Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সুরেলা দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অসুর
(p. 72) asura বি. হিন্দু পুরাণোক্ত দেবশত্রু মহাবল জাতিবিশেষ; দৈত্য, দানব (বেদের প্রাচীনতর অংশে এবং পারসিক আবেস্তায় অসুর অহূর = দেবতা)। [সং. ন + সুর]। আসুর, আসুরিক বিণ. অসুরের তুল্য; অসুরসম্পর্কিত। স্ত্রী. অসুরী। 17)
আলাপ
(p. 106) ālāpa বি. 1 কথাবার্তা; 2 সম্ভাষণ; 3 মার্গ বা উচ্চাঙ্গ সংগীতে প্রারম্ভিক সুরবিস্তার; 4 (বাং.) জানাশুনা, পরিচয় (দুদিনের আলাপে মানুষ চেনা যায় না)। [সং. আ + √লপ্ + অ]। ̃ চারী বি. 1 সুরের আলাপ, সুর ভাঁজা; 2 কথাবার্তা, কথোপকথন। বিণ. আলাপযোগ্য। ̃ ন বি. কথোপকথন, কথাবার্তা। ̃ পরিচয়, ̃ সালাপ বি. পরস্পর কথোপকথন; ঘনিষ্ঠ আলাপ। আলাপিত বিণ. 1 আলাপ করা হয়েছে এমন; 2 (বাং.) পরিচিত। আলাপী (-পিন্) বিণ. 1 আলাপপ্রিয়; 2 (বাং.) পরিচিত। বি. পরিচিত ব্যক্তি (উনি আমার এক পুরোনো আলাপী)। স্ত্রী. আলাপিনী। 24)
ইন্দ্র
(p. 114) indra বি. 1 দেবতাদের রাজা, পুরন্দর; বাসব; 2 প্রধান বা শ্রেষ্ঠ ব্যক্তি (যোগীন্দ্র, বীরেন্দ্র); 3 রাজা, অধিপতি (নরেন্দ্র, দনুজেন্দ্র)। [সং. √ ইন্দ্ + র]। ̃ গোপ বি. বর্ষাকালে প্রাদুর্ভাব হয় এমন রক্তবর্ণ কীটবিশেষ, মখমলি পোকা। ̃ চাপ বি. 1 ইন্দ্রের ধনুক; 2 রামধনু। ̃ জাল বি. জাদু, ভোজবাজি, ম্যাজিক; ভেলকি; মায়া (সুরের ইন্দ্রজাল)। ̃ জালিক, ঐন্দ্রজালিক বি. জাদুকর, মায়াবী। বিণ. ইন্দ্রজালসম্বন্ধীয়। ̃ জিত্ বি. রাবণের জ্যেষ্ঠপুত্র, মেঘনাদ। বিণ. ইন্দ্রকে যে পরাজিত করেছে। ̃ ত্ব বি. ইন্দ্রের পদ বা মহিমা; রাজমহিমা; প্রাধান্য। ̃ ধনু-ইন্দ্রচাপ এর অনুরূপ। ̃ নীল, ̃ নীলক, ̃ মণি বি. মরকত, নীলকান্তমণি, পান্না ('ইন্দ্রমণির হার')। ̃ পতন বি. কোনো বিখ্যাত ব্যক্তির বা অসাধারণ মানুষের মৃত্যু। ̃ পাত-ইন্দ্রপতন এর অনুরূপ। ̃ পুরী, ̃ লোক বি. অমরাবতী, স্বর্গে দেবরাজ ইন্দ্রের পুরী বা প্রাসাদ; (গৌণ অর্থে) ঐশ্বর্যমণ্ডিত বিরাট ও সুন্দর প্রাসাদ। ̃ লুপ্ত বি. মাথার টাক ('তার মাথায় ইন্দ্রলুপ্ত': অন্নদাশঙ্কর রায়)। &tilde ; লোক দ্র ইন্দ্রপুরী। ̃ সুত বি. 1 ইন্দ্রের পুত্র জয়ন্ত; 2 বানররাজ বালী; 3 তৃতীয় পাণ্ডব অর্জুন। ̃ সেন বি. যুধিষ্ঠিরের রথের সারথি। ইন্দ্রাণী বি. ইন্দ্রপত্নী, শচীদেবী। ইন্দ্রায়ুধ বি রামধনু। ইন্দ্রারি বি ইন্দ্রের শত্রু, অসুর। ইন্দ্রাসন বি. ইন্দ্রের সিংহাসন। 44)
ঐক-তান (অশু.) ঐক্যতান
(p. 150) aika-tāna (aśu.) aikyatāna বি. বিভিন্ন বাদ্যযন্ত্রের সমস্বর বাদ্য, কনসার্ট (concert); বিভিন্ন ও বিচিত্র সুরের মিলন। [সং. একতান + অ]। 4)
ঐন্দ্রিলা
(p. 150) aindrilā বি. বৃত্রাসুরের কন্যা। 28)
কড়ি৩
(p. 159) kaḍ়i3 বি. (সংগীতে) কোনো সুরের অপেক্ষাকৃত চড়া বা বিবৃত পরদা (কড়ি ও কোমল)। [দেশি]। ̃ মধ্যম বি. মধ্যম বা 'মা' সুরের ঈষত্ চড়া পরদা, মধ্যম ও পঞ্চমের মধ্যবর্তী সুর। 9)
কর্তব, কর্তব
(p. 169) kartaba, kartaba বি. গানের সুরের নানারকম কৌশল প্রদর্শন. সুর ভাঁজা (তান-কর্তব)। [হিং. কর্তব্]। 3)
কৃত্তি.বাস
(p. 204) kṛtti.bāsa বি. 1 যিনি বাঘছাল বা গজাসুরের চামড়া পরিধান করেন অর্থাত্ শিব; 2 রামায়ণের বঙ্গানুবাদক কৃত্তিবাস ওঝা। [সং. কৃত্তি (পশুচর্ম) + বাস (বাসস্)]। কৃত্তি-বাসি, কৃত্তি-বাসী বিণ. কৃত্তিবাস ওঝার রচিত (কৃত্তিবাসী রামায়ণ)। 19)
গজ2
(p. 236) gaja2 বি. 1 হাতি; 2 দাবা খেলার বল বা ঘুঁটিবিশেষ; 3 শিবের হাতে নিহত অসুরবিশেষ। [সং. √গজ্ + অ]। ̃ কচ্ছপ বি. 1 পুরাণোক্ত দুই সহোদর মুনিকুমার যারা শাপগ্রস্ত হয়ে হাতি ও কচ্ছপের দেহ ধারণ করে পরস্পরের সঙ্গে দীর্ঘকাল লড়াই করতে করতে অবশেষে গরুড়ের হাতে নিহত হয় ; 2 (আল.) দুই বলশালী, স্হূলকায় ও প্রবল প্রতিপক্ষ; 3 (ব্যঙ্গে) অতিকায় ব্যক্তি। গজ-কচ্ছপের লড়াই বি. প্রবল যুদ্ধ; দুই বলশালী প্রতিপক্ষের প্রবল ও দীর্ঘস্হায়ী যুদ্ধ। ̃ কুম্ভ বি. হাতির মাথায় কুম্ভের মতো মাংসপিণ্ড। ̃ গতি বিণ. হাতির মতো ধীর ও গম্ভীর গতিবিশিষ্ট। বি. 1 হাতির গমনভঙ্গি ; 2 সংস্কৃত ছন্দোবিশেষ। ̃ গামী (-মিন্) বিণ. 1 গজে চড়ে যায় এমন; 2 হাতির মতো ধীর ও গম্ভীর গমনভঙ্গি যার। স্ত্রী. ̃ গামিনী। ̃ ঘণ্টা বি. দূর থেকে লোকজনকে সাবধান করে দেবার জন্য হাতির গলায় যে বৃহদাকার ঘণ্টা বেঁধে দেওয়া হয়। ̃ চক্ষু বি. ঈষত্ বাঁকা এবং দেহের তুলনায় ছোট চোখ। ̃ দন্ত বি. 1 হাতির দাঁত, ivory; 2 মানুষের একটি দাঁতের উপরে যে দাঁত ওঠে, উঁচু দাঁত; 3 গণেশ। ̃ পতি বি. 1 শ্রেষ্ঠ হাতি; 2 হাতিদের প্রধান; 3 ওড়িশার প্রাচীন নৃপতিদের উপাধিবিশেষ। ̃ বীথি বি. হাতিদের সুবিন্যস্ত ও সুশৃঙ্খল শ্রেণি। ̃ ভুক্ত-কপিত্থ-বত্ অব্য. ক্রি-বিণ. ভিতরে সারবস্তু কিছুই অবশিষ্ট নেই এইভাবে; অন্তঃসারহীনভাবে; গজ নামের ক্ষুদ্র কীটে খাওয়া কয়েতবেল যেমন বাইরে অটুট কিন্তু ভিতরে অন্তঃসারশূন্য, সেইরকম। ̃ মোতি, ̃ মুক্তা বি. হাতির মাথায় যে মুক্তা জন্মে বলে প্রবাদ আছে। গজাজিন বি. গজাসুরের চামড়া, শিবের পরিধেয়। গজানন বি. যার মুখ হাতির মতো, গণেশ। গজানীক বি. গজারোহী সৈন্যদল। গজারি বি. 1 হাতির শত্রু সিংহ; 2 গজাসুরের হন্তা শিব ; 3 গাছবিশেষ। গজারূঢ় বিণ. হাতির পীঠে চড়ে আছে এমন। গজারোহী বি. বিণ. হাতির পিঠে আরোহণ করে আছে যে (গজারোহী রাজা)। 14)
গদ্য
(p. 240) gadya বি. 1 ছন্দোবদ্ধ নয় এমন রচনা; ছন্দ বা অন্ত্যমিল দ্বারা সীমাবদ্ধ নয় এমন রচনা ; 2 কথোপকথনের ভাষা। বিণ. কথনীয়। [সং. √গদ্ (=কথনে) + য]। ̃ ছন্দ বি. গদ্য রচনার মধ্যে যে সুরের আমেজ। 5)
গিট-কিরি
(p. 246) giṭa-kiri বি. সংগীতের অলংকারবিশেষ; সংগীত মনোহর করার জন্য একাধিক সুরের পরপর দ্রুত উচ্চারণের প্রক্রিয়াবিশেষ। [তু. হি. গিট্কিরী]। 108)
ঘাট2
(p. 266) ghāṭa2 বি. 1 পুকুর নদী প্রভৃতি জলাশয়ের অবতরণস্হান; 2 নদী খাল প্রভৃতির তীরে নৌকা ইত্যাদি ভিড়াবার স্হান (খেয়াঘাট, জাহাজঘাট, স্টিমারঘাট); 3 সেতার এসরাজ প্রভৃতি বাদ্যযন্ত্রের সুরের পর্দা; 4 পর্বত (পূর্বঘাট, পশ্চিমঘাট); 5 গিরিসংকট। [সং. ঘট্ট]। ঘাটের কড়ি বি. খেয়া পারাপারের মাশুল, পারানি। ̃ খরচ, ̃ খরচা বি. মড়া পোড়াবার খরচ। ̃ লা বি. পাকা ঘাট, বাঁধানো ঘাট। ঘাটে ঘাটে ক্রি-বিণ. 1 প্রতি ঘাটে; 2 সর্বত্র ('ভুবনের ঘাটে ঘাটে: রবীন্দ্র)। ঘাটের মড়া (ঈষত্ উপেক্ষার্থে বা ব্যঙ্গার্থে) মুর্মূর্ষু ব্যক্তি; অতি বৃদ্ধ লোক। 54)
চৌ
(p. 299) cau বিণ. চার। [সং.চতুর্]। ̃ কাঠ, ̃ কাট বি. দরজার চার পাশের কাঠের চৌকো ফ্রেম। [তু. হি. চৌখট্]। ̃ কো বিণ. চারকোনা, চার চোণবিশিষ্ট, চতুষ্কোণ। ̃ কোনা - চৌকো -র অনুরূপ। ̃ খণ্ড, ̃ খণ্ডি বি. 1 চারচালা ঘর; 2 চৌকি। ̃ খণ্ডিয়া বিণ. 1 চার পায়ওয়ালা ('চৌখণ্ডিয়া পীড়ি': ক. ক.); 2 চার দিকে ধারওয়ালা ('চৌখণ্ডিয়া কাঁড়': ক. ক.)। ̃ খুপি বি. চৌকো খোপ, চেক। বিণ. চার খোপওয়ালা। ̃ গুণ ̃ গুনো বিণ. চারগুণ, চতুর্গুণ। ̃ গোঁপ্পা বি. যে দাড়ি দুই ভাগে ভাগ করে গোঁফের সঙ্গে উপরের দিকে তুলে দেওয়া হয়। বিণ. এইরকম দাড়িওয়ালা। ̃ ঘাট বি. চার ঘাট; চার দিকের ঘাট; চতুর্দিক। ̃ ঘুড়ি বি. চার ঘোড়ায় টানা গাড়ি। ̃ চাকা, ̃ চাক্কা বিণ. চার চাকাবিশিষ্ট। ̃ চাপটে, ̃ চাপড়ে ক্রি-বিণ. 1 চার দিকে; সর্বত্র; 2 সকল বিষয়ে; 3 সর্বতোভাবে; 4 সটানভাবে (চৌচাপটে আছাড় খাওয়া)। ̃ চালা বি. চারটি চালবিশিষ্ট ঘর। ̃ চির বিণ. 1 চার খণ্ডে বিভক্ত; 2 খণ্ডবিখণ্ড (ভেঙে চৌচির)। ̃ ঠা বি. বিণ. মাসের চতুর্থ দিন বা সেই দিনের। ̃ তলা, ̃ তালা বিণ. চার তলাবিশিষ্ট। বি. চতুর্থ তল। ̃ তারা বি. 1 চত্বর, চবুতরা; 2 চারটি তারবিশিষ্ট বাদ্যযন্ত্র। ̃ তাল বি. সংগীতের বারো মাত্রার তালবিশেষ। ̃ ত্রিশ বি. বিণ. 34 সংখ্যা বা সংখ্যক। [সং. চতুস্ত্রিংশত্]। ̃ দিক বি. চার দিক; সর্বদিক ('চৌদিকে মোর সুরের জাল বুনি': রবীন্দ্র)। ̃ দিশে, ̃ দিশা - চৌদিক -এর অনুরূপ। ̃ দুলি বি. চতুর্দোলাবাহক সম্প্রদায়বিশেষ। ̃ দোলা বি. শিবিকা, চতুর্দোলা। ̃ পদী বি. চার চরণবিশিষ্ট পদ্যছন্দ বা কবিতা। বিণ. চার চরণবিশিষ্ট। ̃ পর বি. চার প্রহরকাল। ক্রি-বিণ. সমস্ত দিনরাত ধরে, সর্বক্ষণ ('চৌপর দিনভর': স. দ.)। ̃ পল বিণ. চার পলবিশিষ্ট; চারকোনা। ̃ পায়া বি. চৌকি। ̃ মাথা, ̃ মোহনা, ̃ রাস্তা বি. চারপথের মিলনস্হল। ̃ রাশি বি. বিণ. 84 সংখ্যা বা সংখ্যক, চুরাশি। ̃ রি বিণ. চারখানি চালযুক্ত। বি. চারটি চালযুক্ত ঘর। ̃ ষাট্টি বি. বিণ. 64 সংখ্যা বা সংখ্যক। চৌষট্টি কলা বি. 64 প্রকার কলাবিদ্যা। 5)
জনার্দন
(p. 312) janārdana বি. ('জন' নামক অসুরের নিধনকারী বলে) বিষ্ণু। [সং. জন + অর্দন (=পীড়ন, দমন)]। 60)
জা1
(p. 312) jā1 বি. দেবর বা ভাসুরের পত্নী। [সং.যাতৃ]। 189)
ঝলক
(p. 334) jhalaka বি. 1 দমক, কোনোকিছুর যতটুকু অংশ একবারে উত্ক্ষিপ্ত হয় বা ছড়িয়ে পড়ে (এক ঝলক আলো, এক ঝলক রক্ত); 2 তীব্র আলোকের জন্য দৃষ্টিবিভ্রম ('চোখে আমার ঝলক লাগে': রবীন্দ্র); 3 উদ্ভাস (রূপের ঝলক, সুরের ঝলক)। [সং. জ্বলকা-তু. প্রাকৃ. ঝলক্ক]। ঝলকা বি. ঝলক -এর অনুরূপ। ঝলকানি বি. ঝমমকানি, তীব্র আলোকের দীপ্তি বা আকস্মিক আবির্ভাব। ঝলকানো ক্রি. বি. ঝলকে ঝলকে ছড়িয়ে পড়া; ঝকমক্ করা। ঝলকিত বিণ. উজ্জ্বল আলোকে উদ্ভাসিত; ঝকমকে। 43)
তান
(p. 375) tāna বি. 1 সংগীতের রাগবিস্তার, সুরের আলাপ (পূরবীর তান); 2 সুর (সেতারে তান ধরেছে); 3 সুরেলা ধ্বনি; 4 সংগীতে রাগের বিস্তারে অতি দ্রুত সুরসাধনা। [সং. √ তন্ + অ]। তান ছাড়া ক্রি. বি. গান শুরু করা, মুক্তকণ্ঠে গান গাওয়া। তান তোলা ক্রি. বি. ধীরে ধীরে সুর উঁচুতে তোলা। তান ধরা ক্রি. বি. গান আরম্ভ করা; সুরেলা ধ্বনি করা। 18)
তার2
(p. 375) tāra2 বিণ. (কণ্ঠস্বর বা শব্দ সম্পর্কে) অতি উঁচু ও তীব্র (তারস্বরে চিত্কার)। [সং. √ তৃ + ণিচ্ (=অন্য শব্দকে অতিক্রম করা) + অ]। বি. (সংগীতে) চড়া সুরের সপ্তক (তারসপ্তকে তাঁর গলা বেশ খোলে)। ̃ স্বর বি. চড়া স্বর। 58)
দানব
(p. 402) dānaba বি. 1 (পুরাণে কশ্যপের পত্নী) দনুর পুত্র; 2 অসুর, দৈত্য। [সং. দনু + অ (অপত্যার্থে)]। স্ত্রী. দানবী। দানবিক, দানবীয় বিণ. 1 দানব বা অসুরের মতো; 2 অত্যন্ত হিংস্র (দানবিক নিষ্ঠুরতা)। ̃ দলনী বি. (স্ত্রী.) অসুরবিনাশিনী দুর্গাদেবী। দানবারি বি. 1 দানবের শত্রু; 2 (দানবের শত্রু বলে) দেবতা; 3 দানবনিধনকর্তা; 4 বিষ্ণু। 73)
পরদা
(p. 488) paradā বি. 1 আবরু রক্ষার জন্য দরজা-জানালায় ব্যবহৃত বস্ত্রাদিনির্মিত আবরণ 2 যবনিকা (নাটকের পরদা উঠেছে 3 ঘোমটা বা বোরখা 4 অন্তঃপুরে অবরোধের মধ্যে বাস (পরদাপ্রথা) 5 চোখের ছানি (চোখে পরদা পড়া) 6 চোখের পল্লব (চোখে পরদা নেই 7 পরত, স্তর (এক পরদা চামড়া 8 সুরের স্তর, স্বরগ্রাম (উঁচু পরদায় বাঁধা) 9 বাদ্যযন্ত্রের ঘাট বা চাবি (সেতারের পরদা)। ফা. পরদা। ̃ .নশিন বিণ. অন্তঃপুরে বাস করে এমন অবরোধের মধ্যে বাস করে এমন। ̃ .প্রথা বি. স্ত্রীলোকদের অন্তঃপুরে আবদ্ধ রাখার রীতি। 127)
বাণেশ্বর
(p. 596) bāṇēśbara বি. বাণাসুরের ইষ্টদেবতা দেবাদিদেব শিব। [সং. বাণ (অসুরবিশেষ) + ঈশ্বর]। 32)
বিলোম
(p. 626) bilōma বি. 1 প্রতিকূল, বিরুদ্ধ; 2 উলটো, বিপরীত (বিলোম পাঠ)। বি. সুরের অবরোহণ। [সং. বি + √ লোমন্ + অ]। 18)
বেপরদা
(p. 641) bēparadā বিণ. 1 আবরণহীন, উন্মুক্ত; 2 ঘোমটাহীন, গুণ্ঠনহীন; 3 অন্তঃপুরে থাকে না এমন; 4 বেআবরু। বি. (সংগীতে) সুরের ভুল পরদা। [ফা. বে +পর্দা]। 8)
বেসুর
(p. 642) bēsura বি. ভুল সুর ('বেসুরে ধরিনু গান': য. সে.)। বিণ. 1 সঠিক সুরের বহির্ভূত; সুর ঠিক থাকে না বা ঠিক রাখতে পারে না এমন; 2 শ্রুতিকটু। [ফা. বে + বাং. সুর]। বেসুরো বিণ. 1 সঠিক সুরের বহির্ভূত; 2 সুর ঠিক থাকে না বা ঠিক রাখতে পারে না এমন (বেসুরো বাঁশি); 3 শ্রুতিকটু (বেসুরো গান); 4 ব্যাহত, খাপছাড়া বা অসহ্য (বেসুরো জীবন)। 55)
মহিষ
(p. 692) mahiṣa বি. 1 গবাদিজাতীয় কৃষ্ণবর্ণ পশুবিশেষ, মোষ; 2 মহিষাসুর। [সং. √ মহ্ + ইষ]। ̃ .ধ্বজ, ̃ .বাহন বি. যম। ̃ .মর্দিনী বি. (স্ত্রী.) মহিষাসুরের নিধনকারিণী দূর্গাদেবী। মহিষাসুর বি. মহিষরূপী পৌরাণিক অসুরবিশেষ। 3)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2082998
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1771817
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1369601
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722584
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699835
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595783
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 549167
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543028

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন