Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শেষের। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অররু
(p. 61) araru বি. 1 শত্রু ('অররু-পুরে': মধু.); 2 অসুরবিশেষের নাম। বিণ. হিংস্র; হিংসাপরায়ণ [সং. √ ঋ + অরু]। 4)
অর্থান্তর
(p. 62) arthāntara বি. অর্থের বা মানের পার্থক্য; ভিন্ন অর্থ বা তাত্পর্য। [সং. অর্থ + অন্তর]। ̃ .ন্যাস বি. অর্থালংকারবিশেষ; বিশেষের দ্বারা সামান্যকে কিংবা সামান্যের দ্বারা বিশেষকে সমর্থন; কারণের দ্বারা কার্যকে কিংবা কার্যের দ্বারা কারণকে সমর্থন। 10)
আখের, আখির
(p. 82) ākhēra, ākhira বি. পরিণাম, শেষ, চূড়ান্ত পরিণতি। [আ. আখীর্]। আখেরি বিণ. অন্তিম, শেষের। আখেরি চাহার শুম্বা শেষ বুধবার; হজরত মোহম্মদের মৃত্যুর পূর্বের শেষ বুধবার (এই দিন অসুস্হতার মধ্যে তিনি সুস্হ বোধ করেছিলেন)। আখেরি জমানা বি. শেষ যুগ; কেয়ামত বা প্রলয়ের পূর্ববর্তী যুগ (তু. কলিযুগ)। আখেরে ক্রি-বিণ. শেষ পর্যন্ত, পরিণামে; ভবিষ্যতে। 31)
ইশর-মূল
(p. 116) iśara-mūla বি. বিষহর লতাবিশেষের মূল, অর্কমূলা, Aristolochia Indiaca. [বিষহর মূল?]। ইশাদি বি. সাক্ষী। [ফা. ইশাদী]। 22)
ইসবগুল
(p. 116) isabagula বি. উদ্ভিদবিশেষের বীজ যা কোষ্ঠপরিষ্কারক হিসাবে পরিচিত। [ফা. ইস্প্গুলা]। 35)
উপান্ত
(p. 133) upānta বি. 1 প্রান্ত, উপকণ্ঠ (নগরের উপান্তে); 2 সমীপ; 3 যা অন্ত বা শেষের অব্যবহিত পূর্বে অবস্হিত। [সং. উপ + অন্ত]। উপান্ত্য বিণ. উপান্তে অবস্হিত; অন্তের অব্যবহিত পূর্বে অবস্হিত, penultimate (উপান্ত্য বর্ণ)। 101)
কড়ি2
(p. 159) kaḍ়i2 বি. শামুকজাতীয় সামুদ্রিক জীববিশেষের খোল; মুদ্রারূপে ব্যবহৃত ওই দ্রব্য, কপর্দক (বৈদ্যের কড়ি, কানাকড়ি)। ̃ কপালে বিণ. যার অর্থভাগ্য ভালো। [প্রাকৃ. কওড়ী; হি. কৌড়ী]। 8)
কন্যা
(p. 162) kanyā বি. 1 দুহিতা, পুত্রী, মেয়ে; 2 অবিবাহিতা বা বিবাহযোগ্যা কুমারী; 3 বিবাহের পাত্রী; 4 রাশিবিশেষ। [সং. √ কন্ + য + আ]। ̃ কর্তা বি. বিবাহে পাত্রীপক্ষের অভিভাবক বা কর্মকর্তা। ̃ কাল বি. নারীর অবিবাহিত কাল। ̃ দান বি. বিবাহে আনুষ্ঠানিকভাবে পাত্রীকে সম্প্রদান; দুহিতার বিবাহ দেওয়া। ̃ দায় বি. কন্যা বা দুহিতাকে বিবাহ দেওয়ার দায় বা দায়িত্ব। ̃ পক্ষ বি. বিবাহে পাত্রীপক্ষ। ̃ পণ বি. বিবাহে পাত্রীপক্ষের কাছ থেকে পাত্রপক্ষের প্রাপ্ত অর্থ। ̃ প্রণিধি বি. সমাজসেবিকা বালিকাদের সংঘবিশেষের সদস্যা, girl guide (স. প.)। ̃ যাত্র, ̃ যাত্রী (ত্রিন্) বি. বিবাহোপলক্ষ্যে কন্যাপক্ষ থেকে পাত্রপক্ষের গৃহে নিমন্ত্রিত ব্যক্তি। ̃ রত্ন বি. রত্নের মতো মেয়ে বা দুহিতা; মেয়ে, দুহিতা (তাঁর একটি কন্যারত্ন লাভ হয়েছে)। 23)
কর্পূর
(p. 169) karpūra বি. গাছবিশেষের চোলাই-করা নির্যাস, সাদারঙের উদ্বায়ী গন্ধদ্রব্যবিশেষ। [সং. √ কৃপ্ + ঊর, তু. আ. কাফুর]। ̃ রস বি. পারদ। 18)
খেলা
(p. 232) khēlā বি. 1 ক্রীড়া (বল নিয়ে খেলা); 2 কৌতুক বা পারদর্শিতা প্রদর্শন (সাপ খেলা, ছোরা খেলা) ; 3 লীলা, অবস্হাবিশেষের আচরণ ('এই খেলা তো শেষ খেলা নয়': রবীন্দ্র) ; 4 ভোজবাজি (ভানুমতীর খেলা)। ক্রি. 1 খেলা করা (ছেলেরা মাঠে খেলছে); 2 স্ফুরিত বা বিকশিত হওয়া (মাথায় একটা বুদ্ধি খেলে গেল) ; 3 বুদ্ধিযুক্ত হওয়া (অঙ্কটা তার মাথায় ঠিক খেলে না)। [সং. √খেল্ + বাং. আ]। খেল বি. 1 ক্রীড়া; 2 ভোজবাজি (ভানুমতীর খেল)। খেলনা বি. ক্রীড়নক, পুতুল। বিণ. ক্রীড়নকরূপে ব্যবহার্য (খেলনা-পুতুল)। ̃ ঘর বি. (আল.) কৃত্রিম সংসার। ̃ ধুলা বি. তুচ্ছ জিনিস নিয়ে শিশুদের ক্রীড়াকৌতুক; নানাবিধ খেলা। ̃ নো ক্রি. 1 খেলা করানো (ছেলেদের খেলাচ্ছে); 2 চালনা করে কৌতুক দক্ষতা রঙ্গ ইত্যাদি প্রদর্শন করা (সাপ খেলানো) ; 3 ইচ্ছামতো পরিচালিত করা (মাছটাকে খেলাচ্ছি, পুলিশ চোরকে খেলাচ্ছে)। 42)
খয়ের
(p. 224) khaẏēra বি. পানের উপকরণরূপে ব্যবহৃত গাছবিশেষের কষায় ক্বাথ। [সং. খদির]। 7)
গোল-পাতা
(p. 256) gōla-pātā বি. তাল বা নারকেলজাতীয় গাছবিশেষের গোলাকৃতি পাতা-প্রধানত যা ঘরের চাল ছাওয়ার কাজে ব্যবহৃত হয়। [দেশি]। 144)
তাম্বূল
(p. 375) tāmbūla বি. পান, লতাবিশেষের পাতা যা সুপারি চুন প্রভৃতি সহযোগে খাওয়া হয়। [সং. √ তম্ + ঊল (ঊলচ্)]। ̃ করঙ্ক বি. সাজসরঞ্জামসহ পানের পাত্র, পানের বাটা বা ডিবে। ̃ রাগ বি. পান খেলে ঠোঁটে যে লাল রং লাগে। তাম্বূলিক, তাম্বূলী বি. পানব্যবসায়ী, তামলি জাতি। বিণ. 1 পান-ব্যবসায়ে নিযুক্ত; 2 তামলিজাতীয়। 52)
তেজ-পত্র, তেজ-পাতা, (কথ্য) তেজ-পাত
(p. 375) tēja-patra, tēja-pātā, (kathya) tēja-pāta বি. মশলা হিসাবে ব্যবহৃত গাছবিশেষের শুকনো পাতা। [বাং. তেজ + সং. পত্র]। 271)
দার-চিনি
(p. 406) dāra-cini বি. মশলারূপে ব্যবহৃত গাছবিশেষের সুগন্ধযুক্ত ও মিষ্টি স্বাদের ছাল। [ফা. দারচীনা]। 15)
পক্ষ
(p. 483) pakṣa বি. 1 চাঁদের বৃদ্ধিকাল বা হ্রাসকাল (শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ); 2 প্রতিপদ থেকে পূর্ণিমা বা অমাবস্যা তিথি পর্যন্ত সময়; 3 মাসার্ধ, পনেরো দিন (তিনি এক পক্ষকাল বিদেশে থাকবেন); 4 পাখির ডানা বা পালক; 5 বাণের গোড়ার পাখনার মতো অংশ; 6 দল, একজোটে মিলিত জনসমষ্টি, party, team (মিত্রপক্ষ, সরকারপক্ষ, দুই পক্ষের বিরোধ); 7 তরফ, দিক (আমার পক্ষের উকিল); 8 পার্শ্বদেশ, পাশ (পক্ষদেশ, পক্ষাঘাত); 9 সন্নিহিত কক্ষ বা বারান্দা; 1 বিশেষ অবস্হা (পারতপক্ষে, প্রকৃতপক্ষে); 11 একাধিকবার বিবাহিত ব্যক্তির স্ত্রী (প্রথম পক্ষের সন্তান)। [সং. √ পক্ষ্ + অ]। ̃ গ্রহণ বি. দলবিশেষকে সমর্থন। ̃ চ্ছেদ বি. ডানা কেটে দেওয়া। ̃ জ, ̃ ধর বি. 1 চন্দ্র; 2 পাখি। ̃ পাত বি. 1 যে-কোনো একটি দল বা গোষ্ঠীর প্রতি অতিরিক্ত আকর্ষণ, একচোখোমি; 2 অনুরাগ (ইংরেজি শিক্ষার প্রতি পক্ষপাত)। ̃ পাতী (-তিন্) বিণ. পক্ষপাতযুক্ত, একচোখো; অনুরক্ত; সমর্থক (আমি এমন কাজ করার পক্ষপাতী নই)। বি. ̃ পাতিতা, ̃ পাতিত্ব। ̃ পুট বি. ডানার অভ্যন্তর; 2 (আল.) আশ্রয়। ̃ বিধূনন বি. ডানার ঝটপটানি; ডানার কম্পন ('কেন অকারণ পক্ষবিধূনন': বিষ্ণু)। ̃ ভুক্ত বিণ. দল বা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। ̃ ল বিণ. 1 পক্ষযুক্ত, ডানাযুক্ত; 2 (উদ্ভি.) পাখির পালকের মতো যার ডাঁটার দুই দিকে পাতা সাজানো থাকে, pinnate (বি. প.)। ̃ সঞ্চালন বি. ডানা ঝটপটানো। ̃ সমর্থন বি. দলবিশেষের পৃষ্ঠপোষকতা। পক্ষাঘাত বি. যে রোগে দেহের এক পক্ষ বা পাশ অবশ হয়ে যায়। পক্ষান্ত বি. পক্ষের শেষ, পূর্ণিমা বা অমাবস্যা। পক্ষান্তর বি. অন্য দল বা দিক বা অবস্হা। পক্ষান্তরে ক্রি-বিণ. অন্য পক্ষে, অন্য দিকে, অন্য দিক দিয়ে বিচার করলে। পক্ষাবলম্বী (-বিন্) বিণ. দলবিশেষের বা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। পক্ষাপক্ষ বি. স্বপক্ষ ও বিপক্ষ; শত্রু ও মিত্র। পক্ষে ক্রি-বিণ. তরফে; সম্বন্ধে (একথা তার পক্ষে খাটে না)। 22)
প্রামাণিক
(p. 554) prāmāṇika বিণ. প্রমাণসিদ্ধ, বিশ্বাসযোগ্য (প্রামাণিক গ্রন্হ)। বি. 1 পণ্ডিত; 2 অধ্যক্ষ; 3 হিন্দু শ্রেণিবিশেষের উপাধি বা পদবি; 4 (বাং.) নাপিত। [সং. প্রমাণ + ইক]। বি. ̃ তা। 68)
বিকাল
(p. 605) bikāla বি. বেলা শেষের সময় বা সন্ধ্যার পূর্ববর্তী দুইতিন ঘণ্টা সময়; অপরাহ্ন, দিনের শেষ দুই বা তিন প্রহরকাল। [সং. বি + কাল]। 96)
বৈলক্ষণ্য
(p. 644) bailakṣaṇya বি. 1 প্রকারান্তর, ভাবের পরিবর্তন (গানের শেষেও তার মধ্যে কোনো বৈলক্ষণ্য দেখা গেল না); 2 প্রভেদ, পার্থক্য, ভিন্নতা (বাহির ও অন্তরের বৈলক্ষণ্য); 3 বিশেষত্ব, অসাধারণত্ব। [সং. বিলক্ষণ + য]। 67)
ভারতী
(p. 664) bhāratī বি. 1 সরস্বতীদেবী; 2 বাণী, বাক্য, কথা; 3 ভাষা; 4 সংবাদ, বিবরণ; 5 সন্ন্যাসীসম্প্রদায়বিশেষের উপাধি। [সং. ভারতী + অ + ঈ + √ ভৃ + অত + ঈ]। 7)
মন্ত্রী
(p. 676) mantrī (-ন্ত্রিন্). বি. 1 রাজার বা রাষ্ট্রপ্রধানের পরামর্শদাতা, অমাত্য (রাজা চন্দ্রগুপ্তের মন্ত্রী); 2 রাষ্ট্রশাসনের বিভাগবিশেষের ভারপ্রাপ্ত অমাত্য (শিক্ষামন্ত্রী)। বিণ. মন্ত্রণাদাতা। [সং. √ মন্ত্র + ইন্]। মন্ত্রিত্ব বি. মন্ত্রীর পদ বা কাজ। মন্ত্রী-সভা, মন্ত্রী-সভা বি. মন্ত্রীদের নিয়ে গঠিত উচ্চতম স্তরের শাসনসংস্হা। 182)
মাজু-ফল
(p. 692) māju-phala বি. 1 বড়ো বড়ো গাছে কীটবিশেষের তৈরী ফলের মতো বাসাবিশেষ; 2 ওষুধ এবং কেশরঞ্জনীরূপে ব্যবহৃত উক্ত বাসা। [হি. মাজু ফা. মাজ + বাং. ফল]। 69)
যষ্টি
(p. 723) yaṣṭi বি. 1 লাঠি, ছড়ি; 2 দণ্ড; 3 বৃক্ষশাখা। সং. যজ্ + তি।.মধু বি. বৃক্ষবিশেষের মিষ্টি শিক়ড়। 52)
রাহু
(p. 743) rāhu বি. (জ্যোতিষ.) 1 অষ্টম গ্রহ, গ্রহণকালে যা সূর্য বা চন্দ্রকে গ্রাস করে (আধুনিক বিজ্ঞানে এটি গ্রহ বলে গণ্য নয়); 2 পৌরাণিক অসুরবিশেষের ছিন্ন মুণ্ড; 3 (আল.) শত্রু, সর্বনাশকারী বা ক্ষতিকারক ব্যক্তি (তুমিই আমার জীবনের রাহু)। [সং. √ রহ্ + উ]। ̃ .গ্রস্ত বিণ. 1 রাহু কর্তৃক গ্রসিত; 2 (আল.) দুর্ভাগ্যগ্রস্ত; 3 অসত্ বা সর্বনাশা ব্যক্তির পাল্লায় পড়েছে এমন। রাহুর দশা (জ্যোতিষ.) অতি কষ্টকর ও সংকটময় অবস্হা। 38)
রেউ-চিনি
(p. 748) rēu-cini বি. উদ্ভিদবিশেষের মূল। [ফা. রেবন্দ-ইচিনি]। 13)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2081630
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1771354
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1369126
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722268
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699523
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595596
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 548818
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542892

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন