Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সুগন্ধ; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অগোর1
(p. 7) agōra1 বি. অগুরু, সুগন্ধি কাঠবিশেষ ('সুবাসিত গন্ধ আদি অগোর চন্দন': ক. ক.)। [ সং. অগুরু]। 6)
অনু-বাসন
(p. 29) anu-bāsana বি. সুগন্ধীকরণ, ধূপন, ধূপাদির দ্বারা সূরভিতকরণ। [সং. অনু + √ বাসী + অন]। অনু-বাসিত বিণ. সুগন্ধীকৃত, ধূপিত, সুরভিত। 22)
অম্বর2
(p. 57) ambara2 বি. পাংশু বর্ণের ও ধূপের মতো দাহ্য একরকম গন্ধদ্রব্য, amber, ambergris. অম্বরী 2, অম্বুরি বিণ. অম্বর দ্বারা সুবাসিত বা সুগন্ধীকৃত (অম্বুরি তামাক)। [ইং. amber + বাং. ই-তু. সং. অম্বর + বাং. ই]। 57)
আতর1
(p. 85) ātara1 বি. 1 সুগন্ধ ফুলের নির্যাস; 2 ফুল মৃগনাভি ইত্যাদির সুরভিত তেল। [আ. ইত্র্]। ̃ দান বি. আতর রাখার পাত্র। 117)
আমোদ
(p. 101) āmōda বি. 1 আহ্লাদ, হর্ষ, আনন্দ (খুব আমোদ পেয়েছে); 2 মজা; 3 উত্সব; 4 দূর থেকে ভেসে আসা গন্ধ; 5 সুগন্ধ। [সং. আ + √ মুদ্ + অ]। ̃ ন বি 1 বিনোদন, amusement; 2 আমোদ করা; 3 সুরভিত করা। আমোদিত বিণ. হর্ষযুক্ত; সুরভিত। আমোদী (-দিন্) বিণ. হর্ষযুক্ত; আমুদে; সুগন্ধজনক। 51)
উদ্বর্তন2
(p. 128) udbartana2 বি. 1 গন্ধদ্রব্যাদি দিয়ে লেপন; গন্ধলেপন; 2 অঙ্গমার্জনা; 3 বিলেপনদ্রব্য ('রাধাপ্রতি কৃষ্ণস্নেহ সুগন্ধি-উদ্বর্তন: চৈ. চ)। [সং. উত্ + √ বৃত্ + ণিচ্ + অন]। 12)
এলাচ, এলাচি
(p. 149) ēlāca, ēlāci বি. সুগন্ধি মশলাবিশেষ; এলা গাছের ফল. cardamom. [সং. এলা; হি. ইলাইচ]। 16)
এসেন্স
(p. 149) ēsēnsa বি. গন্ধসার, সেণ্ট, তরল সুগন্ধদ্রব্য ('মন্ত্রী বলে এসেন্স দিছি গন্ধ তো নয় মন্দ': সু. বা.)। [ইং. essence]। 31)
ওডি-কোলন
(p. 153) ōḍi-kōlana বি. জার্মানির্ কলন্ শহরে (ফরাসি নাম কলঞ্) প্রস্তুত সুগন্ধ সুরাসারবিশেষ। [ফ. eau-de-cologne, মূল ফ. উচ্চারণ য়্য-দ্য-কলঞ্]। 3)
কদম2
(p. 160) kadama2 বি. কদম্ব, হলুদ রঙের সুগন্ধ ফুল বা তার গাছ। [সং. কদম্ব]। কদমা বি. (কদম ফুলের মতো আকারবিশিষ্ট) চিনির তৈরি সাদা মিঠাইবিশেষ। জোর কদম বি. দ্রুত পায়ে চলা; দ্রুত গতি। 23)
কামিনী
(p. 181) kāminī বি. 1 রমণী; 2 পত্নী; 3 সুগন্ধি ফুলবিশেষ। [সং. কাম + ইন্ + ঈ]। ̃ সুলভ বিণ. স্ত্রীজাতির পক্ষে স্বাভাবিক বা মানানসই। 108)
কিরাত
(p. 190) kirāta বি. 1 ভারতের প্রাচীন বন্যজাতিবিশেষ; 2 ব্যাধ; 3 পার্বত্য অঞ্চলবিশেষ। [সং. কির + √ অত্ + অ]। বি. (স্ত্রী.) কিরাতী। কিরাতিনী বি. (স্ত্রী.) কিরাত দেশে উত্পন্ন সুগন্ধযুক্ত বস্তুবিশেষ; জটামাংসী। 32)
খুশবু
(p. 231) khuśabu বি. সুগন্ধ, ভালো গন্ধ। [আ. খুশব]। 37)
খোশ
(p. 235) khōśa বিণ. আনন্দজনক, প্রীতিকর (খোশখবর)। [ফা. খুশ্]। ̃ কবালা বি. পাকাপাকিভাবে স্বত্ব হস্তান্তরের দলিল। ̃ খবর বি. সুসংবাদ। ̃ খেয়াল বি. খামখেয়াল, মরজি। ̃ খোরাক বি. শৌখিন আহার। ̃ খোরাকি বিণ. শৌখিন আহারে অভ্যস্ত; ভোজনবিলাসী। ̃ গল্প বি. আমোদজনক হালকা গল্পগুজব বা আলাপ (সারাটা দিন খোশগল্প করেই কেটে গেল)। ̃ নবিশ বি. অতি সুন্দর হস্তাক্ষরবিশিষ্ট ব্যক্তি; সুলেখক। ̃ নাম বি. সুনাম, সুখ্যাতি। ̃ পোশাক বি. শৌখিন পোশাক। ̃ পোশাকি বিণ. পোশাকবিলাসী। ̃ বু, খুশবু, ̃ বাই, ̃ বয় বি. সুগন্ধ ̃ মেজাজ বি. প্রফুল্লতা; প্রফুল্ল মন। 9)
গন্ধ
(p. 240) gandha বি. 1 বস্তুর যে-গুণ কেবল নাকের দ্বারা অনুভবনীয়. বাস (গন্ধ ছড়ায়); 2 ঘ্রাণ (গন্ধ পাচ্ছি); 3 সুগন্ধ (গন্ধ মেখেছে?); 4 সামান্যতম উল্লেখ, লেশ (নামগন্ধ নেই); 5 সম্পর্ক (এর সঙ্গে টাকার কোনো গন্ধ নেই)। [সং. √গন্ধ্ + অ]। ̃ কাষ্ঠ বি. চন্দন কাঠ; কালাগুরু। ̃ গোকুল, ̃ গোকুলা বি. নকুল বা বেজিজাতীয় জন্তুবিশেষ, খট্টাশ। [সং. গন্ধনকুল]। ̃ তেল, ̃ তৈল বি. সুবাসিত তেল, ফুলেল তেল। ̃ দ্রব্য বি. 1 সুগন্ধ দ্রব্য ; 2 নাগকেশর। ̃ পুষ্প বি. সুগন্ধি ফুল; সচন্দন ফুল। ̃ বণিক (-ণিজ্) বি. গন্ধদ্রব্য ব্যবসায়ী; মশলা ব্যবসায়ী, বাঙালি হিন্দু সম্প্রদায়বিশেষ. গন্ধবেনে। ̃ বহ, ̃ বাহ বি. বাতাস। ̃ ভাদাল, ̃ ভাদুলি বি. দুর্গন্ধযুক্ত লতাবিশেষ, গাঁধাল। ̃ মাদন বি. রামায়ণোক্ত যে বিশাল পর্বত হনুমান বিশল্যকরণীর জন্য উপড়ে এনেছিলেন। ̃ মূষিক বি. ছুঁচো। ̃ মৃগ বি. কস্তুরীমৃগ। ̃ রাজ বি. সুগন্ধি সাদা ফুলবিশেষ। ̃ সার বি. চন্দন; চন্দন গাছ। গন্ধে গন্ধে ক্রি-বিণ. সূত্র অনুসরণ করে (গন্ধে গন্ধে এসে ঠিক হাজির হয়েছে)। 17)
গুগ-গুল, গুগ-গুলু
(p. 250) guga-gula, guga-gulu বি. বৃক্ষবিশেষ ও তার সুগন্ধি নির্যাস। [সং. √গুজ্ + ক্বিপ্ =গুগ; √গুড়্ +ক=গুল]। 31)
গুলাব
(p. 253) gulāba বি. 1 সুগন্ধি ফুলবিশেষ; 2 ওই ফুলের নির্যাসমিশ্রিত জল। [ফা. গুল্ (গোলাপ) + আব্ (জল) -তু. সং. অপ্]। ̃ পাশ বি. গোলাপজল ছিটাবার যন্ত্রবিশেষ। গুলাবি বিণ. 1 গোলাপের গন্ধযুক্ত; 2 মৃদু, ঈষত্ (গুলাবি নেশা)। 49)
গোলাপ
(p. 261) gōlāpa বি. 1 সুগন্ধ ফুলবিশেষ, গুলাব; 2 গোলাপের নির্যাস-মেশানো জল। [ফা. গুলাব (গুল + আব)]। গোলাপি বি. বিণ. গোলাপের বর্ণ বা বর্ণযুক্ত। 3)
গোলাপ-জাম
(p. 261) gōlāpa-jāma বি. গোলাপের মতো সুগন্ধযুক্ত মিষ্টি স্বাদের ফলবিশেষ। [বাং. গোলাপ + জাম]। 4)
ঘ্রাণ
(p. 272) ghrāṇa বি. 1 গন্ধ (ঘ্রাণ নেওয়া); 2 গন্ধগ্রহণ (ঘ্রাণশক্তি); 3 ঘ্রাণেন্দ্রিয়, নাক। [সং. √ঘ্রা + অন]। ̃ জ বিণ. 1 ঘ্রাণেন্দ্রিয় বা নাক থেকে উত্পন্ন; 2 আঘ্রাণের বা গন্ধগ্রহণের ফলে উত্পন্ন। ̃ তর্পণ বি. 1 ঘ্রাণেন্দ্রিয়ের তৃপ্তিসাধন; 2 অতিশয় সুগন্ধ। ̃ শক্তি বি. গন্ধ উপলব্ধি করার ক্ষমতা, গন্ধ গ্রহণের ক্ষমতা। ঘ্রাণেন্দ্রিয় বি. নাক। 32)
চন্দন
(p. 278) candana বি. 1 সুগন্ধ কাঠবিশেষ বা তার গাছ; 2 বাটা চন্দন। [সং. √চন্দ্ (=আনন্দ) + অন]। ̃ চর্চিত বিণ. বাটা চন্দনে লিপ্ত (চন্দনচর্চিত মুখ)। ̃ পিঁড়ি বি. যে পীঠিকার উপর বা শিলের উপর চন্দন কাঠ ঘষা হয়। ̃ পুষ্প বি. লবঙ্গ। কুচন্দন বি. (গন্ধহীন বলে) রক্তচন্দন। হরি-চন্দন বি. পীতবর্ণ সুগন্ধযুক্ত কাঠবিশেষ, পীতচন্দন, শ্বেতচন্দন; গোশীর্ষনামক শ্বেতচন্দন। 12)
চুয়া1
(p. 294) cuẏā1 বি. সুগন্ধ ঘন নির্যাসবিশেষ। [হি. চুআ]। 14)
ছাঁচি
(p. 303) chān̐ci বিণ. 1 আসল; 2 দেশি (ছাঁচি কুমড়ো)। [হি. সাঁচ ছাঁচ + বাং. ই]। ছাঁচি কুমড়ো বি. চালকুমড়ো। ছাঁচি পান বি. সুগন্ধ পানবিশেষ। ছাঁচি বেত বি. সরু বেতবিশেষ। 14)
জটা
(p. 312) jaṭā বি. 1 বিশৃঙ্খলভাবে জড়ানো বা চাপ খাওয়া কেশরাশি, জট; 2 কেশর; 3 গাছের ঝুরি (বটের জটা)। [সং. √ জট (পরস্পর লগ্ন) + অ + আ]। ̃ জাল, ̃ জূট বি. জটারাশি; লম্বিত অবিন্যস্ত কেশরাশি। ̃ ধর, ̃ ধারী (-রিন্), ̃ জূট-ধারী বিণ. মাথায় জটা আছে এমন (জটাজূটধারী সন্ন্যাসী)। বি. জটাধারী শিব। ̃ মাংসী বি. ছোট গুল্মজাতীয় গাছ থেকে প্রস্তুত মলমের মতো সুগন্ধ দ্রব্যবিশেষ। ̃ ল বিণ. জটাযুক্ত। 20)
জরদা, জর্দা
(p. 312) jaradā, jardā বি. পানের সঙ্গে খাবার সুগন্ধ তামাকচূর্ণবিশেষ, সুরতি। বিণ. হলদে, পীত। ̃ পোলাও বি. জাফরানমিশ্রিত হলদে রঙের মিষ্টি পোলাও। 139)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2086501
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1773333
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1370929
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 723111
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700483
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 596296
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 551180
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543264

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন