Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

লেবুর দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

কমলা2
(p. 164) kamalā2 বি. 1 লেবুবিশেষ, লেবুজাতীয় অম্লমধুর ফলবিশেষ; 2 কমলালেবুর বর্ণের অনুরূপ বর্ণ; 3 পাণ্ডুরোগ, jaundice. [তু. প্রাকৃ. কঁঅলা]। 48)
কাগজি, (বর্জি.) কাগজী
(p. 177) kāgaji, (barji.) kāgajī বিণ. 1 কাগজসম্বন্ধীয়; 2 কেবল কাগজেই প্রচারিত কিন্তু অবাস্তব; 3 কাগজের মতো পাতলা আবরণবিশিষ্ট (কাগজি লেবু)। বি. কাগজের ব্যাপারি। কাগজাত বি. (আদালতের ভাষায়) কাগজপত্র; হিসাবপত্র; দলিলপত্র। কাগজে-কলমে ক্রি. বিণ. লিখিতভাবে। কাগুজে বিণ. 1 কাগজসম্বন্ধীয়; 2 কেবল কাগজেই প্রচারিত কিন্তু অবাস্তব (কাগুজে বাঘ)। [আ. কায়গদ]। 25)
কোষ
(p. 210) kōṣa বি. 1 আধার, পাত্র, (অণ্ডকোষ, বীজকোষ); 2 খাপ (কোষবদ্ধ তরোয়াল); 3 ভাণ্ডার (রাজকোষ); 4 ধনরাশি (কোষাগার); 5 কাঁঠাল লেবু ইত্যাদির কোয়া (কাঁঠালের কোষ); 6 প্রাণিদেহের সূক্ষ্ম অংশবিশেষ, cell; 7 (দর্শ.) জৈবসত্তার বিভিন্ন স্তর (অন্নময় কোষ, মনোময় কোষ); 8 অভিধান (শব্দকোষ); 9 মুষ্ক, প্রাণিদেহের অণ্ড (কোষবৃদ্ধি); 1 মঞ্জুষা, পেটিকা; 11 কোষা; 12 রেশমগুটি, গুটিপোকা। [সং. √ কুষ্ + অ]। ̃ কার বি. পরস্পর সম্পর্কহীন কবিতার সংকলনগ্রন্হ। ̃ কার বি. অভিধানপ্রণেতা। ̃ বৃদ্ধি বি. অণ্ডকোষের স্ফীতিজনিত রোগবিশেষ। 62)
কোয়া
(p. 210) kōẏā বি. 1 ফলের বীজ; 2 কোষ (কাঁঠালের কোয়া. কমলালেবুর কোয়া)। [সং. কোষ]। 30)
গোঁড়া1
(p. 256) gōn̐ḍ়ā1 বিণ. গোঁড়বিশিষ্ট অর্থ উঁচু নাভিবিশিষ্ট। [বাং. গোঁড় + আ]। ̃ লেবু বি. অত্যন্ত টক স্বাদের বড় লেবুবিশেষ, জামির। 54)
ছোট, ছোটো
(p. 304) chōṭa, chōṭō বিণ. 1 ক্ষুদ্র, খর্ব (একটা ছোট বাঁশ); 2 হীন, নীচ, হেয় (ছোটো নজর, ছোটো কাজ, ছোট লোক); 3 কনিষ্ঠ (ছোট ভাই); 4 সংকুচিত (তার মুখটা ছোট হয়ে গেল); 5 সমাজে অবনত (ছোট জাত); 6 অপেক্ষাকৃত অল্পবয়স্ক (তোমার চেয়ে ছোট); 7 ক্ষমতায় পদে বা মর্যাদায় নিম্নতর (ছোট সাহেব, ছোট বাবু, ছোট আদালত); 8 বিনীত, নম্র ('বড় যদি হতে চাও ছোট হও তবে); 9 অনুচ্চ (ছোট গলায় কথা)। [প্রাকৃ. ছু়ড্ড সং. ক্ষুদ্র]। ̃ খাট, ̃ খাটো বিণ. ক্ষুদ্রায়তন, স্বল্পায়তন (একখানি ছোটখাটো ঘর); সংক্ষিপ্ত (ছোটখাটো গল্প)। ̃ বেলা - ছেলেবেলা -র অনুরূপ। ̃ মোটো - ছোটখাটো -র অনুরূপ। ̃ লোক বিণ. 1 নীচপ্রকৃতির লোক; অভদ্র লোক; 2 সমাজের অবনত ও অনুন্নত সম্প্রদায়ের লোক। ছোট হাজরি - হাজরি দ্র। 155)
ছোলঙ্গ
(p. 304) chōlaṅga বি. (আঞ্চ.) বাতাবি লেবু। [দেশি]। 168)
জম্বির, জম্বীর
(p. 312) jambira, jambīra বি. জামির, গোঁড়া লেবু। [সং. √ জম্ + ইর, ঈর]। 117)
জম্বুরা
(p. 312) jamburā বি. (আঞ্চ.) বাতাবিলেবু। [তু. জম্বীর]। 120)
জামির
(p. 322) jāmira বি. গোঁড়া লেবু। [সং. জম্বীর]। 47)
জিলাপি, (কথ্য) জিলিপি
(p. 326) jilāpi, (kathya) jilipi বি. ময়দা দিয়ে তৈরি চক্রাকারে ভাজা এবং চিনির রসে প্রস্তুত মিঠাইবিশেষ। [হি. জিলেবী]। 9)
টাবা
(p. 343) ṭābā বি. লেবুবিশেষ। [দেশি]। 31)
টেবো
(p. 347) ṭēbō বিণ. টাবা লেবুর মতো গোলগাল; ফুলোফুলো (টেবো গাল)। [বাং. টাবা + উয়া ও]। 25)
নাগ-রঙ্গ
(p. 452) nāga-raṅga বি. নারঙ্গালেবু, কমলালেবু। [সং. নাগ (সিঁদুর) + রঙ্গ]। 19)
নারঙ্গ, নারঙ্গি
(p. 454) nāraṅga, nāraṅgi বি. কমলালেবু বা তার গাছ। [সং. নারঙ্গ]। 66)
নারাঙ্গা
(p. 454) nārāṅgā বি. 1 কমলালেবু; 2 (কমলালেবুর মতো পীতলোহিত বর্ণের বলে) বিসর্প রোগ। [ফা. নারন্জ্ তু. সং. নারঙ্গ]। 70)
নিম্বু, নিম্বুক
(p. 461) nimbu, nimbuka কাগজি লেবু বা তার গাছ। [সং. নিব্ (নিম্ব্) + উ, উক-তু. হি. নিম্বু (লেবু)]। 106)
বলা2
(p. 580) balā2 ক্রি. 1 কহা, কওয়া (কথা বলা); 2 উল্লেখ করা (তার কথা আর বোলো না); 3 জানানো, জ্ঞাপন করা (এই কথাটা তাকে বোলো); 4 অনুমতি বা সম্মতি দেওয়া (তুমি বললে তবেই যাব); 5 আদেশ বা অনুরোধ করা (তাকে আসতে বলেছি); 6 পরামর্শ মন্ত্রণা বা উপদেশ দেওয়া (এই হল অবস্হা, এখন বল আমি কী করব); 7 আহ্বান নিমন্ত্রণ বা আমন্ত্রণ করা, ডাকা (এই অনুষ্ঠানে তাঁকে বলনি?); 8 প্রকাশ করা (মনের দুঃখের কথা বলাই ভালো); 9 বর্ণনা বা বিবৃত করা (ছেলেবেলার কথা বলতে শুরু করল); 1 তিরস্কার বা নিন্দা করা (নিজের ভুল বুঝতে পেরেছে, আর কিছু বোলো না); 11 বিচার করে দেখা (অর্থ বল, মান বল, সবই বৃথা)। বি. 1 কথন; 2 উল্লেখ; 3 জ্ঞাপন; 4 বর্ণন। বিণ. বলা হয়েছে এমন (বারবার বলা গল্প)। [সং. √ বদ্ প্রাকৃ. বোল্ল √ বল্ তু. হি. বোলনা]। ̃ কওয়া, ̃ কহা বি. 1 বিশেষ করে বলা বা অনুরোধ করা (অনেক বলা-কওয়া করে রাজি করানো হয়েছে); 2 জ্ঞাপন (সেখানে যাবে তো বলছ, তা আগে থেকে বলা-কওয়া আছে?)। ̃ নো ক্রি. বি. পরকে দিয়ে বলার কাজ করানো, কওয়ানো। বিণ. উক্ত অর্থে। ̃ বলি বি. 1 কথোপকথন (আগে থেকে ওটা সম্বন্ধে একটু বলাবলি করে নেওয়াই ভালো); 2 পরস্পর কানাকানি বা মন্ত্রণা (ব্যাপারটা নিয়ে কীসব বলাবলি হচ্ছে); 3 ক্রমাগত অনুরোধ (অনেক বলাবলি করেছি, তবে রাজি হয়েছেন)। বলে-কয়ে ক্রি-বিণ. বিশেষভাবে বলে এবং অনুরোধ করে (বলে-কয়ে রাজি করানো)। 172)
বাতাবি, বাতাপি
(p. 596) bātābi, bātāpi বি. বড়ো লেবুবিশেষ। [বাটাভিয়া বাতাবি]। 45)
বাল্য
(p. 602) bālya বি. ছেলেবেলা, বালকবয়স, সাধারণত ষোলো বত্সর বয়স পর্যন্ত জীবনকাল। [সং. বাল + য]। ̃ কাল বি. শৈশব, বালকবয়স। ̃ প্রণয়, ̃ প্রেম বি. অপ্রাপ্তবয়সে সঞ্জাত প্রেম। ̃ বন্ধু, ̃ সখা, সুহৃত্ বি. বাল্যকাল থেকে যার সঙ্গে বন্ধুত্ব অক্ষুণ্ণ রয়েছে। ̃ বিধবা বি. বালিকা বয়সেই যে রমণী বিধবা হয়েছে। ̃ বিবাহ বি. অপ্রাপ্তবয়সে বিবাহ। ̃ শিক্ষা বি. প্রাথমিক শিক্ষা, শিশুবয়সের প্রথম শিক্ষা। ̃ সঙ্গী, ̃ সহচর বি. বাল্যকালের বন্ধু বা সঙ্গী। বাল্যাবধি ক্রিবিণ. শিশুকাল থেকে, ছেলেবেলা থেকে। বাল্যাবস্হা বি. বালকবয়স, শৈশব। 88)
বেলা৩
(p. 642) bēlā3 বি. 1 সময় (বেলা বারোটা, সকালবেলা); 2 দিনমান, দিবাভাগ ('বেলা যে পড়ে এল': রবীন্দ্র); 3 (পূর্বাহ্নে) বিলম্ব, কালাতিক্রম (বেলা হয়ে গেল, বেশি বেলা কোরো না); 4 ব্যাপ্তি, পরিসর (জীবনের বেলা) 5 অবসর, সুযোগ (এই বেলা কথাটা বলে ফেলি); 6 কাল, বয়স (ছেলেবেলা)। (বাং.) অব্য. অনু. পক্ষে, সম্বন্ধে (নিজের বেলা, তার বেলা, পরের বেলায়)। [সং. √ বেল্ + অ + আ]। বেলা পড়া ক্রি. বি. বিকাল হয়ে আসা। বেলা বাড়া ক্রি. বি. মধ্যাহ্নের দিকে দিবাভাগ অগ্রসর হওয়া (বেলা বাড়ছে, বাড়ি যাই)। বেলা হওয়া ক্রি. বি. দেরি হওয়া; মধ্যাহ্নের দিকে দিবাভাগ অগ্রসর হওয়া। ̃ বেলি ক্রি-বিণ. দিনের আলো থাকতে থাকতে। 23)
মারা
(p. 700) mārā ক্রি. বি. 1 বিনাশ করা বা বধ করা (সাপ মারা); 2 প্রহার করা (ছাত্রকে মারা); 3 বধ বা আঘাত করার উদ্দেশ্যে প্রয়োগ করা (ছুরি মারা); 4 নষ্ট করা (বিষ মারা, জাত মারা); 5 শুষ্ক করা (রস মারা); 6 প্রবিষ্ট করানো, ঠুকে বসানো (পেরেক মারা); 7 জুড়ে বা এঁটে দেওয়া (তালি মারা, টিকিট মারা); 8 প্রয়োগ করা, মুদ্রিত করা, লাগানো (লেবেল মারা, ছাপ মারা) ; 9 অপহরণ করা (পকেট মারা); 1 অসদুপায়ে লাভ করা, আত্মসাত্ করা (টাকা মেরে দেওয়া); 11 ; বন্ধ করা, ভোগ করতে না দেওয়া (ভাত মারা); 12 অবরুদ্ধ করা, রোধ করা (পথ মারা); 13 ধারণ করা (মালকোঁচা মারা); 14 প্রদর্শন করা (চাল মারা, চালাকি মারা, ফুটানি মারা); 15 (কথ্য) খুব খাওয়া (লুচিমাংস মারা); 16 দেওয়া (উঁকি মারা); 17 উপভোগ করা (ফূর্তি মারা, মজা মারা)। বিণ. 1 নিহত (লাঠি দিয়ে সাপ মারা); 2 বসানো লাগানো বা আঁটা হয়েছে এমন (পেরেক-মারা জুতো, টিকিটমারা খাম); 3 বধকারী (মাছিমারা, বাঘমারা); 4 নষ্ট, মৃত (মেরে যাওয়া)। [সং. √ মৃ + ণিচ্ + বাং.অ]। মারা পড়া, মারা যাওয়া ক্রি. বি. 1 প্রাণ হারানো; 2 নষ্ট হওয়া (টাকা মারা যাওয়া)। ̃. মারি বি. 1 পরস্পর প্রহার; 2 দাঙ্গা, লড়াই। মেরে-কেটে ক্রিবিণ. অব্য. বাদ দেওয়া বা কাটাকুটি করা সত্ত্বেও, অন্ততপক্ষে (মেরেকেটে তিন হাজার টাকা পাবে)। মেরে দেওয়া ক্রি. বি. আত্মসাত্ করা; চুরি করা। মেরে ফেলা ক্রি. বি. হত্যা বা খুন করা; প্রাণনাশ করা। পেটে মারা, ভাতে মারা ক্রি. বি. 1 না খেতে দিয়ে দুর্বল করে ফেলা; 2 জীবিকার উপায় নষ্ট করে দেওয়া। 26)
মোসম্বি, মোসাম্বি
(p. 719) mōsambi, mōsāmbi বি. কমলাজাতীয় লেবুবিশেষ। [দেশি ?]। 36)
লেবু1
(p. 764) lēbu1 বি. (প্রধানত অম্লরসাত্মক) ফলবিশেষ। [অর্বাচীন সং. নিম্বু]। 17)
লেবু2
(p. 764) lēbu2 বিণ. বোকা বা ক্যাবলা ধরনের। বি. বোকা বা ক্যাবলা ধরনের লোক। [দেশি]। 18)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074483
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768772
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366219
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721107
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698153
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594697
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545319
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542316

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন