Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

রবারের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আমির
(p. 101) āmira বি. 1 সম্ভ্রান্ত ও ধনী মুসলমান; 2 সম্ভ্রান্ত মুসলমানের বা নৃপতির উপাধিবিশেষ; 3 ধনী বা সম্ভ্রান্ত ব্যক্তি। [আ. আমীর]। ̃ ওমরাহ, ̃ ওমরা বি. 1 সম্ভ্রান্ত ও পদস্হ মুসলমান ব্যক্তিবর্গ; 2 মুসলমান শাসকের দরবারের বা রাজ্যের ক্ষমতাশালী মুসলমান গোষ্ঠী। আমিরি বি. আমিরের পদ বা দায়িত্ব বা মর্যাদা। বিণ. আমিরের মতো, আমিরসুলভ (আমিরি চাল)। 44)
খতবা
(p. 221) khatabā বি. শুক্রবারের নামাজে বা ইদের নামাজে ইমামের অর্থাত্ নামাজপরিচালকের ভাষণ-এতে ধর্মের বিধিনিষেধাবলি স্মরণ করিয়ে দেওয়া হয় এবং হজরত মোহাম্মদ ও আন্যান্য মুসলমান ধর্মনেতাদের প্রতি আনুগত্য স্বীকার করে তাঁদের জন্য আল্লাহ্র কাছে প্রার্থনা জানানো হয়। [আ. খুত্বা]। 58)
গার্টার, গার্ডার
(p. 246) gārṭāra, gārḍāra বি. রবারের ফিতাবিশেষ; মোজা বাঁধার ফিতাবিশেষ, রবার ব্যাণ্ড। [ইং. garter, girder]। 89)
জুমা, জুম্মা
(p. 327) jumā, jummā বি. শুক্রবারের মুসলমানি নাম, নামাজের বার। [আ. জুমাই]। ̃ বার বি. শুক্রবার, নামাজের দিন। জুমা মসজিদ বি. যে মসজিদে মুসলমান জনসাধারণ মিলিত হয়ে জুম্মার নামাজ পড়ে। 43)
টরে-টক্কা
(p. 341) ṭarē-ṭakkā বি. তারবার্তা পাঠাবার সাংকেতিক ভাষাবিশেষ। [ধ্বন্যা.]। 46)
টায়ার
(p. 343) ṭāẏāra বি. গাড়ির চাকার বাইরের শক্ত রবারের আবরণ। [ইং. tyre]। 34)
টেলি-গ্রাম
(p. 347) ṭēli-grāma বি. টেলিগ্রাফের সাহায্যে প্রেরিত বার্তা, তারবার্তা। [ইং. telegram]। 36)
ডিভিডেণ্ড
(p. 357) ḍibhiḍēṇḍa বি. যৌথ কারবারের লভ্যাংশরূপে প্রদেয় অর্থ। [ইং. dividend]। 14)
তারবার্তা
(p. 375) tārabārtā দ্র তার5। 67)
তার৫
(p. 375) tāra5 বি. 1 ধাতুর তৈরি সূত্র বা রজ্জু (তামার তার, টেলিফোনের তার); 2 টেলিগ্রাম (তাড়াতাড়ি তাকে তার করে দাও)। [সং. √ তৃ + অ]। ̃ ঘর বি. টেলিগ্রাফ অফিস। ̃ বাবু বি. টেলিগ্রাফ অফিসে তারবার্তা গ্রহণ বা প্রেরণে নিযুক্ত কর্মচারী। ̃ বার্তা বি. টেলিগ্রাম। 61)
দরবার
(p. 399) darabāra বি. 1 রাজসভা; 2 সভা; 3 উচ্চপদস্হ ব্যক্তির বৈঠকখানা; 4 আদালত (বিধাতার দরবারে); 5 কোনো বিষয়ে তদবির বা অভিযোগ (কর্তৃপক্ষের কাছে দরবার করা)। [ফা. দরবার]। দরবারি বিণ. 1 দরবারে যাতায়াতকারী (দরবারি লোক); 2 দরবারের উপযুক্ত বা দরবারে ব্যবহৃত (দরবারি পোশাক, দরবারি সংগীত); 3 আভিজাত্যপূর্ণ (দরবারি মেজাজ, দরবারি চালচলন)। বি. উচ্চাঙ্গ সংগীতের রাগবিশেষ। দরবারি কানাড়া বি. উচ্চাঙ্গ সংগীতের রাত্রিকালীন বিষাদগম্ভীর রাগবিশেষ। 23)
বার2
(p. 600) bāra2 বি. 1 রাজসভা, দরবার ('বার দিয়া বসিয়াছে বীরসিংহ রায়': ভা.চ.); 2 দরবারে দর্শনদান ('বার দিয়া বাঙ্গালার শেষ রাজা বসিয়াছিলেন': ব. চ.)। [ফা. দরবার]। 46)
বেতার2
(p. 633) bētāra2 বিণ. তারহীন, তার নেই এমন (বেতারবার্তা, বেতার-সংকেত)। বি. রেডিয়ো (বেতারে সংবাদ শোনা)। [ফা. বে + সং. তার]। ̃ বার্তা বি. 1 তারের সাহায্য ছাড়া প্রেরিত খবর; ওয়্যারলেসে প্রেরিত খবর; 2 রেডিয়োতে সস্প্রচারিত খবর। ̃ যন্ত্র বি. যে যন্ত্রদ্বারা বিনা তারে দূরবর্তী স্হানে সংবাদাদি পাঠানো যায়, রেডিয়ো। 173)
বেলুন2
(p. 642) bēluna2 বি. 1 গ্যাসদ্বারা চালিত ব্যোমযানবিশেষ; 2 ফানুস; 3 খেলনা হিসাবে বা উত্সবের সাজসজ্জায় ব্যবহৃত বায়ুপূর্ণ রবারের থলি। [ইং. balloon]। 27)
ভলি-বল
(p. 659) bhali-bala বি. রবারের বড়ো বল নিয়ে উঁচু জালের দুপাশে দুই দলের হাত দিয়ে বল মারার খেলাবিশেষ। [ইং. volly ball]। 4)
লাইফ-বেল্ট
(p. 757) lāipha-bēlṭa বি. জাহাজ ইত্যাদি ডুবে গেছে যাত্রীদের ভেসে থাকার সাহায্যে জন্য নির্মিত হাওয়া-পোরা রবারের চাকাবিশেষ। [ইং. lifebelt]। 27)
সভা
(p. 808) sabhā বি. 1 সমিতি, পরিষদ (আইনসভা); 2 প্রতিষ্ঠান, গোষ্ঠী (ব্রাহ্মসভা, আত্মীয়সভা); 3 সম্মেলন, বৈঠক (সাংবাদিক সভা); 4 জনসমাবেশ (জনসভা); 5 রাজদরবার (রাজসভা)। [সং. সহ + √ভা + অ]। সভা আহ্বান করা, সভা ডাকা ক্রি-বিণ. সভার বৈঠকে সদস্যদের যোগদানের জন্য আমন্ত্রণ করা; বক্তব্য প্রচার করার জন্য জনসমাবেশের ব্যবস্হা করা। সভা করা ক্রি. সভার অনুষ্ঠান করা। ̃ কক্ষ, ̃ গৃহ, ̃ তল, ̃ মণ্ডপ, ̃ স্হল বি. যেখানে সভার অধিবেশন হয়। ̃ কবি বি. রাজার সভায় নিযুক্ত কবি। ̃ কুট্টিম বি. সভার পাকা মেঝে। ̃ জন বি. সভাস্ত লোক, সদস্য; সভাসদ। ̃ নেত্রী বি. (স্ত্রী.) সভার কার্যাদির পরিচালিকা; কোনো প্রতিষ্ঠানের পরিচালিকা। ̃ পতি বি. সভার কার্যাদির বা প্রতিষ্ঠানের পরিচালক। ̃ ভঙ্গ বি. সভার অধিবেশনের শেষ। ̃ রম্ভ বি. সভার কার্যাদির শুরু। ̃ সদ বি. সভায় যোগদানকারী, সদস্য; সভার সদস্য। ̃ সমিতি বি. সভা বৈঠক বা ওইজাতীয় লোকসমাগম (তিনি আজকাল বড়ো-একটা সভাসমিতিতে যান না)। ̃ সাহিত্য বি. রাজসভার পৃষ্ঠপোষকতায় সভাসাহিত্যেকের রচিত সাহিত্য, court literature. ̃ সাহিত্যিক বি. রাজসভায় বিশেষভাবে সমাদৃত সাহিত্যিক। ̃ সীন বিণ. সভায় বা দরবারে উপস্হিত বা উপবিষ্ট। ̃ স্হ বিণ. সভায় উপস্হিত (সভাস্হ লোকজন)। 38)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074236
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768709
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366117
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721070
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698081
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594669
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545221
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542309

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন