Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সম্মেলন দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

কংগ্রেস
(p. 156) kaṅgrēsa বি. 1 মহাসভা, সম্মেলন; 2 আমেরিকা যুক্তরাষ্ট্রের ব্যবস্হাপক পরিষদ; 3 ভারতের রাজনৈতিক দলবিশেষ। [ইং. congress]। কংগ্রেসি বিণ. 1 ভারতের জাতীয় কংগ্রেস দলের অন্তর্ভুক্ত বা অনুগামী; 2 কংগ্রেসসম্বন্ধীয়। 13)
জাতি2
(p. 321) jāti2 বি. 1 প্রকার, শ্রেণি (নানা জাতির ফুল); 2 সমলক্ষণ বিভাগ (মানবজাতি, স্ত্রীজাতি); 3 ধর্ম, রাষ্ট্র, জন্মভূমি আদিম বংশ ব্যবসায় ইত্যাদি অনুযায়ী বিভাগ (হিন্দু জাতি, আর্য জাতি); 4 হিন্দুদের বর্ণ বা তার অন্তর্গত সামাজিক উপবিভাগ (জাতিভেদ, কায়স্হ জাতি)। [সং. √ জন্ + তি]। ̃ গত বিণ. জাতির প্রকৃতি অনুযায়ী, জাতীয় (জাতিগত প্রভেদ)। ̃ চ্যুত বিণ. স্বীয় সমাজ বা জাতি থেকে বহিষ্কৃত। ̃ তত্ত্ব বি. মানবজাতির বিভিন্ন শ্রেণির বৈশিষ্ট্য ও পরস্পর সম্বন্ধ বিষয়ক তত্ত্ব বা বিদ্যা। ̃ ধর্ম বি. 1 জাতির বিশেষ প্রকৃতি; 2 জাতির বিহিত ধর্মকর্মাদি। ̃ নাশ, ̃ পাত বি. সমাজচ্যুত হওয়া, জাতি নষ্ট হওয়া। ̃ বর্ণ-নির্বিশেষে ক্রি-বিণ. জন্ম বংশ প্রভৃতির ভেদ না করে (জাতিবর্ণনির্বিশেষে সকলকেই আহ্বান করা হয়েছে)। ̃ বাচক বিণ. 1 জাতিনির্দেশক বা শ্রেণিনির্দেশক (জাতিবাচক উপাধি); 2 (ব্যাক.) শ্রেণিসূচক (জাতিবাচক বিশেষ্য)। ̃ বিদ্বেষ বি. এক জাতির প্রতি অন্য জাতির বিরূপতা; জাতিতে জাতিতে শত্রুতা। ̃ বৈর বি. জন্মগত শত্রুতা; জাতিবিদ্বেষ। ̃ ব্যবসায় বি. বংশগত পেশা বা ব্যাবসা। ̃ ভেদ বি. হিন্দুদের চার বর্ণের বিভাগের মধ্যে পরস্পর পার্থক্য বা ভেদাভেদ। ̃ ভ্রষ্ট - জাতিচ্যুত -র অনুরূপ। ̃ সংঘ বি. বিভিন্ন জাতি বা রাষ্ট্রের সম্মেলন বা সভা, League of Nations;প্রথম মহাযুদ্ধের পর বিভিন্ন রাষ্ট্রকে নিয়ে গঠিত সংস্হাবিশেষ। ̃ সত্তা বি. (নিজ) জাতির বৈশিষ্ট্য সম্পর্কে সচেতনতা। ̃ স্মর বিণ. (যার) পূর্বজন্মের কথা মনে আছে এমন। 14)
প্রভাত-ফেরি
(p. 548) prabhāta-phēri বি. 1 ভোরবেলা পাড়ায় পাড়ায় বা রাস্তায় উদ্বোধনী সংগীত গেয়ে পুরবাসীদের জাগরিত করা; 2 ভোরে দেশাত্মবোধক বা প্রেরণামূলক সম্মেলক গান গেয়ে পথ পরিক্রম; প্রভাতের মঙ্গলগীত। [গুজ?]। 29)
প্রীতি
(p. 554) prīti বি. 1 সন্তোষ, তৃপ্তি; 2 প্রেম, প্রণয়, ভালোবাসা, অনুরাগ; 3 আহ্লাদ; 4 বন্ধুত্ব। [সং. √ প্রী + তি]। প্রীতি-উপহার বি. প্রীতির চিহ্নস্বরূপ উপহার। ̃ ভাজন বিণ. স্নেহাস্পদ; প্রণয়ের পাত্র। ̃ ভোজ, ̃ ভোজন বি. আনন্দোত্সব উপলক্ষ্যে ভোজ। ̃ সম্ভাষণ বি. প্রণয় স্নেহ বা বন্ধুত্বসূচক আলাপ বা সম্বোধন। ̃ সম্মেলন বি. বন্ধুত্বমূলক মিলন বা সভা। ̃ সূচক বিণ. প্রীতিজ্ঞাপক। 97)
মিলন
(p. 706) milana বি. 1 সংযোগ, সন্ধি; 2 সদ্ভাবস্হাপন (দুই পূর্বতন শত্রুর মিলন); 3 কলহান্তে পুনরায় সদ্ভাব, বিচ্ছেদের পর ঐক্য (নায়ক-নায়িকার মিলন); 4 সাক্ষাত্কার (প্রণয়ী-প্রণয়িনীর মিলন) 5 সম্মেলন (মিলনোত্সব); 6 রতি, যৌন সংগম (যৌনমিলন)। [সং. √মিল্ + অন]। মিলনান্তক বিণ. (নাটক কাব্যাদি সম্বন্ধে) উপসংহার নায়ক-নায়িকার মিলনসাধন হয় এমন। 11)
মিলনি
(p. 706) milani বি. সম্মেলন বা আসর। [সং. মিলন + বাং. ই]। 12)
মিলনোত্-সব
(p. 706) milanōt-saba বি. সদস্য বা সভ্যদের পরস্পর সাক্ষাত্কারের অনুষ্ঠান, সম্মেলন, পুনর্মিলন।[সং. মিলন + উত্সব]। 14)
মুশায়রা
(p. 712) muśāẏarā বি. কবিদের সভা বা সম্মেলন।[ফা. মুশায়রহ্]। 38)
সংযোজন, সংযোজনা
(p. 795) saṃyōjana, saṃyōjanā বি. 1 যোগসাধন, একত্রীকরণ, সংযুক্ত করা; 2 (বাং.) মূল অংশের সঙ্গে যুক্ত করা, addition, supplementing. [সং. সম্ + যোজন, যোজনা]। সংযোজিত বিণ. 1 সংযুক্ত করা হয়েছে এমন, সম্মেলিত, একত্রীকৃত; 2 যুক্ত। 22)
সভা
(p. 808) sabhā বি. 1 সমিতি, পরিষদ (আইনসভা); 2 প্রতিষ্ঠান, গোষ্ঠী (ব্রাহ্মসভা, আত্মীয়সভা); 3 সম্মেলন, বৈঠক (সাংবাদিক সভা); 4 জনসমাবেশ (জনসভা); 5 রাজদরবার (রাজসভা)। [সং. সহ + √ভা + অ]। সভা আহ্বান করা, সভা ডাকা ক্রি-বিণ. সভার বৈঠকে সদস্যদের যোগদানের জন্য আমন্ত্রণ করা; বক্তব্য প্রচার করার জন্য জনসমাবেশের ব্যবস্হা করা। সভা করা ক্রি. সভার অনুষ্ঠান করা। ̃ কক্ষ, ̃ গৃহ, ̃ তল, ̃ মণ্ডপ, ̃ স্হল বি. যেখানে সভার অধিবেশন হয়। ̃ কবি বি. রাজার সভায় নিযুক্ত কবি। ̃ কুট্টিম বি. সভার পাকা মেঝে। ̃ জন বি. সভাস্ত লোক, সদস্য; সভাসদ। ̃ নেত্রী বি. (স্ত্রী.) সভার কার্যাদির পরিচালিকা; কোনো প্রতিষ্ঠানের পরিচালিকা। ̃ পতি বি. সভার কার্যাদির বা প্রতিষ্ঠানের পরিচালক। ̃ ভঙ্গ বি. সভার অধিবেশনের শেষ। ̃ রম্ভ বি. সভার কার্যাদির শুরু। ̃ সদ বি. সভায় যোগদানকারী, সদস্য; সভার সদস্য। ̃ সমিতি বি. সভা বৈঠক বা ওইজাতীয় লোকসমাগম (তিনি আজকাল বড়ো-একটা সভাসমিতিতে যান না)। ̃ সাহিত্য বি. রাজসভার পৃষ্ঠপোষকতায় সভাসাহিত্যেকের রচিত সাহিত্য, court literature. ̃ সাহিত্যিক বি. রাজসভায় বিশেষভাবে সমাদৃত সাহিত্যিক। ̃ সীন বিণ. সভায় বা দরবারে উপস্হিত বা উপবিষ্ট। ̃ স্হ বিণ. সভায় উপস্হিত (সভাস্হ লোকজন)। 38)
সমবেত
(p. 808) samabēta বিণ. 1 সম্মিলিত একত্রীকৃত বা একত্রীভূত (সমবেত চেষ্টা, সমবেত অতিথিবৃন্দ); 2 সঞ্চিত; 3 নিত্যসম্বন্ধ। [সং. সম্ + অব + √ ই + ত]। সমবেত সংগীত বি. অনেকের মিলিত কণ্ঠের গান, সম্মেলক গান। 58)
সম্মিলন
(p. 816) sammilana বি. 1 সম্যক মিলন (প্রীতি-সম্মিলন); সংযোগ, বহু লোকের একত্র হওয়া; 2 সাক্ষাত্কার। [সম্মেলনএর বিকল্প রূপ]। সম্মিলনী বি. সংঘ, সমিতি, পরিষদ। সম্মিলিত বিণ. একত্র মিলিত। স্ত্রী. সম্মিলিতা। 20)
সম্মেলক
(p. 816) sammēlaka বিণ. 1 সম্মেলনকারী, সম্মিলিত করে এমন; 2 সম্মিলিত (সম্মেলক গান)। [সং. সম্ + মেলক]। 24)
সম্মেলন
(p. 816) sammēlana বি. 1 সভা; 2 সম্মিলিত হওয়া; 3 সভাদিতে জনসমাবেশ (সাহিত্যসম্মেলন); 4 জনগণকে মিলিত করা। [সং. সম্ + মেলন]। 25)
সম্মোহ
(p. 816) sammōha বি. 1 অতিশয় মোহ; 2 বুদ্ধিলোপ, স্মৃতিভ্রংশ। [সং. সম্ + মোহ]। ̃ ন বি. 1 সম্যক মুগ্ধ করা; 2 জাদুবলে বা অন্য প্রক্রিয়াবলে ইচ্ছাশক্তি লোপ করে সম্পূর্ণ পরের পরিচালনাধীন করা, mesmerism, hypnotization; 3 কন্দর্পের বাণবিশেষ। বিণ. 1 মুগ্ধ করে এমন; 2 মোহজনক; 3 বাণ দিয়ে মুগ্ধ-করা। ̃ নী বিণ. (স্ত্রী.) (সম্মেহনী শক্তি)। সম্মোহিত বিণ. সম্পূর্ণ মোহিত বা মুগ্ধ। স্ত্রী. সম্মোহিতা। 26)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074557
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768822
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366266
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721114
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698165
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594716
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545359
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542321

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন