল ( mill), ফ্যাক্টরি। ̃ ঘর বি. 1 (কারখানার) যে ঘরে মেশিন থাকে, মেশিনঘর; 2 বাথরুম, স্নানের ঘর যেখানে জলের কল থাকে। কল টেপা ক্রি. বি. গোপনে পরামর্শ বা প্ররোচনা দেওয়া। কলের গান আগের যুগের গ্রামোফোন যন্ত্র; রেকর্ড বাজিয়ে গান শোনার পুরোনো যন্ত্রবিশেষ। কলের পুতুল 1 যে পুতুলে এমন যন্ত্র বসানো থাকে যা পরিচালনা করে পুতুলকে নাড়ানো যায়; 2 (গৌণ অর্থে) অন্যের দ্বারা পরিচালিত হয় এমন ব্যক্তিত্বহীন লোক। কলের মানুষ মানুষের আকৃতিবিশিষ্ট যন্ত্রযুক্ত পুতুল; পরাধীন বা ব্যক্তিত্বহীন লোক. 37)
কাঁসর
(p. 177) kām̐sara বি. কাঁসার তৈরি বাদ্যযন্ত্রবিশেষ, কাঁসি। [বাং. কাঁসা + র]। 7)
কাঁসি
(p. 177) kām̐si বি. 1 কাঁসার তৈরি কিনারা-উঁচু থালা বা ডিশ; 2 কাঁসার তৈরি বাদ্যযন্ত্রবিশেষ। [সং. কাঁসা + ই]। 9)
কাংস্য, কাংস, কাংস্যক, কাংসক
(p. 174) kāṃsya, kāṃsa, kāṃsyaka, kāṃsaka বি. 1 কাঁসা; 2 কাঁসার বাসন; 3 কাঁসার তৈরি বাদ্যযন্ত্রবিশেষ, কাঁসি। বিণ. (আল.) উচ্চকিত, কর্কশ ('সমস্বরে কাংস্য কোলাহল': সু. দ.)। [সং. কংস + য; কংস + অ; কংস + য + ক; কংস + অ + ক]। কাংস্য-কার, কাংস-কার বি. কাঁসারি। কাংস্য-বণিক বি. যে ব্যবসায়ীসম্প্রদায় কাঁসার বাসন তৈরি করে, কাঁসারি। 36)
কাড়া2
(p. 179) kāḍ়ā2 বি. ঢাক-এর মতো বাদ্যযন্ত্রবিশেষ, একদিক চর্মাবৃত ঢাকের মতো বড় বাদ্যযন্ত্রবিশেষ। [সং. কটাহ]। কাড়া-নাকাড়া বি. ঢাকজাতীয় নানাবিধ বাদ্যযন্ত্র। 42)
কানুন2
(p. 181) kānuna2 বি. বহুতন্ত্র বাদ্যযন্ত্রবিশেষ। [ সং. কাত্যায়নী বীণা]। 40)
কুরা, কোরা
(p. 199) kurā, kōrā ক্রি. 1 (নারকেল ইত্যাদি) কুরুনি দিয়ে চাঁচা বা আঁচড়ানো (নারকেল কোরাচ্ছে); 2 নখ, দাঁত প্রভৃতি দিয়ে একটু একটু করে খোঁড়া। [দেশি]। ̃ নো ক্রি. বি. বিণ. উক্ত সব অর্থে। ̃ নি, কুরনি, কুরুনি কোরানি বি. নারকেলজাতীয় জিনিস কোরাবার জন্য দাঁতাল যন্ত্রবিশেষ। 9)
কোহল
(p. 210) kōhala বি. 1 মদবিশেষ; 2 সুরাসার, alcohol; 3 বাদ্যযন্ত্রবিশেষ। [তু. আ. আল্কোহল্]। 70)
ক্যামেরা
(p. 210) kyāmērā বি. ফটো তোলার অর্থাত্ আলোকচিত্র তোলার যন্ত্রবিশেষ। [ইং. camera]। 126)
খঞ্জনি
(p. 221) khañjani বি. চামড়া দিয়ে একমুখ-ঢাকা এবং করতাল-লাগানো ছোট গোলাকার বাদ্যযন্ত্রবিশেষ। [দেশি]। 25)
খত্তাল
(p. 221) khattāla বি. কাঁসার তৈরি বাদ্যযন্ত্রবিশেষ। [সং. করতাল]। 65)
খোল2
(p. 234) khōla2 বি. 1 আবরণ (শামুকের খোল); 2 ওয়াড় (বালিশের খোল) ; 3 চর্মাবৃত বাদ্যযন্ত্রবিশেষ, মৃদঙ্গ; 4 গর্ত, গহ্বর, কোটর (নৌকার খোল) ; 5 বস্ত্রাদির জমি (এই শাড়ির খোলটা খুব মিহি); 6 গাছের ছালবিশেষ (সুপুরির খোল) ; 7 আধার. তুম্ব (হুঁকার খোল); 8 কানের ময়লা, কর্ণমল (কানের খোল)। [সং. খলি]। 32)
গাব-গুবা-গুব
(p. 246) gāba-gubā-guba বি. গোপীযন্ত্র, একতারাজাতীয় বাদ্যযন্ত্রবিশেষ। [দেশি]। 63)
গুলাব
(p. 253) gulāba বি. 1 সুগন্ধি ফুলবিশেষ; 2 ওই ফুলের নির্যাসমিশ্রিত জল। [ফা. গুল্ (গোলাপ) + আব্ (জল) -তু. সং. অপ্]। ̃ পাশ বি. গোলাপজল ছিটাবার যন্ত্রবিশেষ। গুলাবি বিণ. 1 গোলাপের গন্ধযুক্ত; 2 মৃদু, ঈষত্ (গুলাবি নেশা)। 49)
গো2
(p. 256) gō2 বি. 1 ধেনু, গাভী, গোরু; 2 গোজাতি; 3 বৃষ; 4 ইন্দ্রিয় (গোচর); 5 পৃথিবী (গোপতি)। [সং. √গম্ + ও]। ̃ কর্ণ বি. অনামিকা ও বৃদ্ধাঙ্গুলি প্রসারিত করলে তার মধ্যবর্তী ব্যবধান; গণ্ডূষ। ̃ কুল বি. 1 গোরুর পাল; 2 গোষ্ঠ; 3 যমুনাতীরের গ্রামবিশেষ, যেখানে শ্রীকৃষ্ণ ও বলরাম নন্দগৃহে পালিত হয়েছিলেন। গোকুলের ষাঁড় (ব্যঙ্গে) বৃন্দাবনের মুক্তভাবে বিচরণশীল ষাঁড়ের মতো স্বেচ্ছাচারী এবং দায়দায়িত্বহীন ব্যক্তি। ̃ ক্ষীর বি. গোদুগ্ধ, গোরুর দুধ। ̃ খুর, ̃ ক্ষুর বি. 1 কাঁটা গাছবিশেষ; 2 গোরুর ক্ষুর; 3 গোখরো সাপ। ̃ ক্ষুরা, ̃ খুরা, গোখরো বি. ফণায় গোরুর ক্ষুরের মতো চিহ্নযুক্ত বিষধর সাপবিশেষ। গোখাদক বিণ. গোমাংস ভক্ষণকারী। ̃ গৃহ বি. গোশালা, গোয়াল। ̃ গ্রন্হি বি. ঘুঁটে। ̃ গ্রাস বি. 1 প্রায়শ্চিত্তের পর গোরুর মুখে মন্ত্রপূত ঘাস দান; 2 বড় বড় গ্রাস (গোগ্রাসে গেলা)। ̃ ঘৃত বি. গাওয়া ঘি। ̃ ঘ্ন বিণ. গোহত্যাকারী। ̃ চন্দন বি. গোরোচনা। ̃ চারণ বি. গোরু চরানো; গোরুকে মাঠে নিয়ে ঘাস খাওয়ানো। ̃ দান বি. গাভিদানরূপ পূণ্যকর্ম। ̃ দোহনী, ̃ দোহিনী বি. দুধের ভাঁড় বা হাঁড়ি। ̃ ধন বি. গাভিরূপ সম্পদ। ̃ ধূলি বি. যখন গোরুর পাল খুরের আঘাতে ধুলো উড়িয়ে গোয়ালে ফেরে সেই সময়; সূর্যাস্তকাল। গোধূলি লগ্ন বি. গোধূলির শুভক্ষণ (গোধূলি লগ্নে বিয়ে)। ̃ পাট, ̃ বাট বি. গোগৃহ, গোয়াল। ̃ বত্স বি. বাছুর। ̃ বধ বি. গোহত্যা। ̃ বেড়েন বি. গোরুকে প্রহার করার মতো নির্দয় প্রহার। ̃ বৈদ্য বি. 1 গোরুর রোগের চিকিত্সক। ̃ ব্রজ বি. গোষ্ঠ; গোচারণ মাঠ। ̃ ভাগাড় বি. মরা গোরু ফেলবার স্হান। ̃ মাংস বি. গোরুর মাংস। ̃ মাতা (-তৃ) বি. 1 সমস্ত গোজাতির মাতৃস্হানীয়া সুরভি নামের গাভী; 2 মাতৃস্বরূপা গোজাতি। ̃ মুখ বি. 1 গোরুর মুখ; 2 গোরুর মুখাকৃতিবিশিষ্ট বাদ্যযন্ত্রবিশেষ; 3 জপমালার ঝুলি। বিণ. গোরুর মুখের মতো আকৃতিবিশিষ্ট। ̃ মূখী বি. 1 হিমালয়ের গোমুখাকৃতি গহ্বরবিশেষ যার ভিতর দিয়ে গঙ্গা নির্গত হয়েছে; 2 জপমালার ঝুলি। ̃ মূর্খ বিণ. গোরুর মতো নির্বোধ, নিরেট, বোকা; অক্ষরপরিচয় পর্যন্ত নেই এমন। ̃ মূত্র বি. চোনা, গোরুর প্রস্রাব। ̃ মেধ বি. গোবলিঘটিত বৈদিক যজ্ঞবিশেষ। ̃ যান বি. বলদে টানা গাড়ি, গোরুর গাড়ি। ̃ রক্ত বি. গোরুর রক্ত; (হিন্দুর পক্ষে) অস্পৃশ্য বস্তু। ̃ রক্ষক বি. রাখাল। ̃ রস বি. গোদুগ্ধ; গোদুগ্ধজাত দই. ঘি, ইত্যাদি। ̃ শালা বি. গোয়াল; গোরুর থাকার জায়গা। ̃ স্তন বি. 1 গোরুর স্তন; 2 চারটি 'নর' বি পঙ্ক্তিযুক্ত হারবিশেষ। ̃ স্তনী বি. আঙুর ফলের গোছা। ̃ হত্যা বি. গোবধ -এর অনুরূপ। 46)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074490
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768780
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366234
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721108
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698153
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594700
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545333
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542316

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন