Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সভ্যতা; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অপ-সংস্কৃতি
(p. 39) apa-saṃskṛti বি. শিক্ষা-সভ্যতা, রুচি ইত্যাদির অবনতি বা বিকৃতি; সংস্কৃতি বা কৃষ্টি বিষয়ে আদর্শচ্যুতি। [সং. অপ (অপকৃষ্ট অর্থে) + সংস্কৃতি]। 23)
অভদ্র
(p. 50) abhadra বিণ. অশিষ্ট, অসভ্য; নিন্দাজনক, গর্হিত; নীচ, ইতর। [সং. ন + ভদ্র]। ̃ তা বি. অশিষ্টতা, অসভ্যতা (এই অভদ্রতা সহ্য করা যায় না); নিন্দাজনক কাজ; নীচতা। 51)
অশিষ্ট
(p. 66) aśiṣṭa বিণ. অভদ্র, অসভ্য; শালীনতাবর্জিত; ভদ্রতার বাইরে (অশিষ্ট আচরণ, অশিষ্ট কথা)। [সং. ন + শিষ্ট]। ̃ তা বি. অভদ্রতা, অসভ্যতা; অমার্জিত বা শালীনতাহীন ব্যবহার। 5)
উজ্জীবন
(p. 119) ujjībana বি. 1 নবজীবনসঞ্চার; 2 মৃতের বা মৃতপ্রায়ের চেতনাসঞ্চার; 3 যা লুপ্তপ্রায় ছিল তার পুনরায় জেগে ওঠা বা প্রবল হওয়া (প্রাচীন সভ্যতার উজ্জীবন)। [সং. উত্ + √ জীব্ + অন]। উজ্জীবিত বিণ. নবজীবনপ্রাপ্ত; নতুনভাবে চেতনাপ্রাপ্ত; উদ্দীপিত, সঞ্জীবিত। 71)
উন্মেষ, উন্মেষণ
(p. 130) unmēṣa, unmēṣaṇa বি. 1 চোখ মেলা, উন্মীলন; 2 উদ্রেক; সঞ্চার; 3 উদ্ভব; প্রকাশ (জ্ঞানের উন্মেষ, সভ্যতার উন্মেষ, চেতনার উন্মেষ)। [সং. উদ্ + √ মিষ্ + অ, অন]। উন্মেষিত, উন্মিষিত বিণ. উন্মেষ করা হয়েছে এমন; বিকশিত, উন্মীলিত। 25)
কেন্দ্র
(p. 206) kēndra বি. 1 মধ্যবিন্দু (ভূকেন্দ্র); 2 মূল বা প্রধান স্হান (শীক্ষাকেন্দ্র, কর্মকেন্দ্র, বাণিজ্যকেন্দ্র); 3 (জ্যোতিষ.) রাশিচক্রের লগ্নস্হান এবং লগ্ন থেকে চতুর্থ সপ্তম ও দশম স্হান; 4 সূর্য থেকে গ্রহ-উপগ্রহগুলির ব্যবধান; 5 (জ্যামি.) বৃত্ত; মধ্যবিন্দু। [সং. গ্রি. কেন্ত্রন kentron]। ̃ গত বিণ. মধ্যস্ত; প্রধান বা মূল স্হানে অবস্হিত। ̃ বিন্দু বি. প্রধান স্হান; প্রধান কেন্দ্র (আন্দোলনের কেন্দ্রবিন্দু)। ̃ বিমুখ, কেন্দ্রাতিগ বিণ. কেন্দ্র থেকে দূরে গমনশীল, centrifugal. কেন্দ্রাভিগ, কেন্দ্রানুগ বিণ. কেন্দ্রাভিমুখে গমনশীল, centripetal. কেন্দ্রিক বিণ. (ন.শ.) কোনো কিছুকে কেন্দ্র করে রয়েছে বা ঘটছে এমন (নগরকেন্দ্রিক সভ্যতা, গ্রামকেন্দ্রিক, আত্মকেন্দ্রিক)। কেন্দ্রিত বিণ. কেন্দ্রগত। কেন্দ্রী (-ন্দ্রিন্) বিণ. কেন্দ্রযুক্ত; কেন্দ্রস্হলে অবস্হিত। কেন্দ্রীয় (অপ্র.) কৈন্দ্রিক বিণ. কেন্দ্রসম্পর্কীয়; কেন্দ্রে অবস্হিত (কেন্দ্রীয় সরকার)। কেন্দ্রীভূত বিণ. কেন্দ্রে আগত বা নীত (সরকারি ক্ষমতাকে কেন্দ্রীভূত করা); কেন্দ্রগত; কেন্দ্রে পরিণত। 23)
ধারক
(p. 433) dhāraka বিণ. 1 ধারণকারী, যে ধরে রেখেছে (সভ্যতার ধারক); 2 পুস্তক সামনে ধরে পুরাণপাঠকের অশুদ্ধি সংশোধনকারী; 3 মন্ত্রপাঠ করানোর বৃত্তি অবলম্বনকারী; 4 ঋণগ্রহণকারী; 5 দাস্ত বা উদরাময়রোধক (ধারক ওষুধ)। বি. উদরাময়ের ওষুধ। [সং. √ ধৃ + ণিচ্ + অক]। বি. ̃ তা। 68)
নিদর্শন
(p. 461) nidarśana বি. 1 উদাহরণ, দৃষ্টান্ত (এ তাঁর মহত্ত্বেরই নিদর্শন); 2 প্রমাণ, উল্লেখ (পাণ্ডিত্যের নিদর্শন); 3 চিহ্ন (প্রাচীন সভ্যতার নিদর্শন)। [সং. নি + √ দৃশ্ + অন]। 18)
প্রতিভূ
(p. 541) pratibhū বি. 1 প্রতিনিধি ('বৌদ্ধ সংস্কৃতি প্রাচ্য সভ্যতার প্রতিভূ': রবীন্দ্র); 2 জামিন। [সং. প্রতি + √ ভূ + ক্বিপ্]। 56)
প্রস্তর
(p. 552) prastara বি. পাথর, পাষাণ, শিলা। [সং. প্র + √ স্তৃ + অ]। প্রস্তর যুগ সভ্যতার যে প্রাচীন যুগে মানুষ পাথরের অস্ত্র পাত্র ইত্যাদি ব্যবহার করত, stone age. প্রস্তরী-ভবন বি. পাথরে পরিণত হওয়া। প্রস্তরী-ভূত বিণ. পাথরে পরিণত। 22)
বর্বর
(p. 580) barbara বি. অসভ্য জাতি। বিণ. 1 অসভ্য (বর্বর স্বভাব); 2 নীচ; 3 পাশবিক, নিষ্ঠুর (বর্বর অত্যাচার); 4 মূর্খ। [সং. √ বৃ + বর]। ̃ তা বি. অসভ্যতা; নিষ্ঠুরতা। 129)
বিকাশ, (অপ্র.) বিকাস
(p. 605) bikāśa, (apra.) bikāsa বি. 1 প্রকাশ (দন্তবিকাশ); 2 উন্মেষ (ভাবের বিকাশ, প্রাণের বিকাশ); 3 বিস্তার, প্রসার (সভ্যতার বিকাশ, বুদ্ধির বিকাশ); 4 প্রস্ফুটন (পুষ্পের বিকাশ)। [সং. বি + √ কাশ্, √ কাস্ + অ]। ̃ ন বি. প্রকাশিতকরণ; উন্মীলন, প্রসারণ; প্রস্ফুটন। ̃ শীল বিণ. অনুন্নত অবস্হা অতিক্রম করে উন্নতিসাধনে নিরত, উন্নয়নশীল (বিকাশশীল দেশের অর্থনীতি)। বিকাশিত, বিকাসিত বিণ. প্রকাশিত। বিকাশোন্মুখ বিণ. বিকশিত হওয়ার উপক্রম করেছে এমন। 97)
বিলয়1
(p. 625) bilaẏa1 বি. 1 প্রলয়; 2 বিনাশ, ধ্বংস, বিলোপ (প্রাচীন সভ্যতার বিলয়)। [সং. বি (বিশেষ) + লয়]। ̃ ন বি. লয়করণ; বিনাশন। 19)
যান্ত্রিক
(p. 726) yāntrika বিণ. 1 যন্ত্রসম্বন্ধীয় (যান্ত্রিক গোলযোগ); 2 যন্ত্রবিশারদ, যন্ত্রনির্মাণে বা যন্ত্রচালনে দক্ষ। বি. যন্ত্রচালক ('যান্ত্রিক না হলে যন্ত্র কেমন করে বাজে?': বি. গু.)। [সং. √ যন্ত্র্ + ইক। যান্ত্রিক শক্তি যন্ত্রের শক্তি, যন্ত্রশক্তি। যান্ত্রিক সভ্যতা আবিস্কৃত বিভিন্ন যন্ত্রের সাহায্যে যে সভ্যতা গড়ে উঠেছে। বি. ̃ .তা। 27)
সংস্কৃতি
(p. 796) saṃskṛti বি. 1 সংস্কার, উন্নয়ন; 2 অনুশীলনের দ্বারা লব্ধ বিদ্যাবুদ্ধি রীতিনীতি ইত্যাদির উত্কর্ষ, সভ্যতাজনিত উত্কর্ষ; সমাজনীতি, বুদ্ধি, আচারব্যবহার ও শিল্পসাহিত্যের মধ্যে কোনো জাতির যে পরিচয় থাকে, কৃষ্টি, culture. [সং. সম্ + √ কৃ + তি]। ̃ মান, ̃ সম্পন্ন, (অশু.) ̃ বান বিণ. উন্নত মানসিকতা ও রুচির অধিকারী, cultured. 30)
সাংস্কৃতিক
(p. 822) sāṃskṛtika বিণ. সংস্কৃতি বা শিক্ষা সভ্যতা ইত্যাদির সঙ্গে যুক্ত (সাংস্কৃতিক অনুষ্ঠান, দুই দেশের মধ্যে সাংস্কৃতিক যোগ)। [সং. সংস্কৃতি + ইক]। 29)
সামাজিক
(p. 828) sāmājika বিণ. 1 সমাজসম্বন্ধীয় (সামাজিক প্রবন্ধ); 2 সমাজে প্রচলিত বা স্বীকৃত (সামাজিক নিয়ম, সামাজিক বৈষম্য); 3 সমাজে বাসকারী; সমাজবদ্ধ (সামাজিক জীব); 4 মিশুক সামাজিক ধরনের লোক); 5 (বর্ত. বিরল) সভ্য, সদস্য। [সং. সমাজ + ইক]। ̃ তা বি. 1 সামাজিক ব্যবহার বা ভাব; 2 সভ্যতা; 3 (বাং.) সমাজে প্রচলিত প্রথানুযায়ী ক্রিয়াকর্মে প্রদেয় উপঢৌকনাদি; লৌকিকতা। 37)
সিন্ধু
(p. 834) sindhu বি. 1 সমুদ্র, সাগর; 2 (সাদৃশ্যে) বিশাল প্রবাহ (কালসিন্ধু, কৃপাসিন্ধু); 3 উত্তর-পশ্চিম ভারতের নদীবিশেষ; 4 পাকিস্তানের প্রদেশবিশেষ; 5 (সংগীতের) রাগবিশেষ। [সং. √ স্যন্দ্ + উ (দ্ ধ্)]। ̃ ঘোটক সিলজাতীয় বৃহদাকার জলচর মাংসাশী জন্তুবিশেষ, walrus. ̃ সভ্যতা বি. সিন্ধু নদীর উপত্যকার প্রাচীন সভ্যতা। 15)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2086399
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1773200
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1370889
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 723094
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700466
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 596281
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 551163
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543258

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন