Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

√চিত্ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

চিকনিয়া
(p. 281) cikaniẏā অস-ক্রি. চিকন করে, সুন্দর করে ('চিকনিয়া গাঁথিনু সজনি ফুলমালা': মধু.)। [বাং. √চিকনা (নামধাতু) + ইয়া]। 200)
চিক্কণ
(p. 288) cikkaṇa বিণ. 1 চিকন, মসৃণ ও উজ্জ্বল; চকচকে (তৈলচিক্কণ কেশদাম); 2 স্নিগ্ধ, সুন্দর, শোভন। [সং. √চিত্ + কণ]। 5)
চিত্1
(p. 288) cit1 বি. চিত্ত, জ্ঞান, চৈতন্য (চিত্শক্তি)। [সং. √চিত্ + ক্বিপ্]। 29)
চিত্ত
(p. 288) citta বি. মন, হৃদয়, অন্তঃকরণ। [সং. √চিত্ + ত]। ̃ ক্ষোভ বি. মনের ক্ষোভ বা দুঃখ। ̃ চাঞ্চল্য বি. মনের চঞ্চলতা বা বিকার। ̃ চোর বি. মনোহরণকারী, প্রেমিক। ̃ দমন বি. আত্মসংযম, মনকে সংযত করা। ̃ দাহ বি. মনের জ্বালা, মর্মযন্ত্রণা। ̃ নিরোধ বি. বাহ্য বিষয় থেকে মনকে নিবৃত্ত করা। ̃ প্রসাদ বি. প্রফুল্লতা, সন্তোষ; মনের আনন্দ। ̃ বিকার বি. মনের বিকৃতি বা নৈতিক অবনতি। ̃ বিক্ষেপ বি. 1 ভিন্ন বিষয়ে আকৃষ্ট হবার ফলে মনোযোগের হানি; 2 যোগে ব্যাঘাতসৃষ্টিকারী মানসিক চাঞ্চল্য। ̃ বিনোদন বি. মানসিক প্রফুল্লতাবিধান, মনকে আনন্দদান। ̃ বিভ্রম বি. মনের বিমূঢ়তা, বুদ্ধিভ্রংশ। ̃ বৃত্তি বি. মনের ধর্ম ক্রিয়া বা প্রকৃতি। ̃ বৈকল্য বি. মনের বিকার; নৈতিক অবনতি; কর্তব্যনির্ণয়ে অক্ষমতা। ̃ ভ্রংশ বি. মনের বিকার; স্মৃতিশক্তির লোপ, মানসিক শক্তির নাশ। ̃ রঞ্জন বি. চিত্তবিনোদন, মনের আনন্দসাধন। বিণ. মনে আনন্দ দেয় এমন। ̃ রঞ্জিনী বৃত্তি বি. মনের যে আনন্দদায়ক প্রকৃতি মানুষকে সৌন্দর্য ও রস উপভোগে প্রবৃত্ত করায়। ̃ শুদ্ধি বি. মনের পাপ মালিন্য বা কু-ভাব দূর করে মনকে নির্মল করা। ̃ স্হৈর্য বি. মানসিক অচঞ্চলতা; উদ্বেগহীনতা। ̃ হারী (-রিন্) বিণ. মন-ভুলানো, চিত্তাকর্ষক। চিত্তাকর্ষক বিণ. 1 মনোহর; 2 কৌতূহল জাগায় এমন। চিত্তোন্নতি বি. মানসিক উন্নতি, চিত্তবৃত্তির উন্নতি। 41)
চিত্র
(p. 288) citra বি. 1 ছবি, আলেখ্য; 2 প্রতিকৃতি; 3 নকশা; 4 পত্রলেখা। বিণ. বিস্ময়কর; 2 বিচিত্র; 3 নানা বর্ণে রঞ্জিত। [সং. √চিত্র্ + অ]। ̃ কর, ̃ কার, ̃ কৃত্ বি. ষে ছবি আঁকে' পটুয়া। ̃ কলা বি. ছবি আঁকার বিদ্যা বা শিল্প। ̃ কল্প বি. কবিতায় বা গদ্যে শব্দ দিয়ে ছবি ফুটিয়ে তোলা, রূপকল্প, ভাবচ্ছবি, imagery. ̃ কৃত্ - চিত্রকর এর অনুরূপ। ̃ কাব্য বি. 1 যে কবিতার পদসমূহ চিত্র বা ছবির আকারে গ্রথিত হয়; 2 ব্যাঙ্গার্থহীন এবং শব্দার্থের আড়ম্বরপ্রধান কবিতা বা কাব্য। ̃ গন্ধ বি. 1 মনোহর গন্ধ; 2 হরিতাল। ̃ ণ বি. 1 চিত্রিতকরণ; 2 লেখন (চরিত্রচিত্রণ)। ̃ দীপ বি. পঞ্চপ্রদীপের অন্যতম। ̃ নাট্য বি. গল্প বা উপন্যাসের সিনেমার উপযোগী নাট্যরূপ, scenario, screenplay. ̃ পট বি. ছবি আঁকার জন্য মোটা বস্ত্রবিশেষ, canvas; চিত্রাঙ্কিত বস্ত্র। ̃ ফলক বি. চিত্রাঙ্কিত ধাতুপাত, কাষ্ঠখণ্ড প্রভৃতি। ̃ বিচিত্র বিণ. বিবিধ বর্ণযুক্ত বা চিত্রযুক্ত। ̃ বিদ্যা বি. চিত্রকলা। ̃ ময় বিণ. 1 ছবিতে ভরা; 2 ছবির তুল্য; 3 ছবির দ্বারা বর্ণিত। স্ত্রী. ̃ ময়ী। ̃ যোধী (-ধিন্) বি. অর্জুনের অন্য নাম। ̃ ল বিণ. চিত্রময় ('গড়ে তুলি ভাস্কর্যের চিত্রল প্রেরণা': বিষ্ণু.)। ̃ লেখনী বি. তুলি, ছবি আঁকার তুলি। ̃ শালা বি. 1 চিত্রকরের কর্মস্হান, studio; 2 চিত্রসমূহ রাখার বা সংগ্রহ করার স্হান। ̃ শিল্পী (-ল্পিন্) বি. চিত্রকর। 42)
চিত্রক৩
(p. 288) citraka3 বিণ. চিত্রাঙ্কনকারী। [সং. √চিত্র্ + অক]। 45)
চিন2
(p. 290) cina2 বি. জানাশুনা, চেনাশোনা (চিন-পরিচয়)। বিণ. চেনা, পরিচিত (অচিন দেশ, অচিন পাখি)। [বাং. √চিন্ + অ]। 9)
চিন্তা
(p. 290) cintā বি. 1 মনন (ব্যাপারটা একটু চিন্তা করে দেখতে হবে); 2 ধ্যান (ঈশ্বরচিন্তা); 3 স্মরণ (ভালো করে চিন্তা করে দেখো, ঠিক মনে পড়বে); 4 কল্পনা, বিচার, প্রভৃতি মানসিক কাজ, ভাবনা (চিন্তার বিষয়); 5 উদ্বেগ (চিন্তাকুল); 6 ভয়, আশঙ্কা (তোমার কোনো চিন্তা নেই)। [সং. √চিন্ত্ + অ + আ]। চিন্তনীয়, চিন্ত্য বিণ. গুণদোষ বিচার করতে হয় এমন, চিন্তা করতে হয় বা চিন্তা করা উচিত এমন। ̃ কুল, ̃ কুলিত বিণ. চিন্তায় বা উদ্বেগে আকুল (চিন্তাকুল মনে এগিয়ে চললেন)। ̃ গম্য বিণ. চিন্তা করে যা বোঝা যায়, ভাবনাচিন্তা করা যায় এমন (চিন্তাগম্য বিষয়)। ̃ জনক বিণ. ভাবনা বা চিন্তা জন্মায় এমন, চিন্তায় ফেলে এমন। ̃ তীত বিণ. চিন্তা বা ধারণা করা যায় না এমন, চিন্তার অতীত। ̃ ন্বিত বিণ. ভাবনাগ্রস্ত, উদ্বিগ্ন। ̃ পর বিণ. চিন্তামুক্ত, চিন্তিত। ̃ প্রবণ বিণ. চন্তাভাবনা করতে অভ্যস্ত (চিন্তাপ্রবণ মন)। ̃ মগ্ন বিণ. চিন্তায় ডুবে আছে এমন, চিন্তায় বিভোর। ̃ মণি বি. 1 যে মণি অভীষ্ট ফল জোগায়; স্পর্শমণি; 2 ভগবান; 3 ব্রহ্মা; 4 নারায়ণ। ̃ শক্তি বি. চিন্তা করার ক্ষমতা। ̃ শীল বিণ. 1 ভাবুক; 2 চিন্তা করে বিচার করেত সমর্থ (চিন্তাশীল মনীষী)। 16)
চিন্তিত
(p. 290) cintita বিণ. 1 চিন্তাযুক্ত, চিন্তা করছে বা ভাবছে এমন; 2 উদ্বিগ্ন (ছেলেটার জন্যে একটু চিন্তিত আছি); 3 স্মরণ করা হয়েছে এমন; 4 বিবেচিত, চিন্তার বিষয়ীভূত (সুচিন্তিত অভিমত)। [সং. √চিন্ত্ + ত]। 17)
চিপা
(p. 290) cipā ক্রি. নিষ্পেষণ করা, টেপা (ফলের রস চিপে বের করা); 2 নিংড়ানো। বি. উক্ত সব অর্থে। বিণ. 1 উক্ত সব অর্থে; 2 সংকীর্ণ (চিপা গলি, চেপা গলি)। [বাং. √চিপ্ + আ]। 24)
চিমটানো
(p. 290) cimaṭānō বি. ক্রি. নখ বা আঙুল দিয়ে গায়ের চামড়া চিমটার মতো টিপে ধরা; চিমটি কাটা। [বাং. √চিমটা + আনো]। চিমটানি বি. চিমটি। 30)
চিরুনি, চিরনি
(p. 290) ciruni, cirani বি. চুল আঁচড়াবার জন্য দাঁতওয়ালা যন্ত্রবিশেষ, কাঁকুই। [বাং. √চির্ (=বিদারণ) + উনি, অনি]। 50)
চিল্লা
(p. 290) cillā ক্রি. চিত্কার করা। [হি. চিল্লানা-তু. সং. √চিল্ল]। ̃ চিল্লি বি. (সচ. বহুকণ্ঠের মিলিত) ক্রমাগত চেঁচামেচি। বি. উক্ত অর্থে। ̃ নি বি. চিত্কার। ̃ নো ক্রি. বি. চিত্কার করা। 55)
চিহ্ন
(p. 290) cihna বি. 1 দাগ, কলঙ্ক, রেখা (কালির চিহ্ন, ক্ষতচিহ্ন); 2 ছাপ (পদচিহ্ন); 3 লক্ষণ (মৃত্যুর চিহ্ন দেখা যাচ্ছে); 4 নিদর্শন, পরিচায়ক (রাজচিহ্ন); 5 সংকেত, ইশারা; 6 স্মারক, প্রতীক (সধবার চিহ্ন); 7 সাংকেতিক লিখন। [সং. √চিহ্ন্ + অ]। চিহ্নিত বিণ. চিহ্নযুক্ত। 56)
চেতক
(p. 294) cētaka বিণ. 1 চেতনা দানকারী, যে চেতনা জাগিয়ে তোলে; উদ্বোধক; 2 দলের শৃঙ্খলারক্ষক ও কর্তব্যনিয়ামক, party whip. [সং. √চিত্ + অক]। 61)
চেতন
(p. 294) cētana বিণ. 1 জ্ঞানযুক্ত, চেতনাযুক্ত; 2 সজীব, প্রাণযুক্ত (চেতন পদার্থ, অচেতন জগত্)। বি. 1 চৈতন্য, সংজ্ঞা; 2 আত্মা; 3 জীব। [সং. √চিত্ + অন]। 62)
চেতনা
(p. 294) cētanā বি. 1 চৈতন্য (জাতীয় চেতনা, নব চেতনার উন্মেষ); 2 সংজ্ঞা, হুঁশ (চেতনা ফিরে পাওয়া); 3 জ্ঞান, অনুভূতি; 4 প্রাণ, জীবন। [সং. √চিত্ + অন + আ]। 63)
চেতা
(p. 294) cētā ক্রি. 1 চেতনা লাভ করা, সংজ্ঞা লাভ করা, জাগা; 2 উদ্বুদ্ধ হওয়া ('চেত রে চেত রে চেত ডাকে চিদানন্দ': ভা. চ.); 3 সতর্ক হওয়া। [সং. √চিত্ + বাং. + আ]। ̃ নো ক্রি. 1 চৈতন্য জাগানো; 2 উত্তেজিত বা উদ্বুদ্ধ করা; 3 খেপানো, রাগানো (ওকে চেতিয়ো না); 4 আলস্য দূর করা; 5 সতর্ক করা। বি. বিণ. উক্ত সব অর্থে। 64)
চেল
(p. 294) cēla বি. 1 পরিধেয় বস্ত্র; 2 স্ত্রী-পুরুষের অন্তরীয় পরিচ্ছদ বা নিম্নাঙ্গের পরিচ্ছদ। [সং. √চিল্ + অ]। 76)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074487
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768777
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366232
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721107
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698153
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594698
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545328
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542316

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন