Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

রেয়াত দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অশ্রেয়, অশ্রেয়ঃ
(p. 67) aśrēẏa, aśrēẏḥ (-য়স্) বিণ. শ্রেয় বা হিতকর নয় এমন, অহিতকর, অমঙ্গলজনক; অধম। বি. অমঙ্গল, অনর্থ। [সং. ন + শ্রেয়স্]। অশ্রেয়স্কর বিণ. অশুভ; অমঙ্গলজনক। 14)
কেরায়া, (বিরল) কেরেয়া
(p. 207) kērāẏā, (birala) kērēẏā বি. ভাড়া (রেলের কেরায়া জোগাড় করতেই দিশেহারা)। [আ. কিরায়া]। 16)
নিঃ
(p. 458) niḥ (নির্) অব্য. অভাব (নির্জন, নিশ্চয়তা (নির্ণয়), সম্পূর্ণতা (নিঃশেষ), বহির্গমন (নিশ্বাস) প্রভৃতি ভাবপ্রকাশক উপসর্গবিশেষ। [সং.]। ̃ ক্ষেত্র, ̃ ক্ষত্রিয় বিণ. ক্ষত্রিয়হীন (পরশুরাম পৃথিবীকে নিঃক্ষত্রিয় করার প্রতিজ্ঞা করেছিলেন)। ̃ শক্তি বিণ. শক্তিহীন। ̃ শঙ্ক বিণ. ভয়হীন, নির্ভীক। ̃ শত্রু বিণ. শত্রুহীন। ̃ শব্দ বিণ. শব্দহীন, নীরব। ̃ শরণ বিণ. আশ্রয়হীন, অসহায়। ̃ শর্ত বিণ. শর্তহীন, কড়ারহীন (নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা), unconditional, ̃ শেষ বিণ. শেষরহিত, সম্পূর্ণ ('পেয়েছ নিঃশেষ অধিকার': রবীন্দ্র)। ̃ শোষিত বিণ. সম্পূর্ণ ফুরিয়েছে এমন (তহবিল নিঃশেষিত, অর্থ নিঃশেষিত)। ̃ শোক বিণ. শোকহীন, শোক নেই যার। ̃ শ্বসন বি. নিশ্বাস-প্রশ্বাস; শ্বাস ত্যাগ ও গ্রহণ। ̃ শ্বাস বি. 1 শ্বাসবায়ু, নাক বা ফুসফুস থেকে নির্গত বায়ু; 2 নিশ্বাস-প্রশ্বাস; 3 দম, শ্বাসগ্রহণ কাল (এক নিশ্বাস)। ̃ শ্মশ্রু বিণ. দাড়ি নেই এমন, শ্মশ্রুহীন। ̃ শ্রেয়ন বি. 1 মোক্ষ বা মুক্তি; 2 মঙ্গল, কল্যাণ; 3 পরমজ্ঞান, ব্রহ্মজ্ঞান। ̃ সংকোচ বিণ. কুণ্ঠাহীন। বি. কুণ্ঠাহীনতা। ̃ সংজ্ঞ বিণ. সংজ্ঞাহীন, অচেতন। ̃ সংশয়, ̃ সন্দেহ বিণ. সন্দেহহীন, নিশ্চিত। বি. ̃ সংশয়তা। ̃ সঙ্গ বিণ. 1 সঙ্গহীন, সঙ্গীহীন (নিঃসঙ্গ জীবন); 2 একাকী; 3 সম্পর্কহীন; 4 নিরাসক্ত। বি. ̃ সঙ্গতা। ̃ সত্ত্ব বিণ. 1 অসার; 2 দুর্বল; 3 ধৈর্যহীন; 4 প্রাণহীন, 5 প্রাণিহীন। ̃ সন্তান বিণ. সন্তানহীন। ̃ সন্দিগ্ধ বিণ. অসংশয়িত, সন্দেহহীন, নিশ্চিত। ̃ সন্দেহ-নিঃসংশয় দ্র। ̃ সম্পর্ক বিণ. সম্পর্কহীন, সম্বন্ধহীন। ̃ সম্বল বিণ. সম্বলহীন, বিত্তহীন, অসহায়। ̃ সরণ বি. নির্গমন, বার হওয়া, ক্ষরণ। ̃ সহায় বিণ. অসহায়, অনাথ। ̃ সাড় বিণ. 1 সাড়াহীন; 2 অসাড়, অবশ। ̃ সারক বিণ. নিঃসারণকারী, বাইরে বার করে দিচ্ছে এমন। ̃ সারণ বি. বহিষ্করণ, নির্গতকরণ, বার করে দেওয়া; নির্বাসন। ̃ সারিত বিণ. বার করা হয়েছে এমন। ̃ সীম বিণ. সীমাহীন, অসীম (নিঃসীম আকাশ, নিঃসীম লোভ)। ̃ সৃত বিণ. নির্গত, বহির্গত (নিঃসৃত রস)। ̃ স্পৃহ বিণ. বাসনাহীন, নিরাসক্ত। বি. ̃ স্পৃহতা। ̃ স্ব বিণ. যার নিজের কিছু নেই এমন; সম্বলহীন; অতি দরিদ্র। ̃ স্বত্ব বিণ. স্বত্বহীন, অধিকারহীন, দাবিহীন। ̃ স্বর বিণ. স্বরহীন; স্বর ফোটে না এমন, নীরব। ̃ স্বার্থ বিণ. স্বার্থবোধহীন, স্বার্থহীন। ̃ স্যন্দিত বিণ. পরিস্রুত; নিঃসৃত, ক্ষরিত। ̃ স্রব, ̃ স্রাব বি. ক্ষরণ, তরল বস্তুর নির্গমণ। ̃ স্রোত বিণ. স্রোতহীন। ̃ স্রোতা বিণ. স্রোতহীন (নিঃস্রোতা নদী)। 16)
নিধন1
(p. 461) nidhana1 বি. 1 সংহার, বিনাশ (দৈত্যনিধন); 2 মৃত্যু (সত্পথে থেকে নিধনও ভালো, 'স্বধর্মে নিধনং শ্রেয়ঃ'); 3 (জ্যোতিষ) রাশিচক্রের লগ্ন থেকে অষ্টম স্হান। [সং. নি + √ ধা + 'উণাদি' অন]। 29)
প্রেয়
(p. 554) prēẏa বিণ. বঞ্ছিত, প্রিয়, মনোমতো। [সং. প্রেয়স্]। 109)
প্রেয়সী
(p. 554) prēẏasī বিণ. (স্ত্রী.) প্রিয়তমা; প্রেমিকা ('নারীর প্রেয়সীরূপ')। [সং. প্রেয়স্ + ঈ]। 110)
বনিতা
(p. 575) banitā বি. 1 নারী (আবালবৃদ্ধবনিতা); 2 ভার্যা, পত্নী; 3 প্রিয়া, প্রেয়সী। [সং. √ বন্ (চাওয়া) + ত + আ]। 76)
রেয়ন
(p. 749) rēẏana বি. কৃত্রিম রেশমবিশেষ। [ইং. rayon]। 17)
রেয়াত
(p. 749) rēẏāta বি. 1 অব্যাহতিদান, রেহাই (অন্যায় করলে রেয়াত নেই); 2 খাতির; 3 অনুগ্রহ। [আ. রিআয়ত্]। 18)
শ্রেয়, শ্রেয়ঃ
(p. 789) śrēẏa, śrēẏḥ (-যস্) বি. 1 মঙ্গল (শ্রেয়োবোধ); 2 শুভ, হিত; 3 ধর্ম; 4 মোক্ষ। বিণ. 1 হিতকর (শ্রেয় জ্ঞান করা); 2 প্রশস্ত, অধিকতর প্রশংসনীয় (অনেকগুণে শ্রেয় এর চেয়ে মৃত্যুও শ্রেয়)। [সং. প্রশস্য শ্র + ঈয়স্]। শ্রেয়স্কর বিণ. হিতকর। স্ত্রী. শ্রেয়স্করী। শ্রেয়ান বিণ. (পুং.) 1 হিতকর; 2 শ্রেষ্ঠ; 3 প্রশস্ত, উত্তম। স্ত্রী. শ্রেয়সী। শ্রেয়ো-জনক বিণ. হিতকর, মঙ্গ লজনক; প্রশস্ত। শ্রেয়ো-লাভ বি. কল্যাণপ্রাপ্তি। 5)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074420
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768761
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366197
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721094
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698137
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594690
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545301
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542312

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন