Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

লুপ্ত]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অধঃ
(p. 17) adhḥ (-ধস্) অব্য. 1 নীচে, নিম্নে; 2 পাতালে। [সং. অধর+অস্, র লুপ্ত]। ̃ .করণ বি. 1 নীচে নামানো, অবনমন; 2 হীন করা, নীচে ফেলা; 3 পরাজিত করা। ̃ কৃত বিণ. নীচে ফেলা হয়েছে এমন; হীন করা হয়েছে এমন; পরাজিত। ̃ ক্রম বি. ক্রমশ কমে যাওয়া, ক্রমাগত হ্রাস পাওয়া, ক্রমশ কমে এমন ক্রম, descending order (বি. প.)। ̃ পতন, ̃ পাত বি. অবনতি, নীচে পড়ে যাওয়া। অধঃপাতে যাওয়া ক্রি. বি. উত্সন্নে অর্থাত্ উচ্ছন্নে যাওয়া, চরম অবনতি ঘটা। ̃ .পতিত বিণ. উচ্ছন্নে গেছে এমন। ̃ .পেতে বিণ. অধঃপাতে গেছে এমন। ̃ .শিরা বিণ. নীচের দিকে মাথা রয়েছে এমন। ̃ স্হ বিণ. 1 নীচে রয়েছে এমন; 2 অধীন। 33)
অধম
(p. 17) adhama বিণ. 1 নীচ, হীন; 2 তুচ্ছ; 3 অপ্রধান; 4 নিকৃষ্ট (এই অধমকে মনে রেখো, পশুর অধম)। [সং. অধম্+ম, স্ লুপ্ত]। অধমাঙ্গ বি. দেহের নিম্নাঙ্গ; পা (তু. উত্তমাঙ্গ)। 35)
অব-লুপ্ত
(p. 46) aba-lupta বিণ. 1 লুপ্ত হয়েছে বা লোপ পেয়েছে এমন; 2 অদৃশ্য, অন্তর্হিত (মেঘের আড়ালে অবলুপ্ত সূর্যরশ্মি)। [সং. অব + লুপ্ত]। অব-লোপ বি. 1 লুপ্ত হওয়া, লোপ; 2 আড়ালে চলে যাওয়া, অন্তর্ধান। 13)
আলীন
(p. 106) ālīna বিণ. 1 বিলীন, লুপ্ত, লয়প্রাপ্ত; 2 পরিব্যাপ্ত। [সং. আ + লীন]। 41)
ইন্দ্র
(p. 114) indra বি. 1 দেবতাদের রাজা, পুরন্দর; বাসব; 2 প্রধান বা শ্রেষ্ঠ ব্যক্তি (যোগীন্দ্র, বীরেন্দ্র); 3 রাজা, অধিপতি (নরেন্দ্র, দনুজেন্দ্র)। [সং. √ ইন্দ্ + র]। ̃ গোপ বি. বর্ষাকালে প্রাদুর্ভাব হয় এমন রক্তবর্ণ কীটবিশেষ, মখমলি পোকা। ̃ চাপ বি. 1 ইন্দ্রের ধনুক; 2 রামধনু। ̃ জাল বি. জাদু, ভোজবাজি, ম্যাজিক; ভেলকি; মায়া (সুরের ইন্দ্রজাল)। ̃ জালিক, ঐন্দ্রজালিক বি. জাদুকর, মায়াবী। বিণ. ইন্দ্রজালসম্বন্ধীয়। ̃ জিত্ বি. রাবণের জ্যেষ্ঠপুত্র, মেঘনাদ। বিণ. ইন্দ্রকে যে পরাজিত করেছে। ̃ ত্ব বি. ইন্দ্রের পদ বা মহিমা; রাজমহিমা; প্রাধান্য। ̃ ধনু-ইন্দ্রচাপ এর অনুরূপ। ̃ নীল, ̃ নীলক, ̃ মণি বি. মরকত, নীলকান্তমণি, পান্না ('ইন্দ্রমণির হার')। ̃ পতন বি. কোনো বিখ্যাত ব্যক্তির বা অসাধারণ মানুষের মৃত্যু। ̃ পাত-ইন্দ্রপতন এর অনুরূপ। ̃ পুরী, ̃ লোক বি. অমরাবতী, স্বর্গে দেবরাজ ইন্দ্রের পুরী বা প্রাসাদ; (গৌণ অর্থে) ঐশ্বর্যমণ্ডিত বিরাট ও সুন্দর প্রাসাদ। ̃ লুপ্ত বি. মাথার টাক ('তার মাথায় ইন্দ্রলুপ্ত': অন্নদাশঙ্কর রায়)। &tilde ; লোক দ্র ইন্দ্রপুরী। ̃ সুত বি. 1 ইন্দ্রের পুত্র জয়ন্ত; 2 বানররাজ বালী; 3 তৃতীয় পাণ্ডব অর্জুন। ̃ সেন বি. যুধিষ্ঠিরের রথের সারথি। ইন্দ্রাণী বি. ইন্দ্রপত্নী, শচীদেবী। ইন্দ্রায়ুধ বি রামধনু। ইন্দ্রারি বি ইন্দ্রের শত্রু, অসুর। ইন্দ্রাসন বি. ইন্দ্রের সিংহাসন। 44)
উজ্জীবন
(p. 119) ujjībana বি. 1 নবজীবনসঞ্চার; 2 মৃতের বা মৃতপ্রায়ের চেতনাসঞ্চার; 3 যা লুপ্তপ্রায় ছিল তার পুনরায় জেগে ওঠা বা প্রবল হওয়া (প্রাচীন সভ্যতার উজ্জীবন)। [সং. উত্ + √ জীব্ + অন]। উজ্জীবিত বিণ. নবজীবনপ্রাপ্ত; নতুনভাবে চেতনাপ্রাপ্ত; উদ্দীপিত, সঞ্জীবিত। 71)
উঠা, ওঠা
(p. 119) uṭhā, ōṭhā ক্রি. 1 উত্থিত হওয়া (জলের ভিতর থেকে ডাঙ্গা উঠছে); 2 আসন ছেড়ে উঠে দাঁড়ানো (অনেক রাত হল, এখন সবাই ওঠো); 3 শয্যা ত্যাগ করা (সকালে কটায় ওঠো?); 4 গজানো (দাঁত উঠছে না); 5 উদিত হওয়া, প্রকাশ পাওয়া (চাঁদ উঠেছে); 6 চড়া, আরোহণ করা (গাছে ওঠা, কাঁধে ওঠা); 7 স্খলিত হওয়া (চুল ওঠা); 8 উঁচু ধাপে বা ক্লাসে উন্নীত হওয়া (ক্লাস ফাইভে উঠেছে); 9 সংগৃহীত হওয়া (অনেক চাঁদা উঠেছে); 1 গোচরে আসা (কথাটা কর্তার কানে উঠেছে); 11 আমদানি হওয়া, দোকানে-বাজারে আসা (বাজারে আম উঠেছে); 12 উন্নীত হওয়া (জাতে ওঠা); 13 মুছে যাওয়া (কালির দাগটা উঠছে না); 14 প্রচারিত হওয়া (চারদিকে একটা রব উঠছে); 15 উল্লিখিত বা তালিকাভুক্ত হওয়া (তার নামটা লিস্টে উঠেছে); 16 পরিবর্তন, বিকৃতি ইত্যাদি দেখা দেওয়া (পেকে ওঠা, পচে উঠছে, কেঁপে উঠছে)। [বাং. উঠ্ ( সং. উত্ + √ স্হা)]। উঠা-উঠি, (কথ্য) ওঠা-উঠি বি. পরস্পর ওঠা; ক্রমাগত বা বারবার ওঠা। উঠানো, ওঠানো ক্রি. বি. উত্থিত বা উত্তেলিত করা; খাড়া করা; উপরে তুলে দেওয়া; অপসারিত করা বা উচ্ছেদ করা। উঠিয়ে দেওয়া ক্রি. বি. উঠানো; তুলে দেওয়া বা উচ্ছেদ করা (ভাড়াটেকে উঠিয়ে দেওয়া)। উঠেপড়ে লাগা ক্রি. বি. দৃঢ়সংকল্পে কাজে লাগা। উঠে যাওয়া 1 স্হানত্যাগ করা; 2 লুপ্ত হওয়া (রং উঠে গেছে, দোকান উঠে গেছে); 3 রহিত হওয়া (পণপ্রথা উঠে যাচ্ছে)। 84)
উদ্ধার
(p. 128) uddhāra বি. 1 পরিত্রাণ, নিষ্কৃতি (বিপদ থেকে উদ্ধার পাওয়া); 2 হাসিল করা, সফলতা (কার্যোদ্ধার); 3 উত্তোলন, উন্নয়ন (পঙ্কোদ্ধার); 4 হারিয়ে-যাওয়া বা নষ্ট হয়ে-যাওয়া জিনিস আবার ফিরে পাওয়া (লুপ্তোদ্ধার); 5 উদ্ধৃতি (উদ্ধার চিহ্ন)। [সং. উত্ + √ হৃ, √ ধৃ + অ]। ̃ ক বিণ. বি. উদ্ধারকারী। ̃ কার্য বি. বিপন্ন লোকজনকে বাঁচাবার কাজ। উদ্ধার চিহ্ন বি. উদ্ধৃতি চিহ্ন। উদ্ধারাশ্রম বি. বিপন্ন বা অসহায় মানুষকে উদ্ধারের জন্য যেখানে আশ্রয় দেওয়া হয়। 6)
খলতি
(p. 224) khalati বি. 1 ইন্দ্রলুপ্ত, টাক; 2 টেকো লোক। বিণ. টাকযুক্ত, টেকো। [সং. √স্খল্ + অতি]। 32)
খালিত্য
(p. 229) khālitya বি. মাথার টাক, ইন্দ্রলুপ্ত। [সং. খলিত + য]। 6)
ছন্ন
(p. 301) channa বিণ. 1 আচ্ছাদিত, আচ্ছন্ন (ছায়ায় ছন্ন আশ্রম); 2 লুপ্ত, নষ্ট, অপসারিত ('পাপতাপ হবে ছন্ন': ভা. চ.)। [সং. √ ছদ্ + ত]। ̃ ছাড়া বিণ. লক্ষ্মীছাড়া, উচ্ছন্নে গেছে এমন; আশ্রয়হীন (ছন্নছাড়া জীবন)। ̃ মতি বিণ. বুদ্ধি লুপ্ত বা নষ্ট হয়েছে এমন। 41)
টাক1
(p. 343) ṭāka1 বি. 1 কেশহীন মস্তক (টাকটা ঢাকো); 2 মস্তকের কেশহীনতা, ইন্দ্রলুপ্ত (মাথায় টাক পড়েছে)। বিণ. টাকযুক্ত, টেকো (টাক মাথা)। [দেশি]। 10)
ঠেঙা, ঠ্যাঙা
(p. 350) ṭhēṅā, ṭhyāṅā বি. লাঠি। ক্রি. 1 ঠেঙানো, লাঠি দিয়ে মারা; 2 মারা (আচ্ছা করে ঠ্যাঙাব)। [হি. ঠেংগা]। ̃ ঠেঙি বি. লাঠি নিয়ে মারামারি; মারামারি। ̃ ড়ে, (বর্জি.) ̃ ড়িয়া বি. 1 অধুনালুপ্ত ভারতীয় দস্যু সম্প্রদায়বিশেষ; 2 লাঠিয়াল দস্যু (জমিদারের ঠেঙাড়ে বাহিনী)। &tilde নি বি. লাঠি দিয়ে প্রহার; প্রহার। ̃ নো ক্রি. বি. 1 লাঠি দিয়ে প্রহার করা; 2 প্রহার করা (ঠেঙিয়ে আধমরা করেছে)। বিণ. উক্ত উভয় অর্থে। 60)
ডাইনো-সর
(p. 354) ḍāinō-sara বি. অধুনালুপ্ত অতিকায় প্রগৈতিহাসিক সরীসৃপবিশেষ। [ইং. donosaur]। 28)
নষ্ট
(p. 447) naṣṭa বিণ. 1 নাশপ্রাপ্ত, ধ্বংসপ্রাপ্ত (নষ্ট রাজ্য, নষ্ট প্রাণ); 2 অপব্যয়িত (টাকা নষ্ট হওয়া); 3 ব্যর্থ, বিফল (ব্রত সময় পরিশ্রম সবই নষ্ট হল); 4 পণ্ড (কাজ নষ্ট হওয়া); 5 বিকারপ্রাপ্ত, বিকৃত (দুধ নষ্ট, নষ্ট মাছ); 6 অসত্, দুশ্চরিত্র (নষ্ট চরিত্র, নষ্ট মেয়েমানুষ, নষ্ট স্বভাব); 7 লুপ্ত, হারিয়ে গেছে এমন (নষ্টোদ্ধার, নষ্ট ধন)। বি. কুকর্ম, অনিষ্ট (যত নষ্টের গোড়া)। [সং. √ নশ্ + ত]। ̃ চন্দ্র বি. ভাদ্রমাসের কৃষ্ণচতুর্থীর বা শুক্লচতুর্থীর চাঁদ যা দেখলে কলঙ্ক হয়। ̃ চেতন বিণ. চেতনা বা সংজ্ঞা হারিয়েছে এমন। ̃ মতি বিণ. দুষ্টবুদ্ধি, কুবুদ্ধিযুক্ত। নষ্টা বিণ. বি. (স্ত্রী.) কুচরিত্র, ভ্রষ্টা, কুলটা। নষ্টামি, নষ্টামো বি. দুষ্টতা; শঠতা, দুরন্তপনা। নষ্টোদ্ধার বি. হারানো জিনিস উদ্ধার। 92)
নির্বাণ
(p. 468) nirbāṇa বি. 1 নিভে যাওয়া (দীপনির্বাণ, নির্বাণোন্মুখ প্রদীপ); 2 বিলুপ্তি, বিলয়, অবসান; 3 বৌদ্ধমতে সর্বপ্রকার বন্ধন থেকে মুক্তি, মোক্ষ ('আত্মার নিশ্চিন্ত নির্বাণে': বুদ্ধ); 4 পরম সুখ eternal bliss; 5 হাতির স্নান। বিণ. 1 নিভে গেছে এমন, নির্বাপিত (নির্বাণ দীপ); 2 মুক্ত, মোক্ষপ্রাপ্ত (নির্বাণ মুনি); 3 অস্তমিত (নির্বাণ সূর্য)। [সং. নির্ + √ বা + ত]। নির্বাণী বি. শৈব সন্ন্যাসী সম্প্রদায়বিশেষ। নির্বাণোন্মুখ বিণ. নিভে যাচ্ছে এমন, নিবুনিবু, নির্বাপিতপ্রায়। 89)
নির্মূল
(p. 468) nirmūla বিণ. 1 ছিন্নমূল, মূলসহ উত্পাটিত বা বিনষ্ট, সমূলে উচ্ছেদ করা হয়েছে এমন; 2 সম্পূর্ণ বিলুপ্ত, ধ্বংস (শত্রু নির্মূল করা); 3 ভিত্তিহীন, অমূলক। [সং. নির্ + মূল]। নির্মূলিত বিণ. উত্পাটিত; বিধ্বস্ত; বিলুপ্ত; নির্মূল করা হয়েছে এমন। 145)
নিশ্চিহ্ন
(p. 473) niścihna বিণ. চিহ্নমাত্র নেই এমন; বিলুপ্ত। [সং. নির্ + √ চিত্হ্ন]। 38)
প্রলীন
(p. 550) pralīna বিণ. 1 একেবারে লীন বা লুপ্ত; 2 মূর্ছিত। [সং. প্র + লীন]। 29)
বংশ2
(p. 572) baṃśa2 বি. 1 পুরুষপরম্পরা (বংশানুক্রমে); 2 কুল, গোষ্ঠী, গোত্র (একই বংশের সন্তান); 3 সন্তানসন্ততি (বংশরক্ষা, নির্বংশ)। [সং. √ বম্ + শ]। ̃ কৌলীন্য বি. বংশমর্যাদা, উঁচু বংশের গৌরব। ̃ গত বিণ. পুরুষানুক্রমে প্রাপ্ত (বংশগত রোগ); বংশের বৈশিষ্ট্যস্বরূপ। ̃ গতি বি. বংশানুক্রমে দৈহিক ও মানসিক বৈশিষ্ট্যের সংক্রমণ, heredity (বি. প.)। ̃ চরিত বি. বংশের ইতিহাস। ̃ চ্যুত বিণ. বংশ থেকে বিচ্যুত। ̃ জ বিণ. 1 বংশে জাত; 2 সদ্বংশীয়; 3 কুলভ্রষ্ট কুলীন, মৌলিক। ̃ তিলক বি. বিণ. বংশের গৌরব বা গৌরবস্বরূপ। ̃ ধর বি. যে কুলের অস্তিত্ব বজায় রাখে, বংশের পরবর্তী সন্তান; সন্তান। ̃ নাশ ̃ ক্ষয়, ̃ ধ্বংস বি. বংশের অবলুপ্তি। ̃ পরম্পরা বি. বংশের ধারা। ̃ বৃদ্ধি বি. বংশের সন্তানদের জন্ম; বংশধরদের সংখ্যাবৃদ্ধি। ̃ মর্যাদা বি. বংশের ঐতিহ্য অনুযায়ী প্রাপ্য সম্মান, আভিজাত্য। ̃ রক্ষা বি. সন্তানের জন্মদান করে বংশকে অব্যাহত রাখা। ̃ লোপ - বংশনাশ -এর অনুরূপ। ̃ লতা বি. শাখাপ্রশাখাক্রমে বিন্যস্ত বংশতালিকা। বংশে বাতি দেওয়া ক্রি. বি. 1 মৃত পিতৃপুরুষদের আত্মার মঙ্গল কামনায় কার্তিক মাসের পিতৃপক্ষে আকাশপ্রদীপ জ্বালা; 2 (আল.) বংশধররূপে বংশ বাঁচিয়ে রাখা। 15)
বিলীন
(p. 626) bilīna বিণ. 1 মিলিয়ে গেছে এমন (অতীতের গর্ভে বিলীন, শুন্যে বিলীন); 2 সম্পূর্ণ লুপ্ত, অন্তর্হিত বা মগ্ন (সম্ভাবনা বিলীন হয়ে যাওয়া)। [সং. বি + লীন]। 7)
বিলীয়-মান
(p. 626) bilīẏa-māna বিণ. 1 মিলিয়ে যাচ্ছে এমন; 2 বিলয়প্রাপ্ত, লুপ্ত বা অন্তর্হিত হচ্ছে এমন (বিলীয়মান সূর্যালোক)। [সং. বি + √ লী + আন]। 8)
বিলুপ্ত
(p. 626) bilupta বিণ. বিলীন; সম্পূর্ণ লোপ পেয়েছে এমন (সমস্ত প্রভেদ বিলুপ্ত, চিহ্ন বিলুপ্ত)। [সং. বি + লুপ্ত]। বিলুপ্তি বি. বিলীন বা সম্পূর্ণ লোপপ্রাপ্ত অবস্হা। 10)
বিলোপ, বিলোপন
(p. 626) bilōpa, bilōpana বি. 1 লুপ্ত হওয়া; 2 সম্পূর্ণ ধ্বংস বা লোপ, বিনাশ (বংশবিলোপ); 3 মৃত্যু। [সং. বি + √ লুপ্ + অ, অন]। 16)
মরা
(p. 685) marā বি. ক্রি. 1 প্রাণত্যাগ করা, মারা যাওয়া; 2 সর্বস্বহারা বা সর্বনাশগ্রস্ত হওয়া (চাকরি গেলে লোকটা মরবে); 3 নিদারুন কষ্ট পাওয়া (গরমে মরা, ভেবে মরছি, লজ্জায় মরছে); 4 শুকিয়ে যাওয়া, মজা (নদীটা মরে গেছে); 5 হ্রাস পাওয়া (রস মরা, ব্যথা মরা); 6 নির্জীব হওয়া (অভাবের জন্য লোকটা মরে আছে); 7 লুপ্ত হওয়া ('বাতাস আলো গেল মরে': রবীন্দ্র)। বিণ. 1 মৃত (মরা হাতি); 2 শুষ্ক, মজে গেছে এমন (মরা খাল); 3 নির্জীব (মরা প্রাণ, উনুনের মরা আঁচ); 4 লুপ্ত বা হ্রাসপ্রাপ্ত (মরা খিদে); 5 খাদযুক্ত (মরা সোনা)। [সং. √ মৃ + বাং. অ]। ̃ কটাল. বি. ভাটা। ̃ .কান্না বি কারও মৃত্যুতে আত্মীয়-পরিজনেরা যেমন উচ্চরোলে কাঁদে সেইরকম কান্না। মরা গাং, মরা নদী মজে-যাওয়া নদী ('এবার তোর মরা গাঙে বান এসেছে': বরীন্দ্র)। মরা পেট, মরা নাড়ি বহুদিন অনাহারে বা অর্ধাহারে থাকার ফলে পূর্ণ আহারে অসমর্থ পাকস্হলী। ̃ .মাস বি. খুশকি। ̃ .হাজা বিণ. 1 মৃত ও ক্ষয়প্রাপ্ত (মরাহাজা পুকুর); 2 জীর্ণশীর্ণ (মরাহাজা শরীর)। 36)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074469
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768771
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366212
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721106
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698153
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594697
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545318
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542314

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন