Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

(-তিন্) দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকৃতী
(p. 3) akṛtī (-তিন্) বিণ. 1 অক্ষম, অপটু; 2 সাফল্যহীন। [সং. ন+কৃতিন্]। বি. অকৃতিত্ব।
অনুদ্ঘাত
(p. 28) anudghāta বি. বন্ধুর বা উচুনিচু নয় এমন, স্হান। [সং. ন (অন্) + উদ্ + √ হন্ + অ]। অনুদ্ঘাতী (-তিন্) বিণ. উঁচুনিচু বা বন্ধুর নয় এমন, সমতল। 11)
অন্তঃ
(p. 32) antḥ (অন্তর্) অব্য. মধ্যে, ভিতরে (এই শব্দটি পূর্বপদ হিসাবে অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে নূতন শব্দ সৃষ্টি করে। [সং.] ̃ করণ বি. হৃদয়; মন। ̃ কোণ বি. ভিতরে অবস্হিত কোণ, interior angle (বি. প.)। ̃ পট বি. 1 মাঝখানে পরদার মতো ঝুলিয়ে দেওয়া কাপড় (যা বিশেষভাবে বিবাহের সময় বর ও কনের মাঝখানে ঝুলিয়ে দেওয়া হয়); 2 পরদা; 3 যবনিকা; 4 অবগুণ্ঠন। ̃ পাতী (-তিন্) বিণ. মধ্যবর্তী, অন্তর্গত। ̃ পুর বি. অন্দরমহল। ̃ পুরিকা বি. যে নারী অন্তঃপুরে বাস করে। ̃ প্রবেশন বি. এক লেখকের রচনায় অন্য লেখকের রচনার অংশ সংস্হাপন বা প্রক্ষেপ, interpolation. ̃ শত্রু বি. 1 দেহের ভিতরে কামাদি ষড়্রিপু; 2 দেশের ভিতরেই দেশের যে শত্রু রয়েছে, গৃহবৈরী। ̃ শীল বিণ. অন্তরে নিহিত বা অবস্হিত; অপ্রকাশিত, গুপ্ত ('অন্তঃশীল যে রহস্য': রবীন্দ্র)। স্ত্রী. ̃ শীলা। ̃ শুল্ক বি. দেশি পণ্যদ্রব্যের, বিশেষত মাদকদ্রব্যের উপর ধার্য কর, excise, ̃ সংজ্ঞ, ̃ সংজ্ঞা বিণ. (বাইরে চেতনাহীন মনে হলেও) ভিতরে ভিতরে বোধশক্তিসম্পন্ন। ̃ সত্ত্বা বিণ. গর্ভিণী, গর্ভবতী। ̃ সলিল বিণ. ভিতরে জলযুক্ত। স্ত্রী. ̃ সলিলা। অন্তঃসলিলা নদী যে নদীর জল মাটির নীচে লোকচক্ষুর আড়ালে বয়ে যায়। ̃ সার বি. ভিতরের সার পদার্থ। ̃ সার-শূন্য বিণ. ভিতরে সারবস্তু কিছুই নেই এমন; ফাঁপা। ̃ স্হ বিণ. মধ্যবর্তী। অন্তঃস্হ বর্ণ স্পর্শবর্ণ ও উষ্মবর্ণের মধ্যবর্তী য র ল ব এই চারটি বর্ণ। অন্তঃস্হয়-শ্রুতি পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে উচ্চারণের সময় মাঝথানে যে শ্রুতিধ্বনি এসে পড়ে। যেমন পা + এর = পায়ের। 30)
অন্তর্ঘাত
(p. 32) antarghāta বি. ভিতরে থেকে গোপনে ক্ষতিসাধন (দলের লোকই অন্তর্ঘাত করেছে), sabotage. [সং. অন্তর্ + ঘাত]। ̃ ক বি. অন্তর্ঘাতকারী; saboteur. ̃ মূলক বিণ. অন্তর্ঘাতসম্বন্ধীয় (অন্তর্ঘাতমূলক কোনো কাজ বরদাস্ত করা হবে না)। অন্তর্ঘাতী (-তিন্) বিণ. অন্তর্ঘাতমূলক (অন্তর্ঘাতী কাজ)। 47)
অপ-ঘাত
(p. 34) apa-ghāta বি. 1 আকস্মিক দুর্ঘটনাজনিত মৃত্যু, অপমৃত্যু; 2 আকস্মিক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তি (অপঘাতে মৃত্যু)। অপ-ঘাতী (-তিন্) বিণ. অপঘাত ঘটায় এমন। 76)
অপক্ষ-পাত
(p. 34) apakṣa-pāta বি. নিরপেক্ষতা, সমদর্শিতা। বিণ. পক্ষপাতহীন, সমদর্শী, নিরপেক্ষ। [সং. ন + পক্ষপাত]। অপক্ষ-পাতী (-তিন্) বিণ. নিরপেক্ষ। বি. অপক্ষ-পাতিতা, অপক্ষ-পাতিত্ব। 70)
অব্রত
(p. 50) abrata বিণ. 1 ব্রত গ্রহণ করেনি এমন, ব্রতহীন; 2 উপনয়ন হয়নি এমন। [সং. ন + ব্রত]। অব্রতী (-তিন্) বিণ. ব্রতহীন; উপনয়ন হয়নি এমন। 43)
অভি-ঘাত
(p. 50) abhi-ghāta বি. 1 আঘাত; সজোরে আঘাত; 2 হত্যা; ধ্বংস; 3 শব্দ ইত্যাদির উপর ঝোঁক বা ঝোঁক দেওয়ার চিহ্ন , emphasis. [সং. অভি + ঘাত]। অভি-ঘাতী (-তিন্) বিণ. বি. আঘাতকারী; শত্রু। স্ত্রী. অভি-ঘাতিনী। 78)
আত্ম2
(p. 89) ātma2 (অন্য শব্দের পূর্বে বসলে) বিণ. নিজের, নিজস্ব। ̃ কর্ম (-র্মন্) বি. নিজের কাজ। ̃ কলহ বি. গৃহবিবাদ। ̃ কৃত বিণ. কেউ নিজেই করেছে এমন, স্বকৃত, নিজের করা। ̃ কেন্দ্রিক বিণ. কেবল নিজেরাই লাভ বা মঙ্গল একমাত্র লক্ষ্য এমন, স্বার্থপর। ̃ গত বিণ. আত্মনিষ্ঠ; স্বগত অর্থাত্ নিজের মনে নিবিষ্ট হয়ে আছে এমন। ̃ গর্ব বি. অহংকার। ̃ গর্বী (-র্বিন্) বিণ. অহংকারী। ̃ গোপন বি. নিজেকে বা নিজের মনোভাব লুকিয়ে রাখা। ̃ গৌরব বি. নিজের মর্যাদা বা গুরুত্ব; নিজেকে নিয়ে গর্ব। ̃ গ্লানি বি. নিজের ভুলত্রুটি বা অপরাধের জন্য ক্ষোভ বা মনোবেদনা; নিজের প্রতি ধিক্কার। ̃ ঘাত বি. স্বেচ্ছায় বা নিজের হাতে নিজের জীবননাশ, আত্মহত্যা। ̃ ঘাতী (-তিন্) বিণ. 1 আত্মহত্যাকারী; 2 আত্মহত্যার শামিল (আত্মঘাতী প্রয়াস)। বিণ. স্ত্রী. ̃ ঘাতিনী। ̃ চরিত বি. নিজের জীবনী, নিজের জীবনকাহিনী। &tilde চিন্তা বি. 1 নিজের ভালোমন্দ সম্বন্ধে চিন্তা; 2 আত্মানুসন্ধান, আত্মা বা পরমাত্মা সম্বন্ধে দার্শনিক চিন্তা। ̃ জ বি. পুত্র (নিজ দেহ থেকে জন্ম হয়েছে বলে)। বি. (স্ত্রী.) ̃ জা কন্যা। ̃ জীবনী বি. নিজের জীবনী, আত্মচরিত। ̃ জ্ঞ বিণ. 1 নিজের চরিত্র শক্তি বা মনোবৃত্তি সম্বন্ধে সচেতন; 2 আত্মার সম্বন্ধে জ্ঞানপ্রাপ্ত। ̃ জ্ঞান, ̃ তত্ত্ব বি. 1 আত্মা বা পরমাত্মার সম্বন্ধে জ্ঞান; 2 অধ্যাত্মদর্শন। ̃ তত্ত্বজ্ঞ বিণ. 1 আত্মজ্ঞানী, ব্রহ্মজ্ঞানী; 2 অধ্যাত্মতত্ত্ববিদ। ̃ তুষ্টি, ̃ তৃপ্তি বি. নিজের তৃপ্তি বা সন্তোষ। ̃ তুল্য বিণ. নিজের সমান। বিণ. (স্ত্রী.) ̃ তুল্যা। ̃ ত্যাগ বি. 1 স্বার্থত্যাগ, নিজের লাভ ত্যাগ; 2 আত্মোত্সর্গ, নিজের জীবন দান। ̃ ত্যাগী (-গিন্) বিণ. স্বার্থত্যাগী; নিজেকে উত্সর্গ করে এমন। ̃ ত্রাণ বি. বিপদ থেকে নিজের মুক্তি। ̃ দমন বি. নিজেকে সংযত রাখা; রিপু বা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখা। ̃ দর্শন বি. নিজের আত্মার স্বরূপ সম্বন্ধে দৃষ্টি বা বোধ; নিজের চরিত্র বিচার, নিজের মনের বিচার। ̃ দর্শী (-র্শিন্) বিণ. আত্মদর্শনকরতে পারে এমন। ̃ দান বি. অন্যের জন্য নিজের জীবন বিসর্জন। ̃ দৃষ্টি-আত্মদর্শন -এর অনুরূপ। ̃ দোষ বি. নিজের দোষ বা ত্রুটি। ̃ দ্রষ্টা (ষ্ট) বি. আত্মদর্শী ব্যক্তি। ̃ দ্রোহ বি. 1 নিজের ক্ষতি, নিজেকে পীড়ন; 2 গৃহবিবাদ, অন্তর্কলহ। ̃ দ্রোহী (-হীন্) বিণ. নিজের ক্ষতি বা নিজেকে পীড়ন করে এমন; গৃহবিবাদকারী। ̃ নিবেদন বি. নিজেকে উত্সর্গ করা, আত্মোত্সর্গ। ̃ নিয়ন্ত্রণ বি. নিজেকে নিজেই পরিচালন; নিজেকে সংযত রাখা। &tilde নিয়োগ বি. কোনো কাজে নিজেকে লিপ্ত করা। ˜ নির্ভর বি. নিজের ক্ষমতার উপর ভরসা, আত্মপ্রত্যয়, স্বাবলম্বন। বিণ. স্বাবলম্বী। ̃ নিষ্ঠ বিণ. 1 আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান সম্বন্ধে নিষ্ঠা আছে এমন; 2 আত্মগত, subjective ̃ নেপদ বি. (ব্যাক.) পরস্মৈপদের বিপরীত ক্রিয়ার তিঙন্ত রূপ, ক্রিয়ার আত্মফলভাগিত্ব-প্রকাশক তিঙন্ত রূপ। ̃ পক্ষ বি. নিজের পক্ষ, স্বপক্ষ; নিজের পক্ষের লোকজন। ̃ পর বি. নিজে ও অন্যেরা। ̃ পরায়ণ বিণ. 1 ব্রহ্মনিষ্ঠ, আত্মা সম্বন্ধে নিষ্ঠা আছে এমন; 2 কেবল নিজের কথা ভাবে এমন, স্বার্থপর। পরীক্ষা-আত্মান্বেষণ -এর অনুরূপ। ̃ পীড়ন বি. নিজেকে কষ্ট দেওয়া। ̃ প্রকটন -আত্মপ্রকাশ -এর অনুরূপ ('বিক্ষুব্ধ সম্পাতে করে আত্মপ্রকটন': সু. দ.)। ̃ প্রকাশ বি. 1 নিজ মূর্তি ধারণ; 2 আবির্ভাব; অন্তরাল থেকে বেড়িয়ে আসা; 3 নিজের পরিচয় দেওয়া। ̃ প্রতারণা, ̃ প্রবঞ্চনা -আত্মবঞ্চনা -র অনুরূপ। ̃ প্রত্যয় বি. নিজের প্রতি বিশ্বাস, নিজের ক্ষমতায় আস্হা; নিজের অন্তরে উপলব্ধি। ̃ প্রশংসা বি. (নিজের মুখে) নিজের সুখ্যাতি। ̃ প্রসাদ বি. নিজের মনের মধ্যে তৃপ্তি। ̃ বঞ্চনা বি. সজ্ঞানে নিজেকে মিথ্যা প্রবোধ দেওয়া বা ভুল বোঝানো, নিজেকে ঠকানো। ̃ বত্ অব্য. নিজের মতো। ̃ বন্ধু বি. একান্ত অন্তরঙ্গ বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। ̃ বর্গ বি. নিজের লোকজন; আত্মীয়স্বজন। ̃ বলি, ̃ বলি-দান - আত্মদান -এর অনুরূপ। ̃ বশ বিণ. স্বাধীন; সংযমী। বি. আত্মসংযম, মনকে বশ করা। ̃ বিকাশ বি. নিজের অন্তর্নিহিত বা ভিতরের ক্ষমতার স্ফুরণ। ̃ বিক্রয় বি. অন্যের কাছে নিজের স্বাধীনতা বিসর্জন। ̃ বিচ্ছেদ বি. নিজের লোকজনের সঙ্গে বা আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ছেদ; গৃহবিবাদ। ̃ বিদ, ̃ বিদ্, ̃ বিত্ বিণ. আত্মজ্ঞানসম্পন্ন, ব্রহ্মজ্ঞানসম্পন্ন, আত্মজ্ঞ। ̃ বিদ্যা বি. ব্রহ্মবিদ্যা; অধ্যাত্মবিদ্যা। ̃ বিরোধ বি. 1 নিজের বিরুদ্ধতা; নিজের মতেরই বিরোধিতা; 2 গৃহবিবাদ। ̃ বিলাপ বি. নিজের মনে বা নিজের সম্বন্ধে খেদ। ̃ বিলোপ বি. নিজের সত্তার বা নিজের নাম যশ কর্তৃত্ব ইত্যাদির স্বেচ্ছায় বিলোপসাধন। বিলোপী বিণ. আত্মবিলোপ ঘটায় এমন ('আত্মবিলোপী কালধারায়')। ̃ বিশ্বাস বি. আত্মপ্রত্যয় -এর অনুরূপ। ̃ বিসর্জন -আত্মদান -এর অনুরূপ। ̃ বিস্মরণ, ̃ বিস্মৃতি বি. নিজেকে ভুলে যাওয়া; নিজের সত্তা সম্পর্কে চেতনার অভাব ̃ বিস্মৃত বিণ. নিজেকে বা নিজের সত্তাকে ভুলে গেছে এমন; তন্ময়; নিজের শক্তি বা সত্তাকে ভুলে গেছে এমন; নিজের শক্তি সম্পর্কে অচেতন। ̃ বুদ্ধি বি. নিজ বুদ্ধি; সজ্ঞান; আত্মজ্ঞান। ̃ বেদী (-দিন্) বিণ. আত্মা সম্পর্কে জানে এমন; ব্রহ্মজ্ঞ। ̃ ভাব বি. আত্মার সত্তা; স্বীয় ভাব, স্বভাব। ̃ ভূত বিণ 1 স্বয়ংজাত; 2 নিজের মতো, আত্মতুল্য; 3 (অশু.) স্বীয় আত্মার সঙ্গে একত্রীকৃত বা আত্মসাত্কৃত। ̃ মগ্ন বিণ. নিজের মধ্যে ডুবে আছে এমন, নিজের মনে নিবিষ্ট। ̃ মর্যাদা বি. নিজ গৌরব; নিজ সম্মান, আত্মসম্মান। ̃ ম্ভরি বিণ. আত্মসর্বস্ব; অহংকারী, দাম্ভিক। ̃ ম্ভরিতা বি. আত্মসর্বস্বতা; অহংকার, দম্ভ। ̃ রক্ষা বি. নিজেকে বাঁচানো। ̃ রতি বি. নিজেকে নিয়ে আনন্দ, নিজেকে ভালোবাসা ('তাই অসহ্য লাগে ও আত্মরতি': সু. দ.)। ̃ রূপ বি. স্বরূপ, নিজের চেহারা ও প্রকৃতি। ̃ লোপ-আত্মবিলোপ -এর অনুরূপ। ̃ শক্তি বি. নিজের ক্ষমতা; নিজের অন্তর্নিহিত ক্ষমতা। ̃ শাসন-আত্মসংযম -এর অনুরূপ। ̃ শুদ্ধি, ̃ শোধন বি. নিজের দোষ-ত্রুটি-পাপ ক্ষালন করে মনকে পবিত্র করা। ̃ শ্লাঘা বি. নিজের প্রশংসা। ̃ সংবরণ বি. নিজেকে বা নিজের আবেগকে সংযত করা। ̃ সংযম বি. নিজের রিপু বা ইন্দ্রিয়কে বশে রাখা। বিণ ̃ সংযমী (-মিন্)। ̃ সমর্পণ বি. সম্পূর্ণ ভাবে অন্যের বশ্যতা স্বীকার; (ভগবানের কাছে) নিজেকে সম্পূর্ণরূপে দান। ̃ সমাহিত বিণ. আপনাতে আপনি মগ্ন; আত্মস্হ, তন্ময়। ̃ সম্পর্কীয়, ̃ সম্বন্ধীয় বিণ. নিজের সঙ্গে বা নিজের ব্যাপারে যুক্ত এমন। ̃ সম্ভ্রম, ̃ সম্মান আত্মমর্যাদা -র অনুরূপ। ̃ সর্বস্ব বিণ. কেবল নিজের কথাই ভাবে এমন, স্বার্থপর। ̃ সাত্ বিণ. (সাধারণত অন্যায়ভাবে) নিজের হস্তগত, নিজের অধিকারভুক্ত। ̃ সার-আত্মসর্বস্ব -র অনুরূপ। ̃ সিদ্ধি বি. নিজের মোক্ষ, নিজের মুক্তি। ̃ স্হ বিণ. 1 আত্মায় স্হিত; 2 হৃদয়স্হ, নিজের ভিতরে নেওয়া হয়েছে এমন; 3 প্রকৃতিস্হ। ̃ স্বরূপ বি. নিজের প্রকৃত রূপ; স্বীয় পরিচয়। ̃ হত্যা বি. স্বেচ্ছায় নিজের দ্বারা নিজের প্রাণনাশ। ̃ হন্তা (-ন্তৃ) বি. বিণ. আত্মহত্যাকারী। বিণ. (স্ত্রী.) ̃ হন্ত্রী। ̃ হা বিণ. আত্মঘাতী। ̃ হারা বিণ. আত্মাবিস্মৃত, নিজেকে ভুলে গেছে এমন; বিহ্বল; তন্ময়। 19)
আশু2
(p. 108) āśu2 অব্য. বিণ. শীঘ্র, ক্ষিপ্র, দ্রুত (আশু প্রতিকার)। ক্রি-বিণ. সত্বর, দ্রুত, অবিলম্বে। [সং. √ অশ্ + উ]। ̃ গ, ̃ গতি, ̃ গামী (-মিন্) বিণ. দ্রুতগামী। স্ত্রী. ̃ গামিনী। ̃ তোষ বি. 1 যে শীঘ্র বা অল্পে তুষ্ট হয়; 2 শিব। ̃ পাতী (-তিন্) বিণ. খুব শীঘ্র পড়ে বা ঝরে যায় এমন। 29)
উপ-বীত
(p. 133) upa-bīta বি. যজ্ঞসূত্র, পইতে। [সং. উপ + √ বী + ত]। উপ-বীতি (-তিন্) বিণ. উপবীত বা পইতে ধারণ করেছে এমন। 16)
কৃতী
(p. 204) kṛtī (-তিন্) বিণ. 1 কর্মকুশল; 2 কৃতকার্য, মহত্ বা সত্ প্রচেষ্টায় সফল হয়েছে এমন (কৃতি পুরুষ, কৃতী সন্তান); 3 গুণবান। [সং. কৃত + ইন্]। 12)
ঘাত
(p. 266) ghāta বি. 1 আঘাত, ঘা ('নাশো কঠিন ঘাতে': রবীন্দ্র); 2 প্রহার ; 3 ক্ষত, ঘা; 4 হিংসা, হত্যা (পশুঘাত-তু. পশুঘাতী); 5 (গণি.) কোনো রাশিকে সেই রাশি দ্বারা বারংবার গুণ করে প্রাপ্ত ফল, power (বি.প.)। [সং. √হন্ + অ]। ̃ ক বি. বিণ. 1 হত্যাকারী (গুপ্তঘাতক) ; 2 জল্লাদ। ̃ চিহ্ন বি. (গণি.) বর্গ ঘন প্রভৃতি সূচক অঙ্ক। ̃ ন1 বি. 1 হত্যা; 2 যজ্ঞের প্রয়োজনে বধ, বলি; 3 আঘাত। ̃ ন2 বি. 1 অন্যের দ্বারা বধ করানো; 2 প্রহার করার অস্ত্র। বিণ. নাশক, ঘাতক, হত্যাকারী (দৈত্যঘাতন, অসুরঘাতন)। ঘাত-প্রতিঘাত বি. 1 আঘাত-প্রত্যাঘাত; 2 ক্রিয়া ও প্রতিক্রিয়া (ঘটনার ঘাত-প্রতিঘাত)। ̃ সহ বিণ. আঘাত সহ্য করতে পারে এমন; ঘা দিলে ভাঙে না বরং বিস্তৃত হয় এমন, malleable. ঘাতী (-তিন্) বিণ. (সমাসের উত্তরপদে) হত্যাকারী (পুত্রঘাতী, নারীঘাতী)। স্ত্রী. ঘাতিনী। ঘাতুক বিণ. 1 হিংস্র, নিষ্ঠুর, ক্রূর; 2 নাশক, হত্যাকারী, ঘাতক। ঘাত্য বিণ. বধ্য; ঘাতযোগ্য; আঘাত করার বা বধ করার যোগ্য। 58)
দুষ্কৃতী
(p. 416) duṣkṛtī (-তিন্) বিণ. দুষ্কর্মকারী, দুষ্কৃতকারী; পাপী। [সং. দুর্ + কৃত + ইন্]। 36)
দেশ
(p. 421) dēśa বি. 1 পৃথিবীর ভৌগোলিক বিভাগবিশেষ (বহু দেশ দেখেছি); 2 পৃথিবীর রাজনৈতিক বিভাগবিশেষ, রাষ্ট্র (তিনটি দেশ নিয়ে এই সংগঠন); 3 প্রদেশ (বঙ্গদেশ, রাঢ়দেশ); 4 স্বদেশ, জন্মভূমি (দেশে ফেরার জন্য আকুলতা, দেশপ্রেম); 5 নিজের গ্রাম (দেশের বাড়ি); 6 অঞ্চল (মেরুদেশ); 7 দিক (দক্ষিণদেশের লোক); 8 শরীরের অংশ (কণ্ঠদেশ, স্কন্ধদেশ); 9 সংগীতের রাগবিশেষ। [সং. √ দিশ্ + অ]। ̃ কাল বি. স্হান ও সময় বা তাদের স্বরূপ; অবস্হা, পরিবেশ ইত্যাদি। ̃ কাল-পাত্র বি. স্হান, সময় ও পরিবেশপরিস্হিতি। ̃ কালোচিত বিণ. অবস্হা ও পরিস্হিতি অনুযায়ী। ̃ ছাড়া বিণ. 1 দেশের নিয়ম বা পরিস্হিতির সঙ্গে সংগতি নেই এমন (এমন দেশছাড়া নিয়মের কথা কেউ কখনো শুনেছে?); 2 বহুকাল দেশের বাইরে রয়েছে এমন। ̃ জ বিণ. দেশে উত্পন্ন, দেশি। ̃ জোড়া বিণ. সারা দেশে ছড়িয়ে রয়েছে এমন, সারা দেশে প্রচারিত (দেশছোড়া সুনাম)। ̃ ত্যাগ বি. দেশ ছেড়ে অন্যত্র যাওয়া। ̃ ত্যাগী (-গিন্) বিণ. দেশ ছেডে় অন্যত্র গেছে এমন। ̃ দ্রোহ বি. স্বদেশের ক্ষতিসাধন; স্বদেশের প্রতি শত্রুতা। ̃ দ্রোহী (-হিন্) বিণ. স্বদেশের ক্ষতিসাধন করে এমন। বি. ̃ দ্রোহিতা। ̃ প্রসিদ্ধ, ̃ বিখ্যাত বিণ. দেশজোড়া খ্যাতিসম্পন্ন। ̃ প্রিয় বিণ. 1 দেশের ভক্ত; 2 দেশের লোকের প্রিয়। ̃ প্রেমিক বি. বিণ. স্বদেশভক্ত; স্বদেশের সেবক। ̃ বন্ধু বি. স্বদেশের মিত্র; প্রসিদ্ধ দেশনেতা চিত্তরঞ্জন দাশকে প্রদত্ত উপাধিবিশেষ। ̃ বরেণ্য বিণ. সারা দেশে সম্মানিত; সারা দেশে বিখ্যাত। ̃ বাসী (-সিন্) বি. বিণ. দেশের লোকজন; স্বদেশের লোকজন। ̃ বিদেশ বি. স্বদেশ ও অন্য দেশ; নানা দেশ (দেশবিদেশের খেলা)। ̃ ব্যাপী (-পিন্), ̃ ময় বিণ. দেশজোড়া -র অনুরূপ। ̃ ভ্রমণ বি. দেশের নানা স্হানে কিংবা নানা দেশে বেড়ানো। ̃ ময় বিণ. দেশজোড়া, দেশব্যাপী। ̃ মাতৃকা বি. স্বদেশজননী, মাত়ৃরূপা জন্মভূমি। ̃ সেবক বিণ. বি. দেশের কল্যাণে নিযুক্ত, দেশের সেবা করে এমন। ̃ হিত বি. দেশের মঙ্গল। ̃ হিত-ব্রত বি. দেশের মঙ্গলসাধনের ব্রত বা সংকল্প। বিণ. দেশের মঙ্গলই যার ব্রত। ̃ হিত-ব্রতী (-তিন্) বিণ. দেশের কল্যাণকে ব্রত বা সংকল্প হিসাবে গ্রহণ করেছে এমন। ̃ হিতৈষী (-ষিন্) বিণ. দেশহিতব্রতী -র অনরূপ। ̃ দেশান্তর বি. স্বদেশ ও অন্যদেশ; নানা দেশ। 31)
পক্ষ
(p. 483) pakṣa বি. 1 চাঁদের বৃদ্ধিকাল বা হ্রাসকাল (শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ); 2 প্রতিপদ থেকে পূর্ণিমা বা অমাবস্যা তিথি পর্যন্ত সময়; 3 মাসার্ধ, পনেরো দিন (তিনি এক পক্ষকাল বিদেশে থাকবেন); 4 পাখির ডানা বা পালক; 5 বাণের গোড়ার পাখনার মতো অংশ; 6 দল, একজোটে মিলিত জনসমষ্টি, party, team (মিত্রপক্ষ, সরকারপক্ষ, দুই পক্ষের বিরোধ); 7 তরফ, দিক (আমার পক্ষের উকিল); 8 পার্শ্বদেশ, পাশ (পক্ষদেশ, পক্ষাঘাত); 9 সন্নিহিত কক্ষ বা বারান্দা; 1 বিশেষ অবস্হা (পারতপক্ষে, প্রকৃতপক্ষে); 11 একাধিকবার বিবাহিত ব্যক্তির স্ত্রী (প্রথম পক্ষের সন্তান)। [সং. √ পক্ষ্ + অ]। ̃ গ্রহণ বি. দলবিশেষকে সমর্থন। ̃ চ্ছেদ বি. ডানা কেটে দেওয়া। ̃ জ, ̃ ধর বি. 1 চন্দ্র; 2 পাখি। ̃ পাত বি. 1 যে-কোনো একটি দল বা গোষ্ঠীর প্রতি অতিরিক্ত আকর্ষণ, একচোখোমি; 2 অনুরাগ (ইংরেজি শিক্ষার প্রতি পক্ষপাত)। ̃ পাতী (-তিন্) বিণ. পক্ষপাতযুক্ত, একচোখো; অনুরক্ত; সমর্থক (আমি এমন কাজ করার পক্ষপাতী নই)। বি. ̃ পাতিতা, ̃ পাতিত্ব। ̃ পুট বি. ডানার অভ্যন্তর; 2 (আল.) আশ্রয়। ̃ বিধূনন বি. ডানার ঝটপটানি; ডানার কম্পন ('কেন অকারণ পক্ষবিধূনন': বিষ্ণু)। ̃ ভুক্ত বিণ. দল বা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। ̃ ল বিণ. 1 পক্ষযুক্ত, ডানাযুক্ত; 2 (উদ্ভি.) পাখির পালকের মতো যার ডাঁটার দুই দিকে পাতা সাজানো থাকে, pinnate (বি. প.)। ̃ সঞ্চালন বি. ডানা ঝটপটানো। ̃ সমর্থন বি. দলবিশেষের পৃষ্ঠপোষকতা। পক্ষাঘাত বি. যে রোগে দেহের এক পক্ষ বা পাশ অবশ হয়ে যায়। পক্ষান্ত বি. পক্ষের শেষ, পূর্ণিমা বা অমাবস্যা। পক্ষান্তর বি. অন্য দল বা দিক বা অবস্হা। পক্ষান্তরে ক্রি-বিণ. অন্য পক্ষে, অন্য দিকে, অন্য দিক দিয়ে বিচার করলে। পক্ষাবলম্বী (-বিন্) বিণ. দলবিশেষের বা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। পক্ষাপক্ষ বি. স্বপক্ষ ও বিপক্ষ; শত্রু ও মিত্র। পক্ষে ক্রি-বিণ. তরফে; সম্বন্ধে (একথা তার পক্ষে খাটে না)। 22)
পিতৃ
(p. 521) pitṛ বি. পিতা -র সংস্কৃত রূপ। ̃ কল্প বিণ. পিতার তুল্য। বি. মৃত, পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণাদি অনুষ্ঠান। ̃ কুল বি. পিতার সঙ্গে সাক্ষাত্ সম্বন্ধযুক্ত আত্মীয়বর্গ, বাবার বংশ। ̃ কার্য, ̃ কৃত, ̃ ক্রিয়া বি. মৃত পিতা বা পূর্বপুরুষদের শ্রাদ্ধ বা তর্পণ। ̃ গণ বি. 1 পিতৃলোকবাসী যে মুনিগণ থেকে মানবগোষ্ঠী উত্পন্ন হয়েছে; 2 মৃত পূর্বপুরুষগণ। ̃ গৃহ বি. বাপের বাড়ি। ̃ ঘাতী (-তিন্) বিণ. বি. পিতার হত্যাকারী। ̃ তর্পণ বি. পিতৃপুরুষের তৃপ্তিবিধানের জন্য জলদান অনুষ্ঠান। ̃ তুল্য বিণ. পিতার সমান শ্রদ্ধেয়। ̃ ত্ব বি. পিতা হওয়া; পিতার দায়িত্ব। ̃ দায় মৃত পিতার শ্রাদ্ধকার্য সম্পন্ন করার গুরুদায়িত্ব। ̃ দেব বি. পিতৃরূপী দেবতা, শ্রদ্ধেয় পিতা। ̃ পক্ষ বি. 1 প্রেতপক্ষ; আশ্বিন মাসের শুক্লপক্ষের অব্যবহিত পূর্ববর্তী কৃষ্ণপক্ষ; 2 পিতৃবংশ। ̃ পুরুষ বি. পিতা পিতামহ প্রভৃতি পূর্বপুরুষগণ। ̃ বত্ বিণ. পিতার তুল্য। ̃ বিয়োগ বি. পিতার মৃত্যু। ̃ ব্য বি. পিতার ভ্রাতা, জ্যাঠা বা কাকা। ̃ ভক্তি বি. পিতার প্রতি শ্রদ্ধা ও অনুরাগ। ̃ ভূমি বি. পূর্বপুরুষ বা পিতা পিতামহ প্রভৃতির স্বদেশ। ̃ মেধ, ̃ যজ্ঞ বি. পিতৃতর্পণ; পিতৃশ্রাদ্ধ। ̃ যান বি. মৃত পিতৃপুরুষদের চন্দ্রলোকে গমনের পথ। ̃ রিষ্টি বি. (জ্যোতিষ) জাত সন্তানের জন্মচক্রে রাশিগণের যে-অবস্হান পিতৃবিয়োগ সূচিত করে। ̃ লোক বি. 1 চন্দ্রালোকিত স্হানবিশেষ, যেখানে পিতৃগণ বা পূর্বপুরুষগণ বাস করেন; 2 মৃত পূর্বপুরুষগণ। ̃ শোক বি. পিতার মৃত্যুজনিত শোক। ̃ শ্রাদ্ধ বি. মৃত পিতার শ্রাদ্ধানুষ্ঠান। ̃ ষ্বসা (-সৃ), পিতুঃষ্বসা (-সৃ), পিতুঃস্বসা (-সৃ) বি. পিসি, পিতার ভগিনী। ̃ সম বিণ. পিতার সমান, পিতার তুল্য। ̃ সেবা বি. পিতার পরিচর্যা। ̃ স্হানীয় বিণ. পিতার তুল্য। ̃ হন্তা (-ন্তৃ), ̃ হা (-হন্) বিণ. বি. পিতার হত্যাকারী। স্ত্রী. ̃ হন্ত্রী। ̃ হীন বিণ. যার পিতা জীবিত নন। 7)
প্রতি-ঘাত
(p. 538) prati-ghāta বি. আঘাতের বদলে আঘাত, পালটা আঘাত (ঘাত-প্রতিঘাত)। [সং. প্রতি + √ হন্ + অ]। ̃ ন বি. বধ, সংহার, হত্যা। প্রতি-ঘাতী (-তিন্) বিণ. সংহারকারী, বধকারী। স্ত্রী. প্রতি-ঘাতিনী। 80)
প্রাণ
(p. 554) prāṇa বি. 1 জীবন (প্রাণহীন দেহ); 2 শ্বাসরূপে গৃহীত বায়ু, দম (অল্পপ্রাণ, মহাপ্রাণ); 3 দেহস্হ পঞ্চবায়ু যথা প্রাণ অপান সমান উদান ও ব্যান; 4 জীবনীশক্তি; 5 মন, চুত্ত, হৃদয় ('প্রাণ চায়, চক্ষু না চায়': রবীন্দ্র); 6 আন্তরিকতা, স্ফূর্তি, সজীবতা (প্রাণবন্ত মানুষ, প্রাণহীন গান, প্রাণহীন রচনা)। [সং. প্র + √ অন্ + অ]। প্রাণ উড়ে যাওয়া ক্রি. ভয়ে মৃতপ্রায় হওয়া। প্রাণ ওষ্ঠাগত হওয়া ক্রি. অত্যন্ত কষ্টকর অবস্হায় পড়া। ̃ কান্ত বি. হৃদয়েশ্বর; স্বামী, পতি; প্রেমিক। ̃ কৃষ্ণ বি. 1 প্রাণসম প্রিয় শ্রীকৃষ্ণ; 2 (আল.) পরম আদরের পাত্র। ̃ খোলা বিণ. অকপট; উদার; উদাত্ত (প্রাণখোলা হাসি)। ̃ গত বিণ. মনোগত; আন্তরিক। ̃ গতিক বিণ. 1 জীবন বা জীবনযাত্রা-সম্বন্ধীয়; 2 শারীরিক। ̃ ঘাতী (-তিন্) বিণ. মৃত্যু ঘটায় এমন। ̃ চঞ্চল বিণ. প্রাণবন্ত, সজীব (প্রাণচঞ্চল ছেলে)। ̃ তুল্য বিণ. জীবনের মতো প্রিয় বা মূল্যবান। ̃ ত্যাগ বি. মৃত্যু; মৃত্যুবরণ বা জীবন বিসর্জন। প্রাণ থাকা ক্রি. বি. বেঁচে থাকা (প্রাণ থাকতে এটা হতে দেব না)। ̃ দণ্ড বি. মৃত্যুদণ্ড; অপরাধের জন্য মৃত্যুরূপে শাস্তি। ̃ দাতা (-তৃ) বিণ. জীবনরক্ষাকারী। স্ত্রী. ̃ দাত্রী। ̃ দান বি. জীবনরক্ষা; মৃত্যুর হাত থেকে বাঁচানো। ̃ দায়ী (-য়িন্) বিণ. জীবন বাঁচায় এমন (প্রাণদায়ী ওষুধ)। প্রাণ দেওয়া ক্রি. বি. 1 স্বেচ্ছায় মৃত্যু বরণ করা; 2 পরের জীবন রক্ষা করা। ̃ নাথ বি. হৃদয়েশ্বর; স্বামী, পতি। ̃ নাশ বি. বধ, হত্যা। প্রাণ নেওয়া ক্রি. বি. বধ করা। ̃ পণ বিণ. নিজের প্রাণ পর্যন্ত পণ করে কার্যসাধনের সংকল্পযুক্ত (প্রাণপণ চেষ্টা)। প্রাণপণে ক্রি-বিণ. প্রাণকে পণ করে, সর্বশক্তি দিয়ে ('প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল': সুকান্ত)। ̃ পতি বি. হৃদয়েশ্বর; স্বামী। ̃ পাখি বি. খাঁচায় বদ্ধ পাখির মতো দেহগত প্রাণ। ̃ পাত বি. 1 মৃত্যু; 2 মৃত্যুতুল্য পরিশ্রম বা কষ্ট ('যারা প্রাণপাতে কঠিন মাটিতে ফলায় ফসল ফল': স. দ.)। ̃ পূর্ণ বিণ. প্রাণবন্ত; সজীব, জীবন্ত। ̃ প্রতিম বিণ. প্রাণতুল্য, প্রাণের মতো প্রিয় (প্রাণপ্রতিম বন্ধু)। ̃ প্রতিষ্ঠা বি. 1 মন্ত্রপাঠ করে প্রতিমায় দেবতাকে অধিষ্ঠিত করা (মূর্তির প্রাণপ্রতিষ্ঠা); 2 (আল.) জীবন্ত করা। ̃ প্রদ বিণ. জীবনদায়ক; বলদায়ক। ̃ প্রিয় বিণ. প্রাণের সমান প্রিয়। ̃ বঁধু বি. সখা; অতি প্রিয় বন্ধু। ̃ বন্ত বিণ. জীবন্ত; উত্সাহ-উদ্দীপনাযুক্ত; প্রাণচঞ্চল, স্ফূর্তিযুক্ত। ̃ বল্লভ: বি. হৃদয়েশ্বর; স্বামী, পতি। ̃ বান (-বত্) বিণ. প্রাণবন্ত। ̃ বায়ু বি. 1 দেহস্হ পঞ্চবায়ু; 2 জীবন্ত প্রাণীর নিশ্বাস-প্রশ্বাস। ̃ বিয়োগ বি. মৃত্যু। ̃ বিসর্জন বি. মৃত্যুবরণ। ̃ ময় বিণ. জীবন্ত, সজীব; স্ফূর্তিযুক্ত; প্রাণবন্ত। স্ত্রী. ̃ ময়ী। প্রাণময় কোষ পঞ্চপ্রাণ ও পঞ্চকর্মেন্দ্রিয়ময় শরীরস্হ আধারবিশেষ। প্রাণ যাওয়া ক্রি. বি. 1 মৃত্যু হওয়া; 2 অত্যন্ত কষ্ট হওয়া। ̃ শক্তি বি. জীবনীশক্তি; বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি; প্রাণময়তা। ̃ শূন্য, ̃ হীন বিণ. মৃত; জড়; উদ্যমহীন; হৃদয়হীন। ̃ সংশয়, ̃ সংকট বি. মৃত্যুর আশঙ্কা, জীবনসংকট। ̃ সংহার বি. হত্যা, বধ। ̃ সঞ্চার বি. মৃত জড় বা অচেতন দেহকে সজীব করা; (আল.) উত্সাহ বা প্রেরণা দান। ̃ স্পন্দন বি. সজীবতা, জীবনের অস্তিত্ব। ̃ হন্তা (ন্তৃ) বিণ. হত্যাকারী। স্ত্রী. ̃ হন্ত্রী। ̃ হর, ̃ হারক, ̃ হারী (-রিন্) বিণ. জীবননাশক; সাংঘাতিক। স্ত্রী. ̃ হরা, ̃ হারিকা, ̃ হারিণী। ̃ হীন বিণ. প্রাণশূন্য -র অনুরূপ। প্রাণাতি-পাত বি. মৃত্যু; নিদারুণ কষ্ট। প্রাণাত্যয় বি. মৃত্যু; মৃত্যুর সময়। প্রাণিধিক বিণ. প্রাণের চেয়েও বেশি প্রিয়, অত্যন্ত স্নেহভাজন বা প্রীতিভাজন। প্রাণান্ত বি. মৃত্যু; নিদারুণ কষ্ট ('প্রাণ রাখিতে সদাই প্রাণান্ত': দ্বি. রা.)। প্রাণান্ত পরিচ্ছেদ মৃত্যুতে যার শেষ; (গৌণ অর্থে) অশেষ পরিশ্রম বা কষ্ট। প্রাণান্তিক, প্রাণান্ত-কর বিণ. যাতে মৃত্যু ঘটতে পারে, মৃত্যুতুল্য অর্থাত্ ভয়ানক (প্রাণান্তকর পরিশ্রম, প্রাণান্তিক বেদনা)। প্রাণে মারা ক্রি. বি. মৃত্যু ঘটানো, হত্যা করা, মেরে ফেলা। প্রাণের প্রাণ (আল.) প্রাণাধিক প্রিয় ব্যক্তি। প্রাণেশ, প্রাণেশ্বর বি. 1 জীবনের অধীশ্বর; 2 স্বামী, পতি; 3 প্রেমিক। প্রাণোচ্ছল বিণ. প্রাণবন্ত, প্রফুল্লতাযুক্ত ও আবেগময়। প্রাণোত্-সর্গ বি. জীবনদান, মৃত্যুবরণ। 24)
বকবৃত্তি
(p. 573) bakabṛtti বি. 1 কপট ধার্মিকতা; 2 ভণ্ডামি (তার বকবৃত্তি ধরা পড়ে গিয়েছে); 3 শঠতা। বিণ. শঠ; ভণ্ড (বকবৃত্তিব্রাহ্মণ)। [সং. বক + বৃত্তি]। বক-ব্রতী (-তিন্) বিণ. শঠ; কপট ধার্মিক; ভণ্ড। 7)
বিঘাত
(p. 610) bighāta বি. 1 আঘাত (আঘাত-বিঘাত, শরবিঘাত); 2 বিনাশ, হত্যা, ধ্বংস; 3 নিবারণ, নিরাকরণ; 4 ব্যাঘাত, বাধাবিঘ্ন। [সং. বি + √ হন্ + অ]। ̃ ক, বিঘাতী (-তিন্) বিণ. 1 বিনাশকারী (প্রাণবিঘাতক); 2 আঘাত করে এমন; 3 বাধাজনক, বিঘ্নকর; 4 নিবারক। 4)
বিশ্বাস
(p. 627) biśbāsa বি. 1 প্রত্যয়, সত্য বা যথার্থ বলে ধারণা (ঈশ্বরবিশ্বাস); 2 আস্হা (লোকটির উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে); 3 শ্রদ্ধা (ধর্মবিশ্বাস)। [সং. বি + √ শ্বস্ + অ]। ̃ ঘাতক, ̃ ঘাতী (-তিন্), হন্তা (-ন্তৃ) বিণ. বিশ্বাসভঙ্গকারী, বিশ্বাসের পাত্র হয়েও অবিশ্বাসের কাজ করে এমন, বেইমান। স্ত্রী. ̃ ঘাতিকা, ̃ ঘাতিনী, ̃ হন্ত্রী। বি. ̃ ঘাতকতা। ̃ ভঙ্গ বি. বিশ্বস্ত হয়েও অবিশ্বাসের কাজ করা; অকৃতজ্ঞতা। ̃ ভাজন বিণ. বিশ্বাসের পাত্র। ̃ যোগ্য বিণ. বিশ্বাসের পাত্র, যাকে বিশ্বাস করা যায়। বিশ্বাসী (-সিন্) বিণ. 1 বিশ্বাসভাজন (বিশ্বাসী চাকর); 2 বিশ্বাস করে এমন (ভগবদ্বিশ্বাসী)। বিশ্বাস্য বিণ. বিশ্বাসযোগ্য। 25)
ব্রত
(p. 652) brata বি. 1 পুণ্যলাভ ইষ্টলাভ পাপক্ষয় প্রভৃতির জন্য অনুষ্ঠিত ধর্মকার্য, ধর্মানুষ্ঠান; 2 তপস্যা; 3 সংযম। [সং. √ বৃ + অত]। ̃ .কথা বি. যে দেবতার আরাধনার জন্য ব্রত করা হয়, সেই দেবতার মাহাত্ম্যকাহিনি। ̃ .চারী (-রিন) বিণ. বি. ব্রতপালনকারী। বি. গুরুসদয় দত্ত-প্রবর্তিত নৃত্যবিশেষ। স্ত্রী. ̃ .চারিণী। ̃ .ধারী (-রিন্) বিণ. ব্রত আচরণকারী। স্ত্রী. ̃ .ধারিণী। ব্রতী (-তিন্) বিণ. ব্রত গ্রহণ করেছে এমন, পুণ্যকর্ম অনুষ্ঠানকারী (শিক্ষাব্রতী, পুণ্যকর্মে ব্রতী)। 20)
মর্ম
(p. 687) marma (-র্মন্) বি. 1 দেহের এমন স্হান যেখানে আঘাত করলে মৃত্যু হতে পারে (মর্মস্হানে আঘাত); 2 অন্তরের কোমলতম ও নিগূঢ়তম প্রদেশ; 3 হৃদয়; 4 উদ্দেশ্য, অভিপ্রায়; 5 তাত্পর্য; 6 গূঢ় অর্থ, প্রকৃত অর্থ (কবিতার মর্ম, সারমর্ম); রহস্য (মর্মোদ্ধার)। সং √ মৃ + মন্। ̃ .কথা বি অন্তরের কথা গূঢ় অভিপ্রায়। ̃ .গ্রহণ, মর্মাব-ধারণ বি. তাত্পর্য বা গূঢ় অর্থ নিরূপণ। ̃ .গ্রাহী (-হিন্) বিণ মর্ম গ্রহণ করে এমন। ̃ .ঘাতী (-তিন্) (বাং.) ̃ .ন্তুদ, ̃ .ভেদী (-দিন্), মর্মান্তিক বিণ. 1 হৃদয়বিদারক, মারাত্মক (মর্মঘাতী আর্তনাদ, মর্মান্তিক কাহিনি); 2 অতি করুণ, শোচনীয় (মর্মন্তুদ দৃশ্য)। ̃ .ঙ্গম বিণ. অন্তরে প্রবিষ্ট, হৃদয়ঙ্গম ('অহিন্দুর এটা মর্মঙ্গম হবে না': রবীন্দ্র)। ̃ জ্ঞ বিণ. নিগূঢ় অর্থ নির্ণয়ে সমর্থ। ̃ .জ্বালা বি. অন্তরের বেদনা বা কষ্ট, দুঃখ। ̃ .পীড়া, ̃ .বেদনা, ̃.ব্যথা বি. মনঃকষ্ট, শোক অভিমান ইত্যাদি মানসিক যন্ত্রণা। বাণী বিণ অন্তরের কথা (বিবেকানন্দে রচনায় ভারতের মর্মবাণী প্রকাশিত হয়েছে)। ̃ স্হল, ̃স্হান বি 1 দেহস্হ প্রাণকোষ 2 অন্তরের কোমলতম ও নিগূঢ়তম প্রদেশ। ̃ স্পর্শী (র্শিন্), ̃ স্পৃক (-স্পৃশ) বিণ. যা হৃদয়কে ব্যাকুল বা বিচলিত করে; অন্তরের বেদনা দেয় এমন। মর্মাঘাত বি. মর্মস্হলে বা হৃদয়ে আঘাত। মর্মাহত বিণ হৃদয়ে নিদারুণ আঘাতপ্রাপ্ত, বেদনাহত (পুত্রের ব্যর্থতায় মর্মাহত)। মর্মী (-র্মিন্) বিণ, 1 গূঢ় রহস্য উপলব্ধিকারী; 2 মরমি, দরদি। মর্মোদ্-ঘাটন, মর্মোদ্ভেদ বি. 1 গোপন কথা বা রহস্য প্রকাশ; 2 স্বরূপ প্রকাশ; 3 মর্মার্থ প্রকাশ। 8)
মাতৃ
(p. 692) mātṛ বি. মাতা শব্দের সংস্কৃত মূল রূপ। ক বিণ. 1 মাতাসম্বন্ধীয় (তু. পৈতৃক); 2 (সমাসের উত্তরপদে) মাতারূপে পরিগণিত বা কল্পিত (নদীমাতৃক)। কা বি. 1 মাতা; গৌরী পদ্মা শচী মেধা সাবিত্রী বিজয়া জয়া দেবসেনা স্বধা স্বাহা শান্তি পুষ্টি ধৃতি তুষ্টি আত্মদেবতা কুলদেবতা-এই ষোড়শ দেবী; 3 মাতামহী; 4 ধাত্রী; 5 কারণ; 6 অ আ ক খ প্রভৃতি বর্ণ। ̃ কুল বি. মায়ের বংশ। ̃ গণ বি. ব্রাহ্মী মাহেশ্বরী ঐন্দ্রী বরাহী বৈষ্ণবী কৌমারী চামুণ্ডা বা কৌবেরী ও চর্চিকা-এই অষ্ট শক্তি। ̃ ঘাতক, ̃ ঘাতী (-তিন্) বিণ. মাতার প্রাণবধকারী। ̃ দায় বি. মৃতা জননীর শ্রাদ্ধাদির দায়িত্ব বা তদ্রূপ অবশ্যকরণীয় কর্ম। ̃ দুগ্ধ বি. মায়ের স্তনের দুধ। ̃ পক্ষ বি. মাতৃকুলের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিবর্গ। ̃ .বত্ বিণ. মায়ের মতো (মহিলাকে সে মাতৃবত্ দেখে)। ̃ .বন্দনা বি. জননীকে বা জন্মভূমিকে বা দেবীকে আরাধনা বা অভিবাদন। ̃ .বিয়োগ বি. মায়ের মৃত্যু। ̃ .ভক্ত বিণ. মায়ের অনুগত বা মায়ের প্রতি অনুরক্ত ও শ্রদ্ধাশীল। ̃ .ভক্তি বি. মায়ের প্রতি শ্রদ্ধা ও অনুরাগ। ̃ .ভাষা বি. স্বজাতির ভাষা, কোনো ব্যক্তির নিজের ও তার স্বজাতির ভাষা। ̃ .ভূমি বি. স্বদেশ, জন্মভূমি। ̃ .শাসন বি. রাজ্য পরিবার বা গোষ্ঠীর শাসনে বা পরিচালনায় স্ত্রীলোকের কর্তৃত্ব, matriarchy. ̃ .শ্রাদ্ধ বি. মায়ের মৃত্যুর পর পারলৌকিক ক্রিয়াদি। ̃ .ষ্বসা দ্র মাতুঃষ্বসা। ̃ .ষ্বস্রীয়া বি. মাসতুতো বোন। ̃ .সদন বি. 1 মায়ের গৃহ; 2 যেখানে নারী মা হয় অর্থাত্ প্রসূতিগৃহ। ̃ .সমা বিণ. মায়ের সমান (মাতৃসমা জন্মভূমি)। ̃ .সেবা বি. মায়ের পরিচর্যা। ̃ .স্নেহ বি. মায়ের ভালোবাসা। ̃ .স্তন্য বি. মায়ের বুকের দুধ। ̃ .হত্যা বি. মায়ের প্রাণনাশ করা। ̃ .হন্তা (ন্তৃ), ̃ .হন্তারক বি. মাতৃঘাতক, মায়ের হত্যাকারী। ̃ .হীন বিণ. মা-মরা। স্ত্রী. ̃ .হীনা। মাতোয়ারা, (বিরল) মাতোয়ালা বিণ. 1 বিভোর, আত্মহারা (নেশায় মাতোয়ারা, অহংকারে মাতোয়ারা); 2 মাতাল, মত্ত। [হি. মতবালা]। 113)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074907
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1769080
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366360
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721147
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698204
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594765
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545460
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542341

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন