Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

(টাকাটা দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

খাঁকতি
(p. 224) khān̐kati বি. 1 অভাব; 2 লোভ, খাঁই (টাকার খাঁকতি)। [দেশি]। 52)
অঙ্ক
(p. 8) aṅka বি. 1 চিহ্ন; রেখা; 2 কলঙ্ক; 3 (গণি.) রাশি, number, digit, figure (বি. প.); আঁক; সংখ্যা; গণনা: 4 পরিমাণ (টাকার অঙ্ক, মুনাফার অঙ্ক); 5 ক্রোড়, কোল (মাতৃঅঙ্কে শিশু); 6 নাটকের পরিচ্ছেদ বা বিভাগ, act; 7 (প্রাণি.) উদর বা পেশি বা অস্হির উদ্গত বা ন্যুজ্বাকৃতি অংশ; 8 (উদ্ভি.) পাতার উপরিভাগ, venter (বি. প.)। [সং. √ অঙ্ক্+অ]। অঙ্ক করা, অঙ্ক কষা ক্রি. বি. আঁক কষা, হিসাব করা, গণনা করা। ̃ .গত বিণ. ক্রোড়াস্হিত। ̃ .দেশ বি. ক্রোড়, কোল; (উদ্ভি.) পাতার উপরিস্হ তল, ventral surface (বি.প.)। ̃ .পাত বি. সংখ্যা স্হাপন; চিহ্নিতকরণ ('চাপরাসী তাহার বাহুতে সেই মৃত্তিকাদ্বারা কি অঙ্কপাত করিতেছে': সঞ্জী.)। ̃ পাতন বি. (গণি.) প্রতীক চিহ্নের দ্বারা অঙ্ক লিখন, notation (বি.প.)। ̃ .বাচক বিণ. সংখ্যা নির্দেশক, cardinal (বি.প.)। ̃ বিত্, ̃ বিদ বি. গণিতজ্ঞ ব্যক্তি। ̃ .বিদ্যা বি. গণিতশাস্ত্র। ̃ .লক্ষ্মী বি. 1 অঙ্কস্হিতা লক্ষ্মী; 2 পত্নী। ̃ .শায়ী বিণ. কোলে শয়নকারী। স্ত্রী. ̃ শায়িনী। ̃ শাস্ত্র বি. গণিতবিদ্যা, গণিতশাস্ত্র। ̃ স্হিত বিণ. 1 কোলে অবস্হিত; 2 অতি নিকটবর্তী। 26)
অভাব
(p. 50) abhāba বি. 1 না থাকা (টাকার অভাবে কাজটা করা গেল না, তোমার অভাব আমরা অনুভব করছি); 2 অনটন, টানাটানি; দরিদ্র (তাদের সংসারে বড়ই অভাব চলছে, অভাবের সংসার); 3 অসদ্ভাব, অ-ভাব। [সং. ন + √ ভূ +অ]। ̃ .গ্রস্ত বিণ. দরিদ্র, টানাটানির মধ্যে রয়েছে এমন। ̃ .পূরণ বি. দারিদ্র দূর করা। অভাবে স্বভাব নষ্ট অনটনের চাপে সত্পথ থেকে বিচ্যুত হওয়া। 61)
আন্ডিল, (বর্জি.) আন্ডীল
(p. 95) ānḍila, (barji.) ānḍīla বিণ. মহাধনশালী (আন্ডীল লোক)। বি. স্তূপ (টাকার আন্ডীল)। [সং. আন্ডীর]। 19)
খাঁই
(p. 224) khām̐i বি. 1 আকাঙ্ক্ষা, লালসা, লোভ (টাকার খাঁই); 2 পাওয়ার ইচ্ছা, দাবি (তুমি ওর খাঁই মেটাতে পারবে?)। [ সং. আকাঙ্ক্ষা়]। 51)
গরম
(p. 242) garama বি. 1 উত্তাপ, উষ্ণতা (চৈত্রের গরম); 2 গ্রীষ্ম (গরমের সময়) ; 3 ঔদ্ধত্য (কথার গরম); 4 দর্প, দম্ভ, অহংকার (টাকার গরম); 5 বিকার, রোগ (পেট গরম)। বিণ. 1 উষ্ণ, তপ্ত (গরম জল); 2 গ্রীষ্ম (গরম কাল) ; 3 শীতনিবারক (গরম জামা); 4 উদ্ধত; উগ্র, গর্বিত, ক্রুদ্ধ (গরম চোখে তাকানো, গরম মেজাজ); 5 কড়া, তিরস্কারপূর্ণ (গরম গরম কথা); 6 চড়া, মহার্ঘ (বাজার খুব গরম) ; 7 উত্তেজনাপূর্ণ, যুদ্ধোম্মুখ (গরম পরিস্হিতি); 8 টাটকা (গরম খবর)। [ফা. গর্ম্]। গরম গরম, গরমা-গরম বিণ. একেবারে সদ্য-ভাজা (গরমাগরম লুচি); টাটকা (গরমাগরম খবর)। গরম মশলা বি. এলাচ দারচিনি ও লবঙ্গ এই তিনটি উত্তেজক মশলা। গরম মোজা বি. পশমি মোজা। কুসুমকুসুম গরম বিণ. ঈষদুষ্ণ. কবোষ্ণ। গুমোট গরম, ভ্যাপসা গরম যে গরমে বায়ুপ্রবাহ বন্ধ থাকে এবং খুব ঘাম হয়। পচা গরম ভ্যাপসা গরম, বেশি ঘাম হয় এমন গরম। 21)
ঘাট1
(p. 266) ghāṭa1 বি. 1 ত্রুটি, অপরাধ (আমার ঘাট হয়েছে, ঘাট স্বীকার করছি) ; 2 ন্যূনতা, ঘাটতি, কমতি (গুণের ঘাট নেই)। [হি. ঘাটি]। ̃ তি বি. 1 কমতি, অভাব (টাকার ঘাটতি নেই); 2 লোকসান (ব্যাবসায় ঘাটতি)। ঘাট মানা ক্রি. ত্রুটি স্বীকার করা; ত্রুটি স্বীকার করে নত হওয়া। ঘাটতি-বাড়তি বি. অল্পাধিক্য, কম-বেশি। 53)
জপ
(p. 312) japa বি. (সচ. মনে মনে বা অনুচ্চ স্বরে) ইষ্টমন্ত্রাদি পুনঃ পুনঃ উচ্চারণ বা আবৃত্তি। [সং. √ জপ্ + অ]। ̃ তপ বি. জপ ও উপাসনা; পূজা-অর্চনা। ̃ তহি ক্রি. (ব্রজ.) জপ করে, জপ করছে। ̃ ন বি. জপ করা। ̃ মালা বি. ইষ্টমন্ত্রাদি জপ করার সময় যে মালার গুটিকা গোনা হয়; (আল.) সর্বদা স্মরণীয় বিষয় (টাকাই এখন তার জপমালা হয়েছে)। ̃ যজ্ঞ বি. ইষ্টনাম জপরূপ যজ্ঞ বা পূণ্যকর্ম। জপা ক্রি. জপ করা; মনে মনে আবৃত্তি করা। জপানো ক্রি. 1 জপ করানো; মূখস্হ করানো; 2 (কথ্য.) ক্রমাগত প্ররোচনা বা পরামর্শ দিয়ে কার্যোদ্ধারের চেষ্টা করা, ভজানো (লোভ দেখিয়ে তাকে জপানো সহজ হবে না)। জপ্য বিণ. জপের যোগ্য. জপনীয়। বি. জপমালা। 86)
জলাঞ্জলি
(p. 312) jalāñjali বি. 1 শবদাহের পর হিন্দুদের সংস্কার অনুযায়ী প্রেতাত্মার উদ্দেশে আঁজলা ভরে জল দেওয়া; 2 (আল.) বিসর্জন, সম্পূর্ণ পরিত্যাগ (পড়াশুনায় জলাঞ্জলি দিয়েছে); 3 অপচয় (টাকাপয়সা জলাঞ্জলি দেওয়া)। [সং. জল + অঞ্জলি]। 160)
জায়
(p. 322) jāẏa বি. 1 বিস্তৃত হিসাব, কৈফিয়তসহ হিসাব; 2 ফর্দ; তালিকা, তফশিল; 3 বিনিময় (টাকার জায়ে খাটছে)। [ফা. জায়]। ̃ বাকি বি. প্রাপ্য টাকার তালিকা, বাকিজায়। ̃ সুদি বিণ. ঋণের সুদস্বরূপ জমির ফসল দিতে হয় এমন। 51)
জোগাড়, (বর্জি.) যোগাড়
(p. 327) jōgāḍ়, (barji.) yōgāḍ় বি. 1 সংগ্রহ (টাকার জোগাড়); 2 আয়োজন (বিয়ের জোগাড়)। [সং. যোগ + বাং. আড়]। &tilde ; যন্ত্র বি. কাজ সম্পাদনের ব্যবস্থা ও কাজের উপকরণের আয়োজন। জোগাড়ে, যোগাড়ে বিণ. 1 জোগাড় করতে পটু; 2 সাহায্যকারী। 98)
টনিক
(p. 341) ṭanika বি. 1 শক্তিবর্ধক ওষুধ; 2 (আল.) যাতে গায়ের বা মনের জোর বাড়ে এমন বস্তু বা প্রভাব (টাকার মতো টনিক আর কী আছে?)। [ইং. tonic]। 31)
তাড়না
(p. 373) tāḍ়nā বি. 1 শাসন; 2 পীড়ন, অত্যাচার; 3 জ্বালাতন (এত তাড়না ভালো লাগে না); 4 পীড়াপীড়ি (টাকাটা পাবার জন্যে কী তাড়নাই না করল!) [সং. √ তড়্ + ণিচ্ + অন + আ]। 43)
তোড়া1
(p. 387) tōḍ়ā1 বি. 1 থলি (টাকার তোড়া); 2 গোছা, তাড়া, স্তবক (ফুলের তোড়া); 3 পায়ের অলংকারবিশেষ। [আ. তুর্রাহ]। 11)
থুপ1
(p. 394) thupa1 বি. (আঞ্চ.) স্তূপ, রাশি (টাকার থুপ, খড়ের থুপ, থুপ করে রাখা)। [সং. স্তূপ]। 12)
প্রলুব্ধ
(p. 550) pralubdha বিণ. 1 অত্যন্ত লোভযুক্ত (টাকার জন্য প্রলুব্ধ হয়ে একাজ করেছে); 2 আকৃষ্ট (রূপে প্রলুব্ধ হওয়া)। [সং. প্র + লুব্ধ]। স্ত্রী. প্রলুব্ধা। বি. ̃ তা।
ফেলা
(p. 569) phēlā ক্রি. বি. 1 নিক্ষেপ করা, পতিত করা, ঢালা (জঞ্জাল ফেলা, জল ফেলা); 2 ক্ষেপণ করা, ছোড়া (জাল ফেলা); 3 চুকানো, শেষ করা (বই পড়ে ফেলা, খেয়ে ফেলা, মিটিয়ে ফেলা); 4 খাটানো, বিনিয়োগ করা (ব্যাবসায় বহু টাকা ফেলেছে); 5 বর্জন করা (আমাকে ফেলে যেয়ো না, ছাতাটা ফেলে গেলে যে); 6 ত্যাগ করা (বাড়িঘর ফেলে কোথায় যাব?); 7 স্হাপন করা (পা ফেলা); 8 অমান্য বা অগ্রাহ্য করা (তাঁর কথা ফেলতে পারব না); 9 হঠাত্ কিছু করা (কথাটা শুনে ফেলল); 1 নির্ধারিত করা (পরীক্ষার তারিখ ফেলা); 11 অপব্যয় করা (টাকাগুলো ফেলে দিলে); 12 মোচন করা (নিশ্বাস ফেলা)। বিণ. পরিত্যক্ত, বর্জিত (ফেলা টাকা, ফেলা ভাত); নিক্ষিপ্ত (ফেলা জাল); বাদ দেওয়া হয়েছে এমন (অনেক জিনিস ফেলা গেছে)। [ হি. ফেকা]। ̃ ছড়া, ̃ ফেলি বি. অযত্নে ছড়ানো; অপব্যয় (বহু জিনিস ফেলাছড়া করেছে)। ফেলে ছড়িয়ে ক্রি-বিণ. অযত্নে ছড়িয়ে, অপব্যয় করে (ওরা বড়োলোক, ফেলে ছড়িয়ে মানুষ হয়েছে)। 21)
বাটোয়ারা
(p. 596) bāṭōẏārā বি. বণ্টন, বিভাজন, অংশ ভাগ করা, ভাগ করে বিতরণ (টাকাপয়সা ভাগবাটোয়ারা করা)। [তু. হি. বট্ওয়ানা]। 16)
বুঝ
(p. 633) bujha বি. 1 প্রবোধ (মন বুঝ মানে না); 2 বোধ, জ্ঞান (বুঝসুঝ নেই); 3 ব্যাখ্যা, কৈফিয়ত (হিসাবের বুঝ দেওয়া); 4 যথাযথ হিসাব (টাকার বুঝ); 5 বিচার। [বুঝা দ্র]। ̃ দার বিণ. বোঝে এমন; সহানুভূতিশীল (বুঝদার লোক)। ̃ সুজ, ̃ সুঝ বি. 1 বিচারবিবেচনা; 2 বোধ, কাণ্ডজ্ঞান; 3 জ্ঞান। 13)
বুঝি
(p. 633) bujhi অব্য. 1 বোধহয়, হয়তো (টাকাটা বুঝি জলেই গেল); 2 নাকি (তাই বুঝি? মারবে বুঝি?)। [বাং. √ বুঝা + ই]। 15)
ভুষ্টি-নাশ
(p. 668) bhuṣṭi-nāśa বি. ধ্বংস বা সর্বনাশ (টাকার ভুষ্টিনাশ, কাজের ভুষ্টিনাশ)। [দেশি]। 20)
যেন
(p. 728) yēna অব্য. 1 উপমা-সূচক (সুন্দর যেন কন্দর্প); 2 অনুমানে (কোথায় যেন দেখেছি); 3 কল্পনায় ('মনে করো যেন বিদেশ ঘুরে': রবীন্দ্র); 4 কামনা প্রার্থনা বা অভিলাষ প্রকাশে (হে ভগবান, যেন মানুষ হই; খবরটা যেন পাই) 5 সতর্কীকরণে (টাকাটা যেন হারায় না দেখো); 6 স্বীকৃতিসূচক (তাই যেন হল)। [সং. যদ্]। যেন-তেন-প্রকারেণ ক্রি-বিণ. 1 যে-কোনো উপায়ে; 2 যেমন-তেমন করে। 27)
শ্রাদ্ধ
(p. 786) śrāddha বি. 1 শ্রদ্ধার সঙ্গে মৃত ব্যক্তির উদ্দেশে পিণ্ডদান ও শাস্ত্রবিহিত অন্যান্য অনুষ্ঠান; 2 (ব্যঙ্গে) অযথা প্রয়োগ বা ব্যয়, অপচয় (টাকার শ্রাদ্ধ); 3 দারুণ উত্পীড়ন, সর্বনাশ (সে লোকটার শ্রাদ্ধ করে ছাড়বে-তু. আদ্যশ্রাদ্ধ)। [সং. শ্রদ্ধা + অ]। শ্রাদ্ধ খাওয়া ক্রি. বি. শ্রাদ্ধ উপলক্ষ্যে নিমন্ত্রিত হয়ে ভোজ খাওয়া। শ্রাদ্ধ গড়ানো ক্রি. বি. অবাঞ্ছিত ব্যাপার দীর্ঘস্হায়ী হওয়া। ̃ বাসর বি. শ্রাদ্ধের দিন। ̃ শান্তি বি. মৃতের আত্মার শান্তিকামনায় শ্রাদ্ধাদির অনুষ্ঠান। শ্রাদ্ধিক, শ্রাদ্ধীয় বিণ. শ্রাদ্ধসম্বন্ধীয়; শ্রাদ্ধে প্রদেয়। বি. শ্রাদ্ধে প্রদেয় দ্রব্য। ভূতের বাপের শ্রাদ্ধ (আল.) অতি বিশৃঙ্খল ব্যাপার। 62)
সদ্-গতি
(p. 801) sad-gati বি. 1 উত্তম ব্যবস্হা বা পরিণাম (টাকার সদ্গতি করা); 2 স্বর্গলাভ (বীরের সদ্গতি); 3 মুক্তি (আত্মার সদ্গতি)। [সং. সত্1 + গতি]। 49)
সামলা
(p. 828) sāmalā ক্রি. সামলানো। [সামাল দ্র-তু. হি. সঁভালনা]। ̃ নো ক্রি. 1 সংবরণ করা; 2 রোধ করা (চোখের জল সামলানো); 3 সংযত করা (রাগ বা মুখ সামলানো, লোভ সামলানো); 4 রক্ষা করা, সংরক্ষণ করা (টাকাকড়ি সামলানো); 5 আয়ত্তে রাখা (ছেলে বা ঘর সামলানো); 6 উত্তীর্ণ হওয়া, রক্ষা পাওয়া (রোগ বা বেদনার দায় থেকে সামলে ওঠা)। বি. উক্ত সব অর্থে। 35)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2082954
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1771803
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1369582
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722566
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699828
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595763
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 549162
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543019

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন