Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

হিসাবি। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অগোছালো
(p. 7) agōchālō বিণ. বিশৃঙ্খল, বেহিসাবি (অগোছালো সংসার, অগোছালো স্বভাব)। [বাং. অ+গোছালো়]। 4)
অডিট
(p. 8) aḍiṭa বি. (ব্যাবসা-বাণিজ্য সংক্রান্ত) হিসাবের পরীক্ষা। [ইং. audit]। ̃ র বি. হিসাবপরীক্ষক। [ইং. auditor]।
অমিত
(p. 57) amita বিণ. পরিমিত নয় এমন, প্রচুর, অত্যধিক; সীমাহীন, অসীম (অমিত বল, অমিত সাহস, অমিত তেজ)। [সং. ন + মিত]। ̃ .তেজা (-তেজস্) বিণ. সীমাহীন তেজ বা ক্ষমতা আছে এমন, অত্যধিক শক্তিশালী। ̃ .বিক্রম বি. বিণ. অসীম বিক্রম বা তেজ; অসীম তেজযুক্ত। ̃ .বাক, ̃ .বাক্, ̃ .ভাষী (-ষিন্) বিণ. বেশি কথা বলে এমন, প্রয়োজনের চেয়ে বেশি কথা বলে এমন; বাচাল। ̃ .ব্যয় বি. বেহিসাবি অর্থাত্ প্রচুর খরচ। ̃ .ব্যয়িতা বি. বেহিসাবি খরচ করার স্বভাব বা অভ্যাস। ̃ .ব্যয়ী (-য়িন্) বিণ. বেহিসাবি খরচ করে এমন। ̃ .শক্তি বিণ. অত্যধিক শক্তির অধিকারী (অমিতশক্তি পুরুষ)। অমিতাক্ষর বি. অমিত্রাক্ষর যেখানে শেষ অক্ষরে মিল বা অন্ত্যমিল থাকে না। অমিতাচার বি. অসংযত আচরণ, অসংযম। বিণ. অসংযত আচরণকারী, অমিতাচারী, অসংযমী। অমিতাচারী (-রিন্) বিণ. অসংযমী, অসংযত আচরণ করে এমন। বি. অমিতাচারিতা। অমিতাভ দ্র অমিতাভ। 30)
কড়া৪
(p. 158) kaḍ়ā4 বি. কর্পদক, কড়ি। [সং. কর্পদক, তু. হি. কৌড়ী]। এক কড়া বি. বিণ. (আল.) অতি তুচ্ছ বা সামান্য পরিমাণ (তার এক কড়া বুদ্ধি নেই)। ̃ কিয়া (গ্রা.) ̃ ঙ্কিয়া, ̃ ঙ্কে বি. (1 থেকে 1) কড়ার হিসাব। ̃ ক্রান্তি দ্র ক্রান্তি। কড়ায়-গণ্ডায় ক্রি-বিণ. অতি নিপুণ ও সূক্ষ্ম হিসাবমতে (কড়ায়-গণ্ডায় আদায় করেছি)।
কাগজি, (বর্জি.) কাগজী
(p. 177) kāgaji, (barji.) kāgajī বিণ. 1 কাগজসম্বন্ধীয়; 2 কেবল কাগজেই প্রচারিত কিন্তু অবাস্তব; 3 কাগজের মতো পাতলা আবরণবিশিষ্ট (কাগজি লেবু)। বি. কাগজের ব্যাপারি। কাগজাত বি. (আদালতের ভাষায়) কাগজপত্র; হিসাবপত্র; দলিলপত্র। কাগজে-কলমে ক্রি. বিণ. লিখিতভাবে। কাগুজে বিণ. 1 কাগজসম্বন্ধীয়; 2 কেবল কাগজেই প্রচারিত কিন্তু অবাস্তব (কাগুজে বাঘ)। [আ. কায়গদ]। 25)
কানুনগো, (বর্ত. অপ্র.) কানুন-গোই
(p. 181) kānunagō, (barta. apra.) kānuna-gōi বি. রাজস্ববিভাগীয় হিসাবপরীক্ষক; জমি-জরিপকারী সরকারি কর্মচারী। [আ. কানূন্ + ফা. গোয়্]। 41)
কালো
(p. 188) kālō বিণ. 1 কৃষ্ণবর্ণ, অন্ধকারের রং (কালো চুল); 2 ময়লা, মলিন (জামাকাপড় কালো হয়েছে); 3 বিষণ্ণ, গোমড়া (মুখ কালো করা)। [ সং. কাল3]। ̃ টাকা বি. বেআইনিভাবে আয় করা টাকা; হিসাববহির্ভূত টাকা। ̃ বাজার বি. সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জিনিস বিক্রয়ের বাজার; নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জিনিস কেনা-বেচা। ̃ বাজারি বি. কালোবাজারে জিনিস বিক্রির কাজ। 21)
কৈফিয়ত,
(p. 207) kaiphiẏata, (বর্জি.) কৈফিয়ত্ বি. 1 কারণের ব্যাখ্যা, কারণপ্রদর্শনসহ জবাব (আমার এই কাজের জন্য উপরওয়ালা কৈফিয়ত চেয়েছে); 2 জমা-খরচের বিস্তারিত বিবরণ, হিসাবনিকেশ (কৈফিয়ত কাটা, কৈফিয়ত মেলানো)। [আ. কইফিয়ত্]। 45)
খতা, খতানো
(p. 221) khatā, khatānō ক্রি. 1 হিসাবনিকাশ করা (আমার হিসাবটা একটু খতিয়ে দেখো); 2 (আল.) বিবেচনা করা (সে কোনো ব্যাপারই খতিয়ে দেখে না)। [খত দ্র]। বি. হিসাবনিকাশ; বিবেচনা। বিণ. হিসাবনিকাশ করা হয়েছে এমন; বিবেচিত। 61)
খতিয়ান, খতেন
(p. 221) khatiẏāna, khatēna বি. বিষয়ানুক্রমিক হিসাবের বই, ledger; জমিজমার খাজনাদি আদায়-উশুলের হিসাববই। [হি. খতিয়ান]। 64)
গাণনিক
(p. 246) gāṇanika বি. হিসাবরক্ষক; হিসাবশাস্ত্রবিদ; accountant. [সং. গণনা + ইক]। 37)
গোমস্তা, গোমশতা
(p. 256) gōmastā, gōmaśatā বি. 1 তহসিলদার, খাজনা আদায়কারী; 2 জমিদার বা মহাজনের পাওনা আদায়কারী কর্মচারী; 3 প্রতিনিধি; 4 হিসাবরক্ষক। [ফা. গুমাশ্তা]। 121)
চিঠা
(p. 288) ciṭhā বি. 1 ছোট চিঠি; 2 ফর্দ, তালিকা; 3 জমিদারিসংক্রান্ত খসড়া হিসাবপত্র (হাত-চিঠা); 4 জমির পরিমাপ সংক্রান্ত বিবরণ। [হি. চিট্টা]। 19)
চিত্র-গুপ্ত
(p. 288) citra-gupta বি. যমরাজের অধীন কর্মচারী-সর্বজীবের আয়ু ও পাপ-পুণ্যের হিসাবরক্ষক। [সং. চিত্র (লেখন) + √গুপ্ (-রক্ষণ) + ত]। 48)
ছিনি-মিনি
(p. 304) chini-mini বি. 1 জলে খোলামকুচি ভাসিয়ে খেলাবিশেষ; 2 (আল.) অত্যন্ত বেহিসাবি খরচ; 3 (আল.) চূড়ান্ত অপচয় (টাকা নিয়ে ছিনিমিনি খেলা); 4 ইচ্ছামতো ব্যবহার করা (মানুষের মন নিয়ে ছিনিমিনি খেলা উচিত নয়)। [দেশি]। 73)
জমা2
(p. 312) jamā2 বি. 1 পুঁজি, সঞ্চয়; সংগ্রহ; 2 আয় (জমা-খরচ); 3 খাজনা (বার্ষিক দশ টাকা জমা); 4 খাজনা করা জমি (তাঁর অধীনে আমার কিছু জমা আছে)। [আ. জম্আ]। ̃ ওয়াশিল-বাকি বি. আদায়ীকৃত ও অনাদায়ী খাজনার হিসাব। ̃ খরচ বি. আয়-ব্যয়ের হিসাব। ̃ নবিশ বি. জমি ও খাজনার হিসাবরক্ষক। ̃ বন্দি বি. প্রজাবিলি ও খাজনার হিসাব। 105)
জাবেদা, জাবদা
(p. 322) jābēdā, jābadā বি. 1 দৈনিক হিসাব; 2 দৈনিক হিসাবের খাতা। [আ জাবিতাহ্]। জাবেদা খাতা বি. 1 দৈনিক হিসাবের খাতা; 2 সবরকমের হিসাবপত্র রাখা হয় এমন বড় খাতা। 33)
তুমার
(p. 375) tumāra বি. 1 জমা-খরচের খাতা; 2 মোট হিসাব, সব মিলিয়ে হিসাব। [আ. তু'মার, ফা. তুমার]। ̃ নবিশ বি. হিসাবরক্ষক, যে আয়-ব্যয়ের হিসাব রাখে। 196)
দেনা
(p. 419) dēnā বি. 1 ধার, কর্জ (দেনা শোধ করেছি); 2 দেয় অর্থ (দেনা-পাওনা); 3 টাকাপয়সা ইত্যাদি দেওয়া (লেনা-দেনা)। [আ. দয়েন্]। ̃ দার, দেন-দার বি. বিণ. ঋণী, খাতক, যে ধার করেছে। দেনা-পাওনা বি. 1 দেয় ও প্রাপ্য অর্থ; 2 দেয় ও প্রাপ্যের হিসাবনিকাশ। 23)
নিকাশ
(p. 459) nikāśa বি. 1 নিষ্কাশন (জলনিকাশ); 2 নির্গমন (জল নিকাশের পথ); 3 শেষ, সমাপন (হিসাবনিকাশ); 4 বিনাশ, ধ্বংস (শত্রু নিকাশ করা); 5 অবসান (দফা নিকাশ)। [সং. নিষ্কাশ]। নিকাশি বিণ. 1 চূড়ান্ত হিসাবসংক্রান্ত (নিকাশি কাগজপত্র); 2 বহির্গমনের উপযোগী বা বহির্গমনসংক্রান্ত (জলনিকাশি ব্যবস্হা)। 11)
বহির্ভূত
(p. 589) bahirbhūta বিণ. 1 বহির্গত, বেরিয়ে গেছে এমন; 2 অতিরিক্ত; বাড়তি (হিসাববহির্ভূত, পরিকল্পনাবহির্ভূত ব্যয়); 3 বহিস্হ; বাইরে অবস্হিত (সীমানার বহির্ভূত); 4 বিরুদ্ধ (নিয়মবহির্ভূত)। [সং. বহিস্ + ভূত]। 11)
বেআন্দাজ, বেআন্দাজি
(p. 633) bēāndāja, bēāndāji বিণ. 1 ঠিকভাবে আন্দাজ করা হয়নি এমন; 2 খরচপত্র সম্বন্ধে আগে চিন্তা বা হিসাব করা হয়নি এমন; 3 বেহিসাবি; 4 অপরিমিত। [ফা. বে + অন্দাজ্, + বাং. ই]। 97)
বেহিসাব
(p. 642) bēhisāba বি. 1 অপরিণামদর্শিতা, হঠকারিতা; 2 অসতর্কতা। বিণ. 1 হিসাববিহীন; 2 অসংখ্য; 3 অবাধ; 4 অপরিণামদর্শী, হঠকারী; 5 অসতর্ক। [ফা. বে + আ. হিসাব]। বেহিসাবি বিণ. 1 হিসাব করে চলে না এমন (বেহিসাবি লোক); 2 যে-কাজে হিসাব বা বিবেচনা নেই (বেহিসাবি কাজ); 3 হঠকারী, অসতর্ক। 65)
ব্যবসায়
(p. 648) byabasāẏa বি. 1 পেশা, জীবিকা, বৃত্তি (স্বাধীন ব্যবসায়ে নিযুক্ত); 2 কারবার, বাণিজ্য (পাটের ব্যবসায়); 3 অভিপ্রায়, উদ্দেশ্য; 4 উদ্যম, যত্ন। [সং. বি + অব + √ সো + অ]। ব্যবসায়ী (-য়িন্) বিণ. বি. 1 ব্যাবসাদার, যে ব্যাবসা করে, বণিক, সওদাগর; 2 উদ্যমী, উদ্যোগী; 3 (সচ. নিন্দায়) অত্যন্ত হিসাবি ও অর্থলোভী। ব্যবসিত বিণ. 1 উদ্যমযুক্ত; চেষ্টাযুক্ত; 2 চেষ্টিত; 3 স্হিরীকৃত। 33)
মিত2
(p. 705) mita2 বিণ. পরিমিতি, অল্প, সংযত (শক্তির মিত প্রয়োগ)। [সং. &tickমা + ত]। ˜ .বাক (-বাচ), ̃ .ভাষী (-ষিণ্) বিণ. অল্প কথা বলে এমন, সংযতবাক। স্ত্রী ̃ .ভাষিণী। বি ̃ .ভাষিতা। ̃.ব্যয় বি. 1 পরিমিত ব্যয়; 2 আয়অনুযায়ী ব্যয়। ̃ .ব্যয়িতা বি. পরিমিত বা আয় বুঝে ব্যয় করার স্বভাব। ̃ .ব্যয়ী (-য়িন্) বিণ. পরিমিতভাবে বা আয় বুঝে ব্যয় করে এমন, হিসাবি। ̃ .ভোজন, মিতাশন, মিতাহার বি. পরিমিত বা সংযত আহার। ̃ .ভোজী (-জিন্), মিতাশী (-শিন্) মিতাহারী (-রিন্) বিণ. পরিমিত বা সংযত আহার করে এমন। মিতাচার বি. 1 সংযত ব্যবহার; 2 সংযত জীবনযাপন। মিতাচারী (-রিন্) বিণ. সংযমী। স্ত্রী. মিতাচারিণী। 2)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073970
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768641
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366026
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721036
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698027
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594632
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545137
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542290

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন