Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সেইভাবে; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অইছন, অইসন
(p. 1) aichana, aisana ক্রি-বিণ. (ব্রজ.) এইভাবে, সেইভাবে, সেইরূপে। বিণ. সেইরূপ, সেইরকম। [ব্রজ. পশ্চিমা হি. বাং.] অইছে ক্রি-বিণ. ওইভাবে। 6)
আড়৫
(p. 85) āḍ়5 বি ণ. তেরছা, বাঁকা, তির্যক (আড়চোখে তাকানো)। বি. দেহের বা উচ্চারণের জড়তা (কথার আড়)। [সং. অরাল; তু. হি. আড়]। আড় ভাঙা ক্রি. বি. 1 সোজা করা; 2 (দেহের বা উচ্চারণের) জড়তা দূর করা। আড় হওয়া ক্রি. বি. কাত হয়ে শোয়া বা দাঁড়ানো। ̃ কোলা বিণ. পাঁজাকোলা, শিশুকে দুধ খাওয়ানোর সময় বা তাকে যেভাবে কোলে শোয়ানো হয় সেইভাবে শায়িত। ̃ খেমটা বি. সংগীত নৃত্য প্রভৃতির তালবিশেষ। ̃ ঘোমটা বি. আধাআধি টানা ঘোমটা, অর্ধ-অবগুণ্ঠন। ̃ চোখ, ̃ নয়ন বি. কটাক্ষ, চোরা-চাহনি। ̃ পাগলা বিণ. আধপাগল, পাগলাটে। ̃ মোড়া বি. শরীর সোজা করে আড়ষ্টতা ও জড়তা ভাঙা। ̃ বাঁশি বি. আড়ভাবে বা আড়াআড়িভাবে ধরে যে বাঁশি বাজাতে হয়। 80)
তথা
(p. 365) tathā অব্য. 1 সেই স্হান, সেখান (তথা হইতে, তথাকার); 2 সেখানে, সেই স্হানে (যথা ইচ্ছা তথা যা); 3 সেই রকম, তেমন (যথা আয় তথা ব্যয়); 4 উদাহরণস্বরূপ (তথা, রামায়ণ ও মহাভারতে); 5 অপিচ, আরও, এমন-কী (সমগ্র বঙ্গদেশ তথা ভারতবর্ষ)। [সং. তদ্ + থা]। ̃ কথিত বিণ. উক্ত নামে পরিচিত, কিন্তু ওই নামের যোগ্যতা বা যথার্থতা বিষয়ে সন্দেহ আছে (সেখানে এসেছিলেন ওই তথাকথিত সাধুরাও)। ̃ কার বিণ. সেখানকার। ̃ গত বি. যিনি তথা অর্থাত্ সেইরূপ নির্বাণগত অর্থাত্ নির্বাণপ্রাপ্ত হয়েছেন, যাতে পুনর্জন্ম না হয় এরূপ নির্বাণপ্রাপ্ত ব্যক্তি, বুদ্ধদেব। বিণ. সেই প্রকারে আগত বা গত। ̃ গতি বি. নির্বাণ ('আসে তথাগতি তোমার প্রগাঢ় আলিঙ্গনে': সু. দ.)। ̃ চ, ̃ পি অব্য. তবুও; তা সত্ত্বেও। ̃ বিধ বিণ. সেইরকম, তাদৃশ। ̃ ভূত বিণ. 1 সেই অবস্হাপ্রাপ্ত, তদবস্হ; 2 সেইভাবে উত্পন্ন বা জাত। ̃ য় অব্য. বি. সেখানে, সেই স্হানে ('সত্বর তথায় গমন কর')। ̃ স্তু অব্য. তাই হোক। 10)
তদনু-যায়ী
(p. 365) tadanu-yāẏī (-য়িন্) বিণ. তদনুগামী, তদ্রূপ, সেইরকম। ক্রি-বিণ. তদনুসারে, সেইভাবে। [সং. তদ্ + অনুযায়িন্]। 19)
তদনুগ, তদনু-গামী (-মিন্) তদনুবর্তী (-র্তিন্), তদনু-সারী
(p. 365) tadanuga, tadanu-gāmī (-min) tadanubartī (-rtin), tadanu-sārī (-রিন্) বিণ. তদ্রূপ, সেইরকম; সেই পথ বা তার পথ অনুসরণকারী; সেই মতাবলম্বী। [সং. তদ্ + অনুগ, অনুগামী, অনুবর্তী, অনুসারী]। তদনু-সারে ক্রি-বিণ. সেই অনুসারে, সেই অনুযায়ী, সেইভাবে; তা মেনে নিয়ে। 18)
তদ্রূপ
(p. 367) tadrūpa বিণ. সেইরূপ, সেইরকম, তত্তুল্য (তদ্রূপ বিষয়, তদ্রূপ চরিত্র)। ক্রি-বিণ. সেই প্রকারে, সেইভাবে, তদনুসারে (তদ্রূপ করা)। [সং. তদ্ + রূপ]। 7)
তেমন
(p. 375) tēmana বিণ. সেইরকম (তেমন জিনিস, তেমন খাবার)। ক্রি-বিণ. সেইভাবে (তেমন গাইতে কেউ পারে না, তেমন খেলতে পারি না)। [ সং. তস্মিন্]। ̃ ই (উচ্চা. ত্যামোনি) বিণ. ক্রি-বিণ. সেইরকমই (আমি ঠিক তেমনই চেয়েছিলাম)। তেমনি বিণ. ঠিক সেইরকম, উপযুক্ত, যোগ্য (যেমন প্রশ্ন তেমনি জবাব)। ক্রি-বিণ. সঙ্গে সঙ্গে, তখনই, তত্ক্ষণাত্ (যেমনি গেল তেমনি ফিরল)। 301)
তে৩
(p. 375) tē3 বিণ. তিন, ত্রি (তেকোনা, তেমাথা, তেরাত্তির)।[সং. ত্রি]। ̃ এঁটে বিণ. 1 তিন আঁটিযুক্ত; 2 কুত্সিত, কুদর্শন; 3 বদমাশ, ফিচেল, ধূর্ত। ̃ কাঁটা বি. ত্রিশিরা গাছবিশেষ। ̃ কাঠা বি. তিন খণ্ড কাঠে তৈরি তেকোনা পাত্রবিশেষ। ̃ চোখো বিণ. তিন চক্ষুযুক্ত। ̃ ঠেঙে বিণ. 1 তিন পা-বিশিষ্ট; 2 (ব্যঙ্গে) লাঠিযুক্ত (বৃদ্ধ)। ̃ তলা, ̃ তালা1 বিণ. তিন তলবিশিষ্ট, three storeyed. ̃ তালা2 বি. সংগীতের 16 মাত্রাযুক্ত তালবিশেষ। ̃ তাস বি. তাসের জুয়া খেলাবিশেষ, ফ্ল্যাশ খেলা। ̃ পায়া বি. তিনটি পায়াওয়ালা টেবিলবিশেষ, টিপয়। ̃ মাথা বি. তিন রাস্তার সংযোগস্হল বা মোড়। ̃ মেটে বিণ. (সাধারণত প্রতিমাকে) তিনবার মাটির প্রলেপ দেওয়া হয়েছে এমন। ̃ মোহানা বি. তিনটি নদী বা নদীমুখের মিলনস্হল। ̃ শিরা বিণ. তিনটি শিরা বা পলযুক্ত। বি. মনসা গাছবিশেষ। ̃ সুতি বিণ. তিনগুণ সুতোয় বোনা। বি. সেইভাবে বোনা কাপড়। 253)
তৈছন
(p. 375) taichana বিণ. (ব্রজ.) সেইরূপ, তেমন, সেইরকম। [প্রাকৃ. তইস]। তু. ঐছন, কৈছন, জৈছন। তৈছে ক্রি-বিণ. সেইভাবে, সেইরূপে। তু. ঐছে, কৈছে, জৈছে। 331)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073898
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768622
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366007
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721028
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698018
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594622
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545128
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542286

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন