Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

হ্রস্ব দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

কমা2
(p. 164) kamā2 ক্রি. হ্রাস পাওয়া, কমে যাওয়া (জ্বর কমেছে)। [বাং. √ কম্ + আ]। ̃ নো ক্রি. কমিয়ে দেওয়া, কম করা; খাটো করা। বিণ. হ্রস্বীকৃত। বি. হ্রস্বীকরণ। 55)
ক্ষুদ্র
(p. 217) kṣudra বিণ. 1 ছোট, খর্ব, হ্রস্ব (ক্ষুদ্রকায়); 2 নীচ, হীন (ক্ষুদ্রমনা); 3 অনুদার, সংকীর্ণ; 4 সামান্য, প্রতিপত্তিহীন, দরিদ্র (ক্ষুদ্র লোক); 5 অল্প (ক্ষুদ্র শক্তি) [সং. √ ক্ষুদ্ + র]। ক্ষুদ্রা বিণ. (স্ত্রী.) ক্ষুদ্র -র সব অর্থে। বি. 1 মৌমাছি; 2 (বিরল) বেশ্যা; 3 বিকৃতদেহ নারী। বি. ̃ তা, ̃ ত্ব। ̃ চেতা, ̃ মতি, ক্ষুদ্রাশয় বিণ. নীচমনা, সংকীর্ণমনা। ̃ তম বিণ. সবচেয়ে ক্ষুদ্র। 46)
ছোট্ট
(p. 304) chōṭṭa বিণ. (সচ. আদরার্থে) অতি ছোট, অতি হ্রস্ব বা সামান্য (ছোট্ট বই, ছোট্ট ফুল)। [বাং. ছোট]। 158)
বিকিনি
(p. 605) bikini বি. (সাধারণত সমুদ্রবেলায় পরিধেয়) ইয়োরোপীয় স্ত্রীলোকের অতিহ্রস্ব পোশাকবিশেষ। [ইং. bikini]। 99)
মাত্রা
(p. 692) mātrā বি. পরিমাণ (শীতের মাত্রা); 2 একবারে গ্রহণীয় পরিমাণ (ওষুধের মাত্রা কমিয়ে দেওয়া); 3 সীমা (মাত্রাহীন অত্যাচার, মাত্রা ছড়িয়ে যাওয়া); 4 লিখিত বর্ণের মাথায় সরল রেখাংশ (ও-তে মাত্রা নেই); 5 বর্ণের উচ্চারণ কালের পরিমাণ (দীর্ধমাত্রা, হ্রস্বমাত্রা); 6 (সংগীতে) তালের ভাগ বা তার পরিমাণ (ছয়মাত্রার তাল); 7 (গণি.) আয়তন, দৈর্ঘ্য, প্রস্হ এবং বেধ, dimension (বি. প.)। [সং. √ মা + ত্র + আ]। ̃ .জ্ঞান বি. সীমা বা পরিমিতি সম্বন্ধে জ্ঞান। ̃ তিরিক্ত, ̃ তীত বিণ. মাত্রা বা সীমা ছাড়িয়ে গেছে এমন; অপরিমিত। ̃ .বৃত্ত বি. অক্ষর-সংখ্যার পরিবর্তে লধু-গুরু উচ্চারণকে ভিত্তি করে রচিত কবিতার ছন্দ। ̃ .বোধ বি. 1 কবিতার বা সংগীতের মাত্রা সম্বন্ধে ধারণা বা জ্ঞান; 2 সীমা বা পরিমিত সম্বন্ধে জ্ঞান। মাত্রিক বিণ. 1 মাত্রাযুক্ত; 2 মাত্রাসম্বন্ধীয়। 116)
লঘু
(p. 753) laghu বিণ. 1 হালকা, অল্প ওজনবিশিষ্ট (আমাদের চোখে আছে লঘু পালকের ছায়া শ. ঘো.) 2 অল্প, পরিমিত, সহজপাচ্য (লঘুভোজন); 3 সামান্য (লঘু পাপ); 4 ক্ষুদ্র খর্ব (লঘুকায়); 5 অগম্ভীর (লঘু সুরের গান); 5 চিন্তাশক্তিহীন (লঘুমস্তিষ্ক, লঘুপ্রকৃতি); 7 মৃদু অথচ ক্ষিপ্র (লঘু বাতাস, লঘু পদক্ষেপ); ̃ সহজবোধ্য (লঘুপাঠ); 9 নীচ, হেয় (লঘুজ্ঞান, লঘুজাতি); 1√ অসার; 11 তরল 12 সূক্ষ্ম; 13 (ব্যাক.) হ্রস্বমাত্রাযুক্ত (লঘুধ্বনি, লঘুস্বর)। [সং. √ লন্ঘ্ + উ]। বি. ̃ .তা, ̃ ত্ব। ̃ .ক্রিয়া বি. সামান্য ব্যাপার (তু. বহ্বারম্ভে লঘুক্রিয়া)। ̃ .গামী (-মিন্) বিণ. দ্রুত ও স্বচ্ছন্দে চলতে পারে এমন। ̃ .গুরু-জ্ঞান, ̃.গুরু-বোধ বি. বয়ঃকনিষ্ঠ ও বয়োজ্যেষ্ঠের মধ্যে তারতম্য সম্বন্ধে ধারণা বা সেই অনুযায়ী উপযুক্ত আচরণ। ̃ .চিত্ত, ̃ .চেতা (-তস্) বিণ. সংকীর্ণমনা; গাম্ভীর্যহীন; ছ্যাবলা। ̃ .জ্ঞান বি. তুচ্ছ বা হেয় বলে মনে করা। ̃ .ত্রিপদী বি. বাংলা ছন্দবিশেষ। ̃ .পদে ক্রি-বিণ. হালকা অথচ ক্ষিপ্র পায়ে। ̃ .পাক বিণ. সহজে হজম হয় এমন, সহজপাচ্য (লঘুপাক খাবার)। ̃ .ভোজন বি. হালকা বা সহজপাচ্য আহার। ̃ .সংগীত বি. হালকা ধরনের সংগীত। ̃ .হস্ত বিণ. শীঘ্রকারী, ক্ষিপ্রহস্ত। 45)
সংকুচিত
(p. 792) saṅkucita বিণ. 1 কমে গেছে বা কমানো হয়েছে এমন, হ্রস্বীকৃত (ক্ষমতা সংকুচিত); 2 গুটিয়ে বা কুঁচকে গেছে এমন, কুঞ্চিত; 3 সংকীর্ণ, অপ্রশস্ত; 4 মুদ্রিত, নিমীলিত (সংকুচিত চক্ষু); 5 কুণ্ঠিত (বলতে সংকুচিত বোধ করা)। [সং. সম্ + √ কুচ্ + ত]। 23)
সংকোচ
(p. 792) saṅkōca বি. 1 অল্পীকরণ, হ্রাসকরণ (ব্যয়সংকোচ); 2 সংক্ষেপ; 3 কুণ্ঠা (মনোভাব প্রকাশে সংকোচ); 4 জড়সড়-ভাব। [সং. সম্ + √ কুচ্ + অ]। ̃ ন বি. 1 হ্রস্বীকরণ; কমানো; 2 হ্রস্ব হওয়া (শক্তিসংকোচন); 3 প্রসারণ-এর বিপরীতার্থক। ̃ শূন্য, ̃ হীন বিণ. অকুণ্ঠ; লজ্জাশূন্য, জড়ভাবহীন। 27)
সংক্ষিপ্ত
(p. 792) saṅkṣipta বিণ. 1 সংক্ষেপ বা ছোটো করা হয়েছে এমন; 2 অল্পীকৃত, হ্রস্বীকৃত; 3 একত্রীকৃত, রাশীকৃত। [সং. সম্ + √ ক্ষিপ্ + ত]। 32)
সিধা1, (কথ্য) সিধে1
(p. 834) sidhā1, (kathya) sidhē1 বিণ. 1 সোজা (সিধে লোক, সিধে হয়ে দাঁড়ানো); 2 সরল (সিধা বাঁশ, সিধে লাইন টানা); 3 একটানা (সিধা রাস্তা); 4 সহজ, হ্রস্বতম (সিধা পথ ছেড়ে ঘুরপথে যাওয়া); 5 শাসিত, সংশোধিত, দুরস্ত, দমিত (মেরে সিধে করা)। ক্রি-বিণ. 1 বরাবর, সোজাসুজি (সিধা চলা); 2 অবিলম্বে (বলামাত্র সিধে ছুটল)। [হি. সীধা]। 3)
স্বর
(p. 853) sbara বি. 1 কণ্ঠধ্বনি; 2 সংগীতে সুর; 3 শব্দ (কলস্বরে); 4 যে ধ্বনির উচ্চারণে কণ্ঠের মধ্যে কোথাও বাধার সৃষ্টি হয় না; 5 (বেদমন্ত্রের উচ্চারণে) উদাত্ত, অনুদাত্ত ও স্বরিত-এই ত্রিবিধ ধ্বনি; 6 (সং. ব্যাক.) হ্রস্ব, দীর্ঘ ও প্লুত-এই ত্রিবিধ ধ্বনি। [সং. √ স্বৃ (শব্দ করা অর্থে) + অ]। ̃ গ্রাম বি. সংগীতে সুরসপ্তক অর্থাত্ ষড়্জ ঋষভ গান্ধার মধ্যম পঞ্চম ধৈবত ও নিষাদ। ̃ বর্ণ বি. অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ: স্বয়ং এবং অবাধে উচ্চারিত এই বর্ণসমূহ। ̃ ভক্তি বি. (ভাষা.) বিপ্রকর্ষ দ্র। ̃ ভঙ্গ বি. 1 কণ্ঠস্বরের বিকৃতিরূপ রোগ; 2 সাত্ত্বিক ভাববিশেষ। ̃ লহরি বি. সুরের ঢেউ। ̃ লিপি বি. (সংগীতে) সুর তাল প্রভৃতির সাংকেতিক বর্ণনা-সংবলিত লিপি। ̃ সংগতি বি. 1 (ধ্বনিতত্ত্বে) পাশাপাশি অবস্হিত দুটি অসম স্বরধ্বনির কাছাকাছি চলে আসা (যেমন বিলাতি বিলেতি, বিলিতি); 2 সংগীতে ঐকতান। ̃ সন্ধি বি. স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির বা স্বরান্ত পদের সঙ্গে স্বরাদি পদের সংযোগ। স্বরাগম বি. দুই ব্যঞ্জন ধ্বনির মধ্যে স্বরধ্বনির আগম-যথা বর্ণ বরন। 10)
হাফ
(p. 865) hāpha বিণ. 1 অর্ধ, অর্ধেক (হাফ-হাতা); 2 হ্রস্ব, খাটো (হাফ-শার্ট)। [ইং. half]। হাফ-আখড়াই বি. আখড়াই অপেক্ষা স্বল্পকালস্থায়ী সংগীতের বৈঠকবিশেষ। হাফ-গেরস্ত বি. বিণ. ভদ্রপল্লির কাছাকাছি বাসকারী ভদ্রবেশী বেশ্যা। হাফ-টিকিট বি. (অল্পবয়স্কদের জন্য) অর্ধেক দামের টিকিট। হাফ-ড়ে, হাফ-হলিডে বি. কর্মস্থানে বা বিদ্যালয়ে আংশিক কাজ বা আংশিক ছুটি। 27)
হ্রস্ব
(p. 874) hrasba বিণ. খাটো, খর্ব, ক্ষুদ্র; অল্প, কম; লঘু, হালকা; (ব্যাক.) একমাত্রাব্যাপী উচ্চারণবিশিষ্ট (যেমন, ই উ)। [সং. √ হ্রস্ + ব]। বি. ̃ তা, ̃ ত্ব। ̃ দীর্ঘ-জ্ঞান বি. লঘুগুরুবোধ, ছোটোবড়োর প্রভেদের জ্ঞান; সাধারণ জ্ঞান, কাণ্ডজ্ঞান। 28)
হ্রাস
(p. 874) hrāsa বি. 1 হ্রস্বতা, কমতি (মূল্যহ্রাস, শক্তির হ্রাস, সংখ্যা হ্রাস হওয়া); 2 লাঘব (রোগের প্রকোপ হ্রাস); 3 ক্ষয় (চন্দ্রকলার হ্রাস-বৃদ্ধি)। [সং. √ হ্রস্ + অ]। 30)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2086502
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1773334
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1370934
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 723111
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700483
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 596298
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 551181
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543264

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন