Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সংকলিত দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আহরণ
(p. 111) āharaṇa বি. 1 সংগ্রহ; 2 সংকলন; 3 সঞ্চয়; 4 উপার্জন; 5 আয়োজন; 6 বিবাহাদির উপঢৌকন। [সং. আ + √ হৃ + অন]। আহরক বিণ. বি. যে আহরণ করে, সংগ্রহকারী, সংকলক। আহরণী বি. বিভিন্ন রচনাবলি থেকে রচনা সংকলন করে প্রস্তুত গ্রন্হ, anthology. আহরণীয়, আহর্তব্য বিণ. আহরণযোগ্য। আহর্তা বিণ. বি. আহরণকারী। 15)
আহৃত
(p. 111) āhṛta বিণ. 1 আহরণ করা হয়েছে এমন; 2 সংগৃহীত, সংকলিত; 3 সঞ্চিত; 4 আয়োজিত। [সং. আ + √ হৃ + ত]। 30)
কালি1
(p. 188) kāli1 বি. 1 সংকলন; একত্রীকরণ; 2 ক্ষেত্রের বা ঘন পদার্থের পরিমাপবিশেষ; ঘনফল; বর্গফল (কাঠাকালি, বিঘাকালি)। [সং. √ কল্]। কালি করা, কালি কষা ক্রি. বি. ক্ষেত্রফল বার করা। 3)
কোষ
(p. 210) kōṣa বি. 1 আধার, পাত্র, (অণ্ডকোষ, বীজকোষ); 2 খাপ (কোষবদ্ধ তরোয়াল); 3 ভাণ্ডার (রাজকোষ); 4 ধনরাশি (কোষাগার); 5 কাঁঠাল লেবু ইত্যাদির কোয়া (কাঁঠালের কোষ); 6 প্রাণিদেহের সূক্ষ্ম অংশবিশেষ, cell; 7 (দর্শ.) জৈবসত্তার বিভিন্ন স্তর (অন্নময় কোষ, মনোময় কোষ); 8 অভিধান (শব্দকোষ); 9 মুষ্ক, প্রাণিদেহের অণ্ড (কোষবৃদ্ধি); 1 মঞ্জুষা, পেটিকা; 11 কোষা; 12 রেশমগুটি, গুটিপোকা। [সং. √ কুষ্ + অ]। ̃ কার বি. পরস্পর সম্পর্কহীন কবিতার সংকলনগ্রন্হ। ̃ কার বি. অভিধানপ্রণেতা। ̃ বৃদ্ধি বি. অণ্ডকোষের স্ফীতিজনিত রোগবিশেষ। 62)
গ্রন্হাবলি
(p. 261) granhābali বি. 1 গ্রন্হসমূহ, বহু বই; বইপত্র; 2 কোনো লেখকের রচিত বিভিন্ন গ্রন্হের একত্র সংকলন বা সংগ্রহ (শরত্চন্দ্রের গ্রন্হাবলি, তারাশঙ্করের গ্রন্হাবলি)। [সং. গ্রন্হ + আবলি]। 46)
চয়ন
(p. 279) caẏana বি. 1 আহরণ করা; 2 সংগ্রহ (কবিতাচয়ন, পুষ্পচয়ন)। [সং. √চি + অন]। চয়নিকা বি. (স্ত্রী.) স্বল্পসংগ্রহ; সংকলিত রচনা বা কবিতাবলি। চয়নীয়, চেয় বিণ. চয়নের যোগ্য; চয়ন করা হবে এমন। (বাং.) চয়িত, চিত বিণ. চয়ন বা আহরণ করা হয়েছে এমন, সংগৃহীত, সংকলিত (তু. সঞ্চিত)। 22)
পরাশর
(p. 496) parāśara বি. পৌরাণিক ঋষিবিশেষ, ব্যাসদেবের পিতা ও ধর্মশাস্ত্রের সংকলয়িতা। ̃ সংহিতা বি. পরাশর কর্তৃক সংকলিত ধর্মীয় অনুশাসন। 12)
পরিসংখ্যা1
(p. 499) parisaṅkhyā1 বি. 1 বিশেষভাবে নিরূপিত বা নির্ণীত সংখ্যা; 2 বিশেষভাবে গণনা। [সং. পরি + সংখ্যা]। ̃ ন বি. কোনো বিষয়ের তথ্যজ্ঞাপক হিসাব বা সংখ্যার সংকলন, statistics. [রাশিবিজ্ঞান দ্র]। 80)
পুরাণ
(p. 526) purāṇa বি. 1 ভারতে বৈদিক যুগের পরবর্তী কালের ইতিহাস বা জনশ্রুতি অবলম্বনে সংকলিত গ্রন্হাদি (বিষ্ণুপুরাণ, ভাগবতপুরাণ); প্রসিদ্ধ অষ্টাদশ পুরাণ; 2 প্রাচীন কাহিনি (গ্রিক পুরাণ)। বিণ. পুরাতন, প্রাচীন (পুরাণকাহিনি)। [সং. পুরা +ন তু পুরাতন তু. প্রাকৃ. পুরাঅণ]। ̃ কর্তা (-র্তৃ), ̃ কার বিণ. পুরাণ-রচয়িতা। ̃ পুরুষ বি. পরব্রহ্ম, বিষ্ণু। ̃ প্রসিদ্ধি বি. পুরাণে উল্লেখ; অতি প্রাচীন খ্যাতি। 40)
ভগ-বদ্-গীতা
(p. 655) bhaga-bad-gītā বি. মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধে ভীষ্মপর্বে যুদ্ধে অনাগ্রহী অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের উপদেশাবলির সংকলনগ্রন্হ, গীতা। [সং. ভগবত্ + গীতা]। 13)
যুক্ত
(p. 726) yukta বিণ. 1 সংলগ্ন, একত্র, মিলিত ('যুক্ত কর হে সবার সঙ্গে': রবীন্দ্র); 2 অন্বিত, বিশিষ্ট, সম্পন্ন (শ্রীযুক্ত, ক্রোধযুক্ত); 3 রত, নিয়োজিত, ব্যাপৃত (ঘানিতে যুক্ত, কর্মে যুক্ত); 4 উপযুক্ত, সমন্বিত (যুক্তিযুক্ত); 5 পরিমিত (যুক্ত আহার); 6 যোগরত; 7 (গণি.) সংকলিত, যোগ করা হয়েছে এমন। [সং. √ যুজ্ + ত]। স্ত্রী. যুক্তা। ̃ .কর বিণ. কৃতাঞ্জলি, জোড়হাত। বি. জোড় করা হাত। ̃ .প্রদেশ বি. উত্তরপ্রদেশের বর্তমানে বর্জিত পূর্বনাম। ̃ .বেণি বি. গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর সংগম, ত্রিবেণি। ̃ .রাজ্য বি. গ্রেটবিটেন ও উত্তর আয়ারল্যাণ্ড। ̃ .রাষ্ট্র বি. আমেরিকা যুক্তরাষ্ট্র। যুক্তাক্ষর বি. সংযুক্ত বর্ণ, একত্রে লিখিত ও উচ্চারিত একাধিক ব্যঞ্জনবর্ণ, যেমন ক্ত, চ্ছ। 49)
যোগ
(p. 728) yōga বি. 1 মিলন ('সেইখানে যোগ তোমার সাথে আমারও': রবীন্দ্র); 2 সম্বন্ধ, সম্পর্ক (রক্তের যোগ); 3 সংস্রব, সংসর্গ (দলের সঙ্গে যোগ রেখে চলা, এই ব্যাপারের সঙ্গে তার কোনো যোগ নেই); 4 সহযোগিতা (একযোগে); 5 ধ্যান, সাধনা, তপস্যা, যম নিয়ম প্রাণায়ামাদি (যোগে বসা, যোগসাধনা); 6 সমাধি বা তন্ময়তা 7 উপায়, অবলম্বন (নৌকাযোগে); 8 মারফত (ডাকযোগে); 9 সাধনার পন্হা (কর্মযোগ); 1 সময় (রজনীযোগে); 11 (জ্যোতিষ.) তিথিনক্ষত্রের মিলনবিশেষ (বিষ্কুম্ভযোগ, মৃত্যুযোগ) 12 শুভকাল (বিবাহের যোগ); 13 ওষুধ (মুষ্টিযোগ); 14 সৌভাগ্য (প্রাপতিযোগ, লাভের যোগ চলছে); 15 প্রয়োগ, নিবেশ (মনোযোগ); 16 (গণি.) সংকলন, সমষ্টি (দুইয়ে আর দুইয়ে যোগ); 17 সংকলনের চিহ্ন, '+'; 18 সংগীতের রাগবিশেষ। [সং. √ যুজ্ + অ]। ̃ .ক্ষেম বি. অলব্ধ বস্তুর লাভ ও লব্ধ বস্তুর সংরক্ষণ। ̃ .দান বি. 1 সহযোগ 2 শামিল হওয়া। ̃ .নিদ্রা বি. প্রলয়কালে বিষ্ণুর আংশিক নিদ্রিতভাব ও আংশিক যোগাবস্হা, যোগরূপ নিদ্রা। ̃ .ফল বি. (গণি.) সংকলনের ফলে প্রাপ্ত রাশি। ̃ .বল বি. যোগলব্ধ ক্ষমতা, যোগের প্রভাব। ̃ .বাহী (-হিন্) বিণ. সংযোগকারী সংযোগী। ̃ .ব্যায়াম বি. যৌগিক আসন। ̃ .ভঙ্গ বি. যোগসাধনে বিরতি বা ব্যাঘাত। ̃ .ভ্রষ্ট বিণ 1 সিদ্ধিলাভের পূর্বেই তপস্যা ত্যাগ করছে এমন; 2 যোগমার্গ থেকে স্খলিত বা বিচ্যুত। ̃ .মায়া বি. 1 সত্ত্বরজস্তমোগুণের যোগরূপ মায়া; 2 সৃষ্টিকার্যে ভগবানের অনন্ত শক্তি; 3 দুর্গাদেবী; 4 আদ্যাশক্তি। ̃ .মার্গ বি. যোগসাধনার বা যোগসাধনরূপ পথ। ̃ .যুক্ত বিণ সমাধিযুক্ত। ̃ .রূঢ় বিণ. প্রকৃতি-প্রত্যয়যোগে গঠিত অথচ বিশেষ একটি অর্থে সীমাবদ্ধ, যেমন, পঙ্কজ, জলদ। ̃ .শাস্ত্র বি. যোগসাধনাবিষয়ক শাস্ত্র বা গ্রন্হ। ̃ .সাজশ বি. 1 (সচ. অন্যায় কাজে) গোপন সংস্রব ও সহযোগিতা; 2 ষড়যন্ত্র (দুজনে যোগসাজশ করে একাজ করেছে)।̃ .সাধন, ̃.সাধনা বি. 1 দেহ ও মনের সম্পূর্ণ গতিরোধ 2 যম-নিয়ম-প্রাণায়ামাদি অভ্যাস। ̃ .সিদ্ধি বি. যোগসাধনায় সাফল্য। ̃ .সূত্র বি. 1 যোগাযোগ, সম্পর্ক; 2 বন্ধন। যোগাদ্যা বি. আদ্যাশক্তি; ভগবতী; কালী। যোগাযোগ বি. 1 মিলন, ঐক্য; 2 কার্যকারণের সামঞ্জস্য 3 যোগ, সংস্রব; 4 খবরাখবর লেনদেন 5 দেখাশোনা 6 সহযোগিতা। যোগারূঢ় বিণ. 1 যোগসাধনায় মগ্ন; 2 যোগাসনে উপবিষ্ট। যোগাসন বি. 1 যোগসাধনায় বসবার প্রণালী 2 যোগসাধনার্থ উপবেশন; 3 যৌগিক ব্যায়ামের প্রণালী। যোগাসীন বিণ. যোগসাধনায় বা যৌগিক ব্যায়ামে উপবিষ্ট, যোগরত। 37)
সংকলন
(p. 792) saṅkalana বি. 1 সংগ্রহ (রচনা সংকলন); 2 একত্রীকরণ; 3 মিলন; 4 (গণি.) অঙ্ক যোগ দেওয়া। [সং. সম্ + কলন]। সংকলক, সংকলয়িতা (-তৃ) বিণ. বি. সংকলনকারী। স্ত্রী. সংকলয়িত্রী। সংকলিত বিণ. সংকলন করা হয়েছে এমন। 18)
সংগৃহীত
(p. 792) saṅgṛhīta বিণ. সংগ্রহ করা হয়েছে এমন, আহৃত, সংকলিত। [সং. সম্ + গৃহীত]। 47)
সংগ্রহ, (বিরল) সংগ্রহণ
(p. 792) saṅgraha, (birala) saṅgrahaṇa বি. 1 আহরণ, চয়ন (পুষ্পসংগ্রহ); 2 একত্রীকরণ; 3 সংকলন (রচনা সংগ্রহ); 4 আদায় (অর্থসংগ্রহ)। [সং. সম্ + √ গ্রহ্ + অ, অন]। ̃ শালা বি. যেখানে শিল্পদ্রব্যাদি সংগ্রহ করে রাখা হয়; প্রদর্শশালা। সংগ্রহীতা (-তৃ), সংগ্রাহক বিণ. সংগ্রহকারী। স্ত্রী. সংগ্রহীত্রী, সংগ্রাহিকা। 49)
সংহিত
(p. 796) saṃhita বিণ. 1 মিলিত; 2 সংগৃহীত, সংকলিত। [সং. সম্ + √ ধা + ত়]। 46)
সংহিতা
(p. 796) saṃhitā বি. 1 সংগৃহীত রচনাসমূহ, সংকলনগ্রন্হ; 2 বেদের কর্মকাণ্ডবিষয়ক মন্ত্রসমষ্টি; 3 মনুর কৃত এবং অন্য পৌরাণিক মুনিদের কৃত স্মৃতিশাস্ত্র; 4 (আল.) পবিত্র ও অবশ্যপালনীয় নির্দেশসমূহ বা গ্রন্হ; 5 আইন-সংকলন; 6 (ব্যাক.) (অপ্র.) সংস্কৃত ব্যাকরণের সন্ধি। [সং. সম্ + √ ধা + ত + আ (স্ত্রী)]। 47)
সঙ্কট, সঙ্কর, সঙ্কর্ষণ, সঙ্কলন, সঙ্কল্প, সঙ্কাশ, সঙ্কীর্ণ, সঙ্কীর্তন, সঙ্কুচিত, সঙ্কুল, সঙ্কুলান, সঙ্কেত, সঙ্কোচ
(p. 796) saṅkaṭa, saṅkara, saṅkarṣaṇa, saṅkalana, saṅkalpa, saṅkāśa, saṅkīrṇa, saṅkīrtana, saṅkucita, saṅkula, saṅkulāna, saṅkēta, saṅkōca যথাক্রমে সংকট, সংকর, সংকর্ষণ, সংকলন, সংকল্প, সংকাশ, সংকীর্ণ, সংকীর্তন, সংকুচিত, সংকুল, সংকুলান, সংকেত ও সংকোচ -এর বানানভেদ। 90)
সঞ্চয়
(p. 796) sañcaẏa বি. 1 আহরণ, সংগ্রহ, চয়ন (মধুসঞ্চয়); 2 জমিয়ে রাখা, পুঞ্জিত করা (অর্থসঞ্চয়); 3 পুঁজি, অর্থসংস্হান, জমানো টাকা (তার তেমন সঞ্চয় নেই); 4 সমূহ, রাশি; 5 সঞ্চিত দ্রব্য (জীবনের সঞ্চয়)। [সং. সম্ + √ চি + অ]। ̃ জাত বিণ. সঞ্চয়ের ফলে সৃষ্ট (সঞ্চয়জাত পর্বত)। ̃ ন বি. সঞ্চয় করা; সংগ্রহ করা। সঞ্চয়িতা বি. (স্ত্রী.) কবিতাবলির সংকলন বা সংগ্রহ। [সং. সঞ্চয় + ইত + আ]। সঞ্চয়ী (-য়িন্) বিণ. 1 সঞ্চয়কারী; 2 (প্রধানত মিতব্যয়িতার দ্বারা) জমিয়ে রাখার স্বভাববিশিষ্ট। সঞ্চিত বিণ. 1 সংগ্রহ বা সঞ্চয় করা হয়েছে এমন, জমিয়ে রাখা বা তোলা হয়েছে এমন (সঞ্চিত পুণ্য, সঞ্চিত অর্থ); 2 রাশীকৃত। সঞ্চিতা বি. (স্ত্রী.) (সচ.) কবিতাদির সংগ্রহ। সঞ্চীয়-মান বিণ. জমানো হচ্ছে এমন, উপচীয়মান। সঞ্চেয় বিণ. সঞ্চয়যোগ্য। 126)
সন্নি-বদ্ধ
(p. 806) sanni-baddha বিণ. 1 দৃঢ়ভাবে আবদ্ধ; 2 গ্রথিত। [সং. সম্ + নিবদ্ধ]। সন্নি-বদ্ধ, সন্নি-বন্ধন বি. 1 দ়ৃঢ়বন্ধন; 2 গ্রন্হন; 3 দৃঢ়ভাবে একত্র সংকলন। 4)
সম্পাদন, সম্পাদনা
(p. 815) sampādana, sampādanā বি. 1 নিষ্পাদন, নির্বাহ, সমাপন; 2 গ্রন্হাদির সংকলন বা সংবাদপত্রাদির পরিচালন, editing. [সং. সম্ + √ পদ্ + ণিচ্ + অন, + আ]। সম্পাদনীয় বিণ. সম্পাদন বা নিষ্পাদন করতে হবে এমন। সম্পাদিত বিণ. সম্পাদনা এমন। সম্পাদনীয় বি. (জ্যামি.) সমাধান বা পূরণ করতে হবে এমন প্রতিজ্ঞা, problem. 9)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074489
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768778
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366233
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721108
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698153
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594699
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545329
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542316

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন