Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শাসনকর্তা দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

গভর্নর
(p. 241) gabharnara বি. 1 শাসনকর্তা; 2 প্রাদেশিক শাসনকর্তা; 3 রাজ্যপাল। [ইং. governor]। গভর্নর-জেনারেল বি. সর্বপ্রধান শাসনকর্তা; বড়লাট। [ইং. governor-general]। 17)
জিলা-দার
(p. 326) jilā-dāra বি. জেলার শাসনকর্তা বা শাসক। [আ. জিলা + ফা. দার]। 8)
দণ্ড1
(p. 396) daṇḍa1 বি. 1 লাঠি, ডাণ্ডা (লৌহদণ্ড); 2 লাঠির মতো লম্বা জিনিস (মন্হনদণ্ড); 3 চার হাত পরিমাণ; 4 শাস্তি (কারাদণ্ড, প্রাণদণ্ড); 5 জরিমানা, খেসারত, গচ্চা, (অর্থদণ্ড, অনেকগুলো টাকা দণ্ড গেল); 6 শাসন (ন্যায়দণ্ড); 7 শাসনদণ্ড, রাজদণ্ড (দণ্ডধর); 8 যুদ্ধ; 9 সৈন্য (দণ্ডনায়ক)। [সং. √ দণ্ড্ + অ]। ̃ গ্রহণ বি. 1 প্রাপ্য শাস্তি মেনে নেওয়া; 2 সন্নাসধর্মগ্রহণ। ̃ ধর বি. 1 শাসক; 2 রাজা; 3 যমরাজ। বিণ. যষ্টিধারী। ̃ ধারী (-রিন্) বিণ. যষ্টিধারী। বি. 1 সন্ন্যাসী; 2 রাজা। ̃ ন বি. 1 শাস্তিবিধান, শাস্তি দেওয়া; 2 দমন, শাসন। ̃ নায়ক বি. 1 দণ্ডবিধানকর্তা; 2 সেনাপতি। ̃ নীতি বি. 1 রাজ্যশাসননীতি; 2 শাস্তিদাননীতি। ̃ নীয়, দণ্ড্য বিণ. শাস্তিলাভের যোগ্য, শাস্তির যোগ্য। ̃ পাণি বিণ. দণ্ডধারী। বি. যম ('দণ্ডপাণি দণ্ডধর যথা': মধু)। ̃ পাল, ̃ পালক বি. 1 দ্বারপাল; 2 শাসনকর্তা। ̃ বত্ বি. ভূমিতে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম (দণ্ডবত্ করা)। বিণ. ওইভাবে প্রণত (দণ্ডবত্ হওয়া)। খুরে খুরে দণ্ডবত্ (ব্যঙ্গে) পরোক্ষে পশু বলে ঘোষণা করে দুষ্টের কাছে পরাজয় স্বীকার বা নিষ্কৃতি কামনা। ̃ বিধাতা (-তৃ) বিণ. 1 শাস্তি বিধানকারী; 2 শাসনকারী। বি. 1 রাজা; 2 বিচারক। ̃ বিধান বি. 1 শাস্তিদান; 2 দণ্ডবিধি, শাস্তির আইন। ̃ বিধি বি. শাস্তিদানসম্বন্ধীয় আইন (ফৌজদারি দণ্ডবিধি)। ̃ মুণ্ড বি. শারীরিক ও আর্থিক সমস্তপ্রকার শাস্তি। দণ্ডমুণ্ডের কর্তা শারীরিক ও আর্থিক সমস্তপ্রকার শাস্তির কর্তা অর্থাত্ রাজা শাসক বা বিচারপতি। ̃ যাত্রা বি. 1 যুদ্ধযাত্রা; 2 শোভাযাত্রা। দণ্ডাজ্ঞা বি. শাস্তির আদেশ। দণ্ডাদেশ-দণ্ডাজ্ঞা -র অনুরূপ। 23)
দ্বৈত
(p. 426) dbaita বি. 1 দ্বিত্ব; দ্বিবিধত্ব; 2 দুইয়ের সত্তা; 3 প্রাচীন ভারতের অরণ্যবিশেষ। বিণ. 1 দ্বিবিধ (দ্বৈত সত্তা, দ্বৈত ভূমিকা); 2 দুজনে মিলে করা হয় এমন (দ্বৈতসংগীত)। ̃ বাদ বি. জীবাত্মা ও পরমাত্মা কিংবা প্রকৃতি ও পুরুষ ভিন্ন-এই দার্শনিক মত। ̃ বাদী (-দিন্) বিণ. দ্বৈতবাদে বিশ্বাসী; দ্বৈতবাদ মানে এমন। ̃ শাসন বি. এক রাষ্ট্রে বা রাজ্যে দুই শাসনকর্তার যুগপত্ শাসন। ̃ সংগীত বি. দুজনে মিলে গাওয়া হয় এমন গান, duet. দ্বৈতাদ্বৈত বি. জীবাত্মা ও পরমাত্মার ভেদ ও অভেদ; দার্শনিক নিম্বার্কাচার্যের মতবাদ। 32)
নাজিম
(p. 452) nājima বি. 1 মুসলমান শাসনকর্তা; 2 প্রাদেশিক শাসনকর্তা; 3 বিচারক (নাজিমের আদালত)। [আ. নাজীম্]। 51)
নিজাম
(p. 460) nijāma বি. 1 প্রাদেশিক শাসনকর্তা; 2 পূর্বতন হায়দরাবাদের মুসলমান শাসকের উপাধি। [আ. নিজাম]। ̃ ত, ̃ তি বি. নিজামের পদ বা পদবি; নিজামের অধিকার বা সম্পত্তি। বিণ. নিজাম বা নিজামতি সম্বন্ধীয় (নিজামত আদালত)। 28)
পাশা2
(p. 518) pāśā2 বি. তুরস্কের শাসনকর্তা, সেনাপতি, উচ্চ সরকারি কর্মচারী বা সম্ভ্রান্ত ব্যক্তির উপাধি। [তুর.]। 27)
প্রদেশ
(p. 546) pradēśa বি. 1 দেশের বা রাষ্ট্রের বিভাগ (প্রদেশের শাসনকর্তা); 2 কয়েকটি বিভাগের সমষ্টি; 3 পূর্বতন সুবা; 4 দেশ বা রাষ্ট্র; 5 অঞ্চল (মেরুপ্রদেশ)। [সং. প্র + √ দিশ্ + অ]। বিণ. প্রাদেশিক। 30)
প্রশাসক
(p. 551) praśāsaka বিণ. বি. পরিচালনার ভারপ্রাপ্ত শাসনকর্তা, শাসনকার্য পরিচালনা করেন এমন বা এমন পদস্হ কর্মচারী। [সং. প্র + শাসক]। 13)
ফৌজ
(p. 570) phauja বি. সৈন্যদল। [আ. ফউজ]। ̃ দার বি. সেনাপতি; কোতোয়াল; আঞ্চলিক শাসনকর্তা। [আ. ফউজ + ফা. দার]। ̃ দারি বি. ফৌজদারি মামলা। বিণ. মারপিট খুনজখম ইত্যাদি সম্বন্ধীয়। [আ. ফউজ + ফা. দার + বাং. ই]। ফৌজি বিণ. সামরিক, জঙ্গি (ফৌজি বিমান, ফৌজি আক্রমণ)। 23)
ম্যাজিস্ট্রেট
(p. 721) myājisṭrēṭa বি. মহকুমা বা জেলার ফৌজদারি বিচারক ও শাসনকর্তা। [ইং. magistrate]। 16)
লাট৫
(p. 759) lāṭa5 বি. 1 গভর্ণর, রাজ্যপাল (বাংলার লাট); 2 দেশের প্রধান শাসক; 3 সর্বাধিনায়ক। [ইং. lord]। ̃ .বেলাট বি. পদস্হ ও সম্ভ্রান্ত ব্যক্তি। ̃ .সাহেব বি. 1 গভর্নর, রাজ্যপাল; 2 (ব্যঙ্গে) চালচলন ও বেশভূষার আত্মম্ভরিতাপূর্ণ ব্যক্তি। ছোট-লাট প্রাদেশিক শাসনকর্তা, lieutenant-governor জঙ্গি-লাট প্রধান সেনাপতি। বড়ো-লাট দেশের প্রাক্তন প্রধান শাসনকর্তা, গভর্নর-জেনারেল। 14)
শরিফ
(p. 772) śaripha বিণ. 1 মহানুভব, উচ্চমনা (শরিফ আদমি); 2 অভিজাত, উচ্চবংশীয়; 3 খুশি, প্রফুল্ল (শরিফ মেজাজ)। বি. 1 উচ্চবংশীয় বা অভিজাত ব্যক্তি; 2 মক্কার শাসনকর্তার উপাধি। [আ. শরীফ্]। 18)
শাসিতা2
(p. 776) śāsitā2 (-তৃ) বি. 1 শাসনকর্তা; 2 উপদেষ্টা, শিক্ষক। [সং. √ শাস্ (+ই) + তৃ]। 31)
শাস্তা
(p. 776) śāstā (-তৃ) বি. 1 শাসনকর্তা, নৃপতি; 2 উপদেষ্টা, গুরু, শিক্ষক; 3 বুদ্ধদেব। [সং. √ শাস্ + তৃ]। 32)
সর-কার
(p. 817) sara-kāra বি. 1 প্রভু, মালিক; 2 ভূস্বামী; 3 শাসনকর্তা, নৃপতি; 4 শাসনবিভাগ, রাষ্ট্রশাসনতন্ত্র, গভর্নমেণ্ট; 5 অর্থাদি আদায় ও ব্যয়সংক্রান্ত কর্মচারী (বিলসরকার, বাজার সরকার); 6 মুসলমান আমলে হিন্দু ও মুসলমান রাজকর্মচারীকে প্রদত্ত খেতাববিশেষ। [ফা. সরকার্]। সর-কারি বি. সরকারের কাজ। বিণ. সরকারসম্বন্ধীয়; গভর্নমেণ্টের; সাধারণের (সরকারি সম্পত্তি)। 9)
হাকিম
(p. 862) hākima বি. 1 বিচারপতি; 2 শাসনকর্তা; 3 (মূলত) ইউনানি চিকিত্সক, বৈদ্য। [আ. হকীম]। হাকিম নড়ো তো হুকুম নড়ে না হুকুম বা আদেশ দিয়ে বিচারক অন্যত্র চলে গেলেও তার হুকুমের পরিবর্তন অসম্ভব, তা পালন করতেই হবে। হাকিমি বি. বিচারকের বৃত্তি বা পদ; ইউনানি চিকিত্সা। বিণ. বিচার বা বিচারকসম্বন্ধীয়; চিকিত্সা বা চিকিত্সকসম্বন্ধীয। 62)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074214
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768698
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366107
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721067
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698068
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594660
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545193
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542308

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন