Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

হাওয়ায় দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অমল
(p. 57) amala বিণ. 1 মল বা ময়লা নেই এমন, নির্মল, অনাবিল, পরিষ্কার ('ওই অমল হাতে রজনী প্রাতে': রবীন্দ্র); 2 শুভ্র, ধবল ('অমল কমল সহজে জলের কোলে': রবীন্দ্র)। [সং. ন + মল]। স্ত্রী. অমলা। ̃ .ধবল বিণ. সম্পূর্ণ সাদা, শুভ্র ('অমলধবল পালে লেগেছে মন্দমধুর হাওয়া': র. ঠা.)। 9)
আঁধি, আঁন্ধি
(p. 80) ān̐dhi, ān̐ndhi বি. ঝড়ো হাওয়া যাতে ধুলো ও অন্ধকার সৃষ্টি হয়; ঝড়; অন্ধকার সৃষ্টিকারী জিনিস ('ঘুম ভাঙাবার আঁধি': ব. চ.)। [সং. অন্ধ, হি. আঁধী]। আঁধী-ঝড় বি. অন্ধকার সৃষ্টিকারী ঝড়। 10)
আওসত
(p. 77) āōsata বি. বড় জমিদারির অধীন খাজনা-করা ছোট তালুক বা ভূসম্পত্তি; ছোট তালুক বা জোতজমি। [আ. আওসত্, অওসত্]। ̃ হাওয়ালা বি. হাওয়ালা বা হাওলা-করা অর্থাত্ নির্দিষ্ট শর্তে দেওয়া প্রজাস্বত্ব বা চাষের অধিকার। 40)
আকাশ
(p. 81) ākāśa বি. পৃথিবীর বায়ুমন্ডলের উপরাংশে (বিশেষত ভূপৃষ্ঠ থেকে যেমন দেখায়; আবহাওয়া পরিষ্কার থাকলে দিনের বেলা আকাশকে নীল দেখায়); গগন, অন্তরীক্ষ, শূন্য। [সং. আ + √ কাশ্ + অ]। ̃ .কুসুম বি. মিথ্যা কল্পনা, অসার কল্পনা, অলীক কল্পনা। ̃ .গঙ্গা বি. 1 ছায়াপথ, milky way 2 স্বর্গগঙ্গা, মন্দাকিনী। ̃ .চারী (-রিন্) বিণ- শূন্যপথে ভ্রমণকারী, গগনবিহারী। স্ত্রী. ̃ .চারিণী। ̃ .চুম্বী (-ম্বিন্) বিণ. আকাশকে স্পর্শ করে এমন; অত্যন্ত উঁচু। ̃ .ছোঁয়া বিণ. আকাশ স্পর্শ করে এমন। ̃ .জাত বিণ. আকাশে বা শূন্যে জন্মেছে এমন। ̃ .দীপ, প্রদীপ বি. হিন্দুরা স্বর্গস্হিত দেবতাদের উদ্দেশে বা স্বর্গত পূর্বপুরুষদের উদ্দেশে কার্তিক মাসের প্রতি সন্ধ্যায় বাঁশের ডগায় যে প্রদীপ জ্বেলে দেয়। ̃ .পট বি. আকাশের আঙিনা। ̃ .পথ শূন্য দিয়ে যাওয়া-আসার পথ। ̃ .পাতাল বিণ. বিস্তর, প্রচুর (আকাশপাতাল পার্থক্য)। ক্রি-বিণ. 1 স্বর্গ থেকে পাতাল পর্যন্ত; 2 সর্বত্র বা সমস্ত বিষয়ে (আকাশপাতাল ভাবছি)। ̃ .বাণী বি. 1 দৈববাণী; 2 বেতারবাণী, radio. ̃ .মণ্ডল বি. নভোমণ্ডল। ̃ .যান বি. উড়োজাহাজ, এরোপ্লেন। ̃ .স্হ বিণ. আকাশে অবস্হিত; আকাশের। আকাশ থেকে পড়া ক্রি. বি. কিছু না জানার ভান করা (কথাটা শুনে একেবারে আকাশ থেকে প়ড়লে যে); না জানার জন্য বিস্ময় প্রকাশ করা। আকাশ ধরা ক্রি. বি. বৃষ়্টি বন্ধ হওয়া। আকাশে তোলা ক্রি. বি. অতিরিক্ত প্রশংসা করা। মাথায় আকাশ ভেঙে পড়া ক্রি. বি. আকস্মিক বিপদে দিশাহারা হওয়া। 20)
আবহাওয়া
(p. 98) ābahāōẏā বি. 1 জলবায়ু, climate; Weather; 2 (আল.) পরিবেশ, পরিস্হিতি (ঘরে ঢুকেই বুঝলাম ঘরের আবহাওয়া ভালো নয়)। [ফা. আব্ + হাওয়া]। 31)
উড়া, ওড়া
(p. 119) uḍ়ā, ōḍ়ā ক্রি. 1 শূন্যে বিচরণ করা; 2 (আল.) অতি দ্রুত ছুটে যাওয়া; 3 লোকের মুখে মুখে প্রচারিত হওয়া (খবর উড়ছে)। বি. ওড়া, আকাশে বিচরণ। বিণ. উড়ন্ত, উড়ো (ওড়া খই)। [বাং. √ উড়্ ( সং. উত্ + √ ডী) + আ]। ̃ নো ক্রি. বি. 1 উড্ডীন করা, শূন্যে ভাসানো; অপব্যয় করা (টাকা ওড়ানো)। উড়িয়ে দেওয়া ক্রি. বি. 1 বন্ধনমুক্ত করা (পাখিটাকে উড়িয়ে দিল); 2 একেবারে নস্যাত্ করা বা পর্যুদস্ত করা (কালকের খেলায় আমরা ওদের উড়িয়ে দেব); 3 অগ্রাহ্য বা উপেক্ষা করা (কথাটা উড়িয়ে দেওয়া যাবে না)। উড়ে যাওয়া ক্রি. বি. 1 বন্ধনমুক্ত হওয়া; 2 অদৃশ্য হওয়া (ঘাড়িটা উড়ে গেল নাকি?); 3 মারা যাবার উপক্রম হওয়া (ভয়ে প্রাণ উড়ে গেল); 4 হাওয়ায় ভেসে দূরে চলে যাওয়া (বাতাসে মেঘ উড়ে গেল)। উড়ে এসে জুড়ে বসা অপ্রত্যাশিতভাবে বাইরে থেকে এসে কায়েম হয়ে বসা। 95)
উড়ান
(p. 119) uḍ়āna বি. উড়ে যাওয়া, উড্ডয়ন, flight (খারাপ আবহাওয়ার জন্যে বিমানের উড়ান বাতিল করা হয়েছে)। [বাং. √ উড্ + আন]। 96)
উতল
(p. 123) utala বিণ. 1 উদ্বিগ্ন (মন উতল হওয়া); 2 ভাবাবেগে আকুল; 3 চঞ্চল (উতল হাওয়া)। [ সং. উত্তাল]। 40)
উদাসী
(p. 127) udāsī (-সিন্) বিণ. 1 আসক্তিহীন; নির্লিপ্ত; 2 এলোমেলো ('এই উদাসী হাওয়ার পথে পথে': রবীন্দ্র); 3 বিষণ্ণ, উন্মনা। বি. সন্ন্যাসী; সন্ন্যাসী সম্প্রদায়বিশেষ। [সং. উদাস + ইন্]। স্ত্রী. উদাসিনী ('উদাসিনীবেশে বিদেশিনী কে সে': রবীন্দ্র)। 8)
কন-কন
(p. 160) kana-kana বি. 1 তীব্র যন্ত্রণা (দাঁত কনকন করছে); 2 তীব্র ঠাণ্ডা বা শীত। কন-কনানি বি. কনকন করার অনুভূতি। কন-কনানো ক্রি. বি. কনকন করা (দাঁত কনকনাচ্ছে)। কন-কনে বিণ. অত্যন্ত কষ্টদায়ক, যন্ত্রণা বা অস্বস্তি জন্মায় এমন (কনকনে শীত, কনকনে হাওয়া)। 42)
খাওয়া
(p. 224) khāōẏā ক্রি. 1 ভোজন করা, আহার করা; 2 পান করা (চা দুধ খাওয়া) ; 3 সেবন করা (হাওয়া খেতে বেরিয়েছি); 4 ভোগ করা, সহ্য করা (মার খাওয়া, গালি খাওয়া); 5 উত্কোচ বা ঘুষ নেওয়া (পয়সা খেয়েছে, ঘুষ খেয়েছে); 6 দংশন করা (সাপে খেয়েছে); 7 নষ্ট করা, কলঙ্কিত করা (চোখের মাথা খেয়েছ নাকি?) ছেলেটার মাথা খাচ্ছ কেন?); 8 গ্রাস করা (আমার সব সম্পত্তি মহাজনে খেয়েছে); 9 শেষ করা, বিনষ্ট করা (স্বামী-পুত্র খেয়ে এখন বাপের বাড়িতে এসে উঠেছে); 1 টেনে নেওয়া, শোষা (যন্ত্রটা বেশ তেল খায়) ; 11 (চুম্বন ইত্যাদি) দেওয়া (চুমু খাওয়া); 12 (আদর) পাওয়া (মায়ের আদর খাচ্ছে); 13 খাটা, উপযুক্ত হওয়া (খাপ খায় না)। বি. ভোজন। বিণ. খাওয়া হয়েছে এমন। [বাং. √খা + আ]। ̃ দাওয়া বি. পানভোজন ; আহারাদি। ̃ নো ক্রি. (অন্যকে) ভোজন বা পান করানো। বি. বিণ. উক্ত অর্থে। ̃ পরা বি. খাওয়াদাওয়া ও পোশাক-আশাক (আমি কারও খাওয়াপরার দায়িত্ব নিতে পারব না)। ̃ র জল. খাবার জল বি. পানীয় জল। 49)
খেপা2, খ্যাপা
(p. 232) khēpā2, khyāpā ক্রি. 1 ক্ষিপ্ত হওয়া, পাগল হওয়া; 2 ক্রুদ্ধ হওয়া; ক্রোধে মত্ত হওয়া (ষাঁড়টা হঠাত্ খেপেছে); 3 উদ্দাম হওয়া (সমুদ্র খেপেছে)। [সং. √ক্ষিপ্]। বিণ. 1 খেপেছে এমন (খ্যাপা লোক, খ্যাপা ষাঁড়); 2 উদ্দাম হয়েছে এমন (খ্যাপা হাওয়া); 3 ভাবোন্মত্ত (খ্যাপা বাউল)। বি. 1 খ্যাপা লোক; ভাবোন্মত্ত ব্যক্তি (বামা খ্যাপা) ; 2 আদরের বা স্নেহের সম্বোধনবিশেষ (দূর খ্যাপা, খেপা কোথাকার)। স্ত্রী. খেপি। ̃ নো ক্রি. পাগল করে তোলা; জ্বালাতন করা। বি. বিণ. উক্ত সব অর্থে। ̃ মি বি. পাগলামি (এমন খ্যাপামি করছ কেন?)। 34)
গা৩
(p. 245) gā3 বি. 1 দেহ, গাত্র, শরীর (গা-ভরতি গয়না); 2 দেহের উপরিভাগ বা চামড়া (খসখসে গা) ; 3 যেকোনো বস্তুর পৃষ্ঠ (কলসির গা দিয়ে জল গড়াচ্ছে, মন্দিরের গায়ে অলংকরণ) ; 4 অনুভূতি (অপমান তার গায়ে লাগে না); 5 মনোযোগ, ইচ্ছা, প্রবৃত্তি (কাজে মোটেই গা নেই); 6 শারীরিক অবস্হা (গা পাক দিচ্ছে)। [সং. গাত্র]। গা করা ক্রি. বি. উত্সাহ, দেখানো; মনোযোগ দেওয়া। গা কশকশ করা ক্রি. বি. ক্রোধ, বিরক্তি ইত্যাদির জন্য চাপা আক্রোশে অস্বস্তি হওয়া। গা কাঁপা ক্রি. বি. প্রচণ্ড ভয় পাওয়া। গা কেমন (কেমন কেমন) করা ক্রি. বি. ভয়, অস্হিরতা বা অসুস্হতা বোধ করা; বমির উদ্রেক হওয়া। গা গতর বি. সর্বাঙ্গ; সারা গা (খাটুনির চোটে গা-গতর ব্যথা হয়ে গেছে)। গা গুলানো ক্রি. বি. বমির উদ্রেক হওয়া। গা ঘেঁষা ক্রি. বি. কাছে ঘেঁষে আসা; বেশি অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করা। গা জুড়ানো ক্রি. বি. শান্তি বা তৃপ্তি পাওয়া বা দেওয়া; ক্লান্তি বা জ্বালা-যন্ত্রণা দূর হওয়া। গা জ্বালা করা ক্রি. বি. ক্রোধ বা বিরক্তির উদ্রেক হওয়া। গা ঝাড়া দিয়ে ওঠা ক্রি. বি. জড়তা ত্যাগ করে কাজে প্রবৃত্ত হওয়া। গা ঝিম ঝিম করা ক্রি. বি. অবসন্ন বা অসুস্হ বোধ করা। গা ঢাকা দেওয়া ক্রি. বি. লুকানো, পালিয়ে যাওয়া (সেই সুযোগে চোরটা গা ঢাকা দিল)। গা ঢেলে দেওয়া ক্রি. বি. 1 শুয়ে পড়া; 2 চেষ্টা ত্যাগ করা। গা তোলা ক্রি. বি. ওঠা। গা দেওয়া ক্রি. বি. উত্সাহ দেখানো; মনোযোগ দেওয়া (ছেলেটা আমার কথায় গা-ই দিল না)। গা পেতে নেওয়া ক্রি. বি. বিনা প্রতিবাদে অথবা স্বেচ্ছায় সহ্য করা। গা বমি বমি করা ক্রি. বি. বমির উদ্রেক হওয়া; অত্যন্ত ঘৃণা বোধ হওয়া। গা ভারী হওয়া ক্রি. বি. 1 অসুস্হ বোধ করা ; 2 (আঞ্চ.) অন্তঃসত্ত্বা হওয়ার জন্য শরীর স্ফীত হওয়া। গা ম্যাজম্যাজ করা ক্রি. বি. আলস্য বোধ হওয়া; শরীরে অস্বস্তি বোধ করা বা জ্বরভাব বোধ করা। গায়ে কাঁটা দেওয়া ক্রি. বি. ভয়ে রোমাঞ্চিত হওয়া। গায়ের চামড়া তোলা ক্রি. বি. অত্যধিক প্রহার করা। গায়ের চামড়া জ্বালা বি. গাত্রদাহ; ঈর্ষা; হিংসা; ক্রোধ, আক্রোশ (প্রচণ্ড মেরে তবে তার গায়ের জ্বালা মিটল)। গায়ের ঝাল ঝাড়া (মেটানো) ক্রি. বি. মনের জমে-থাকা ক্রোধ প্রকাশ করা; প্রতিশোধ নেওয়া। গায়ে থুতু দেওয়া ক্রি. বি. অত্যন্ত অবজ্ঞা বা ঘৃণা প্রকাশ করা। গায়ে দেওয়া ক্রি. বি. পরিধান করা (জামা গায়ে দাও)। গায়ে ফুঁ দিয়ে বেড়ানো ক্রি. বি. পরিশ্রম না করে আরামে দিন কাটানো বা দায়-দায়িত্ব এড়িয়ে চলা। গায়ে ফোসকা পড়া ক্রি. বি. (আল.) অসহ্য যন্ত্রণা বোধ হওয়া। গায়ে মাখা ক্রি. বি. আমল দেওয়া; গ্রাহ্য করা। গায়ে মাস (মাংস) লাগা ক্রি. বি. মোটা হওয়া, শরীর ভালো হওয়া। গায়ে হাত তোলা ক্রি. বি. মার দেওয়া, প্রহার করা। গা গরম বি. অল্প জ্বর। গা-জুড়ানো বিণ. শান্তি বা তৃপ্তিদায়ক; শান্তি বা জ্বালা দূর করে এমন (গা-জুড়ানো হাওয়া)। গা-জোরি, গা-জোয়ারি বি. জবরদস্তি (গা-জোয়ারি দেখিয়ে কোনো লাভ নেই)। বিণ. জবরদস্তিসহ কৃত (তার গা-জোয়ারি মনোভাব ছাড়তে হবে)। ক্রি-বিণ. জবরদস্তিভাবে (শেষ পর্যন্ত অবশ্য কাজটা গা-জোয়ারি আদায় করে নিয়েছে)। গা-সহা, গা-সওয়া বিণ. অভ্যস্ত, সহ্য (ওসব ব্যবহার আমাদের গা-সওয়া হয়ে গেছে)। গায়ে-পড়া বিণ. উপর-পড়া; অযাচিত ও অবাঞ্ছিত (গায়ে-পড়া স্বভাব, গায়ে-পড়া উপদেশ)। গায়ে পড়ে ক্রি-বিণ. উপর-পড়া হয়ে, অযাচিতভাবে (গায়ে পড়ে ঝগড়া বাধানো)। গায়ে হলুদ বি. বিবাহের অব্যবহিত পূর্বে পাত্র-পাত্রীকে হলুদ মাখিয়ে স্নান করানোর হিন্দু সংস্কারবিশেষ। 4)
চাগা
(p. 281) cāgā ক্রি. 1 সতেজ বা প্রবল হয়ে ওঠা; 2 জেগে ওঠা, উদিত হওয়া, উদ্রিক্ত হওয়া (বাতিক চাগিয়েছে)। [ প্রাকৃ. চঙ্গ]। ̃ নো 1 চাগা; উত্তেজিত করা; উদ্রিক্ত করা, জাগিয়ে তোলা; 2 ওঠানো, তোলা ('দে হাওয়া চাগিয়ে কাপড়': নজরুল)। বি. বিণ. উক্ত সব অর্থে। 72)
জল
(p. 312) jala বি. 1 স্বাদ-বর্ণ-গন্ধহীন স্বচ্ছ তরল, বারি, সলিল, উদক, অম্বু, নীর (পানীয় জল, নদীর জল); 2 বৃষ্টি (আজ নিশ্চয়ই জল হবে); 3 (আঞ্চ.) হালকা খাবার (তুমি সকালে জল খেয়েছ?)। বিণ. 1 শীতল (প্রাণ জল হয়ে গেল); 2 শান্ত (মিষ্টি কথায় জল হয়ে গেলাম); 3 তরল, সরল ('বুঝিয়ে দিলে যেন জল': সু. রা.); 4 নষ্ট, অপব্যয়িত (টাকা জল হওয়া, পরিশ্রম জল হওয়া)। [সং. √ জল্ + অ]। ̃ কণা বি. জলের ফোঁটা, জলের বিন্দু। ̃ কন্যা বি. নদী ইত্যাদি থেকে উত্থিতা অপ্সরী; জলপরি। ̃ কপাট বি. নদী ইত্যাদির মধ্যে জলস্রোত নিয়ন্ত্রণের জন্য কপাটযুক্ত বাঁধবিশেষ, floodgate. ̃ কর বি. জলাশয়াদির উপর ধার্য খাজনা; মাছ চাষের জন্য জলাশয়ের উপর যে খাজনা ধার্য হয়। ̃ কল্লোল বি. জলস্রোতের কলকল শব্দ; শব্দকারী জলতরঙ্গ। ̃ কষ্ট বি. জলের অভাবের জন্য কষ্ট। ̃ কাদা বি. বৃষ্টির জল এবং তার ফলে রাস্তায় কাদা। ̃ কুক্কুট বি. গাংচিল। ̃ কেলি, ̃ ক্রীড়া, ̃ খেলা বি. জলের মধ্যে আনন্দে সাঁতার ও অন্য ক্রীড়াকৌতুক। জল খাওয়া ক্রি. বি. 1 জল পান করা; 2 হালকা খাবার বা জলখাবার খাওয়া। ̃ খাবার বি. সকাল-বিকালের হালকা খাবার, জলযোগ, টিফিন। ̃ গৃহ - জলটুঙি -র অনুরূপ। ̃ চর বিণ. জলে বিচরণ করে এমন (জলচর পাখি)। ̃ চল বিণ. যার ছোঁয়া জল পান করতে বাধা নেই। ̃ চূড়ি বি. পরিধেয় বস্ত্রাদিতে সরু ডোরার মতো জলছাপ। ̃ চৌকি বি. ছোট ও নিচু চৌকো বসার টুল। ̃ ছত্র - জলসত্র -র চলিত রূপ। ̃ ছবি বি. যেঁ ছবি জলে ভিজিয়ে অন্য কাগজে চেপে ছাপ তোলা যায়। ̃ জ বিণ. জলে বা জলাশয়াদিতে উত্পন্ন হয় এমন (জলজ উদ্ভিদ)। বি. পদ্ম ফুল। ̃ জন্তু বি. জলচর জন্তু। ̃ জিয়ন্ত, ̃ জ্যান্ত বিণ. সম্পূর্ণ সজীব; সম্পূর্ণ স্পষ্ট (জলজ্যান্ত প্রমাণ); একেবারে, ডাহা (জলজ্যান্ত মিথ্যা)। ̃ টল বি. জল ও ওইজাতীয় অন্য জিনিস; জলখাবার (জলটল খেয়েছে?)। ̃ টুঙি, ̃ টুঙ্গি বি. পুকুর, দিঘি প্রভৃতির মধ্যে নির্মিত ঘর। ̃ ঢোঁড়া বি. জলচর নির্বিষ ঢোঁড়া সাপবিশেষ। ̃ তরঙ্গ বি. 1 জলের ঢেউ; 2 সাতটি জল-ভরা বাটিতে কাঠির আঘাতে সুর তোলা হয় এমন বাদ্যযন্ত্রবিশেষ। ̃ তেষ্টা বি. জলপিপাসা, তৃষ্ণা। ̃ দ বিণ. জল দেয় এমন। বি. মেঘ। ̃ দস্যু বি. যারা নদীতে বা সমুদ্রপথে ডাকাতি করে বেড়ায়। ̃ দেবতা বি. জলে অধিদেবতা; বরুণ। ̃ দোষ বি. 1 উদরীরোগ; 2 কোষবৃদ্ধি। ̃ ধর বিণ. জলধারণকারী; জলপূর্ণ। বি. 1 মেঘ (নব জলধর); 2 সমুদ্র। ̃ ধি বি. সমুদ্র। ̃ নালি, ̃ প্রণালী বি. জলনিকাশের নর্দমা। ̃ নিধি বি. সমুদ্র। ̃ পাটি বি. দেহের আহত স্হানে বাঁধার জন্য বা জ্বরের তাপ কমানোর জন্য কপালে দেবার জলসিক্ত কাপড়ের টুকরো বা ফালি। ̃ পড়া বি. রোগ-বালাই, ভূত প্রভৃতি অমঙ্গল দূর করার জন্য মন্ত্রপূত জল। ̃ পথ বি. নৌকা জাহাজ প্রভৃতি যোগে চলবার পথ অর্থাত্ নদী, সমুদ্র ইত্যাদি। ̃ পরি বি. জলে বিচরণ বা বাস করে এমন কাল্পনিক কন্যা, জলকন্যা। ̃ পান বি. জলখাবার। ̃ পানি বি. 1 মেধাবী ছাত্রের পুরস্কার বা বৃত্তি; 2 জলখাবার খাওয়ার পয়সা। ̃ পিপি বি. জলে ভাসমান উদ্ভিদের উপর চলে বেড়ায় এমন বকজাতীয় পাখিবিশেষ, water jacana. ̃ প্রপাত বি. পর্বত বা ওইরকম উঁচু জায়গা থেকে অবিরত বেগে পতনশীল জলধারা। ̃ প্লাবন বি. প্রবল বন্যা। ̃ বসন্ত, পানি-বসন্ত বি. সংক্রামক কিন্তু মারাত্মক নয় এমন, গুটিকারোগ, chicken-pox. ̃ বাতাস, ̃ বায়ু বি. আবহাওয়া। ̃ বিছুটি বি. জলে ভিজানো বা জলে জাত বিছুটি গাছ, যা গায়ে লাগলে অত্যন্ত চুলকায় জ্বালা করে। ̃ বিজ্ঞান বি. জলবিষয়ক শাস্ত্র। ̃ বিদ্যুত্ বি. প্রধানত জল থেকে বা বাষ্প থেকে উত্পাদিত বিদ্যুত্, hydroelectricity. ̃ বিভাজিকা বি. বিভিন্ন নদী ইত্যাদির মিলনস্হানে জলের বিভাজক রেখা; দুই নদীর জলের মিলনস্হানে যে রেখা দুই নদীর জলকে পৃথকভাবে চিহ্নিত করে, watershed. ̃ বিম্ব বি. জলের বুদ্বুদ, ভুড়ভুড়ি। ̃ বিষুব বি. কার্তিক মাসের সংক্রান্তি। ̃ বিহার বি. জলক্রীড়া। জল ভাঙা ক্রি. বি. 1 জল বার হওয়া; 2 সন্তানপ্রসবের অনতিপূর্বে গর্ভিণীর গর্ভাশয় থেকে জল বার হওয়া; 3 জলের মধ্য দিয়ে হাঁটা (জল ভেঙে এত পথ যাওয়া যায়?)। ̃ ভাত বি. (আল.) অতি সহজ ব্যাপার (এটা বুঝছ না? এ তো জলভাত)। ̃ ভ্রমি বি. নদী সমুদ্র প্রভৃতির মধ্যে জলের আবর্ত বা ঘূর্ণি। ̃ মগ্ন বিণ. জলে ডুবে গেছে বা ডুবে আছে এমন। ̃ ময় বিণ. জলপূর্ণ, জলে ভরা; জলপ্লাবিত। জল মরা ক্রি. বি. জল কমে বা শুকিয়ে যাওয়া। ̃ মার্জার বি. উদ্বিড়াল। ̃ মুক (-মুচ্) বি. মেঘ। ̃ যন্ত্র বি. 1 জল তুলবার যন্ত্র; 2 জলঘড়ি; 3 ধারাযন্ত্র, পিচকারি, spray. ̃ যাত্রা বি. 1 জলপথে যাত্রা; 2 জল আনার জন্য যাওয়া। ̃ যান বি. জলপথে যাতায়াতের জন্য নৌকো জাহাজ ইত্যাদি যান। ̃ যোগ বি. জলখাবার খাওয়া। ̃ রং বি. জলে গুলে নিয়ে আঁকতে হয় এমন রং। ̃ রোধী বিণ. 1 জল আটকায় এমন, watertight; 2 যার মধ্যে দিয়ে জল প্রবেশ করতে পারে না, waterproof. ̃ শৌচ বি. মলমূত্রাদি ত্যাগের পর জল দিয়ে শরীরের অঙ্গ ধোওয়া। ̃ সত্র, ̃ ছত্র বি. যে স্হান থেকে সর্বসাধারণকে বিনামূল্যে জল দান করা হয়। জল সরা ক্রি. বি. 1 জল বার হওয়া; 2 পুকুর ইত্যাদি জলাশয়ে নিত্যপ্রয়োজনে জল ব্যবহার করা। জল সহা, (কথ্য) জল সওয়া ক্রি. বি. বিবাহাদি উপলক্ষ্যে প্রতিবেশীর বাড়ি থেকে জল সংগ্রহরূপ মঙ্গলাচরণ করা। ̃ সেক বি. জলসেচন; গরম জলে ন্যাকড়া তুলো ইত্যাদি ভিজিয়ে সেক দেওয়া। ̃ স্তম্ভ বি. সমুদ্র নদী ইত্যাদিতে স্তম্ভের আকারে উত্থিত জলরাশি, waterspout. জল হওয়া ক্রি. বি. 1 বৃষ্টি হওয়া; 2 তরল বা দ্রব হওয়া (গলে জল হয়ে গেছে); 3 শান্ত বা শুঁড়িবিহীন জলজন্তুবিশেষ। ̃ হাওয়া বি. আবহাওয়া। জলীয় বিণ. 1 জলপূর্ণ; 2 জলসম্বন্ধীয়; 3 জলমিশ্রিত। জলে দেওয়া, জলে ফেলা ক্রি. বি. নষ্ট করা; অপাত্রে দান করা। জলে পড়া ক্রি. বি. অস্হানে উপস্হিত হওয়া; অপাত্রে পড়া; বিপদে পড়া। জলে যাওয়া ক্রি.বি. নষ্ট হওয়া; অপচয় হওয়া; লোকসান বা ব্যর্থ হওয়া। জলের দাগ বি. নিমেষেই মুছে যায় এমন চিহ্ন। জলের দামে ক্রি-বিণ. নামমাত্র দামে, খুব সস্তায়। 152)
জাঁতা1
(p. 320) jān̐tā1 বি. 1 ডাল গম ইত্যাদি শস্য পেষনের জন্য পাথরের তৈরী গোলাকার যন্ত্রবিশেষ; 2 হাপরে হাওয়া দেওয়ার চর্মাবৃত যন্ত্র, ভস্ত্রা। [সং. যন্ত্র]। 6)
জোর
(p. 330) jōra বি. 1 বল, শক্তি (গায়ের জোর, বুদ্ধির জোরে করেছে); 2 বলপ্রয়োগ (জোরে ধাক্কা দেওয়া); 3 তীব্রতা, উচ্চতা (গলার জোর); 4 দৃঢ়তা (মনের জোরে); 5 অধিকার দাবি (সন্তানের উপর মায়ের জোর)। বিণ. 1 উচ্চ, চড়া, তীব্র (জোর আওয়াজ); 2 বলবান, শক্তিশালী (জোর হাওয়া); 3 কড়া (জোর হুকুম); 4 দ্রুত, দ্রুতগতি (জোর পায়ে চলা, জোর কদম); 5 আশাতীতরকম ভালো (জোর বরাত); 6 প্রচুর, দারুণ (জোর মারপিট হল)। [ফা. যোর]। ̃ কপাল, ̃ বরাত. বি. ভাগ্যের জোর বা অনুকূলতা। ̃ জবর-দস্তি, ̃ জুলুম বি. 1 জোরাজুরি, জবরদস্তি; 2 অত্যাচার; 3 পীড়াপীড়ি। ̃ জার বি. জবরদস্তি। ̃ তলব বি. জরুরি তলব, তাড়াতাড়ি যাবার বা আসবার জন্য কড়া হুকুম। জোরা-জুরি বি. ক্রমাগত বলপ্রয়োগ বা চাপসৃষ্টি। ̃ দার, জোরানো বিণ. বলবান, শক্তিশালী; প্রবল (জোরালো আন্দোলন)। 22)
ঠাণ্ডা
(p. 350) ṭhāṇḍā বি. 1 শীতল (ঠাণ়্ডা জল); 2 শান্ত, নম্র (ঠাণ্ডা স্বভাব)। বি. শীত (খুব ঠাণ্ডা পড়েছে)। [বাং.-তু. হি. ঠন্ঢা]। ঠাণ্ডা-গরম বি. একবার শীতল একবার গরম এইরকম আবহাওয়া (ঠাণ্ডা-গরমে শরীর খারাপ হয়েছে)। 25)
ঠেস
(p. 350) ṭhēsa বি. 1 হেলান (দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ানো); 2 যাতে হেলান দেওয়া যায় (পিঠে বালিশের ঠেস দেওয়া); 3 ঠেকনা; 4 আটকাবার কৌশল (দরজার হাওয়া-ঠেস); 5 খোঁটা, কটাক্ষ, বক্রোক্তি (ঠেস দিয়ে কথা বলা)। [হি. ঠেস]। 63)
দক্ষিণী
(p. 396) dakṣiṇī বিণ. দক্ষিণদিক সংক্রান্ত বা দক্ষিণ দিকের (দক্ষিণী হাওয়া)। [সং. দক্ষিণ + ঈ]। 4)
দমকা
(p. 398) damakā বিণ. আকস্মিক বেগে আসে এমন, আকস্মিক (দমকা হাওয়া, দমকা খরচ)। [হি. দমক + বাং. আ]। 14)
দাওয়া2
(p. 402) dāōẏā2 বি. বারান্দা, রোয়াক (দাওয়ায় বসে হাওয়া খায়)। [দেশি-তু. হি. ঢাবা, সং. দার্বট]। 23)
দোষ
(p. 425) dōṣa বি. 1 পাপ, অপরাধ (কর্মদোষ); 2 কুস্বভাব, কুরীতি (পানদোষ, আলস্যদোষ); 3 ত্রুটি, খুঁত (কাজে দোষ ধরা); 5 কুপ্রভাব, ফের (গ্রহের দোষ, ভাগ্যদোষ)। [সং. √ দুষ্ + অ]। ̃ কীর্তন বি. ত্রুটি বা অপরাধের কথা বারবার বলা; নিন্দাবাদ। ̃ ক্ষালন বি. অপরাধ বা ত্রুটি মোচন। ̃ গ্রাহী (-হিন্), ̃ দর্শী (-র্শিন্) বিণ. কেবল অন্যের দোষ দেখে বা ধরে এমন, ছিদ্রান্বেষী। ̃ জ্ঞ বিণ. দোষগুণ বিচারে সমর্থ। বি. 1 পণ্ডিত; 2 চিকিত্সক, বৈদ্য। ̃ ণ বি. দোষ দেওয়া বা দেখানো। ̃ ত্রয় বি. 1 বাত পিত্ত কফ-এই তিন দোষ; 2 রাগ দ্বেষ মোহ-এই তিন দোষ। ̃ দর্শী (-র্শিন্) দোষগ্রাহী -র অনুরূপ। ̃ ল বিণ. দোষযুক্ত। দোষা ক্রি. 1 দুষা-র চলিত রূপ (আমায় দোষো কেন?); 2 দূষিত হওয়া ('হাওয়া দূষিয়া উঠিল': রবীন্দ্র)। দোষাবহ বিণ. দোষযুক্ত; দোষজনক। দোষারোপ বি. অভিযোগ করা, দোষ দেওয়া, বদনাম দেওয়া (দোষারোপ করা)। দোষাশ্রিত বিণ. দোষযুক্ত। দোষী (-ষিন্) বিণ. দোষকারী, অপরাধী। স্ত্রী. দোষিণী। দোষৈক-দর্শী (-র্শিন্) বিণ. (গুণ না দেখে) কেবল দোষই দেখে এমন। 10)
ধবল
(p. 430) dhabala বিণ. সাদা, শুভ্র (ধবলগিরি, 'অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া': রবীন্দ্র)। বি. চর্মরোগবিশেষ-যাতে গাত্রচর্ম, চুল ও রোমরাজি শ্বেতবর্ণ ধারণ করে, শ্বেতি। [সং. √ ধাব্ + অল]। বিণ. স্ত্রী. ধবলা। ধবলিত বিণ. শ্বেতবর্ণ ধারণ করেছে বা সাদা হয়েছে এমন। ধবলিমা (-মন্) বি. শুভ্রতা, শুক্লতা। ধবলী বি. সাদা রঙের গাভী ('ধবলীরে আনো গোহালে': রবীন্দ্র)। ধবলী-কৃত বিণ. সাদা করা হয়েছে এমন। ধবলী-ভূত বিণ. সাদা হয়েছে এমন। 34)
পরি-বেশ, পরি-বেষ
(p. 499) pari-bēśa, pari-bēṣa বি. 1 পরিধি; 2 পরিবেষ্টন; মণ্ডল; 3 চারপাশের অবস্হা (শান্তির পরিবেশ); 4 পারিপার্শ্বিক আবহাওয়া (পরিবেশ দূষণ)। [সং. পরি + √ বিশ্ (=উপভোগ), ̃বিষ্ (=ব্যাপ্তি) + অ]। 30)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074449
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768770
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366207
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721104
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698146
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594695
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545315
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542314

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন