Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

লব্ধ]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অধি-কৃত
(p. 17) adhi-kṛta বিণ. দখল করা বা অধিকার করা হয়েছে এমন; আয়ত্ত; লব্ধ। [সং. অধি+√ কৃ+ত]। 55)
অননু-ভবনীয়
(p. 22) ananu-bhabanīẏa বিণ. অনুভব বা উপলব্ধি করা যায় না এমন। [সং. ন+অনুভবনীয়]। 6)
অনু-ভব
(p. 30) anu-bhaba বি. উপলব্ধি; জ্ঞান; বোধ; feeling (বি. প.)। [সং. অনু + √ ভূ + অ]। অনু-ভবনীয় বিণ. বোধের বা অনুভবের যোগ্য, বোধ্য। 3)
অনু-ভূতি
(p. 30) anu-bhūti বি. উপলব্ধি; অনুভব; ইন্দ্রিয়ের বোধ, feeling (বি. প.)। [সং. অনু + √ ভূ + তি]। ̃ প্রবণ বিণ. ভাবাবেগপূর্ণ। ̃ হীন বিণ. অনুভূতি নেই এমন। অনু-ভূত বিণ. উপলব্ধি বা অনুভব করা হয়েছে এমন। 8)
অনু-শীলন
(p. 31) anu-śīlana বি. অভ্যাস বা চর্চা। [সং. অনু + √ শীলি + অন]। অনু-শীলনী বি. অনুশীলনের সহায়ক প্রশ্নাবলি। অনু-শীলনীয় বিণ. অনুশীলনের যোগ্য; অনুশীলন করা উচিত বা আবশ্যক এমন। অনু-শীলিত বিণ. অনুশীলন করা হয়েছে এমন; চর্চিত, চর্চা বা অভ্যাসের দ্বারা লব্ধ। 22)
অনুপ-লব্ধি
(p. 28) anupa-labdhi বি. উপলব্ধি বা বোধের অভাব। [সং. ন + উপলব্ধি]। অনুপ-লব্ধ বিণ. উপলব্ধি করা বা বোঝা হয়নি এমন। 34)
অপ্রাপ্ত
(p. 43) aprāpta বিণ. পাওয়া যায়নি এমন, অলব্ধ। [সং. ন + প্রাপ্ত]। ̃ বয়স্ক বিণ. নাবালক, পূর্ণবয়স্ক নয় এমন। ̃ যৌবন বিণ. এখনও যৌবন লাভ করেনি এমন। স্ত্রী. ̃ যৌবনা। অপ্রাপ্তি বি. না পাওয়া, প্রাপ্তি বা পাওয়ার অভাব; অলাভ। অপ্রাপ্য বিণ. পাওয়া সম্ভব নয় এমন, দুষ্প্রাপ্য। 6)
অব-বোধ
(p. 45) aba-bōdha বি. 1 বিশেষ জ্ঞান; তত্ত্বজ্ঞান; 2 জাগরণ; উপলব্ধি। [সং. অব + √ বুধ্ + অ, ণিচ্ + অ]। অব-বোধন বি. 1 জ্ঞাপন, জানানো; 2 জাগানো। অব-বোধিত বিণ. 1 জানানো হয়েছে এমন; 2 উদ্বোধিত; জাগরিত। 14)
অভিজ্ঞা
(p. 50) abhijñā বি. 1 প্রথম জ্ঞান; প্রথম উপলব্ধি; 2 স্মৃতি। ̃ .ত বিণ. চিহ্নের দ্বারা জ্ঞাত, কোনো চিহ্ন বা নিদর্শনের দ্বারা কোনো কিছু মনে রাখা হয়। অভি-জ্ঞান-পত্র বি. পরিচয়পত্র, identity card. 84)
অযত্ন
(p. 59) ayatna বি. যত্নের অভাব, চেষ্টার অভাব; অবহেলা। [সং. ন + যত্ন]। ̃ ..কৃত বিণ. বিনা চেষ্টায় করা হয়েছে এমন; অবহেলায় করা হয়েছে এমন। ̃ .জাত, ̃ .সম্ভূত বিণ. বিনা চেষ্টায় বা আপনা থেকেই সৃষ্টি হয়েছে বা উত্পন্ন হয়েছে এমন। ̃ .লব্ধ বিণ. চেষ্টা না করেই পাওয়া গেছে এমন। ̃ .শীল বিণ. নিশ্চেষ্ট; অধ্যবসায়হীন। 18)
অলব্ধ
(p. 64) alabdha বিণ. যা লাভ করা হয়নি বা পাওয়া যায়নি, অপ্রাপ্ত। [সং. ন + লব্ধ]। ̃ .প্রবেশ বিণ. প্রবেশের অধিকার পায়নি এমন; প্রবেশ করেনি এমন (কিছু অলব্ধপ্রবেশ শব্দকে অভিধানে স্হান দিতে হবে)। 14)
আত্ত
(p. 89) ātta বিণ. গৃহীত, প্রাপ্ত; লব্ধ (আত্তশস্ত্র)। [সং. আ + √ দা + ত]। 15)
আত্ম2
(p. 89) ātma2 (অন্য শব্দের পূর্বে বসলে) বিণ. নিজের, নিজস্ব। ̃ কর্ম (-র্মন্) বি. নিজের কাজ। ̃ কলহ বি. গৃহবিবাদ। ̃ কৃত বিণ. কেউ নিজেই করেছে এমন, স্বকৃত, নিজের করা। ̃ কেন্দ্রিক বিণ. কেবল নিজেরাই লাভ বা মঙ্গল একমাত্র লক্ষ্য এমন, স্বার্থপর। ̃ গত বিণ. আত্মনিষ্ঠ; স্বগত অর্থাত্ নিজের মনে নিবিষ্ট হয়ে আছে এমন। ̃ গর্ব বি. অহংকার। ̃ গর্বী (-র্বিন্) বিণ. অহংকারী। ̃ গোপন বি. নিজেকে বা নিজের মনোভাব লুকিয়ে রাখা। ̃ গৌরব বি. নিজের মর্যাদা বা গুরুত্ব; নিজেকে নিয়ে গর্ব। ̃ গ্লানি বি. নিজের ভুলত্রুটি বা অপরাধের জন্য ক্ষোভ বা মনোবেদনা; নিজের প্রতি ধিক্কার। ̃ ঘাত বি. স্বেচ্ছায় বা নিজের হাতে নিজের জীবননাশ, আত্মহত্যা। ̃ ঘাতী (-তিন্) বিণ. 1 আত্মহত্যাকারী; 2 আত্মহত্যার শামিল (আত্মঘাতী প্রয়াস)। বিণ. স্ত্রী. ̃ ঘাতিনী। ̃ চরিত বি. নিজের জীবনী, নিজের জীবনকাহিনী। &tilde চিন্তা বি. 1 নিজের ভালোমন্দ সম্বন্ধে চিন্তা; 2 আত্মানুসন্ধান, আত্মা বা পরমাত্মা সম্বন্ধে দার্শনিক চিন্তা। ̃ জ বি. পুত্র (নিজ দেহ থেকে জন্ম হয়েছে বলে)। বি. (স্ত্রী.) ̃ জা কন্যা। ̃ জীবনী বি. নিজের জীবনী, আত্মচরিত। ̃ জ্ঞ বিণ. 1 নিজের চরিত্র শক্তি বা মনোবৃত্তি সম্বন্ধে সচেতন; 2 আত্মার সম্বন্ধে জ্ঞানপ্রাপ্ত। ̃ জ্ঞান, ̃ তত্ত্ব বি. 1 আত্মা বা পরমাত্মার সম্বন্ধে জ্ঞান; 2 অধ্যাত্মদর্শন। ̃ তত্ত্বজ্ঞ বিণ. 1 আত্মজ্ঞানী, ব্রহ্মজ্ঞানী; 2 অধ্যাত্মতত্ত্ববিদ। ̃ তুষ্টি, ̃ তৃপ্তি বি. নিজের তৃপ্তি বা সন্তোষ। ̃ তুল্য বিণ. নিজের সমান। বিণ. (স্ত্রী.) ̃ তুল্যা। ̃ ত্যাগ বি. 1 স্বার্থত্যাগ, নিজের লাভ ত্যাগ; 2 আত্মোত্সর্গ, নিজের জীবন দান। ̃ ত্যাগী (-গিন্) বিণ. স্বার্থত্যাগী; নিজেকে উত্সর্গ করে এমন। ̃ ত্রাণ বি. বিপদ থেকে নিজের মুক্তি। ̃ দমন বি. নিজেকে সংযত রাখা; রিপু বা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখা। ̃ দর্শন বি. নিজের আত্মার স্বরূপ সম্বন্ধে দৃষ্টি বা বোধ; নিজের চরিত্র বিচার, নিজের মনের বিচার। ̃ দর্শী (-র্শিন্) বিণ. আত্মদর্শনকরতে পারে এমন। ̃ দান বি. অন্যের জন্য নিজের জীবন বিসর্জন। ̃ দৃষ্টি-আত্মদর্শন -এর অনুরূপ। ̃ দোষ বি. নিজের দোষ বা ত্রুটি। ̃ দ্রষ্টা (ষ্ট) বি. আত্মদর্শী ব্যক্তি। ̃ দ্রোহ বি. 1 নিজের ক্ষতি, নিজেকে পীড়ন; 2 গৃহবিবাদ, অন্তর্কলহ। ̃ দ্রোহী (-হীন্) বিণ. নিজের ক্ষতি বা নিজেকে পীড়ন করে এমন; গৃহবিবাদকারী। ̃ নিবেদন বি. নিজেকে উত্সর্গ করা, আত্মোত্সর্গ। ̃ নিয়ন্ত্রণ বি. নিজেকে নিজেই পরিচালন; নিজেকে সংযত রাখা। &tilde নিয়োগ বি. কোনো কাজে নিজেকে লিপ্ত করা। ˜ নির্ভর বি. নিজের ক্ষমতার উপর ভরসা, আত্মপ্রত্যয়, স্বাবলম্বন। বিণ. স্বাবলম্বী। ̃ নিষ্ঠ বিণ. 1 আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান সম্বন্ধে নিষ্ঠা আছে এমন; 2 আত্মগত, subjective ̃ নেপদ বি. (ব্যাক.) পরস্মৈপদের বিপরীত ক্রিয়ার তিঙন্ত রূপ, ক্রিয়ার আত্মফলভাগিত্ব-প্রকাশক তিঙন্ত রূপ। ̃ পক্ষ বি. নিজের পক্ষ, স্বপক্ষ; নিজের পক্ষের লোকজন। ̃ পর বি. নিজে ও অন্যেরা। ̃ পরায়ণ বিণ. 1 ব্রহ্মনিষ্ঠ, আত্মা সম্বন্ধে নিষ্ঠা আছে এমন; 2 কেবল নিজের কথা ভাবে এমন, স্বার্থপর। পরীক্ষা-আত্মান্বেষণ -এর অনুরূপ। ̃ পীড়ন বি. নিজেকে কষ্ট দেওয়া। ̃ প্রকটন -আত্মপ্রকাশ -এর অনুরূপ ('বিক্ষুব্ধ সম্পাতে করে আত্মপ্রকটন': সু. দ.)। ̃ প্রকাশ বি. 1 নিজ মূর্তি ধারণ; 2 আবির্ভাব; অন্তরাল থেকে বেড়িয়ে আসা; 3 নিজের পরিচয় দেওয়া। ̃ প্রতারণা, ̃ প্রবঞ্চনা -আত্মবঞ্চনা -র অনুরূপ। ̃ প্রত্যয় বি. নিজের প্রতি বিশ্বাস, নিজের ক্ষমতায় আস্হা; নিজের অন্তরে উপলব্ধি। ̃ প্রশংসা বি. (নিজের মুখে) নিজের সুখ্যাতি। ̃ প্রসাদ বি. নিজের মনের মধ্যে তৃপ্তি। ̃ বঞ্চনা বি. সজ্ঞানে নিজেকে মিথ্যা প্রবোধ দেওয়া বা ভুল বোঝানো, নিজেকে ঠকানো। ̃ বত্ অব্য. নিজের মতো। ̃ বন্ধু বি. একান্ত অন্তরঙ্গ বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। ̃ বর্গ বি. নিজের লোকজন; আত্মীয়স্বজন। ̃ বলি, ̃ বলি-দান - আত্মদান -এর অনুরূপ। ̃ বশ বিণ. স্বাধীন; সংযমী। বি. আত্মসংযম, মনকে বশ করা। ̃ বিকাশ বি. নিজের অন্তর্নিহিত বা ভিতরের ক্ষমতার স্ফুরণ। ̃ বিক্রয় বি. অন্যের কাছে নিজের স্বাধীনতা বিসর্জন। ̃ বিচ্ছেদ বি. নিজের লোকজনের সঙ্গে বা আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ছেদ; গৃহবিবাদ। ̃ বিদ, ̃ বিদ্, ̃ বিত্ বিণ. আত্মজ্ঞানসম্পন্ন, ব্রহ্মজ্ঞানসম্পন্ন, আত্মজ্ঞ। ̃ বিদ্যা বি. ব্রহ্মবিদ্যা; অধ্যাত্মবিদ্যা। ̃ বিরোধ বি. 1 নিজের বিরুদ্ধতা; নিজের মতেরই বিরোধিতা; 2 গৃহবিবাদ। ̃ বিলাপ বি. নিজের মনে বা নিজের সম্বন্ধে খেদ। ̃ বিলোপ বি. নিজের সত্তার বা নিজের নাম যশ কর্তৃত্ব ইত্যাদির স্বেচ্ছায় বিলোপসাধন। বিলোপী বিণ. আত্মবিলোপ ঘটায় এমন ('আত্মবিলোপী কালধারায়')। ̃ বিশ্বাস বি. আত্মপ্রত্যয় -এর অনুরূপ। ̃ বিসর্জন -আত্মদান -এর অনুরূপ। ̃ বিস্মরণ, ̃ বিস্মৃতি বি. নিজেকে ভুলে যাওয়া; নিজের সত্তা সম্পর্কে চেতনার অভাব ̃ বিস্মৃত বিণ. নিজেকে বা নিজের সত্তাকে ভুলে গেছে এমন; তন্ময়; নিজের শক্তি বা সত্তাকে ভুলে গেছে এমন; নিজের শক্তি সম্পর্কে অচেতন। ̃ বুদ্ধি বি. নিজ বুদ্ধি; সজ্ঞান; আত্মজ্ঞান। ̃ বেদী (-দিন্) বিণ. আত্মা সম্পর্কে জানে এমন; ব্রহ্মজ্ঞ। ̃ ভাব বি. আত্মার সত্তা; স্বীয় ভাব, স্বভাব। ̃ ভূত বিণ 1 স্বয়ংজাত; 2 নিজের মতো, আত্মতুল্য; 3 (অশু.) স্বীয় আত্মার সঙ্গে একত্রীকৃত বা আত্মসাত্কৃত। ̃ মগ্ন বিণ. নিজের মধ্যে ডুবে আছে এমন, নিজের মনে নিবিষ্ট। ̃ মর্যাদা বি. নিজ গৌরব; নিজ সম্মান, আত্মসম্মান। ̃ ম্ভরি বিণ. আত্মসর্বস্ব; অহংকারী, দাম্ভিক। ̃ ম্ভরিতা বি. আত্মসর্বস্বতা; অহংকার, দম্ভ। ̃ রক্ষা বি. নিজেকে বাঁচানো। ̃ রতি বি. নিজেকে নিয়ে আনন্দ, নিজেকে ভালোবাসা ('তাই অসহ্য লাগে ও আত্মরতি': সু. দ.)। ̃ রূপ বি. স্বরূপ, নিজের চেহারা ও প্রকৃতি। ̃ লোপ-আত্মবিলোপ -এর অনুরূপ। ̃ শক্তি বি. নিজের ক্ষমতা; নিজের অন্তর্নিহিত ক্ষমতা। ̃ শাসন-আত্মসংযম -এর অনুরূপ। ̃ শুদ্ধি, ̃ শোধন বি. নিজের দোষ-ত্রুটি-পাপ ক্ষালন করে মনকে পবিত্র করা। ̃ শ্লাঘা বি. নিজের প্রশংসা। ̃ সংবরণ বি. নিজেকে বা নিজের আবেগকে সংযত করা। ̃ সংযম বি. নিজের রিপু বা ইন্দ্রিয়কে বশে রাখা। বিণ ̃ সংযমী (-মিন্)। ̃ সমর্পণ বি. সম্পূর্ণ ভাবে অন্যের বশ্যতা স্বীকার; (ভগবানের কাছে) নিজেকে সম্পূর্ণরূপে দান। ̃ সমাহিত বিণ. আপনাতে আপনি মগ্ন; আত্মস্হ, তন্ময়। ̃ সম্পর্কীয়, ̃ সম্বন্ধীয় বিণ. নিজের সঙ্গে বা নিজের ব্যাপারে যুক্ত এমন। ̃ সম্ভ্রম, ̃ সম্মান আত্মমর্যাদা -র অনুরূপ। ̃ সর্বস্ব বিণ. কেবল নিজের কথাই ভাবে এমন, স্বার্থপর। ̃ সাত্ বিণ. (সাধারণত অন্যায়ভাবে) নিজের হস্তগত, নিজের অধিকারভুক্ত। ̃ সার-আত্মসর্বস্ব -র অনুরূপ। ̃ সিদ্ধি বি. নিজের মোক্ষ, নিজের মুক্তি। ̃ স্হ বিণ. 1 আত্মায় স্হিত; 2 হৃদয়স্হ, নিজের ভিতরে নেওয়া হয়েছে এমন; 3 প্রকৃতিস্হ। ̃ স্বরূপ বি. নিজের প্রকৃত রূপ; স্বীয় পরিচয়। ̃ হত্যা বি. স্বেচ্ছায় নিজের দ্বারা নিজের প্রাণনাশ। ̃ হন্তা (-ন্তৃ) বি. বিণ. আত্মহত্যাকারী। বিণ. (স্ত্রী.) ̃ হন্ত্রী। ̃ হা বিণ. আত্মঘাতী। ̃ হারা বিণ. আত্মাবিস্মৃত, নিজেকে ভুলে গেছে এমন; বিহ্বল; তন্ময়। 19)
আনন্দ
(p. 94) ānanda বি. 1 হর্ষ, তৃপ্তি ('আনন্দেরই সাগর হতে': রবীন্দ্র); 2 সুখ, আহ্লাদ ('সদা থাকো আনন্দে': রবীন্দ্র); 3 স্ফুর্তি (সকলে মিলে আজ একটু আনন্দ করতে চাই); 4 সত্যের উপলব্ধি থেকে উত্পন্ন গভীর অনুভূতি এবং সেইরূপ সত্তা ('আনন্দ তুমি স্বামি, মঙ্গল তুমি': রবীন্দ্র); 5 আনন্দজনক বস্তু ('তোমার আনন্দ ওই এল দ্বারে': রবীন্দ্র); 6 মদ। বিণ. আনন্দিত, আনন্দময়, আনন্দপূর্ণ ('আজি এ আনন্দ সন্ধ্যা': রবীন্দ্র)। [সং. আ + √ নন্দ্ + অ]। ̃ .কন্দ বি. সমস্ত আনন্দের মূল। ̃ .ঘন বিণ. আনন্দময়। ̃ .ধাম বি. যে গৃহে আনন্দ বিরাজ করে। ̃ .ধারা বি. আনন্দের স্রোত। ̃ .ন বি. আনন্দ সৃষ্টি, আনন্দ উত্পাদন। বিণ. আনন্দদায়ক। ̃ .নাড়ু বি. চালের গুঁড়ো, নারকেল, গুড় প্রভৃতি দিয়ে তৈরি গোলাকার না়ড়ু বা নাড়ুজাতীয় খাবার। ̃ .বিধান বি. আনন্দ দান, আনন্দ উত্পাদন। ̃ .ময় বিণ. আনন্দে পূর্ণ। বি. ঈশ্বর (আনন্দময় ও মঙ্গলময় বলে)। ̃ .লহরি, ̃ .লহরী বি. 1 আনন্দের ঢেউ; নিরবচ্ছিন্ন আনন্দ; 2 (সচ. পল্লিসংগীতে ব্যবহৃত) বাদ্যযন্ত্রবিশেষ। ̃ .সাগর বি. আনন্দরূপ সাগর; বিপুল আনন্দ। আনন্দা ক্রি. আনন্দিত করা। আনন্দাশ্রু বি. আনন্দের আবেগজনিত চোখের জল। .আনন্দিত বিণ. প্রফুল্ল, হৃষ্ট; পুলকিত। 6)
আপ্ত1
(p. 97) āpta1 বিণ. 1 প্রাপ্ত, লব্ধ, পাওয়া গেছে এমন (আপ্ত কাম); 2 অভ্রান্ত, ভুল নেই এমন, প্রামাণিক (আপ্তবাক্য); 3 বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ইত্যাদিস্হানীয় (আপ্তজন)। [সং. √ আপ্ + ত]। ̃ .কাম বিণ. মনোরথ বা মনোবাসনা পূর্ণ হয়েছে এমন। ̃ .দূতী বি. যে দূতী প্রিয়ভাষিণী, চতুরা, বিশ্বস্তা এবং মন বুঝে কাজ করে। ̃ .বচন, ̃ .বাক্য বি. 1 দেবতার কাছ থেকে পাওয়া আদেশ; 2 নির্বিচারে গ্রহণীয় বেদ ইত্যাদির বিধান; 3 (আল.) অভ্রান্ত বী প্রামাণিক কথা। 17)
আসাদন
(p. 110) āsādana বি. 1 লাভ, প্রাপ্তি; 2 সমাগম; 3 সম্পাদন। [সং. আ + √ সাদি + অন]। আসাদিত বিণ. লব্ধ, প্রাপ্ত; কাছে এসেছে এমন; সম্পাদিত। 4)
উপ-গত
(p. 131) upa-gata বিণ. 1 উপস্হিত; সমাগত; 2 সন্নিহিত, নিকটবর্তী; 3 সংঘটিত, ঘটেছে এমন; 4 আসক্ত, অনুরক্ত; 5 মৈথুন বা রতিক্রিয়া করেছে এমন; 6 লব্ধ; জ্ঞাত। [সং. উপ + √ গম্ + ত]। 10)
উপ-লব্ধ
(p. 133) upa-labdha বিণ. 1 অনুভূত; 2 লব্ধ, প্রাপ্ত, অর্জিত (উপলব্ধ জ্ঞান); 3 জ্ঞাত (উপলব্ধ সত্য)। [সং. উপ + √ লভ্ + ত]। উপ-লব্ধি বি. অনুভূতি; বোধ (সত্যের উপলব্ধি); প্রাপ্তি, লাভ; লব্ধ জ্ঞান। 54)
উপাত্ত
(p. 133) upātta বিণ. 1 গৃহীত; স্বীকৃত; 2 অর্জিত; লব্ধ। বি. যা থেকে অনুমান বা সিদ্ধান্ত করা হয় এইরকম স্বীকৃত বিষয়, অনুমান বা সিদ্ধান্তের ভিত্তিস্বরূপ বিষয়, data (বি. প.)। [সং. উপ + আ + √ দা + ত]। 93)
ঐশ্বর্য
(p. 150) aiśbarya বি. 1 ধনসম্পত্তি, বিভব; 2 প্রভুত্ব; ঈশ্বরত্ব; 3 যোগলব্ধ অষ্টবিধ শক্তি; বিভূতি। [সং. ঈশ্বর + য]। ̃ .গর্ব বি. ধনগর্ব, টাকার অহংকার। ̃ .বান (-বান্), ̃ .শালী (-লিন্) বিণ. ধনবান, ঐশ্বর্যের অধিকারী। স্ত্রী. &tilde ; .বতী, ̃ .শালিনী।
ঔপ-দেশিক
(p. 155) aupa-dēśika বিণ. 1 উপদেশের দ্বারা লব্ধ বা অর্জিত (ঔপদেশিক জ্ঞান); 2 উপদেশসংক্রান্ত। [সং. উপদেশ + ইক]। 20)
কাব্য
(p. 181) kābya বি. 1 ভাবপ্রধান ও রসঘন বাক্য; 2 পদ্যসাহিত্য; 3 কবিতাগ্রন্হ (রবীন্দ্রনাথের 'পূরবী' কাব্য); 4 গদ্যে বা পদ্যে লিখিত ভাবাশ্রয়ী রসাত্মক রচনা (গদ্যকাব্য, নাট্যকাব্য, দৃশ্যকাব্য)। [সং. কবি + য]। ̃ কলা বি. কাব্য রচনার কৃতি বা কৌশল। ̃ জগত্ বি. 1 কবিসমাজ; 2 কবিকল্পিত জগত্, ভাবজগত্; কবিতায় প্রতিফলিত জগত্। ̃ রস বি. কবিতার রস অর্থাত্ মাধুর্য। ̃ রসিক বি. কাব্যরস উপলব্ধি করতে পারে এমন ব্যক্তি। কাব্যানুশীলন, কাব্যালোচনা বি. কাব্য সম্বন্ধে চর্চা বা আলোচনা; কাব্যচর্চা। 80)
কৃত2
(p. 202) kṛta2 বিণ. 1 সম্পাদিত, সাধিত করা হয়েছে এমন (কৃতকর্ম, কৃত অপরাধ); 2 রচিত (কাশীরাম দাসকৃত মহাভারত); 3 নির্মিত, গঠিত (মোগলগণের কৃত হর্ম্যরাজি); 4 শিক্ষাপ্রাপ্ত, লব্ধ, আহৃত (কৃতবিদ্যা); 5 নিযুক্ত, নির্ধারিত (কৃতদাস, কৃতকর্তব্য)। [সং. √ কৃ + ত]। ̃ ক বিণ. 1 কল্পিত; 2 কৃত্রিম। ̃ ক-পুত্র বি. পালিত পুত্র। ̃ কর্মা (-র্মন্) বিণ. কৃতী, কর্ম সম্পন্ন করেছে এমন; কর্মকুশল; অভিজ্ঞ। ̃ কাম বিণ. যার কামনা সিদ্ধ হয়েছে, সিদ্ধমনোরথ; কৃতার্থ। ̃ কার্য বিণ. সফল। ̃ কার্যতা বি. সাফল্য। ̃ কীর্তি বিণ. কীর্তি স্হাপন বা অর্জন করেছে এমন। ̃ কৃত্য বিণ. কৃতকার্য।, কর্তব্যকর্মে সফল। ̃ তীর্থ বিণ. তীর্থ পর্যটন, দানধ্যান ও পূজা সম্পন্ন করে ফিরেছে এমন। ̃ দার বিণ. দার গ্রহণ করেছে এমন, বিবাহিত। ̃ দাস বি. নির্দিষ্ট সময়ের জন্য দাসত্বে আবদ্ধ ব্যক্তি। ̃ ধী, ̃ বুদ্ধি বিণ. স্হিরচিত্ত; মার্জিতবুদ্ধি। ̃ নিশ্চয় বিণ. স্হিরসংকল্প; সাফল্য সম্পর্কে সংশয়হীন। বি. ̃ নিশ্চয়তা। ̃ পূর্ব বিণ. পূর্বেই করা হয়ে গেছে এমন। ̃ প্রতিজ্ঞ বিণ. যে প্রতিজ্ঞা গ্রহণ বা পালন করেছে। ̃ বিদ্য বিণ. সুশিক্ষিত; বিদ্বান। বি. ̃ বিদ্যতা। ̃ শ্রম বিণ. পরিশ্রম করে কোনো বিষয় অধ্যয়ন করেছে এমন (ব্যাকরণে কৃতশ্রম)। ̃ সংকল্প বিণ. স্হিরনিশ্চয়; সংকল্প বা প্রতিজ্ঞা করেছে এমন। 46)
ক্ষেম
(p. 217) kṣēma বি. 1 শুভ, মঙ্গল, কল্যাণ ('মহাশক্তি মহাক্ষেম': রবীন্দ্র); 2 লব্ধবস্তু সংরক্ষণ (যোগক্ষেম)। [সং. √ ক্ষি + ম]। ̃ ংকর, ̃ ঙ্কর বিণ. মঙ্গলদায়ক, শুভকর। স্ত্রী. ̃ ংকরী, ̃ ঙ্করী। ̃ দর্শী (-র্শিন্) বিণ. কল্যাণদর্শী, শুভদর্শী, যে নিজের মঙ্গলের দিকে নজর দেয়। ̃ বান (-বত্) মঙ্গলযুক্ত; কুশলী। 62)
গত
(p. 239) gata বিণ. 1 চলে গেছে বা হয়ে গেছে এমন, প্রস্হিত, সমাপ্ত, অতীত, বিগত (গত যুগ, গতযৌবন, গতপ্রাণ) ; 2 অব্যবহিত পূর্ববর্তী (গত কাল, গত মাসে); 3 মৃত (গত হয়েছেন) ; 4 লব্ধ, প্রাপ্ত (হস্তগত); 5 পরিব্যাপ্ত, নিহিত, আশ্রিত (মনোগত, দেহগত, রন্ধ্রগত); 6 সম্বন্ধযুক্ত (ব্যক্তিগত সম্পর্ক, গুণগত পার্থক্য)। [সং. √গম্ + ত]। ̃ কল্য, ̃ কাল বি. আজকের অব্যবহিত পূর্ববর্তী দিন। ̃ ক্লম বিণ. ক্লান্তি দূর হয়েছে এমন (গতক্লম ব্যক্তি)। ̃ চেতন বিণ. চেতনাহীন। ̃ জীব, ̃ জীবন, ̃ প্রাণ বিণ. প্রাণহীন, মৃত। ̃ নিদ্র বিণ. নিদ্রাহীন; ঘুম ভেঙেছে যার। ̃ প্রায় বিণ. যা শীঘ্রই গত হবে। ̃ ব্যথ বিণ. ব্যথা দূর হয়েছে এমন (গতব্যথ দেহ); ব্যথাশূন্য। ̃ যৌবন বিণ. যৌবনোত্তীর্ণ; প্রৌঢ় বা বৃদ্ধ। স্ত্রী. ̃ যৌবনা। ̃ শোক বিণ. শোক দূর হয়েছে এমন, শোকোত্তীর্ণ। ̃ সঙ্গ বিণ. বিণ. আসক্তিহীন। ̃ স্পৃহ বিণ. বীতরাগ; কামনাহীন; আসক্তিহীন। 6)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074304
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768730
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366156
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721089
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698083
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594675
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545251
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542309

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন