Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মাতৃ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  মাতৃ এর বাংলা অর্থ হলো -

(p. 692) mātṛ বি. মাতা শব্দের সংস্কৃত মূল রূপ।
ক বিণ. 1 মাতাসম্বন্ধীয় (তু. পৈতৃক); 2 (সমাসের উত্তরপদে) মাতারূপে পরিগণিত বা কল্পিত (নদীমাতৃক)।
কা বি. 1 মাতা; গৌরী পদ্মা শচী মেধা সাবিত্রী বিজয়া জয়া দেবসেনা স্বধা স্বাহা শান্তি পুষ্টি ধৃতি তুষ্টি আত্মদেবতা কুলদেবতা-এই ষোড়শ দেবী; 3 মাতামহী; 4 ধাত্রী; 5 কারণ; 6 অ আ ক খ প্রভৃতি বর্ণ।
কুল বি. মায়ের বংশ।
গণ বি. ব্রাহ্মী মাহেশ্বরী ঐন্দ্রী বরাহী বৈষ্ণবী কৌমারী চামুণ্ডা বা কৌবেরীচর্চিকা-এই অষ্ট শক্তি।
ঘাতক,ঘাতী
(-তিন্) বিণ. মাতার প্রাণবধকারী।
দায় বি. মৃতা জননীর শ্রাদ্ধাদির দায়িত্ব বা তদ্রূপ অবশ্যকরণীয় কর্ম।
দুগ্ধ
বি. মায়ের স্তনের দুধ।
পক্ষ
বি. মাতৃকুলের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিবর্গ।
.বত্ বিণ. মায়ের মতো (মহিলাকে সে মাতৃবত্ দেখে)।
.বন্দনা
বি. জননীকে বা জন্মভূমিকে বা দেবীকে আরাধনা বা অভিবাদন।
.বিয়োগ
বি. মায়ের মৃত্যু।
.ভক্ত
বিণ. মায়ের অনুগত বা মায়ের প্রতি অনুরক্তশ্রদ্ধাশীল।
.ভক্তি
বি. মায়ের প্রতি শ্রদ্ধাঅনুরাগ।
.ভাষা
বি. স্বজাতির ভাষা, কোনো ব্যক্তির নিজের ও তার স্বজাতির ভাষা।
.ভূমি
বি. স্বদেশ, জন্মভূমি।
.শাসন
বি. রাজ্য পরিবার বা গোষ্ঠীর শাসনে বা পরিচালনায় স্ত্রীলোকের কর্তৃত্ব, matriarchy..শ্রাদ্ধ বি. মায়ের মৃত্যুর পর পারলৌকিক ক্রিয়াদি।
.ষ্বসা
দ্র মাতুঃষ্বসা।
.ষ্বস্রীয়া
বি. মাসতুতো বোন।
.সদন বি. 1 মায়ের গৃহ; 2 যেখানে নারী মা হয় অর্থাত্ প্রসূতিগৃহ।
.সমা বিণ. মায়ের সমান (মাতৃসমা জন্মভূমি)।
.সেবা
বি. মায়ের পরিচর্যা।
.স্নেহ
বি. মায়ের ভালোবাসা।
.স্তন্য
বি. মায়ের বুকের দুধ।
.হত্যা
বি. মায়ের প্রাণনাশ করা।
.হন্তা
(ন্তৃ),.হন্তারক বি. মাতৃঘাতক, মায়ের হত্যাকারী।
.হীন বিণ. মা-মরা।
স্ত্রী..হীনা।
মাতোয়ারা, (বিরল) মাতোয়ালা বিণ. 1 বিভোর, আত্মহারা (নেশায় মাতোয়ারা, অহংকারে মাতোয়ারা); 2 মাতাল, মত্ত।
[হি. মতবালা]।
113)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


মৌল1
(p. 719) maula1 বিণ. 1 মূলসম্বন্ধীয়; 2 মূল থেকে উত্পন্ন; 3 আদিম। বি. (বিজ্ঞা.) কেবল একজাতীয় পরমাণুর সমবায়ে সৃষ্ট পদার্থ, মৌলিক পদার্থ, element (বি. প.)। [সং. মূল + অ]। মৌলিক দ্র। 65)
মালশ্রী,
মনো-হারী
মাঝি
মুদ্রক
(p. 710) mudraka বিণ. বি. যে মুদ্রণকার্য করে, মুদ্রকর, যে ছাপে। [সং. √ মুদ্রি + অক]। 53)
মিছিল
মুনিশ
(p. 710) muniśa বি. 1 মজুর; 2 মানুষ। সং. মনুষ্য.]। 68)
মোচন
মুন্ডি1
মনু-মেন্ট
(p. 676) manu-mēnṭa বি. কোনো ব্যাক্তি বা ঘটনার স্মৃতিতে নির্মিত সৌধ বা মিনার। [ইং. monument]। 133)
মন্দানিল
(p. 676) mandānila বি. ধীরে প্রবাহিত বায়ু, মৃদু বাতাস। ('সুন্দর বহে আনন্দ-মন্দানিল': রবীন্দ্র) [সং. মন্দ (ধীর) + অনিল] 194)
মৃত্যু
(p. 714) mṛtyu বি. 1 মরণ, প্রাণত্যাগ; 2 মরণের অধিদেবতা যম। [সং. √মৃ + ত্যু]। ̃ ঞ্জয় বি. শিব। বিণ. মরণকে জয় করেছে এমন (মৃত্যুঞ্জয় প্রতিভা)। ̃ .ঞ্জয়ী বিণ. 1 মরণকে জয় করেছে এমন; 2 মৃত্যুহীন। ̃ .দণ্ড বি. অপরাধের শাস্তি হিসাবে মৃত্যুর বিধান। ̃. বিণ বি. 1 (রামা.) ব্রহ্মা কর্তৃক রাবণকে প্রদত্ত বাণবিশেষ, একমাত্র যে-বাণে রাবণের মৃত্যু সম্ভব ছিল; (আল.) নিহত বা পরাজিত করার মোক্ষম অস্ত্র। ̃ .যোগ বি. (জ্যোতিষ.) নক্ষত্রাদির যে-যোগে জাতকের মৃত্যুর সম্ভাবনা থাকে। ̃ .লোক বি. যমপুরী। ̃ .শয্যা বি. যে-শয্যায় শয়নাবস্হার মৃত্যু ঘটে, মুমূর্ষু ব্যক্তির শয্যা, শেষ শয্যা। ̃ .শোক বি. কারও মৃত্যুজনিত দুঃখ। ̃ .হীন বিণ. মৃত্যু বা মরণ নেই এমন ('এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ': রবীন্দ্র)। 19)
মিলা, মেলা ক্রি.
(p. 706) milā, mēlā kri. বিণ. 1 একত্র হওয়া (তিনের সঙ্গে দুই মিলে পাঁচ, 'হেথার সবারে হবে মিলিবারে': রবীন্দ্র); 2 বনিবনা হওয়া (ভাইয়ে-ভাইয়ে মোটেই মেলে না); 3 মিশ খাওয়া, খাপ খাওয়া (জোড় মেলা); 4 সংযুক্ত হওয়া, মেশা (দুটি পথ মিলেছে); 5 সম্পূর্ণ মিশ্রিত হওয়া (তেলে জলে মেশা); 6 মিলযুক্ত হওয়া (ছন্দ মিলছে না, পদ্য মিলছে না); 7 জোটা পাওয়া যাওয়া (বাজারে ভালো চাল মিলছে না); 8 (গনি.) হওয়া (অঙ্ক মিলেছে?); 9 মিলিত হওয়া ('মিলিব বন্ধুর সনে')। [সং. √ মিল্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 একত্র বা মিশ্রিত বা সংযুক্ত করা (হাট মেলানো, মেলা মেলানো); 2 মিশ খাওয়ানো, খাপ খাওয়ানো; 3 মিল দেওয়া (পদ্য মিলানো); 4 জোটানো, সংস্হান করা (চাকরি মিলানো কি সহজ কথা!); 5 গলে বা লীন হয়ে যাওয়া ('ধুপ আপনারে মিলাইতে চাহে গন্ধে': রবীন্দ্র)। মেলা-মেশা বি. 1 সংসর্গ; 2 বন্ধুত্ব বা সদ্ভাব। 17)
মালুম-কাঠ
(p. 703) māluma-kāṭha বি. জাহাজের মাস্তুল। [আ. মুআল্লিম + বাং. কাঠ]। 13)
মনাক্কা
(p. 676) manākkā বি. শুকানো বড়ো আঙ্গুল। [আ. মুনক্কা]। 124)
মালিন্য
মাল2
মৌষল, মৌসল
(p. 721) mauṣala, mausala বিণ. 1 মুষলসম্বন্ধীয়; 2 মহাভারতের পর্ববিশেষ। [সং. মুষল, মুসল + অ]। 7)
মনি-হারি
মোপেড
(p. 719) mōpēḍa বি. হালকা ধরনের মোটরসাইকেলবিশেষ। [ইং. moped]। 19)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2072490
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768111
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365531
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720863
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697715
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594407
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544634
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542196

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন