Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

রচনাকারী দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অভি-ধান
(p. 50) abhi-dhāna বি. 1 শব্দকোষ, শব্দার্থকোষ, dictionary; 2 নাম, পরিচয়; 3 উক্তি। [সং. অভি + √ ধা + অন]। ̃ কার বি. অভিধান রচনাকারী। ̃ .তত্ব বি. অভিধানসম্পর্কিত কিংবা অভিধানের রচনাসম্পর্কিত ভাবনাচিন্তা। 87)
কল৩
(p. 169) kala3 বি. মধুর অস্ফুট ধ্বনি; কাকলি। বিণ. অস্ফুট কিন্তু মধুর (কলধ্বনি)। [সং. √ কল্ + অ]। ̃ কণ্ঠ বি. সুস্বর, মধুর স্বর; মধুর ধ্বনি। বিণ. 1 অব্যক্ত মধুর রবকারী; মধুর কণ্ঠবিশিষ্ট; 2 মধুর কাব্যরচনাকারী (কলকণ্ঠ কবি)। ̃ কণ্ঠী বি. (স্ত্রী.) মধুর কণ্ঠবিশিষ্টা। ̃ কল বি. 1 মধুর অস্ফুট ধ্বনি; 2 অবিরাম জলপ্রবাহের বা জলনির্গমনের শব্দ; 3 পাখির কলরব; 4 কোলাহল। ̃ কলানি বি. কলকল শব্দ। ̃ কলানো ক্রি. বি. মধুর অস্ফুট ধ্বনি করা; কাকলিধ্বনি করা। ̃ কল্লোলিনী বিণ. (স্ত্রী.) (সাধারণত নদী সম্বন্ধে) মধুর ধ্বনিযুক্ত তরঙ্গ যার (কলকল্লোলিনী যমুনা)। ̃ তান বি. মধুর ধ্বনি (যমুনার কলতান, পাখির কলতান)। ̃ নাদ বি. মধুর ধ্বনি। ̃ নাদিনী। ̃ রব, ̃ রোল বি. 1 কলকল শব্দ; 2 সমবেত বহু লোকের মিশ্রিত অস্পষ্ট শব্দ, কোলাহল। ̃ স্বন, ̃ স্বর বি. 1 অস্পষ্ট শব্দ; 2 উচ্চ স্বর, তারস্বর। বিণ. ওইরকম শব্দকারী। ̃ স্বনা বিণ. (স্ত্রী.) অস্পষ্ট শব্দকারিণী (কলস্বনা নদী)। ̃ হংস বি. 1 রাজহাঁস; 2 বালিহাঁস। বি. (স্ত্রী.) ̃ হংসী। ̃ হাস, ̃ হাস্য বি. মধুর অস্পষ্ট হাসির শব্দ; মধুর অস্পষ্ট হাসি। ̃ হাসিনী বিণ. (স্ত্রী.) কলহাস্যকারিণী। 38)
কার৪
(p. 181) kāra4 বি. 1 যে করে; নির্মাতা, রচনাকারী;শিল্পী (স্বর্ণকার, মালাকার, রূপকার); 2 উক্তি, উচ্চারণ (জয়জয়কার, হুংকার); 3 কার্য, ক্রিয়া (নমস্কার, আবিষ্কার); 4 অক্ষর বা তার চিহ্ন (অ-কার, ও-কার)। [সং. √ কৃ + অ]।
পদ
(p. 488) pada বি. 1 পা, চরণ (পদধ্বনি); 2 পদক্ষেপ (প্রতিপদে, পদে পদে); 3 পায়ের চিহ্ন বা দাগ (পদানুসরণ); 4 কবিতার চরণ বা পঙ্ক্তি (ত্রিপদী, চতুর্দশপদী); 5 বৈষ্ণব কবিদের রচিত শ্লোক বা গান বা গীতিকবিতা (পদকর্তা); 6 কাজের ভার অধিকার বা চাকরি (পদপ্রার্থী); 7 আধিপত্য, অবস্হা, উপাধি (পদগৌরব, পদমর্যাদা); 8 বিভিন্ন প্রকারের বস্তু (অনেক পদ রান্না হয়েছে); 9 (ব্যাক.) বিভক্তিযুক্ত শব্দ (বিশেষ্যপদ)। [সং. √ পদ্ + অ]। ̃ কর্তা (-র্তৃ) বিণ. বি. বৈষ্ণব পদ বা গীতিকবিতা রচনাকারী। স্ত্রী. ̃ কর্ত্রী। ̃ কার বিণ. বাক্য বা শ্লোক রচনাকারী। বি. বেদের মন্ত্রপদবিভাজক গ্রন্হকার। ̃ ক্ষেপ বি. পা ফেলা, কদম; পদার্পণ। ̃ .গৌরব বি. পদের বা আধিপত্যের মর্যাদা। ̃ .চারণ বি. পায়চারি। ̃ .চিহ্ন বি. পায়ের দাগ। ̃ .চ্যুত বিণ. অধিকারভ্রষ্ট কর্মচ্যুত কর্মভার বা চাকরি থেকে বরখাস্ত। বি. ̃ .চ্যুতি। ছায়া, চ্ছায়া বি. চরণতলে আশ্রয় অনুগ্রহ। ̃ .ত্যাগ বি. আধিপত্য কর্মভার বা চাকরি ত্যাগ। ̃ .দলিত বিণ. পায়ের তলায় পিষ্ট। স্ত্রী. ̃ .দলিতা। ̃.ধূলি বি. পায়ের তলার ধূলো। ̃ .ধ্বনিপদশব্দ -র অনুরূপ ('শুনেছে অন্তরপথে বিপ্লবের নিত্য পদধ্বনি': সু. দ.)। ̃ .ন্যাস বি. পা ফেলা, পদচালনা পদস্হাপন। ̃ .পঙ্কজ বি. পাদপদ্ম, চরণরূপ পদ্ম। ̃ .পল্লব বি. পল্লবের মতো কোমল চরণ। ̃ .পৃষ্ঠ বি. পায়ের পাতা। ̃ .প্রান্ত বি. চরণতল পায়ের কাছের স্হান। ̃ .প্রার্থী (-র্থিন) বিণ. 1 কোনো পদ বা চাকরি লাভে ইচ্ছুক 2 চরণাশ্রয়প্রার্থী। স্ত্রী. ̃ .প্রার্থিনী। ̃.বিক্ষেপ বি. পদক্ষেপ পা ফেলা, কদম ('কাহার পদবিক্ষেপের এ শব্দ' ব. চ.। ̃ .ব্রজ বি. পায়ে হেঁটে যাওয়া। ̃ .মর্যাদা-পদগৌরব এর অনুরূপ। ̃ .যাত্রা বি. 1 পায়ে হেঁটে যাওয়া 2 পায়ে হেঁটে মিছিল। ̃ .রজ, ̃.রজঃ বি. পদধূলি। ̃ .রেণু বি. পদধূলি। ̃ .লেহন বি. পা চাটা অত্যন্ত হীনভাবে তোষামোদ। ̃ .শব্দ বি. হাঁটার সময় পায়ের আওয়াজ। ̃ .সঞ্চার, ̃.সঞ্চালন বি. কদম, পা ফেলা, হাঁটা। ̃ .সেবা বি. পা টেপা। ̃ .স্খলন বি. 1 পা পিছলে পড়া 2 অধঃপতন। ̃ .স্খলিত বিণ. 1 পা পিছলে পড়েছে এমন 2 অধঃপতিত। স্ত্রী. ̃ .স্খলিতা। ̃স্হ বিণ. 1 পদে বা অধিকারে প্রতিষ্ঠিত; 2 উঁচু পদে অধিষ্ঠিত (পদস্হ চাকুরে)। পদে পদে, প্রতি-পদে ক্রি-বিণ. সবসময় যতই অগ্রসর হওয়া যায় ততই (পদে পদে বাধা)। 33)
পরি-কল্পক
(p. 496) pari-kalpaka বি. পরিকল্পনাকারী, পরিকল্পনা রচনাকারী সরকারি আধিকারিক, planning officer. [সং. পরি + √ কল্পি + অক]। 24)
পরি-কল্পনা
(p. 496) pari-kalpanā বি. 1 পরিচিন্তন, চিন্তা; 2 রচনাদির প্রণালী বা নকশা; plan; 3 কাজের প্রণালী বা নকশা সম্পর্কে চিন্তন বা উদ্ভাবন, planning. [সং. পরি + কল্পনা; পরি + √ কল্পি + অন + আ]। পরিকল্পনা আধিকারিক বি. পরিকল্পনা রচনাকারী সরকারি কর্মচারী, planning officer (স. প.)। পরি-কল্পিত বিণ. 1 পরিকল্পনা করা হয়েছে এমন; 2 স্হিরীকৃত, সংকল্পিত (পূর্বপরিকল্পিত)। 25)
প্রণেতা
(p. 538) praṇētā (-তৃ) বিণ. প্রণয়নকারী, রচনাকারী (গ্রন্হের প্রণেতা, আইনের প্রণেতা); নির্মাতা। [সং. প্র + √ নী + তৃ]। বি. উক্ত অর্থে। 51)
প্রাহসনিক
(p. 554) prāhasanika বিণ. 1 প্রহসনসংক্রান্ত; 2 প্রহসনে অভিনয়কারী; 3 প্রহসন-রচনাকারী। [সং. প্রহসন + ইক]। 90)
মাকড়সা, মাকসা
(p. 692) mākaḍ়sā, mākasā বি. (সচ. পতঙ্গের) দেহরস শোষণকারী এবং অত্যন্ত সূক্ষ জাল রচনাকারী অষ্টপদী কীটবিশেষ, ঊর্ণনাভ। [সং. মর্কট]। মাকড়সার জাল কীটপতঙ্গাদি ধরার জন্য মাকড়সা স্বীয় দেহঃনিসৃত লালায় যে সূক্ষ জাল রচনা করে, লূতাতন্তূ। 40)
মালা৩
(p. 700) mālā3 বি. 1 মাল্য, হার (মুণ্ডমালা, কন্ঠমালা, মটরমালা); 2 পুষ্পমাল্য; 3 শ্রেণি, সমূহ (ঊর্মিমালা)। [সং. মা + √ লা + অ + আ]। ̃. কর, ̃. কার বি. বিণ. 1 পুষ্পমাল্যরচনাকারী, মালী ('আমি তব মালঞ্চের হব মালাকার': রবীন্দ্র); 2 বি. বাঙ্গালি হিন্দুর পদবিবিশেষ। ̃. চন্দন বি. পূজ্য বা সম্মানার্হ ব্যক্তিকে বরণ করার উপকরণরূপে ব্যবহৃত পুষ্পমাল্য ও চন্দন। ̃. বদল বি. 1 বিবাহে বরকনের পরস্পর মালাবিনিময়ের অনুষ্ঠান; 2 বিবাহ। 77)
মালী
(p. 703) mālī (-লীন্) বি. মাল্যরচনাকারী, মালাকর। বিণ. মাল্যধারী, মালাযুক্ত (বনমালী, কিরণমালী)। [সং. মালা3 + ইন্]। 11)
রচক
(p. 733) racaka বি. বিণ. 1 রচনাকারী 2 পরিকল্পক। [সং. √ রচ্ অক]। 15)
রচনা
(p. 733) racanā বি. 1 রচন, নির্মাণ, গঠন (ভিত্তি রচনা); 2 বিন্যাস, গ্রন্হন (কাব্যরচনা, কবরীরচনা); 3 সৃষ্টি ('ধন্য তোমার জগতরচনা': রবীন্দ্র) 4 রচিত বস্তু (এ-সংসার ঈশ্বরের রচনা) 5 প্রবন্ধ, নিবন্ধ। [সং. √ রচ্ + অন + আ]। ̃ .কার বি. রচনাকারী, রচক। ̃ .কৌশল, ̃ .প্রণালী, ̃.পদ্ধতি বি. নির্মানের রীতি প্রবন্ধাদি লেখার ধারা বা উপায়। ̃ .বলি, (বর্জি.) ̃ .বলী বি. বিবিধ রচনাদি, নানা রচনার সংগ্রহ। ̃ .ভঙ্গি বি. রচনাকৌশল -এর অনুরূপ। 17)
লিখিয়ে
(p. 760) likhiẏē বিণ. বি. 1 লেখে এমন; 2 লেখক, রচনাকারী; 3 লিখনপটু (লিখিয়ে-পড়িয়ে)। [সং. √ লিখ্ + বাং. ইয়া ইয়ে]। 41)
শাস্ত্র
(p. 776) śāstra বি. 1 অপ্রত্যক্ষ জ্ঞানের ভাণ্ডার; 2 বেদ স্মৃতি পুরাণ ইত্যাদি বিধিনিষেধসমন্বিত সংস্কৃত গ্রন্হ (শাস্ত্রবিদ, শাস্ত্র মেনে চলা); 3 ধর্মগ্রন্হ (হিন্দুশাস্ত্র, ধর্মশাস্ত্র, ইসলামশাস্ত্র); 4 বিদ্যাবিজ্ঞানাদি-বিষয়ক গ্রন্হ (গণিতশাস্ত্র, নাট্যশাস্ত্র, দর্শনশাস্ত্র, চিকিত্সাশাস্ত্র); 5 বিদ্যা বা বিজ্ঞান (নানা শাস্ত্রে অভিজ্ঞ)। [সং. √ শাস্ + ত্র]। ̃ কার বিণ. শাস্ত্ররচনাকারী। ̃ চর্চা, শাস্ত্রানু-শীলন, শাস্ত্রালোচনা বি. শাস্ত্রপাঠ ও আলোচনা। ̃ জ্ঞ, ̃ জ্ঞানী (-নিন্), ̃ দর্শী (-র্শিন্) বিণ. শাস্ত্র জানে এমন। ̃ বিধি বি. শাস্ত্রের নির্দেশ বা অনুশাসন। ̃ বিহিত, ̃ সংগত, ̃ সম্মত, শাস্ত্রানু-মত, শাস্ত্রানু-মোদিত বিণ. শাস্ত্রনির্দিষ্ট। ̃ ব্যাখ্যা বি. শাস্ত্রীয় বিধিনির্দেশের অর্থ বা তাত্পর্য বর্ণনা। শাস্ত্রার্থ বি. শাস্ত্রের তাত্পর্য। শাস্ত্রী (-স্ত্রিন্) বিণ. শাস্ত্রজ্ঞ। বি. শাস্ত্রজ্ঞ পণ্ডিতের উপাধিবিশেষ। শাস্ত্রীয় বিণ. শাস্ত্রসম্বন্ধীয় (শাস্ত্রীয় আলোচনা); শাস্ত্রোক্ত, শাস্ত্রানুমত (শাস্ত্রীয় বিধি, অশাস্ত্রীয় অনুষ্ঠান)। শাস্ত্রীয় সংগীত বি. উচ্চাঙ্গ সংগীত। শাস্ত্রোক্ত বিণ. শাস্ত্রে উল্লিখিত। 34)
সাহিত্য
(p. 832) sāhitya বি. 1 সাহিতের ভাব, মিলন, যোগ (কবির ও সহৃদয় কাব্যপাঠকের সাহিত্য, শব্দ ও অর্থের সাহিত্য); 2 জ্ঞানগর্ভ বা শিক্ষামূলক গ্রন্হ (ধর্মসাহিত্য); 3 কাব্যপ্রবন্ধ-উপন্যাসাদি চিন্তামূলক বা রসাত্মক বা রম্য রচনা (রসসাহিত্য, সাহিত্য-সংগীত-কলা); 4 (বাং.) গ্রন্হ, রচনা (প্রবন্ধ-সাহিত্য, প্রচার-সাহিত্য)। [সং. সহিত + য]। ̃ কলা, ̃ শিল্প বি. কাব্য-উপন্যাসাদি রসাত্মক গ্রন্হরচনার কৌশল বা গ্রন্হরচনারূপ শিল্প। ̃ চর্চা, সাহিত্যানু-শীলন বি. সাহিত্যশিল্প রচনা; সাহিত্যশিল্প সম্বন্ধে আলোচনা। ̃ জগত্, সাহিত্যাকাশ বি. সাহিত্যিক সম্প্রদায় বা সাহিত্যিকদের সমাজ। ̃ বৃত্তি বি. সাহিত্যরচনারূপ উপজীবিকা। ̃ রথী বি. বিশিষ্ট সাহিত্যিক। ̃ সভা বি. সাহিত্যশিল্পাদি-সংক্রান্ত সভা বা গোষ্ঠী; সাহিত্যজগত্। ̃ সমাজ বি. সাহিত্যিকগণ; সাহিত্যিক-সম্প্রদায়। ̃ সাধক বি. 1 সাহিত্যরচনা ও সাহিত্যচর্চা যার ব্রত; 2 (শিথি.) সাহিত্যিক। ̃ সাধনা বি. সাহিত্যরচনা ও সাহিত্যচর্চারূপ ব্রত। ̃ সেবা বি. সাহিত্যরচনা ও সাহিত্যের উন্নতিবিধান। ̃ সেবক, ̃ সেবী (-বিন্) বি. বিণ. যে ব্যক্তি সাহিত্যসেবা করে; (শিথি.) সাহিত্যিক। সাহিত্যাচার্য বি. সাহিত্যশিল্প সম্বন্ধে প্রগাঢ় পণ্ডিত; সাহিত্যের বিশিষ্ট অধ্যাপক। সাহিত্যিক বিণ. সাহিত্যশিল্প-সম্বন্ধীয় (সাহিত্যিক আলোচনা, সাহিত্যিক বৈঠক)। বিণ. বি. সাহিত্য-রচনাকারী। 7)
স্রষ্টা
(p. 857) sraṣṭā (-ষ্টৃ) বি. ঈশ্বর; ব্রহ্মা। বিণ. সৃষ্টিকর্তা; রচনাকারী, নির্মাতা। [সং. √ সৃজ্ + তৃ]। 3)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073897
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768622
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366006
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721028
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698018
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594622
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545126
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542286

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন