Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

স্হিতি। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অঙ্ক
(p. 8) aṅka বি. 1 চিহ্ন; রেখা; 2 কলঙ্ক; 3 (গণি.) রাশি, number, digit, figure (বি. প.); আঁক; সংখ্যা; গণনা: 4 পরিমাণ (টাকার অঙ্ক, মুনাফার অঙ্ক); 5 ক্রোড়, কোল (মাতৃঅঙ্কে শিশু); 6 নাটকের পরিচ্ছেদ বা বিভাগ, act; 7 (প্রাণি.) উদর বা পেশি বা অস্হির উদ্গত বা ন্যুজ্বাকৃতি অংশ; 8 (উদ্ভি.) পাতার উপরিভাগ, venter (বি. প.)। [সং. √ অঙ্ক্+অ]। অঙ্ক করা, অঙ্ক কষা ক্রি. বি. আঁক কষা, হিসাব করা, গণনা করা। ̃ .গত বিণ. ক্রোড়াস্হিত। ̃ .দেশ বি. ক্রোড়, কোল; (উদ্ভি.) পাতার উপরিস্হ তল, ventral surface (বি.প.)। ̃ .পাত বি. সংখ্যা স্হাপন; চিহ্নিতকরণ ('চাপরাসী তাহার বাহুতে সেই মৃত্তিকাদ্বারা কি অঙ্কপাত করিতেছে': সঞ্জী.)। ̃ পাতন বি. (গণি.) প্রতীক চিহ্নের দ্বারা অঙ্ক লিখন, notation (বি.প.)। ̃ .বাচক বিণ. সংখ্যা নির্দেশক, cardinal (বি.প.)। ̃ বিত্, ̃ বিদ বি. গণিতজ্ঞ ব্যক্তি। ̃ .বিদ্যা বি. গণিতশাস্ত্র। ̃ .লক্ষ্মী বি. 1 অঙ্কস্হিতা লক্ষ্মী; 2 পত্নী। ̃ .শায়ী বিণ. কোলে শয়নকারী। স্ত্রী. ̃ শায়িনী। ̃ শাস্ত্র বি. গণিতবিদ্যা, গণিতশাস্ত্র। ̃ স্হিত বিণ. 1 কোলে অবস্হিত; 2 অতি নিকটবর্তী। 26)
অধিষ্ঠান
(p. 20) adhiṣṭhāna বি. 1 উপস্হিতি, স্হিতি, অবস্হান ('শয়নগৃহের শূন্য সিংহাসনে গিরিবালা অধিষ্ঠান করিতে লাগিল': রবীন্দ্র); 2 উপবেশন; 3 আবির্ভাব (এমন সময় হঠাত্ তাঁর অধিষ্ঠান হল); 4 নগর; 5 দেবতার আবির্ভাবস্হান বা আশ্রয়স্হান; 6 (মনোবিদ্যায়) স্বভাবগত হওয়া, inherence (বি. প.)। [সং অধি+ √ স্হা+অন]। অধিষ্ঠিত বিণ. অধিষ্ঠান করেছে এমন; অবস্হিত; আবির্ভূত; অধিকৃত। 4)
অনু-যোগ
(p. 30) anu-yōga বি. 1 দোষারোপ, অভিযোগ, আক্ষেপ প্রকাশ; নালিশ ('তিনি আমার অনুপস্হিতির জন্য অনুযোগ জানালেন); মৃদু র্ভত্সনা; 2 (বর্ত বিরল) প্রশ্ন, জিজ্ঞাসা। [সং. অনু + √ যুজ্ + অ]। অনু-যুক্ত বিণ. যার সম্পর্কে অনুযোগ করা হয়েছে; তিরস্কৃত; অভিযুক্ত। অনু-যোক্তা (-ক্তৃ), অনু-যোগী (-গিন্) বি. বিণ. অনুযোগকারী। অনু-যোজ্য বিণ. অনুযুক্ত বা তিরস্কৃত বা অভিযুক্ত হওয়ার যোগ্য; অনুযোগের যোগ্য। 22)
অনুকূল
(p. 25) anukūla বিণ. 1 সহায়, সাহায্য করে এমন। (অনুকূল পরিস্হিতি); 2 সদয় ('আজু বিহি মোহে অনুকূল হোয়ল': বিদ্যা.)। বি. আনুকূল্য, সমর্থন (প্রস্তাবের অনুকূলে ভোট দেওয়া)। [সং. অনু + কূল]। 72)
অনুপ-স্হিত
(p. 28) anupa-shita বিণ. উপস্হিত বা হাজির নয় এমন; গরহাজির; অবর্তমান। [সং. ন + উপস্হিত]। অনুপ-স্হিতি বি. হাজির না হওয়া, গরহাজিরি; অবর্তমানতা। 35)
অব-স্হান
(p. 46) aba-shāna বি. 1 স্হিতি, বাস; 2 বাসস্হান, location. [সং. অব + √ স্হা + অন]. অবস্হান ধর্মঘট বি. কর্মস্হলে কর্মবিরতি পালন, stay-in-strike. অব-স্হিত বিণ. 1 আছে বা বাস করছে এণন, স্হিত, বিদ্যমান (গঙ্গার তীরে অবস্হিত); 2 স্হির বা প্রশান্ত (অবস্হিতচিত্ত)। অব-স্হিতি বি. বাস; বিদ্যমানতা। 34)
অব-স্হায়ী
(p. 46) aba-shāẏī (-য়িন্) বিণ. 1 অবস্হানকারী; অবস্হান করে অর্থাত্ থাকে এমন; 2 স্হিতিশীল। [সং. অব + √ স্হা + ইন্]। 38)
অবর্ত-মান
(p. 46) abarta-māna বিণ. 1 অতীত বা ভবিষ্যত্, বর্তমান নয় এমন; 2 অনুপস্হিত; 3 মৃত; গত। [সং. ন + বর্তমান]। অবর্ত-মানে ক্রি. বিণ. অনুপস্হিতিতে; মৃত্যুর পর (পিতার অবর্তমানে পুত্রই অধিকারী। 3)
অবস্হা
(p. 46) abashā বি. 1 দশা (শৈশবাবস্হা); 2 ভাব (মানসিক অবস্হা); 3 সাংসারিক বা অন্য হাল (তার অবস্হা ভালো, এ অবস্হায় কী করা উচিত, রোগীর অবস্হা একটু ভালো); 3 সংগতি (অবস্হাপন্ন লোক)। [সং. অব + √ স্হা + অ]। অবস্হা বুঝে চলা ক্রি. বি. সুযোগ বুঝে চলা বা যখন যেমন করা উচিত তেমনই করা। অবস্হা-গতিকে ক্রি-বিণ. পারিপার্শ্বিক অবস্হার চাপে। ̃ ন্তর বি. অবস্হা বা দশার পরিবর্তন। ̃ সংকট বি. বিপজ্জনক পরিস্হিতি। 33)
অবিদ্য-মান
(p. 48) abidya-māna বিণ. অস্তিত্ব নেই এমন, নেই এমন, অনুপস্হিত। [সং. ন + বিদ্যমান]। ̃ তা বি. অস্তিত্বের অভাব, অনুপস্হিতি। 27)
অব্যবস্হিত
(p. 50) abyabashita বিণ. অস্হির; সদা পরিবর্তনশীল (অব্যবস্হিতচিত্ত)। [সং. ন + ব্যবস্হিত]। ̃ চিত্ত বিণ. মতি স্হির নেই এমন। 28)
অভ্যাগম, অভ্যাগমন
(p. 55) abhyāgama, abhyāgamana বি. সামনে বা কাছে আসা, উপস্হিতি। [সং. অভি + আগম, + আগমন]। 19)
অস্তি
(p. 73) asti ক্রি. আছে। বি. বিদ্যমানতা, স্হিতি, সত্তা, থাকা। [সং. √ অস্ + লট্ তি]। ̃ ত্ব বি. বিদ্যমানতা, সত্তা, স্হিতি, থাকা (অস্তিত্ব বজায় রাখা, ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস)। ̃ নাস্তি বি. থাকা বা না থাকা (ঈশ্বরের অস্তিনাস্তি নিয়ে আমি ভাবিত নই)। অস্ত্যর্থ বি. আছে এই অর্থ, বিদ্যমানতার অর্থ। অস্ত্যর্থক বিণ. অস্ত্যর্থবিশিষ্ট, আছে এই অর্থযুক্ত। 10)
অস্হাবর
(p. 73) ashābara বিণ. এক স্হান থেকে অন্য স্হানে সরানো যায় এমন; স্হানান্তরযোগ্য; অস্হিতিশীল; জঙ্গম, movable. [সং. ন + স্হাবর]। অস্হাবর সম্পত্তি বি. যে সম্পত্তি স্হানান্তর করা যায়, movable property - যেমন টাকাপয়সা, গয়না ইত্যাদি। 22)
অস্হিত
(p. 73) ashita বিণ. স্হিত নয় এমন; চলছে এমন, গমনশীল; অস্হির। [সং. ন + স্হিত]। অস্হিতি বি. গতি; সচলতা; স্হিতির অভাব। 26)
অস্হিতি
(p. 73) ashiti দ্র অস্হিত। 28)
অস্হিতি-স্হাপক
(p. 73) ashiti-shāpaka বিণ. স্হিতিস্হাপক নয় এমন; টেনে ধরলে বা বেঁকিয়ে দিলে আর আগের অবস্হায় ফিরে আসে না এমন, inelastic (বি. প.)। [সং. ন + স্হিতিস্হাপক]। বি. ̃ তা। 29)
অস্হির
(p. 73) ashira বিণ. 1 স্হির নয় এমন, স্হির থাকে না এমন; চঞ্চল; 2 আকুল, উদ্গ্রীব; 3 অনির্ধারিত, স্হিরীকৃত হয়নি এমন; অনিশ্চিত; 4 নশ্বর। [সং. ন + স্হির]। বি. ̃ তা, ̃ ত্ব, অস্হৈর্য। ̃ চিত্ত বিণ. মতি বা মনের স্হিরতা নেই এমন। বি. ̃ চিত্ততা। ̃ পঞ্চানন বি. স্বভাবে অস্হির ও ছটফটে লোক। ̃ বুদ্ধি বিণ. বুদ্ধি বা মতের স্হির নেই এমন। বি. উক্ত অর্থে। ̃ সংকল্প বিণ. সংকল্প বা কর্তব্য স্হির করেনি এমন; অব্যবস্হিতচিত্ত। 31)
অস্হিরপঞ্চক, অস্হিরপঞ্চম
(p. 73) ashirapañcaka, ashirapañcama দ্র অস্হিতপঞ্চ। 32)
আবহাওয়া
(p. 98) ābahāōẏā বি. 1 জলবায়ু, climate; Weather; 2 (আল.) পরিবেশ, পরিস্হিতি (ঘরে ঢুকেই বুঝলাম ঘরের আবহাওয়া ভালো নয়)। [ফা. আব্ + হাওয়া]। 31)
আর্থিক
(p. 104) ārthika বিণ. অর্থসম্বন্ধীয়, আর্থ (আর্থিক সচ্ছলতা, আর্থিক পরিস্হিতি)। [সং. অর্থ + ইক]। 42)
আস্হান
(p. 111) āshāna বি. 1 আস্হা; 2 অবস্হিতি; 3 আশ্রয়; 4 সভা। [সং. আ + ̃ স্হা + অন]। 2)
উপ-গম, উপ-গমন
(p. 131) upa-gama, upa-gamana বি. 1 আবির্ভাব, উত্পত্তি (ক্রোধোপগম, গ্রীষ্মোপগম); 2 উপস্হিতি; 3 কাছে বা নিকটে যাওয়া; 4 লাভ, প্রাপ্তি; 5 স্ত্রীসংগম। [সং. উপ + √ গম্ + অ, অন]। 11)
উপ-যোজন
(p. 133) upa-yōjana বি. অবস্হা বা পরিস্হিতির উপযোগী করা; সামঞ্জস্যসাধন, সমন্বয়সাধন। [সং. উপ + √ যুজ্ + অন]। 34)
উপ-স্হিত
(p. 133) upa-shita বিণ. 1 আগত, সমাগত, হাজির (উপস্হিত শ্রোতারা সকলেই বক্তৃতার প্রশংসা করলেন); 2 বর্তমান (উপস্হিত কাল); 3 আসন্ন (উপস্হিত বিপদ); 4 বিদ্যমান (উপস্হিত থাকা)। [সং. উপ + √ স্হা + ত]। ̃ বক্তা (-ক্তৃ) বি. আগে থেকে প্রস্তুত না হয়েও যিনি বক্তৃতা করতে পারেন। ̃ বুদ্ধি বি. প্রত্যুত্পন্নমতিত্ব; ঠাণ্ডা মাথায় পরিস্হিতির মোকাবিলা করতে পারার ক্ষমতা। ̃ মতো বিণ. ক্রি-বিণ. প্রয়োজনানুসারে; সময়মতো (উপস্হিতমতো ব্যবস্হা করা যাবে)। উপ-স্হিত বি. 1 সমাগম; হাজিরা; 2 বিদ্যমানতা। 77)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2075774
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1769413
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366826
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721310
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698331
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594871
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 546127
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542405

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন