Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সুন্দরী। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অঙ্গনা
(p. 8) aṅganā বি. সুন্দরী রমণী; দেহসৌষ্ঠবসম্পন্না নারী; রমণী। [সং. অঙ্গ+ন+আ]। 39)
অপ্সরা (অশু.) অপ্সরী
(p. 43) apsarā (aśu.) apsarī বি. দেবযোনিবেশেষ; স্বর্গের বারাঙ্গনা বা বেশ্যা; সুরসুন্দরী। [সং. অপ্ + সৃ + অস্ = অপ্সরস্ = অপ্সরা]। 14)
অভি-বন্দনা
(p. 50) abhi-bandanā বি. সংবর্ধনা; প্রণতি, পূজা ('চিরসুন্দরের অভিবন্দনা')। [সং. অভি + সং অভি + বন্দনা]। 99)
অলোক-সুন্দর
(p. 65) alōka-sundara বিণ. মনুষ্যলোকে দুর্লভ এমন সুন্দর, অসামান্য সুন্দর। [সং. ন + লোক + সুন্দর]। স্ত্রী. অলোক-সুন্দরী। 7)
আচমকা
(p. 85) ācamakā ক্রি-বিণ. হঠাত্, আচম্বিতে, চমকে দেয় এমনভাবে (আচমকা এসে উপস্হিত)। [হি. আচম্ভা, তু. হি. অচানক]। আচমকা-সুন্দরী বিণ. প্রকৃতপক্ষে সুন্দরী না হলেও হঠাত্ দেখলে সুন্দরী মনে হয় এমন। 3)
উর্বশী
(p. 133) urbaśī বি. সুন্দরীশ্রেষ্ঠা ও অনন্তযৌবনা অপ্সরাবিশেষ। [সং. উরু + √ বশ্ + অ + ঈ]। 150)
উষসী2, ঊষসী2
(p. 139) uṣasī2, ūṣasī2 বি. প্রভাত, প্রভাতকাল। বিণ. 1 প্রভাতি; 2 রূপবতী, সুন্দরী। [সং. উষস্ + ঈ]। 10)
কান্ত
(p. 181) kānta বি. 1 স্বামী; 2 (সূর্য, চন্দ্র ও অয়স শব্দের পর) মণি বা পাথর (সূর্যকান্ত, অয়স্কান্ত)। বিণ. 1 কমনীয়; মনোহর; 2 প্রিয়। [সং. √ কম্ + ত]। কান্তা বি. (স্ত্রী.) 1 প্রিয়া; 2 সুন্দরী রমণী; 3 স্ত্রী, পত্নী। ̃ লৌহ, কান্তায়স, কান্তিক, কান্তি-লৌহ বি. 1 অয়স্কান্ত মণি; 2 চুম্বক পাথর; 3 বিশুদ্ধ লোহা, refined iron; 4 ইস্পাত; 5 পেটা লোহা; ঢালাই লোহা। বি. কান্তি লাবণ্য, সৌন্দর্য, দীপ্তি, শোভা। কান্তি দ্র। 45)
খুব.সুরত
(p. 231) khuba.surata বিণ. পরম সুন্দর বা সুন্দরী (খুবসুরত মহিলা)। [ফা. খুবসুরত্]। 22)
ডাক৩
(p. 355) ḍāka3 বি. 1 সম্বোধন (এই ডাক শুনতে ভালোই লাগে); 2 আহ্বান ('যদি তোর ডাক শুনে কেউ না আসে': রবীন্দ্র); 3 বুলি, কথা, শব্দ (পাখির ডাক, পশুর ডাক); 4 চিত্কার, হাঁক (ডাক ছাড়া, ডাক পাড়া); 5 উচ্চনাদ, গর্জন (মেঘের ডাক); 6 নিলামে ক্রেতার হাকা দর (দশ টাকা ডাক উঠেছে); 7 খ্যাতি (নামডাক)। বিণ. সচরাচর ডাকবার জন্য ব্যবহৃত (ডাকনাম)। [তু. হি. √ ডহক]। ডাকের সুন্দরী সর্বজনখ্যাত সুন্দরী। এক ডাকে চেনা ক্রি. বি. খ্যাতির জন্য নাম উচ্চারণমাত্র চিনতে পারা। 12)
ধনি2
(p. 430) dhani2 বিণ. বি. (কাব্যে) সুন্দরী, যুবতী ('ধনি মুখমণ্ডল চান্দবিরাজিত': বিদ্যা., 'সেথায় আজিকে যাও তুমি, ধনি': রবীন্দ্র)। [সং. ধনিকা]। 16)
ধনিক
(p. 430) dhanika বিণ. বি. 1 পুঁজিপতি, স্বীয় অর্থবলে ব্যাবসাবাণিজ্য পরিচালনাকারী বা নিয়ন্ত্রণকারী (ধনিকশ্রেণি); 2 মহাজন; 3 ধনশালী, ধনী (ধণিকের ধন, গরিবের শ্রম)। [সং. ধন + ইক, কিংবা ধনিন্ + ক (স্বার্থে)]। ধনিকা বিণ. বি. (স্ত্রী.) 1 ধনিকবধূ; 2 যুবতী; 3 সুন্দরী। 17)
পরি2, (বর্জি.) পরী
(p. 496) pari2, (barji.) parī বি. (রূপকথায়) 1 ডানাযুক্তা উপদেবীবিশেষ; 2 (আল.) অতি সুন্দরী নারী। [ফা. পরী]। ডানাকাটা পরি (আল.) নিখুঁত সুন্দরী নারী। 19)
প্রমদা
(p. 548) pramadā বি. সুন্দরী যুবতী, সুন্দরী রমণী; রমণী। [সং. প্র + √ মদ্ + অ + আ]। 42)
বর
(p. 580) bara বি. 1 দেবতার কাছ থেকে লব্ধ অনুগ্রহ (সরস্বতীর বরে বিদ্যালাভ); 2 আশীর্বাদ; 3 বিবাহের পাত্র (বরাসন, বরের টোপর); 4 স্বামী, পতি (সখীর বর, ঘরবর); 5 হাতের আঙুলের অনুগ্রহসূচক ভঙ্গিবিশেষ বা মুদ্রা (বরাভয়)। বিণ. 1 ঈপ্সিত, কাঙ্ক্ষিত; 2 উত্তম, শ্রেষ্ঠ (বন্ধুবর, বরতনু)। [সং. √ বৃ + অ]। ̃ কনে বি. বিবাহের পাত্র ও পাত্রী। ̃ কর্তা বি. বিবাহে পাত্রপক্ষীয় প্রধান ব্যক্তি। ̃ চন্দন বি. 1 দেবদারু; 2 অগুরু। ̃ দ বিণ. বরদাতা। ̃ দা বিণ. (স্ত্রী.) বরদাত্রী। বি. দুর্গা। ̃ পক্ষ বি. বিবাহে পাত্রপক্ষীয় লোকজন। ̃ পণ বি. বিবাহে কন্যাপক্ষের কাছ থেকে বরপক্ষের প্রাপ্ত অর্থ। ̃ পুত্র বি. 1 দেবতার বরে জাত পুত্র; 2 দেবানুগৃহীত ব্যক্তি (সরস্বতীর বরপুত্র); 3 শ্রেষ্ঠ পুত্র। ̃ প্রদ বিণ. অভীষ্ট পূর্ণকারী। স্ত্রী. ̃ প্রদা। ̃ বধূ বি. বিবাহের পাত্র ও পাত্রী। ̃ বর্ণিনী বি. 1 সর্বগুণান্বিতা রমণী; 2 সুন্দরী নারী। ̃ মাল্য বি. 1 বিবাহে পাত্রী কর্তৃক পাত্রকে প্রদেয় ফুলমালা; 2 শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠতাজ্ঞাপক মালা (শ্রদ্ধার বরমাল্য)। ̃ যাত্রী (-ত্রিন্), ̃ যাত্র বি. বিবাহকালে পাত্রের সঙ্গী। ̃ য়িতা বিণ. বরণকারী। স্ত্রী. ̃ য়িত্রী। বরের ঘরের মাসি কনের ঘরের পিসি যে ব্যক্তি বিবদমান উভয় পক্ষের সঙ্গেই সদ্ভাব রেখে চলে। 28)
বরাঙ্গনা
(p. 580) barāṅganā বি. 1 উত্তমা নারী; 2 সুন্দরী নারী। [সং. বর + অঙ্গনা]। 63)
বরারোহা
(p. 580) barārōhā বিণ. 1 (স্ত্রী.) সু়ডৌল, প্রশস্ত ও সুপুষ্ট নিতম্ববিশিষ্টা; সুন্দর ও সুপুষ্ট নিতম্বযুক্তা; 2 সুন্দরী। [সং. বর + আরোহ + (নিতম্ব) + আ]। 72)
বামা
(p. 600) bāmā বি. 1 সুন্দরী নারী (বামাকণ্ঠ); 2 নারী, রমণী। বিণ. স্ত্রী. 1 বিমুখী, প্রতিকূলা; 2 অপ্রসন্না। [সং. বাম2 + আ]। 22)
বামোরু
(p. 600) bāmōru বি. 1 সুন্দর ঊরুযুক্ত রমণী; 2 সুন্দরী।[সং. বাম2 + ঊরু + ঊ]। 30)
বিনোদ
(p. 618) binōda বি. 1 সন্তোষ বা সন্তোষসাধন, আনন্দ বা আনন্দিতকরণ; 2 আমোদ, আমোদ-প্রমোদ, বিহার। বিণ. মনোরম (বিনোদ বেণি); প্রিয়; সুন্দর (বিনোদ নাগর)। [সং. বি + √ নুদ্ + অ]। ̃ ন বি. 1 সানন্দে যাপন (অবসর-বিনোদন); 2 মোচন, অপনোদন, দূরীকরণ (ক্লান্তি-বিনোদন)। বিনোদিত বিণ. আমোদিত বা তুষ্ট বা দূরীকৃত হয়েছে এমন। বিনোদিয়া বিণ. (প্রা. কা.) আনন্দদায়ক, রমণীয় ('বিনোদিয়া বেণীর শোভায়': ভা. চ.)। বিনোদী (-দিন্) বিণ. 1 বিনোদনকারী; 2 আনন্দদায়ক। বিনোদিনী বিণ. বিনোদী-র স্ত্রীলিঙ্গে; 1 সুন্দরী; 2 আনন্দদায়িনী। বি. শ্রীরাধিকা। 18)
ব্রজ
(p. 652) braja বি. 1 গোষ্ঠ (ব্রজবিহারী); 2 পথ ('বৃন্দাবনের ব্রজে ব্রজে', পদব্রজে); 3 সমূহ (গিরিব্রজ); 4 শ্রীকৃষ্ণের বাল্যলীলাভূমি বলে বর্ণিত মথুরার নিকটবর্তী গ্রামবিশেষ (ব্রজের কানাই)। [সং. ব্রজ্ + অ]। ̃ .কিশোর, ̃ .দুলাল, ̃ .বল্লভ, ̃ .মোহন, ̃ .রাজ, ̃ .সুন্দর বি. শ্রীকৃষ্ণ। ̃ .কিশোরী, ̃ .সুন্দরী বি. শ্রীরাধা। ̃ .বুলি বি. বৈষ্ণব পদাবলি-সাহিত্য ব্যবহৃত প্রাচীন মৈথিলি কবি বিদ্যাপতির ভাষার অনুকরণে সৃষ্ট কৃত্রিম ও মিশ্রভাষাবিশেষ। ̃ .ভাষা বি. হিন্দিভাষার শাখাবিশেষ। ̃ .লীলা বি. ব্রজধামে শ্রীকৃষ্ণের মধুর লীলা। ব্রজাঙ্গনা বি. ব্রজগ্রামের অধিবাসিনী গোপনারী। ব্রজেন্দ্র, ব্রজেশ্বর বি. শ্রীকৃষ্ণ। ব্রজেশ্বরী বি. শ্রীরাধা। ব্রজ্যা বি. ভ্রমণ, পর্যটন। 18)
ভানু
(p. 661) bhānu বি. 1 সূর্য বা সূর্যের কিরণ; রোদ ('জানু-ভানু-কৃশানু শীতের পরিত্রাণ': ক. ক); 2 কান্তি, শোভা। [সং. √ ভা + নু]। ̃ .কর বি. সূর্যের কিরণ; রোদ। ̃ .মতী বিণ. কান্তিময়ী, সুন্দরী। ভানুমতীর খেলা ভোজবাজি, ইন্দ্রজাল, ভেলকি (রাজা বিক্রমাদিত্যের পত্নী ও ভোজরাজ্যের কন্য ভানুমতী জাদুবিদ্যায় পারদর্শিণী ছিলেন বলে)। ̃ .মান বিণ. সূর্য। 49)
মাল৪
(p. 700) māla4 (অশা.) বি. মদ. (মাল খাওয়া); 2 সুন্দরী মেয়ে। [আ. মল্]। মাল টানা ক্রি. বি. (অশা.) মদ খাওয়া। 56)
মিনতী
(p. 705) minatī বি. 1 বিনীত প্রার্থনা বা নিবেদন, আবেদন ('মিনতি মম শুন হে সুন্দরী': রবীন্দ্র); 2 অনুরোধ ('মাধব বহুত মিনতি করি তোয়': বিদ্যা.) 3 অনুনয়-বিনয় (মিনতিপূর্বক)। [সং বিনতি ও আ. মিন্নত্-এর সংমিশ্রণজাত বাংলা শব্দ। 18)
মোহিনী
(p. 719) mōhinī বিণ. (স্ত্রী.) 1 মনোহারিণী (রূপের মোহিনী শক্তি); 2 পরমসুন্দরী (নারীর মোহিনী রূপ)। বি. 1 সম্মোহনবিদ্যা; 2 সমুদ্রমন্হনের পর নারায়ণ যে অপরূপ নারীমূর্তি ধারণ করে অসুরদের ছলনাপূর্বক অমৃত হরণ করেছিলেন। [সং. মোহ + ইন্ + ঈ]। ̃ বিদ্যা বি. সম্মোহনবিদ্যা। 46)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074399
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768760
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366189
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721093
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698131
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594687
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545298
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542312

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন