Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শান্ত]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অক্রোধ
(p. 4) akrōdha বি. ক্রোধের অভাব, ক্রোধহীনতা। বিণ. ক্রোধহীন, শান্ত। [সং. ন+ক্রোধ]। ̃ ন বিণ. (সহজে) ক্রুদ্ধ হয় না এমন। অক্রোধী (-ধিন্) বিণ. ক্রুদ্ধ হয় না বা রাগে না এমন। 21)
অক্ষুব্ধ
(p. 4) akṣubdha বিণ. 1 ক্ষুব্ধ বা বিচলিত নয় এমন (অক্ষুব্ধ চিত্তে); 2 প্রশান্ত, ধীর, শান্ত। [সং. ন+ক্ষুব্ধ]। 39)
অক্ষোভ
(p. 4) akṣōbha বিণ. 1 ক্ষোভহীন; 2 প্রশান্ত; 3 খেদহীন; 4 অক্লান্ত (অক্ষোভ শরীর)। বি. ক্ষোভহীনতা; প্রশান্তি; আকুলতার অভাব। [সং. ন+ক্ষোভ]। 40)
অঘোর1
(p. 8) aghōra1 বিণ. অভীষণ, শান্ত। বি. শিব (অঘোরমন্ত্র)। [সং. ন+ঘোর]। ̃ পন্হী বি. বীভত্স আচারে অভ্যস্ত শৈব সম্প্রদায়বিশেষ। 21)
অনির্বাণ
(p. 25) anirbāṇa বিণ. 1 নির্বাণ বা মুক্তিলাভ হয়নি এমন; 2 নেভে না বা নির্বাপিত হয় না এমন (অনির্বাণ দীপালোক, অনির্বাণ শোকাগ্নি); 3 জ্বলন্ত; 4 (-চির-) অশান্ত। [সং. ন + নির্বাণ]। 54)
অন্ত
(p. 32) anta বি. 1 মৃত্যু; বিনাশ (দেহান্ত); 2 শেষ, অবসান (নিশান্ত, অন্তহীন রাত্রি); 3 প্রান্ত, সীমা (বনান্ত, দিগন্ত) 4 স্বরূপ, হদিশ (অন্ত পাওয়া ভার); 5 জীবনশেষ ('অন্তে দিও গো পদাশ্রয়': সু. দ.)। [সং. অম্ + ত]। ̃ ক বি. যম। বিণ. 1 নাশক; 2 শেষ বা চরম, যার পর আর কিছু নেই, final (দর্শ.)। ̃ কাল বি. মৃত্যুর সময়। &tilde ; ত, (-বর্জি.) ̃ তঃ অব্য. কমপক্ষে। ̃ স্হ বিণ. প্রান্তস্হ। 29)
অন্তর
(p. 32) antara বি. 1 হৃদয়, মন ('অন্তর মম বিকশিত করো': রবীন্দ্র); 2 তফাত, ব্যবধান (তিন দিন অন্তর, নিরন্তর); 3 ভিতর, মধ্য (দুইয়ের অন্তরে); 4 পার্থক্য, তারতম্য; 5 ভেদ (মতান্তর); 6 পরিধান (অন্তরীয়)। বিণ. 1 (সমাসের উত্তরপদে) ভিন্ন, অপর (গত্যন্তর, দেশান্তর); 2 আত্মীয় (অন্তরতম)। [সং. অন্ত + √ রা + অ]। ̃ জ্ঞ বিণ. অন্তর্যামী; বিশেষজ্ঞ। ̃ টিপুনি বি. অন্যের অজ্ঞাতে কারও মনে গোপনে আঘাত। ̃ স্হ বিণ. মনোগত। 31)
অব-স্হান
(p. 46) aba-shāna বি. 1 স্হিতি, বাস; 2 বাসস্হান, location. [সং. অব + √ স্হা + অন]. অবস্হান ধর্মঘট বি. কর্মস্হলে কর্মবিরতি পালন, stay-in-strike. অব-স্হিত বিণ. 1 আছে বা বাস করছে এণন, স্হিত, বিদ্যমান (গঙ্গার তীরে অবস্হিত); 2 স্হির বা প্রশান্ত (অবস্হিতচিত্ত)। অব-স্হিতি বি. বাস; বিদ্যমানতা। 34)
অব্যগ্র
(p. 50) abyagra বিণ. ব্যগ্র বা ব্যাকুল নয় এমন; ব্যস্ত নয় এমন; শান্ত, ধীর। [সং. ন + ব্যগ্র]। বি. ̃ তা। 23)
অব্যাকুল
(p. 50) abyākula বিণ, ব্যাকুলতাহীন, অস্হির নয় এমন; স্হির, শান্ত। [সং. ন + ব্যাকুল] 36)
অমত্ত
(p. 55) amatta বিণ. মত্ত নয় এমন; স্বাভাবিক বা শান্ত। [সং. ন + মত্ত]। 42)
অশান্ত
(p. 65) aśānta বিণ. চঞ্চল, অস্হির (অশান্ত মন); দুরন্ত (অশান্ত ছেলে); প্রবোধ মানে না এমন (অশান্ত হৃদয়); বিক্ষুদ্ধ (অশান্ত সমুদ্র)। [সং. ন + শান্ত]। 19)
অশান্তি
(p. 65) aśānti বি. চঞ্চলতা, শান্তির অভাব; মানসিক কষ্ট (বড় অশান্তিতে আছি); কলহ, ঝগড়াঝাঁটি (পাড়ায় খুব অশান্তি;) বিক্ষোভ (তোমার সবকিছুতেই অশান্তি)। [সং. ন + শান্তি]। 20)
অসুখ
(p. 72) asukha বি. 1 সুখের অভাব; অশান্তি; 2 রোগ, ব্যাধি, পীড়া, অসুস্হতা। [সং. ন + সুখ]। ̃ কর, ̃ দায়ক, অসুখাবহ বিণ. অশান্তিজনক। ̃ বিসুখ বি. রোগ-বালাই, রোগ-জ্বালা ইত্যাদি। অসুখী বিণ. সুখ নেই এমন, দুঃখিত। 14)
অস্বস্তি
(p. 73) asbasti বি. 1 স্বস্তি বা আরামের অভাব; অস্বাচ্ছন্দ্য; সাবলীলতার অভাব; অসুবিধা; 2 দেহ বা মনের অশান্তি। [সং. ন + স্বস্তি]। ̃ কর বিণ. দেহ বা মনের পক্ষে অসুবিধাজনক বা অশান্তিজনক। 50)
অস্বস্হ
(p. 73) asbasha বিণ. অসুস্হ, স্বাভাবিক অবস্হাযুক্ত নয় এমন; অশান্তিপূর্ণ। [সং. ন + স্বস্হ]। বি. ̃ তা। 51)
আপন
(p. 95) āpana বিণ. নি়জ, স্বীয়, নিজের; আত্মীয় (আপনজন)। [সং. আত্মন্]। ̃ .কার সর্ব. বিণ. আপনার; নিজের। ̃ .জন বি. নিজের লোক; আত্মীয়। ̃ .পর বি. আত্মীয়- অনাত্মীয়; সত্রু-মিত্র। ̃ .ভোলা বিণ. উদাসীন, নিজের সুখশান্তি সম্বন্ধে খেয়াল নেই এমন; আত্মহারা; তন্ময়। ̃ .মনে ক্রি- বিণ. নিজে নিজে; নিজের মনে; বাইরের সবকিছু সম্বন্ধে নির্লিপ্ত থেকে। ̃ .সর্বস্ব বিণ. স্বার্থপর; কেবল নিজের কথাই ভাবে এমন। ̃ .হারা বিণ. আত্মভোলা; আপনভোলা। আপনার পায়ে কুড়ুল মারা ক্রি. বি. নিজেই নিজের সর্বনাশ ডেকে আনা। 46)
আবার
(p. 99) ābāra ক্রি-বিণ. অব্য. 1 পুনর্বার, পুনরায় (একবার গেছ তো কী হয়েছে, আবার যাও); 2 অধিকন্তু, উপরন্তু (গরিব, আবার বদখেয়ালি); 3 অনিশ্চয়তা বা অবিশ্বাস বোঝাতে ও নেতিমূলক প্রশ্নে (দারিদ্রের আবার সুখশান্তি; তার মতো লোক আবার সাহায্য করবে; কী আবার করব) [সং. অপর; প্রাকৃ. অবর]। 8)
উত-রোল
(p. 123) uta-rōla বিণ. অশান্ত, বিক্ষুব্ধ ('চিত উতরোল')। বি. কোলাহল, গণ্ডগোল। [দেশি]। 39)
উত্তেজনা, উত্তেজন
(p. 125) uttējanā, uttējana বি. 1 উদ্দীপনা, উত্সাহ; 2 কাজে উত্সাহ সঞ্চার; 3 তীব্র বা প্রবল মানসিক আবেগ, প্রবল চিত্তচাঞ্চল্য। [সং. উত্ + √ তিজ্ + অন + আ]। উত্তেজক বিণ. বি. প্রেরণাদায়ক; উদ্দীপক; বিক্ষোভ সঞ্চারকারী। উত্তেজিত বিণ. উত্তেজনাপ্রাপ্ত; উদ্দীপিত; বিক্ষুব্ধ; (যার) প্রবল চিত্তচাঞ্চল্য ঘটেছে এমন; অশান্ত। 29)
উপ-শম
(p. 133) upa-śama বি. 1 শান্তি, নিবৃত্তি (রোগের উপশম); 2 ইন্দ্রিয় দমন। [সং. উপ + √ শম্ + অ]। ̃ ক বিণ. উপশমকারী। ̃ নীয় বিণ. উপশম করা যায় এমন; উপশম করা উচিত এমন। উপ-শমিত, উপ-শান্ত বিণ. উপশমপ্রাপ্ত, উপশম করা হয়েছে এমন; শান্ত বা সংযত করা হয়েছে এমন। 59)
কামী
(p. 181) kāmī (-মিন্) বিণ. 1 কামুক; 2 ইচ্ছুক; অভিলাষী (শান্তিকামী)। [সং. কাম + ইন্]। 110)
ক্লান্ত
(p. 215) klānta বিণ. 1 পরিশ্রান্ত, অবসন্ন (পথশ্রমে ক্লান্ত); 2 ক্লিষ্ট। [সং. √ ক্লম্ + ত]। ক্লান্তি বি. শান্তি, অবসন্নতা ('সারা পথের ক্লান্তি আমার': রবীন্দ্র)। ক্লান্তি হীন বিণ. অক্লান্ত; যে সহজে ক্লান্ত হয় না। 38)
ক্ষান্ত
(p. 217) kṣānta বিণ. 1 নিরস্ত, নিবৃত্ত; বিরত (ক্ষান্ত হও, এই যুদ্ধ বন্ধ করো); 2 সহিষ্ণু, ক্ষমাশীল। [সং. √ ক্ষম্ + ত]। ক্ষান্ত দেওয়া ক্রি. বি. নিবৃত্ত হওয়া ('ক্ষান্ত দে মা, শান্ত হ মা': রবীন্দ্র)। ক্ষান্তি বি. সহিষ্ণুতা, সহ্যগুণ; নিবৃত্তি; বিরতি (বৃষ্টির ক্ষান্তি নেই)। 26)
ক্ষুন্নিবারণ, ক্ষুন্নিবৃত্তি
(p. 217) kṣunnibāraṇa, kṣunnibṛtti বি. ক্ষুধার শান্তি, আহারের ফলে ক্ষুধার উপশম; ভোজন। [সং. ক্ষুত্ + নিবারণ, নিবৃত্তি]। 48)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073900
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768622
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366007
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721028
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698018
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594622
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545129
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542287

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন