Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সজাতি দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অতন্দ্র, অতন্দ্রিত
(p. 14) atandra, atandrita বিণ. 1 নিদ্রাহীন; 2 সজাগ; 3 সতর্ক (দেশের স্বাধীনতা রক্ষার অতন্দ্র প্রহরী); 4 মনোযোগী; 5 নিরলস; 6 অবিরাম। [সং. ন+তন্দ্রা]। 16)
অনিদ্রা
(p. 25) anidrā বি. 1 নিদ্রা বা ঘুমের অভাব, নিদ্রাহীনতা; 2 নিদ্রাহীনতা রোগ, insomnia. [সং. ন + নিদ্রা়। অনিদ্র বিণ. 1 সজাগ, নিদ্রাহীন; 2 উত্কণ্ঠিত, উদ্বিগ্ন। 30)
অব-বুদ্ধ
(p. 45) aba-buddha বিণ. 1 প্রবুদ্ধ; প্রজ্ঞাবান; জ্ঞানবান; 2 জাগরিত, সজাগ। [সং. অব + √ বুধ্ + ত]। 13)
আঠা
(p. 85) āṭhā বি. 1 গঁদ, কাই, লেই; চট্চটে রস বা রসজাতীয় জিনিস (গাছের আঠা); 2 (আল.) আগ্রহ, উত্সাহ (তোমার দেখেছি কাজে বড়ই আঠা)। ̃ কাটি, ̃ কাঠি বি. পাখি ধরার জন্য আঠা-মাখানো শলা; (আল.) ফাঁদ। ̃ লো বিণ. চট্চটে, আঠাযুক্ত। 73)
আমিষ
(p. 101) āmiṣa বি. 1 মাংস; 2 মাছ-মাংসজাতীয় জৈব খাদ্য, আঁষ। [সং. আ + √মিষ্ + অ]। আমিষাশী (-শিন্) বিণ. আমিষভোজী, আমিষ খাদ্য খায় এমন। 45)
করণ্ড, করণ্ডক
(p. 167) karaṇḍa, karaṇḍaka বি. 1 মৌচাক; 2 ফুলের সাজি; 3 ঝাঁপি; 4 ঝুড়ি; 5 হাঁসজাতীয় পাখিবিশেষ, কারণ্ডব। [সং. √ কৃ + অণ্ড, + ক]। বি. (স্ত্রী.) করণ্ডিকা, করণ্ডী। 8)
ক্ষত্তা
(p. 217) kṣattā (-ত্তৃ) বি. 1 ক্ষত্রিয়া বা বৈশ্যা নারীর গর্ভে শুদ্রের ঔরসজাত সন্তান; 2 সারথি; 3 দাসীপুত্র; 4 বিদুর। [সং. √ ক্ষদ্ + তৃ + আ]। 11)
ক্ষেত্র
(p. 217) kṣētra বি. 1 জমি, ভূমি, শস্য-উত্পাদনের মাঠ (শস্যক্ষেত্র, ধান্যক্ষেত্র); 2 স্হান (যুদ্ধক্ষেত্র, কর্মক্ষেত্র); 3 সিদ্ধভূমি, তীর্থ (কুরুক্ষেত্র, জগন্নাথক্ষেত্র); 4 (দর্শ.) শরীর; 5 ইন্দ্রিয়; 6 মন; 7 (জ্যামি.) রেখার দ্বারা সীমাবদ্ধ স্হান; 8 স্ত্রী, পত্নী (পরক্ষেত্রে জাত সন্তান); 9 অবস্হা বা পরিস্হিতি (এক্ষেত্রে নীরব থাকাই ভালো)। [সং. √ ক্ষি + ত্র]। ̃ কর্ম বি. চাষবাস; অবস্হানুযায়ী কাজ। ̃ জ বিণ. 1 জমিতে জন্মেছে এমন (ক্ষেত্রজ ফসল) ; 2 কৃষিজাত; 3 স্বীয় পত্নীর গর্ভে অন্য পুরুষের ঔরসজাত। ̃ জ্ঞ বি. (দর্শ.) জীবাত্মা, অন্তর্যামী পুরুষ। বিণ. 1 কোন অবস্হায় কী কর্তব্য তা জানে এমন, অভিজ্ঞ; পণ্ডিত; 2 নিপূণ ; 3 কৃষিকর্ম সম্পর্কে অভিজ্ঞ। ̃ পতি বি. জমির মালিক। ̃ পাল বি. জমির রক্ষক বা পালক। ̃ ফল বি. জমির কালি বা পরিমাণ ফল। ̃ মিতি বি. জ্যামিতি। ̃ স্বামী (-মিন্) ক্ষেত্রাধি-কারী (-রিন্) বি. জমির মালিক। 57)
গ্যাস
(p. 261) gyāsa বি. বায়ব্য পদার্থ, কয়লা প্রভৃতি থেকে উত্পন্ন বায়ব্য দাহ্য পদার্থ। [ইং. gas]। গ্যাস দেওয়া, গ্যাস ছাড়া (অশা.) বি. ক্রি. বাজে কথা বলা; মিথ্যা গল্প বলা; মিথ্যা কথা বিশ্বাস করবার চেষ্টা করা। তু. গুল মারা। ̃ বেলুন বি. গ্যাস-পোরা বেলুন। গ্যাসীয় বিণ. 1 গ্যাসসংক্রান্ত; 2 গ্যাসজাত ; 3 গ্যাসধর্মী। 41)
ঘেসো
(p. 270) ghēsō বিণ. 1 ঘাসে পূর্ণ (ঘেসো জমি); 2 ঘাসের মতো (ঘেসো গন্ধ) ; 3 অসার, বাজে (ঘেসো জিনিস, ঘেসো মাল); 4 ঘাস থেকে বা ঘাসজাতীয় জিনিস থেকে প্রস্তুত (ঘেসো কাগজ)। [বাং. ঘাস + উয়া ও]। 48)
চকা, চখা
(p. 274) cakā, cakhā বি. হাঁসজাতীয় পাখিবিশেষ। [সং. চক্রবাক]। স্ত্রী. চকি, চখি। চকা-চকি, চখা-চখি বি. চক্রবাক দম্পতি-এদের দাম্পত্য চিরপ্রসিদ্ধ। 13)
চকোলেট
(p. 274) cakōlēṭa বি. কোকো চিনি প্রভৃতি দিয়ে তৈরি এবং চুষে খেতে হয় এমন লজেন্সজাতীয় মিঠাইবিশেষ। [ইং. chocolate]। 16)
চক্র
(p. 274) cakra বি. 1 চাকা (রথচক্র); 2 চাকার মতো আকারবিশিষ্ট বস্তু (কুম্ভকারের চক্র); 3 যথানিয়মে যা ঘুরছে (কালচক্র); 4 ভ্রমণ, ঘুরপাক (চক্র দিচ্ছে); 5 চক্রাকার পৌরাণিক অস্ত্রবিশেষ (সুদর্শন চক্র); 6 চাকার মতো আকৃতিযুক্ত ও বিস্তারবিশিষ্ট বস্তু (আলোকচক্র); 7 গ্রহমণ্ডল; 8 তান্ত্রিক সাধনার মণ্ডলী (ভৈরবচক্র); 9 (জ্যোতিষ.) রাশি বা গ্রহগুলির অবস্হাননির্দেশক ছক (রাশিচক্র); 1 পতাকীচক্র ইত্যাদির চিত্র; 11 হাতের তালুতে বা আঙুলে এবং পদতলে মণ্ডলাকার রেখা; 12 গ্রামসমূহের সমষ্টি, চাকলা; 13 বহুবিস্তৃত রাজ্য বা দেশসমূহ; 14 চক্রান্ত, ষড়যন্ত্র (দশচক্র); 15 ক্রম, পরম্পরা (ঘটনাচক্র); 16 গুচ্ছ, বর্গ; 17 সাপের ফণা। [সং. √কৃ + অ (ক ঘঞর্থে) নি.]। ̃ গতি বি. আবর্তন, ঘূর্ণন, গোল হয়ে ঘোরা। ̃ ধর বি. 1 বিষ্ণু; 2 রাজা, নৃপতি; 3 ফণাযুক্ত সাপ। ̃ ধুরা বি. চাকার মধ্যবর্তী দণ্ড, অক্ষদণ্ড। ̃ নাভি বি. চক্রের কেন্দ্রস্হিত অংশ। ̃ নেমি বি. চাকার বেড়। ̃ পাণি বি. 1 কৃষ্ণ; 2 বিষ্ণু। ̃ বক্র বি. কূটকৌশল, ছল; ফন্দিফিকির। ̃ বর্তী (-র্তিন্) বি. 1 বহুধাবিস্তৃত রাজ্যের রাজা, সম্রাট, সার্বভৌম নৃপতি; 2 ব্রাহ্মণের পদবিবিশেষ। ̃ বাক বি. হাঁসজাতীয় পাখিবিশেষ, চখা। স্ত্রী. ̃ বাকী। ̃ বাত বি. ঘূর্ণিবায়ু, ঝঞ্ঝাবাত, cyclone. ̃ বাল, (বিরল) ̃ বাড় বি. দিঙ্মণ্ডল, দিগন্তবৃত্ত, আকাশকক্ষ, দূর থেকে তাকালে যেখানে আকাশ পৃথিবীর সঙ্গে মিশেছে বলে মনে হয়, horizon. ̃ ব্যূহ বি. চক্রাকারে বা মণ্ডলাকারে সৈন্যসমাবেশ। ̃ বৃদ্ধি বি. সুদের সুদ, compound interest. 18)
চটকা2
(p. 275) caṭakā2 বি. 1 ঘুমের আবেশ, তন্দ্রা, আচ্ছন্নতা (সেই শব্দে আমার চটকা ভেঙে গেল); 2 অন্যমনস্কতা। [দেশি-তু. সং. √চট্ (আবরণ)]। চটকা ভাঙা ক্রি. বি. 1 নিদ্রাবেশ দূর হওয়া, সজাগ হওয়া; 2 অসতর্ক ভাব কেটে যাওয়া। 21)
জাগরূক
(p. 320) jāgarūka বিণ. 1 জাগ্রত্, সজাগ; 2 সতর্ক, হুঁশিয়ার; 3 অবিস্মৃত, অটুট (আশা বা সংকল্প হৃদয়ে জাগরূক থাকা)। [সং. √ জাগৃ + ঊক]। 17)
জাগ্রত
(p. 320) jāgrata (বাং.) বিণ. 1 জাগ্রত্, সজাগ, জেগে আছে এমন; 2 সতর্ক, সচেতন ('জাগ্রত হে ভগবান', জাগ্রত প্রাণ)। [ সং. জাগ্রত্]। 21)
জাগ্রত্
(p. 320) jāgrat বিণ. 1 জেগে আছে এমন, জাগ্রত, সজাগ; 2 সতর্ক, সচেতন (সদাজাগ্রত্)। [সং. √ জাগৃ + অত্]। 20)
জাল2
(p. 324) jāla2 বি. 1 লোহার তার সুতো প্রভৃতি দিয়ে ফাঁক ফাঁক করে বোনা ফাঁদবিশেষ (মাছ-ধরা জাল, তারের জাল); 2 সূত্রনির্মিত অতি সূক্ষ্ম আবরণ (মাকড়সার জাল); 3 ফাঁদ (জাল পাতা); 5 কুহক, মোহিনীশক্তি (ইন্দ্রজাল, মায়াজাল); 6 সমূহ (স্নায়ুজাল, যুক্তিজাল)। [সং. √ জাল্ + অ]। ̃ জীবী (-বিন্) বি. জেলে। ̃ পাদ বিণ. পায়ের আঙুল পাতলা চামড়ার আবরণে সংযুক্ত থাকে এমন (জালপাদ পাখি)। বি. হাঁসজাতীয় পাখি। 6)
তীক্ষ্ণ
(p. 375) tīkṣṇa বিণ. 1 অত্যন্ত ধারানো, শাণিত (তীক্ষ্ণ ছুরি); 2 সূক্ষ্মাগ্র, ছুঁচলো (তীক্ষ্ণ কাঁটা); 3 সমস্ত বিষয়ের গভীরে প্রবেশ করতে পারে এমন (তীক্ষ্ণ বুদ্ধি); 4 প্রখর, উগ্র, তীব্র (তীক্ষ্ণ রৌদ্র, তীক্ষ্ণ স্বর, তীক্ষ্ণ বিষ); 5 সতর্ক, সজাগ (তীক্ষ্ণ দৃষ্টি)। [সং. √ তিজ্ + স্ন]। স্ত্রী. তিক্ষ্ণা। বি. ̃ তা, ̃ ত্ব। ̃ লৌহ, তীক্ষ্ণায়স বি. ইস্পাত। 163)
ধোঁয়া
(p. 441) dhōm̐ẏā বি. আগুন থেকে উত্পন্ন মেঘের মতো ও হালকা গ্যাসীয় পদার্থ, ধূম (ধোঁয়ায় ঘর ভরে গেছে)। [সং. ধূম]। ̃ টে বিণ. ধোঁয়ার মতো আবছা বা অস্পষ্ট। ̃ শা বি. ধোঁয়া ও কুয়াশার মিশ্রণ, কিছুটা ধোঁয়া এবং কিছুটা কুয়াশা রয়েছে এমন অবস্হা, smog. বুদ্ধির গোড়ায় ধোঁয়া দেওয়া ক্রি. বি. ধূমপান করে বুদ্ধিকে সজাগ করা বা চিন্তাশক্তিকে প্রগাঢ় করা। 4)
নিদ্রা
(p. 461) nidrā বি. ঘুম, তন্দ্রা। [সং. নি + √ দ্রা + অ + আ]। নিদ্রা আসা, নিদ্রা পাওয়া ক্রি. বি. ঘুম পাওয়া। ̃ কর্ষণ বি. ঘুম পাওয়া। ̃ গত বিণ. নিদ্রিত। ̃ জনক বিণ. ঘুমপাড়ানি। ̃ তুর বিণ. ঘুমে কাতর। ̃ বিহীন বিণ. সজাগ, ঘুমহীন (নিদ্রাবিহীন রাত্রি)। ̃ বেশ বি. ঘুমের ঘোর; ঘুম পাওয়া। ̃ ভঙ্গ বি. ঘুম ভাঙা, জাগরণ। নিদ্রা ভাঙা ক্রি. বি. ঘুম থেকে জাগা। ̃ ভি-ভূত বিণ. ঘুমে আচ্ছন্ন; ঘুমন্ত। ̃ য়-মান বিণ. ঘুমোচ্ছে এমন। ̃ লস বিণ. ঘুম এসেছে বলে জড়তাগ্রস্ত ('নিদ্রালস আঁখি': রবীন্দ্র)। স্ত্রী. নিদ্রালসা। ̃ লু বিণ. 1 ঘুম পেয়েছে এমন; 2 নিদ্রাশীল; নিদ্রাপ্রিয়। নিদ্রিত বিণ. ঘুমন্ত, ঘুমোচ্ছে এমন। স্ত্রী. নিদ্রিতা। নিদ্রোত্থিত বিণ. ঘুম থেকে উঠেছে এমন, ঘুম ভেঙে জেগেছে এমন। স্ত্রী. নিদ্রোত্থিতা। 28)
পেলি-কান
(p. 533) pēli-kāna বি. বড়ো থলির মতো ঠোঁটযুক্ত হাঁসজাতীয় পাখিবিশেষ, গগনবেড়। [ইং. pelican]। 4)
বেনা
(p. 633) bēnā বি. সুগন্দ তৃণবিশেষ, খসখস। [ সং. বীরণ]। ̃ বন বি. বেনা বা ঘাসজাতীয় গাছের ঝোপ। বেনার মূল বি. বেনার শিকড়, উশীর। বেনাবনে মুক্তো ছড়ানো ক্রি. বি. (আল.) অপাত্রে মূল্যবান বস্তু উপদেশ ইত্যাদি দান করা। 206)
মোঙ্গল
(p. 718) mōṅgala বি. 1 মধ্য এশিয়ার জাতিবিশেষ; মঙ্গোলিয়ার অধিবাসী; 2 ভারতীয় মোগলদের উত্সজাতি। [তু. ফা. মুগল]। 6)
শজারু
(p. 769) śajāru বি. বড়ো বড়ো কাঁটায় সর্বাঙ্গ আবৃত এমন জন্তুবিশেষ, শল্লকী। [সং. ছেদার সেজার + রূপ সজারু; তু. শল্লক রূপ]। 10)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2080377
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1770806
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1368504
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722097
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699275
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595471
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 548069
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542771

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন