Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

স্ত্রী-বক দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-ময়1
(p. 685) -maẏa1 বিণ. (সমাসে উত্তরপদে) 1 পরিপূর্ণ (জলময় স্হান); 2 যুক্ত, সমন্বিত (করুণাময়, স্নেহময়); 3 নির্মিত (দারুময় পালঙ্ক, লৌহময় বর্ম); 4 (বাং.) ব্যাপী (মুখময় দাগ, দেশময় অখ্যাতি)। [সং. ময়ট্] (প্রত্যয়বিশেষ)। স্ত্রী-ময়ী। 10)
কপিল
(p. 163) kapila বিণ. পিঙ্গলবর্ণ ('চৈতন্যের কপিল সাগরে': বিষ্ণু)। বি. মুনিবিশেষ, যাঁর শাপে সগরবংশ ধ্বংস হয়েছিল; ইনিই প্রখ্যাত সাংখ্যদর্শনরচয়িতা। [সং. কপি + ল (লচ্), বানরের গায়ের মতো রং বলে]। কপিলা বি. (স্ত্রী.) 1 কপিল বর্ণের গোরু; 2 কামধেনু; 3 স্ত্রী-বাছুর, কইলা। 22)
কুটনি
(p. 194) kuṭani বি. (স্ত্রী.) নায়ক-নায়িকার বা স্ত্রী-পুরুষের অবৈধ মিলন সংঘটনকারিণী; দূতী। [সং. কুট্টনী]। বি. (পুং.) কোটনা। 39)
কৃষাণ
(p. 205) kṛṣāṇa বি. 1 কৃষক; 2 খেতমজুর। [সং. √কৃষ + বাং. আন]। কৃষাণী বি. (স্ত্রী.) কৃষকের বা খেতমজুরে স্ত্রী; স্ত্রী-কৃষক। কৃষানি1 বি. 1 কৃষিকর্ম; 2 কৃষকের মজুরি; 3 কৃষাণসংক্রান্ত; 4 কৃষাণের যোগ্য। কৃষানি2 স্ত্রী-কৃষক বা কৃষকের স্ত্রী অর্থে কৃষাণী-র অধিকতর সংগত রূপ। 5)
ক্লীব
(p. 215) klība বি. 1 পৌরুষহীন ব্যক্তি; ব্যক্তিত্বহীন পুরুষ; 2 নপুংসক। বিণ. ভীরু, কাপুরুষ; অক্ষম। [সং. √ ক্লীব্ + অ]। বি. ̃ তা, ̃ ত্ব। ̃ লিঙ্গ বি. (ব্যাক.) পুরুষবাচকও নয়, স্ত্রীবাচকও নয় এমন লিঙ্গ, স্ত্রী-পুরুষভিন্ন লিঙ্গ, neuter gender.
খঞ্জন
(p. 221) khañjana বি. চঞ্চল স্বভাবের লেজ-নাচানো ছোট পাখিবিশেষ। [সং. √খন্জ্ + অন]। খঞ্জনা, খঞ্জনিকা বি. (স্ত্রী.) 1 স্ত্রী-খঞ্জন, খঞ্জন পাখির স্ত্রী; 2 খঞ্জনের মতো পক্ষিণীবিশেষ, কাদাখোঁচা। ̃ গঞ্জন আঁখি বি. যে চোখ খঞ্জন পাখির (সুন্দর ও চঞ্চল) চোখকেও লজ্জা দেয় বা পরাজিত করে, অত্যন্ত সুন্দর ও চঞ্চল চোখ। 23)
গমন
(p. 241) gamana বি. 1 যাওয়া, প্রস্হান; 2 চলন, গতি; 3 স্ত্রী-সম্ভোগ (পরদার গমন)। [সং. √গম্ + অন]। গমনাগমন বি. যাতায়াত, আনাগোনা। গমনার্হ, গমনীয় বিণ. যাওয়া যেতে পারে এমন; গন্তব্য; গমনযোগ্য। গমনোদ্যত, গমনোন্মুখ বিণ. যাবার জন্য প্রস্তুত হয়েছে এমন বা যাবার উপক্রম করেছে এমন। গমিত বিণ. 1 অতিবাহিত; 2 জ্ঞাপিত, জানানো হয়েছে এমন ; 3 প্রাপিত, পাওয়ানো হয়েছে এমন। 24)
চটক2
(p. 275) caṭaka2 বি. চড়াই পাখি। [সং. √চট্ + অক]। চটকা1 বি. (স্ত্রী.) স্ত্রী-চড়াই। [সং. চটক + আ]। 20)
চেল
(p. 294) cēla বি. 1 পরিধেয় বস্ত্র; 2 স্ত্রী-পুরুষের অন্তরীয় পরিচ্ছদ বা নিম্নাঙ্গের পরিচ্ছদ। [সং. √চিল্ + অ]। 76)
ডিম্ব
(p. 357) ḍimba বি. 1 ডিম, অণ্ড; 2 (বিরল) বিদ্রোহ, বিপ্লব। [সং. √ ডিম্ব্ + অ]। ̃ কোষ বি. পুষ্পযোনি। ̃ জ বিণ. ডিম থেকে জাত বা উত্পন্ন। ডিম্বাকার বিণ. ডিমের মতো আকারবিশিষ্ট। ডিম্বাণু বি. ডিম্বাশয়ের মধ্যস্হ কোষ বা রজোডিম্ব যা ভ্রূণে পরিণত হয়, ovum (বি. প.)। ডিম্বাশয় বি. স্ত্রী-জীবের রজোডিম্বের আধার; (উদ্ভিদ.) বীজকোষ, ovary (বি. প.)। 19)
তালাক
(p. 375) tālāka বি. 1 মুসলমানদের বিবাহবিচ্ছেদ; 2 স্ত্রী-ত্যাগ (বউকে তালাক দিয়েছে)। [আ. তলাক্]। 95)
দূতী
(p. 416) dūtī বি. 1 স্ত্রী-দূত; সংবাদবাহিকা; 2 প্রণয়ী-প্রণয়িনীর মধ্যে সংবাদ বা পত্র আদান-প্রদানকারিণী, কুটনি। [সং. দূত + ঈ]। 62)
নিছনি, (আঞ্চ) নিছুনি
(p. 460) nichani, (āñca) nichuni বি. 1 বিবাহে স্ত্রী-আচারের অঙ্গবিশেষ (নিছনি ডালা); 2 বালাই, অমঙ্গল; 3 লাবণ্য, কমনীয়তা; 4 প্রসাধন, অঙ্গসজ্জা; 5 উপহার, অর্ঘ্য ('দিতে চাই যৌবন নিছনি': অনন্ত আচার্য); 6 তুলনা। [ সং. নির্মঞ্ছন প্রাকৃ. নেঞোছন]। নিছানো ক্রি. 1 পূজা বা উত্সর্গ করা; 2 ভক্তিভরে মুছে দেওয়া ('নীরব নিশি তব চরণ নিছায়ে': রবীন্দ্র)। 26)
নিরস্ত্র
(p. 467) nirastra বিণ. অস্ত্রহীন। [সং. নির্ + অস্ত্র]। নিরস্ত্রী-করণ বি. 1 অস্ত্রহীন করা; 2 যুদ্ধসম্ভার বর্জন বা হ্রাস করা। 11)
পেচক
(p. 531) pēcaka বি. প্যাঁচা, বড়ো গোল চোখযুক্ত এবং তীক্ষ্ণ ঠোঁট ও নখবিশিষ্ট নিশাচর পাখিবিশেষ। [সং. √ পচ্ + অক]। পেচকী বি. (স্ত্রী.) স্ত্রী-প্যাঁচা। 18)
পেতনি, (বর্জি.) পেতনী
(p. 532) pētani, (barji.) pētanī বি. 1 প্রেতিনী, স্ত্রী-ভূত; 2 (ব্যঙ্গে) কদাকার বা নোংরা চেহারার স্ত্রীলোক। [সং. প্রেত + বাং. ইনি]। 21)
বকনা
(p. 573) bakanā বি. এখনও গর্ভধারণ করেনি এমন অল্পবয়স্কা গাভি, স্ত্রী-বাছুর। [ সং. বষ্কয়ণী]। 4)
বলাক
(p. 580) balāka বি. ছোটো বকবিশেষ; কোঁচবক। [সং. √ বল্ + আক]। বলাকা বি. (স্ত্রী.) 1 স্ত্রী-বক, বকাঙ্গনা; 2 বকের সারি বা শ্রেণি। 173)
বান্ধব
(p. 599) bāndhaba বি. 1 স্বজন, আত্মীয়; 2 বন্ধু। [সং. বন্ধু + অ]। বান্ধবী বি. (স্ত্রী.) স্ত্রী-বন্ধু, সখী।
ব্যভি-চার
(p. 648) byabhi-cāra বি. 1 অন্যায় বা গর্হিত আচরণ; 2 স্ত্রী-পুরুষের অবৈধ যৌনসম্পর্ক; 3 কপট আচার (বিনয়ের ব্যভিচার, সৌজন্যের ব্যভিচার); 4 স্খলন। [সং. বি + অভিচার]। ব্যভি-চারী (-রিন্) বিণ. 1 ব্যভিচারকারী; 2 অন্যথাচারী; 3 (দর্শ.) অব্যাপ্ত; 4 অতিব্যাপ্ত। বি. (অল.) রসসৃষ্টির ব্যাপারে স্হায়ীভাবে পুষ্টিসাধক অস্হায়ী ভাববিশেষ। স্ত্রী. ব্যভি-চারিণী। 42)
ভগ
(p. 655) bhaga বি. 1 ঐশ্বর্য বা ঐশীগুণ বা ঈশ্বরত্ব, বীর্য (অর্থাত্ সর্বশক্তি), যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য; এই ছয়রকম গুণ (ভগবান, ভগবতী); 2 মহিমা; মাহাত্ম্য; 3 সৌভাগ্য; 4 সৌন্দর্য (সুভগ); 5 ধর্ম; 6 স্ত্রী-যোনি (ভগাঙ্কুর); 7 মলদ্বার (ভগন্দর)। [সং. √ ভজ্ + অ]। 10)
মধু
(p. 676) madhu বি. 1 পুষ্পরস, মৌ (ফুলের মধু, পদ্মমধু); 2 মিষ্ট রস, মিষ্ট পদার্থ; 3 মদ্য, সুরা; 4 চৈত্রমাস (মধুমাস); 5 বসন্তকাল ('কালি মধু যামিনীতে': রবীন্দ্র); 6 (আল.) মাধুর্য ('গোকুলে মধু ফুরায়ে গেল': ন. ভ.); 7 দৈত্যবিশেষ। বিণ. 1 মধুবত্ মিষ্ট বা স্বাদু; 2 মধুর (মধুকণ্ঠ); 3 মধুপূর্ণ (মধুমালতী)। [সং √ মন্ (=মধ্) + উ]। ̃ ক, ̃ .কর, ̃ প, ̃ .পায়ী (-য়িন্), ̃ .ব্রত, ̃ .ভৃত্, ̃ .মক্ষিকা বি. 1 ভ্রমর; 2 মৌমাছি। ̃ .কণ্ঠ বিণ. মধুর স্বরবিশিষ্ট। ̃ .করী বি. 1 (স্ত্রী.) ভ্রমরা; 2 স্ত্রী-মৌমাছি। ̃ .কাল বি বসন্তকাল। ̃ .কোষ, ̃ .ক্রম, ̃ .চক্র, ̃ .চ্ছত্র, ̃ .জালক বি মৌচাক। ̃ .চন্দ্র ̃ .চন্দ্রিকা বি. বিবাহের অব্যবহিত পরে নববিবাহিত দম্পতির প্রমোদভ্রমণ, honeymoon. ̃ .নিশি, ̃ .যামিনী, ̃ .রাতি বি. 1 বসন্তকালের রাত্রি; 2 মনোরম রাত্রি। ̃ .পর্ক বি. ঘি মধু দই দুধ শর্করা মিশিয়ে পুণ্যকর্মে ব্যবহৃত বস্তু। ̃ .বন বি. বৃন্দাবনের বনবিশেষ, মথুরার অন্তর্গত বনবিশেষ। ̃ .বর্ষী (-র্ষিন্) বিণ. মধু বর্ষণকারী; অত্যন্ত মধুর। ̃ .মন্তী বি. সংগীতের রাত্রিকালীন রাগিণীবিশেষ। ̃ .ময় বিণ. মধুতে ভরা; মধুমাখা; অতি মধুর। ̃ .মাধব বি. চৈত্র ও বৈশাখ মাস। ̃ .মাধবী বি মদ সুরা। ̃ .মাস বি. চৈত্রমাস। ̃ .লিহ, ̃ .লেহ, ̃ .লেহী বি. ভ্রমর। ̃ .সখ বি. কোকিল। ̃ .স্বর বি. 1 মধুর কণ্ঠস্বর; 2 কোকিল। 87)
মহিষী
(p. 692) mahiṣī বি. স্ত্রী 1 প্রধান রাণী, রাজপত্নী হিসাবে অভিষিক্তা রাণী; 2 স্ত্রী-মহিষ [সং. √ মহ্ + ইষ + ঈ]। 4)
মিথুন
(p. 705) mithuna বি. স্ত্রী-পুরুষ, যুগল (হংসমিথুন); 2 স্ত্রীপুরুষের মিলন, যৌন মিলন, মৈথুন; 3 (জ্যোতিষ.) রাশিচক্রের তৃতীয় রাশি [সং √মিথ (=সঙ্গম) উন। 15)
মৃগ
(p. 714) mṛga বি. 1 হরিণ (মৃগনয়না); 2 পশু (মৃগরাজ, মৃগেন্দ্র, মৃগয়া)। [সং. √ মৃগ্ + অ]। ̃ .চর্ম বি. 1 হরিণের চামড়া; 2 পশুর চামড়া। ̃ .তৃষ্ণা, ̃.তৃষ্ণিকা, ̃.তৃষ্ণা বি. মরীচিকা। ̃ .নয়না, ̃.লোচনা, মৃগাক্ষী বিণ. (স্ত্রী.) হরিণের মতো সুন্দর চক্ষুবিশিষ্ট। ̃ .নাভি, ̃.মদ বি. কস্তুরী। ̃ য়া বি. বন্যা পশুপাখি শিকার। ̃ .রাজ, মৃগেন্দ্র বি. পশুরাজ সিংহ। ̃ .শিরা, ̃.শীর্ষ বি. (জ্যোতিষ.) সাতাশটি নক্ষত্রের পঞ্চম নক্ষত্র (তু. মার্গশীর্ষ)। মৃগাঙ্ক বি. চন্দ্র, চাঁদ, শশাঙ্ক। মৃগাঙ্ক-শেখর বি. শিব, চন্দ্রচুড়। মৃগী বি. 1 হরিণী; 2 স্ত্রী-পশু; 3 মূর্ছারোগ। 12)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074014
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768658
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366042
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721046
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698032
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594633
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545146
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542295

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন