Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শিবপত্নী; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আগমন
(p. 82) āgamana বি. এসে উপস্হিত হওয়া, আসা। [সং. আ + √ গম্ + অন]। আগমনি বি. শিবপত্নী ও হিমালয়কন্যা উমার পিত্রালয়ে আগমনবিষয়ক গান; দুর্গাপূজার আগে উমার আগমন নিয়ে যে গান গাওয়া হয়। বিণ. আগমনসংক্রান্ত। [সং. আগমন + বাং. ই (ঈ অপ্রয়োজনীয়)]। 46)
গঙ্গা
(p. 236) gaṅgā বি. 1 গঙ্গা নদী, ভাগীরথী; 2 শিবপত্নী; গঙ্গাদেবী। [সং. √গম্ + গ + আ]। ̃ জ বিণ. গঙ্গাজাত। বি. 1 ভীষ্ম; 2 কার্তিকেয়। ̃ জল বি. 1 গঙ্গানদীর জল; 2 সখী বা সই পাতানোর সম্পর্ক। ̃ জলি বি. 1 অন্তর্জলি; মুর্মূষু ব্যক্তির মুখে গঙ্গাজল দেওয়া; 2 গঙ্গাজল স্পর্শ করে শপথ; 3 গঙ্গাজলের মতো গেরুয়া রংবিশিষ্ট। ̃ ধর বি. শিব। ̃ পুত্র বি. 1 ভীষ্ম; 2 শবদাহ করে এমন সম্প্রদায়বিশেষ, মুর্দাফরাস। ̃ প্রাপ্তি বি. গঙ্গাতীরে মৃত্যু; মৃত্যু। ̃ ফড়িং বি. সবুজ রঙের পতঙ্গবিশেষ। ̃ বাসী (-সিন্) বিণ. বি. গঙ্গানদীর তীরে বসবাসকারী। ̃ যমুনা বি. গঙ্গা ও যমুনা নদী। বিণ. 1 সাদা ও কালো রঙের; 2 দুই ভিন্ন রং পাশাপাশি আছে এমন (গঙ্গাযমুনা শাড়ি); 3 সোনা ও রুপা মিশ্রিত। ̃ যাত্রা বি. গঙ্গাজল স্পর্শ করে মরার জন্য মুমূর্ষু ব্যক্তির গঙ্গাতীরে যাওয়া। ̃ যাত্রী (-ত্রিন্) বি. 1 মুমূর্ষু ব্যক্তি; 2 যোগ মেলা ইত্যাদি উপলক্ষ্যে গঙ্গাস্নানে গমনকারী। ̃ লাভ বি. গঙ্গাতীরে মৃত্যু। ̃ সংগম, ̃ সাগর বি. গঙ্গার সঙ্গে সাগরের মিলনস্হান। গঙ্গোত্তরী, গঙ্গোত্রী বি. হিমালয়ের প্রান্তবর্তী গাঢ়োয়ালপ্রদেশস্হ গঙ্গানদীর অবতরণস্হান; হিমালয়ের প্রান্তবর্তী হিন্দু তীর্থস্হানবিশেষ। গঙ্গোদক বি. গঙ্গাজল। 8)
জয়া
(p. 312) jaẏā বি. 1 পার্বতী, শিবপত্নী; 2 পার্বতীর সখীবিশেষ; 3 জয়ন্তীবৃক্ষ; 4 হরীতকী; 5 ভাং, সিদ্ধি। [সং. √ জি + অ + আ]। 126)
দক্ষ2
(p. 395) dakṣa2 বি. প্রজাপতিবিশেষ, ইনি সতী ও নক্ষত্ররূপিণী সপ্তবিংশতি কন্যার জনক। [সং. √ দক্ষ্ + অ]। ̃ কন্যা বি. শিবপত্নী সতী, দুর্গা। ̃ জা বি. দক্ষকন্যা -র অনুরূপ। ̃ যজ্ঞ বি. 1 প্রজাপতি দক্ষের দ্বারা অনুষ্ঠিত শিবহীন যজ্ঞ, যে যজ্ঞে শিবনিন্দা শুনে সতী প্রাণত্যাগ করেন এবং শিব অনুচরদের সঙ্গে এসে যজ্ঞ পণ্ড করেন; 2 (আল.) প্রলয় কাণ্ড, চূড়ান্ত হট্টগোল। 17)
দিগম্বর
(p. 407) digambara বিণ. 1 দশ দিক যার অম্বর বা আবরণস্বরূপ; 2 উলঙ্গ, বিবস্ত্র। বি. 1 দিক্স্বরূপ বস্ত্র; 2 শিব; 3 জৈন সম্প্রদায়বিশেষ। [সং. দিক্ + অম্বর]। দিগম্বরী বিণ. (স্ত্রী.) বিবসনা। বি. শিবপত্নী কালিকাদেবী।
দুর্গা
(p. 414) durgā বি. দুর্গতিনাশিনী দেবী, শিবপত্নী ভগবতী। [সং. দুর্ + √ গম্ (অথবা √ গৈ) + অ + আ]। ̃ পূজা, দুর্গোত্সব বি. শরত্কালে দেবী দুর্গার পূজা ও তদুপলক্ষ্যে উত্সব। 12)
ভদ্রণী
(p. 655) bhadraṇī বি. (স্ত্রী.) শিবপত্নী দুর্গা। [সং. ভদ্র + আনী]। 46)
ভবানী
(p. 655) bhabānī বি. (স্ত্রী.) শিবপত্নী দুর্গা। [সং. ভব + আনী-তু. ভদ্রাণী]। ̃ .পতি বি. দুর্গার পতি শিব। 59)
শংকর
(p. 768) śaṅkara বিণ. মঙ্গলকারী। বি. 1 শিব ('হে ভবেশ, হে শংকর, সবারে দিয়েছ ঘর': রবীন্দ্র); 2 বেদান্তসূত্র ও উপনিষদ ইত্যাদির সুপ্রসিদ্ধ ভাষ্যকার শংকরাচার্য; 3 সামুদ্রিক মাছবিশেষ। [সং. শম্ + √ কৃ + অ]। শংকরী বিণ. (স্ত্রী.) মঙ্গলকারিণী। বি. (স্ত্রী.) শিবপত্নী দুর্গা। 4)
সতী
(p. 801) satī বি. 1 দক্ষকন্যা ও শিবপত্নী; 2 সাধ্বী বা পতিব্রতা নারী (সতীর তেজ); 3 (বাং.) স্বামীর শবের সঙ্গে একই চিতায় আরোহণপূর্বক মৃত্যুবরণকারী স্ত্রী, সহমৃতা নারী (সতীদাহ)। বিণ. সাধ্বী, পতিব্রতা (সতীলক্ষ্মী, সতী নারী)। [সং. সত্ + ঈ]। ̃ ত্ব বি. পাতিব্রত্য, সতী স্ত্রীর ধর্ম বা গুণ। ̃ ত্ব-নাশ বি. পরপুরুষের সংগমে পাতিব্রত্যধর্মের লোপ। ̃ দাহ বি. স্বামীর শবের সঙ্গে একই চিতায় আরোহণপূর্বক পত্নীর জীবন্ত পুড়ে মরা। ̃ ন্দ্র, ̃ পতি, ̃ শ বি. শিব, সতীর পতি শিব। ̃ পনা, ̃ গিরি বি. (ব্যঙ্গে) 1 পাতিব্রত্যের বা সতীত্বের ভান; 2 সতীত্বের অত্যধিক গর্ব। ̃ লক্ষ্মী বি. সাধ্বী ও সুলক্ষণা স্ত্রী। ̃ সাধ্বী বি. অত্যন্ত সাধ্বী স্ত্রী। ̃ সাবিত্রী বি. সাবিত্রীর সমান সাধ্বী স্ত্রী। 34)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2079613
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1770509
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1368219
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721981
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699113
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595368
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 547751
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542714

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন