Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সাবান দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকঞ্চুক
(p. 1) akañcuka বিণ. কঞ্চুক অর্থাত্ খোলস বা খোসা নেই এমন, খোসাবিহীন (ফলাদি সম্পর্কে); খোলসহীন (সরীসৃপাদি সম্পর্কে), achlamydeous (বি.প.)। [সং. ন+কঞ্চুক]। 18)
অগোছালো
(p. 7) agōchālō বিণ. বিশৃঙ্খল, বেহিসাবি (অগোছালো সংসার, অগোছালো স্বভাব)। [বাং. অ+গোছালো়]। 4)
অডিট
(p. 8) aḍiṭa বি. (ব্যাবসা-বাণিজ্য সংক্রান্ত) হিসাবের পরীক্ষা। [ইং. audit]। ̃ র বি. হিসাবপরীক্ষক। [ইং. auditor]।
অধ্বর
(p. 20) adhbara বি. 1 যজ্ঞ; 2 অষ্ট বসুর অন্যতম। বিণ. মনোযোগী; সাবধান, সতর্ক। [সং. অধ্বন্+√ রা+অ]। অধ্বর্যু বি. যজুর্বেদজ্ঞ ঋত্বিক। 22)
অনবহিত
(p. 23) anabahita বিণ. 1 অমনোযোগী; 2 অসাবধান; 3 যত্নহীন। [সং. ন+অবহিত]। 8)
অপ্রমাদ
(p. 42) apramāda বি. 1 প্রমাদহীনতা; 2 সাবধানতা। বিণ. প্রমাদহীন; অবহিত। [সং. ন + প্রমাদ]। 19)
অভি-নন্দন
(p. 50) abhi-nandana বি. আনন্দ প্রকাশের দ্বারা বা প্রশংসাবাদের দ্বারা সম্মান জানানো; সংবর্ধনা; আনন্দের সঙ্গে গৌরবের স্বীকৃতি জানানো। [সং. অভি + √ নন্দ্ + অন]। ̃ পত্র বি. সম্মানজ্ঞাপনের জন্য রচিত পত্র, মানপত্র। অভি-নন্দিত বিণ. বন্দিত, প্রশংসার দ্বারা সম্মানিত। 89)
অমিত
(p. 57) amita বিণ. পরিমিত নয় এমন, প্রচুর, অত্যধিক; সীমাহীন, অসীম (অমিত বল, অমিত সাহস, অমিত তেজ)। [সং. ন + মিত]। ̃ .তেজা (-তেজস্) বিণ. সীমাহীন তেজ বা ক্ষমতা আছে এমন, অত্যধিক শক্তিশালী। ̃ .বিক্রম বি. বিণ. অসীম বিক্রম বা তেজ; অসীম তেজযুক্ত। ̃ .বাক, ̃ .বাক্, ̃ .ভাষী (-ষিন্) বিণ. বেশি কথা বলে এমন, প্রয়োজনের চেয়ে বেশি কথা বলে এমন; বাচাল। ̃ .ব্যয় বি. বেহিসাবি অর্থাত্ প্রচুর খরচ। ̃ .ব্যয়িতা বি. বেহিসাবি খরচ করার স্বভাব বা অভ্যাস। ̃ .ব্যয়ী (-য়িন্) বিণ. বেহিসাবি খরচ করে এমন। ̃ .শক্তি বিণ. অত্যধিক শক্তির অধিকারী (অমিতশক্তি পুরুষ)। অমিতাক্ষর বি. অমিত্রাক্ষর যেখানে শেষ অক্ষরে মিল বা অন্ত্যমিল থাকে না। অমিতাচার বি. অসংযত আচরণ, অসংযম। বিণ. অসংযত আচরণকারী, অমিতাচারী, অসংযমী। অমিতাচারী (-রিন্) বিণ. অসংযমী, অসংযত আচরণ করে এমন। বি. অমিতাচারিতা। অমিতাভ দ্র অমিতাভ। 30)
অসর্তক
(p. 67) asartaka বিণ. অসাবধান। [সং. ন + সতর্ক]। বি. ̃ তা। 64)
অসাবধান
(p. 70) asābadhāna বিণ. সাবধান বা সর্তক নয় এমন, অসর্তক; অমনোযোগী (এ কাজে অসাবধান হয়ো না)। [বাং. অ + সাবধান]। ̃ তা বি. অসতর্কতা; অমনোযোগ। 55)
অস্বচ্ছন্দ
(p. 73) asbacchanda বিণ. স্বচ্ছন্দ বা সাবলীল নয় এমন; অস্বস্তিপূর্ণ। [সং. ন + স্বচ্ছন্দ]। বি. অস্বাচ্ছন্দ্য। 49)
অস্বস্তি
(p. 73) asbasti বি. 1 স্বস্তি বা আরামের অভাব; অস্বাচ্ছন্দ্য; সাবলীলতার অভাব; অসুবিধা; 2 দেহ বা মনের অশান্তি। [সং. ন + স্বস্তি]। ̃ কর বিণ. দেহ বা মনের পক্ষে অসুবিধাজনক বা অশান্তিজনক। 50)
আঁতু-আঁতু, আঁতু-পুঁতু
(p. 79) ān̐tu-ān̐tu, ān̐tu-pun̐tu বি. অতিরিক্ত যত্ন, বাড়াবাড়িরকমের সাবধানতা। [সং. আত্মন্ +পুত্র?]।
আঁতুআঁতু করা, আঁতুতুপুঁতু করা
(p. 80) ān̐tuān̐tu karā, ān̐tutupun̐tu karā ক্রি. বি. আদরের বস্তুকে নিয়ে বাড়াবাড়িরকমের সাবধানতা অবলম্বন করা (ছেলেকে নিয়ে ওরা বড় আঁতুপুঁতু করে)। 2)
আলগা
(p. 104) ālagā বিণ. 1 আটকানো বা সংলগ্ন নয় এমন; 2 এলায়িত, শিথিল (ফাঁস আলগা করা, আলগা খোঁপা); 3 ফসকা (আলগা গেরো); 4 অনাবৃত, পোশাক পরা নয় এমন (আলগা গা); 5 আঢাকা (আলগা ভাত, তরকারিটা আলগা আছে); 6 খোলা (দরজা আলগা); 7 বেফাঁস, অসংযত (মুখ আলগা); 8 আন্তরিকতাহীন (আলগা সোহাগ); 9 অসাবধান, উদাসীন (আলগা পুরুষ); 1 সহজেই কাবু হয় এমন (আলগা শরীর)। [সং. অলগ্ন - তু. হি. অলগ্, অল্গা]। 56)
আসানড়ি, আসাবরদার
(p. 110) āsānaḍ়i, āsābaradāra দ্র আসা1। 6)
আয়ুর্বেদ
(p. 103) āẏurbēda বি. ধন্বন্তরির উদ্ভাবিত চিকিত্সাবিদ্যা; কবিরাজি চিকিত্সাবিদ্যা। [সং. আয়ুঃ + বেদ]। আয়ুর্বেদীয় বিণ. আয়ুর্বেদসম্বন্ধীয়; আয়ুর্বেদসম্মত। 18)
কড়া৪
(p. 158) kaḍ়ā4 বি. কর্পদক, কড়ি। [সং. কর্পদক, তু. হি. কৌড়ী]। এক কড়া বি. বিণ. (আল.) অতি তুচ্ছ বা সামান্য পরিমাণ (তার এক কড়া বুদ্ধি নেই)। ̃ কিয়া (গ্রা.) ̃ ঙ্কিয়া, ̃ ঙ্কে বি. (1 থেকে 1) কড়ার হিসাব। ̃ ক্রান্তি দ্র ক্রান্তি। কড়ায়-গণ্ডায় ক্রি-বিণ. অতি নিপুণ ও সূক্ষ্ম হিসাবমতে (কড়ায়-গণ্ডায় আদায় করেছি)।
কাগজি, (বর্জি.) কাগজী
(p. 177) kāgaji, (barji.) kāgajī বিণ. 1 কাগজসম্বন্ধীয়; 2 কেবল কাগজেই প্রচারিত কিন্তু অবাস্তব; 3 কাগজের মতো পাতলা আবরণবিশিষ্ট (কাগজি লেবু)। বি. কাগজের ব্যাপারি। কাগজাত বি. (আদালতের ভাষায়) কাগজপত্র; হিসাবপত্র; দলিলপত্র। কাগজে-কলমে ক্রি. বিণ. লিখিতভাবে। কাগুজে বিণ. 1 কাগজসম্বন্ধীয়; 2 কেবল কাগজেই প্রচারিত কিন্তু অবাস্তব (কাগুজে বাঘ)। [আ. কায়গদ]। 25)
কাছা2
(p. 178) kāchā2 বি. পরিধেয় বস্ত্রের যে-অংশ কোমরের পিছনদিকে গোঁজা থাকে। [সং. কচ্ছ প্রা. কচ্ছা]। কাছা-আলগা বিণ. অসাবধান, বেখেয়ালি (কাছা-আলগা লোক)। ̃ ধরা বিণ. তোষামোদকারী; পরাশ্রয়ী। 13)
কাতু-কুতু
(p. 181) kātu-kutu বি. হাসাবার জন্য গায়ের বিশেষ বিশেষ স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে সুড়সুড়ি। [সং. কুতুকুতুক]। 8)
কানুনগো, (বর্ত. অপ্র.) কানুন-গোই
(p. 181) kānunagō, (barta. apra.) kānuna-gōi বি. রাজস্ববিভাগীয় হিসাবপরীক্ষক; জমি-জরিপকারী সরকারি কর্মচারী। [আ. কানূন্ + ফা. গোয়্]। 41)
কার-বলিক, কার্বলিক
(p. 185) kāra-balika, kārbalika বিণ. অঙ্গার বা আলকাতরা জাতীয় অম্লসম্বন্ধীয়। [ইং. carbolic]। কারবলিক আসিড বি. অঙ্গার-অম্লবিশেষ। কারবলিক সাবান বি. কারবলিক আসিড়-মেশানো সাবানবিশেষ। 17)
কালো
(p. 188) kālō বিণ. 1 কৃষ্ণবর্ণ, অন্ধকারের রং (কালো চুল); 2 ময়লা, মলিন (জামাকাপড় কালো হয়েছে); 3 বিষণ্ণ, গোমড়া (মুখ কালো করা)। [ সং. কাল3]। ̃ টাকা বি. বেআইনিভাবে আয় করা টাকা; হিসাববহির্ভূত টাকা। ̃ বাজার বি. সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জিনিস বিক্রয়ের বাজার; নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জিনিস কেনা-বেচা। ̃ বাজারি বি. কালোবাজারে জিনিস বিক্রির কাজ। 21)
কায়
(p. 181) kāẏa বি. শরীর, দেহ। [সং. √ চি + অ]। ̃ কল্প বি. পুনর্যৌবন লাভ বা আয়ুর্বৃদ্ধির জন্য আয়ুর্বেদীয় চিকিত্সাবিশেষ। ̃ ক্লেশ বি. শারীরিক পরিশ্রম। ̃ ক্লেশে ক্রি-বিণ. কষ্টেসৃষ্টে (কায়ক্লেশে দিন যাপন করছে)। ̃ চিকিত্সা বি. (আয়ু.) জ্বরাদি শারীরিক রোগের চিকিত্সা। ̃ ব্যূহ বি. (বৈ. সা.) একসঙ্গে বহু দেহ রচনা বা ধারণ, যা কেবল যোগীর পক্ষে সম্ভব; একই শরীরের অবিকল সেইরকম বহু শরীর হওয়া ('ব্রজদেবীগণ শ্রী রাধার কায়ব্যূহরূপ': চৈ.চ.)। ̃ মনো-বাক্যে ক্রি-বিণ. দেহে মনে ও কথায় অর্থাত্ সর্বপ্রকারে। ̃ সাধনা বি. দেহকে অমর করবার যৌগিক সাধনা। ̃ সিদ্ধি বি. যৌগিক সাধনার দ্বারা দেহের অমরত্ব লাভ। 116)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2076233
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1769561
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1367093
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721374
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698426
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594922
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 546295
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542441

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন