Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

(দেবতার দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অঞ্জলি
(p. 8) añjali বি. 1 যুক্তকর, আঁজল আঁজলা; 2 (দেবতার উদ্দেশে) যুক্তকরে প্রদত্ত পুষ্পাদি; 3 পূজা; ভজনা ('দেবগণ যারে করেন অঞ্জলি': ক. ক.); 4 আঁজলের পরিমাণ অর্থাত্ এক আঁজলায় যতটা ধরে। [সং. √ অঞ্জ্+অলি (অলিচ্)]। ̃ .পুট বি. দুই করতলের দ্বারা রচিত গণ্ডুষাকার গহ্বর। ̃ .বদ্ধ বিণ. যুক্তকর। 141)
অমানব
(p. 57) amānaba বি. মনুষ্যত্বহীন ব্যক্তি; কুত্সিত মানুষ; মানবেতর সত্তা অর্থাত্ মানুষ ছাড়া অন্য (দেবতা, অসুর, ইত্যাদি)। বিণ. মানুষ নেউ এমন, মানবহীন। [সং. ন + মানব]। অমানবিক বিণ. 1 মানুষের পক্ষে স্বাভাবিক নয় এমন; 2 নিষ্ঠুর। 19)
আবির্ভাব, আবির্ভবন
(p. 99) ābirbhāba, ābirbhabana বি. 1 প্রকাশ, উদয় (মেঘের আড়াল থেকে সূর্যের আবির্ভাব); 2 অধিষ্ঠান (দেবতার আবির্ভাব); 3 প্রাদুর্ভাব (কলেরার আবির্ভাব)। [সং. আবিস্ + ̃ ভূ + অ, অন]। আবির্ভূত বিণ. প্রকাশিত, উদিত; অধিষ্ঠিত; অবতীর্ণ (মহাপুরুষ আবির্ভূত হলেন); প্রাদুর্ভূত। 18)
আরাধন, আরাধনা
(p. 104) ārādhana, ārādhanā বি. 1 উপাসনা, পূজা (দেবতার আরাধনা); 2 প্রার্থনা। [সং. আ + √রাধ্ + অন, + আ]। আরাধনীয় বিণ. উপাসনার যোগ্য। আরাধিত বিণ. আরাধনা বা পূজা করা হয়েছে এমন। আরাধ্য বিণ. পূজার যোগ্য, আরাধনীয়। আরাধ্য-মান বিণ. পূজিত হচ্ছে এমন। 19)
উত্-সৃষ্ট
(p. 123) ut-sṛṣṭa বিণ. উত্সর্গ করা হয়েছে এমন (দেবতার চরণে উত্সৃষ্ট)। [সং. উত্ + √ সৃজ্ + ত]। 55)
উদ্দেশ
(p. 128) uddēśa বি. 1 লক্ষ্য (তোমাকে উদ্দেশ করে বলেছে); 2 খোঁজ, সন্ধান (নিখোঁজ ছেলের উদ্দেশে, নিরুদ্দেশ); 3 মতলব, উদ্দেশ্য (কী উদ্দেশে এখানে এসেছ?); 4 বার্তা, সংবাদ (ওখানে গিয়ে একবার তার উদ্দেশ নিয়ো); 5 স্মরণ (দেবতার উদ্দেশে নিবেদন)। [সং. উত্ + √ দিশ্ + অ]। ̃ ক বিণ. উদ্দেশকারী। 2)
কোপ2
(p. 210) kōpa2 বি. 1 ক্রোধ, রাগ, রোষ (কোপানল); 2 অসন্তোষ, বিরাগ (দেবতার কোপে পড়ে সে সবই হারাল)। [সং. √ কুপ্ + অ]। ̃ কটাক্ষ বি. ক্রুদ্ধদৃষ্টি। ̃ ন বিণ. ক্রুদ্ধ; ক্রোধপ্রবণ, ক্রোধী (কোপনস্বভাব)। বিণ. স্ত্রী. কোপনা। কোপন-প্রকৃতি, কোপন-স্বভাব বিণ. একটুতেই রেগে যায় এমন স্বভাববিশিষ্ট। কোপানল বি. ক্রোধরূপ অগ্নি; তীব্র ক্রোধ। কোপাবিষ্ট বিণ. ক্রোধযুক্ত, ক্রুদ্ধ। 21)
দেবাত্মা (-ত্মন্), দেবাতাত্মা
(p. 421) dēbātmā (-tman), dēbātātmā (-ত্মন্) বিণ. দেবতাস্বরূপ, দেবতার তুল্য, দেবতার মতো মহত্ চিত্তবৃত্তিযুক্ত, পবিত্র (দেবতাত্মা হিমালয়)। [সং. দেব + আত্মন্, দেবতা + আত্মন্]। 7)
ধরনা2
(p. 432) dharanā2 বি. 1 কামনা বা দাবি পূরণ বা আদায়ের জন্য পড়ে থাকা, হত্যা দেওয়া (দেবতার কাছে ধরনা, মালিকের দরজায় ধরনা)। [বাং. তু. হি. ধরানা (=to stay, অবস্হান করা)]। 8)
ধ্যান
(p. 442) dhyāna বি. 1 মনের স্হিরতা লাভের উদ্দেশ্যে গভীর চিন্তা; 2 অভিনিবেশসহকারে মনন বা স্মরণ; 3 (দেবতাদির) রূপচিন্তন। [সং. √ ধ্যৈ + অন]। ̃ গম্ভীর বিণ. 1 ধ্যানরত বা ধ্যানমগ্ন বলে গম্ভীর; 2 প্রশান্তভাবে ধ্যানরত ('ধ্যানগম্ভীর এই-যে ভূধর': রবীন্দ্র)। ̃ গম্য বিণ. (কেবল) ধ্যানযোগে জানা বা চেনা যায় এমন। ̃ জ্ঞান বি. ধ্যান বা চিন্তার একমাত্র বিষয়। ̃ ধারণা বি. চিন্তা ও ধারণা; (বাং. অর্থ) ভাবনা ও বিশ্বাস; মনন ও স্মরণ। ̃ নেত্র বি. ধ্যানলব্ধ অর্ন্তদৃষ্টি (ধ্যাননেত্রে দেখা)। ̃ ভঙ্গ বি. বাধাবিঘ্নের জন্য অকালে ধ্যানের সমাপ্তি। ̃ মগ্ন বিণ. ধ্যানে বা গভীর চিন্তায় ডুবে আছে এমন, গভীরভাবে ধ্যানরত। ̃ রত, ̃ স্হ বিণ. ধ্যান করছে এমন। ধ্যানাসন বি. ধ্যান বা চিন্তা করবার উপযোগী বিশেষ আসন বা ভঙ্গি। ধ্যানী (-নিন্) বিণ. ধ্যানকারী। 9)
নিবেদন
(p. 461) nibēdana বি. 1 বর্ণন; 2 বিনীত উক্তি; 3 আবেদন; 4 জ্ঞাপন (সবিনয় নিবেদন); 5 উত্সর্গ (দেবতাকে নিবেদন); 6 সমর্পণ (আতত্মনিবেদন)। [সং. নি + √ বেদি (< বিদ্ + ণিচ্) + অন]। নিবেদন করা ক্রি. বি. আবেদন করা; বিনীতভাবে জানানো; সমর্পণ করা। নিবেদা ক্রি. (কাব্যে) নিবেদন করা (নিবেদিনু তব চরণে)। নিবেদিত বিণ. নিবেদন করা হয়েছে এমন। স্ত্রী. নিবেদিতা। নিবেদনীয়, নিবেদ্য বিণ. নিবেদন করতে হবে বা করা উচিত এমন। (তু. নৈবেদ্য)। 81)
প্রসন্ন
(p. 551) prasanna বিণ. 1 সন্তুষ্ট, হৃষ্ট (প্রসন্নচিত্ত); 2 অনুকূল, সদয় (দেবতাকে প্রসন্ন করা); 3 নির্মল (প্রসন্নসলিলা, 'প্রসন্ন আকাশ হাসিছে বন্ধুর মতো': রবীন্দ্র); 4 শান্ত ও প্রফুল্ল, উজ্জ্বল (প্রসন্ন মুখে, প্রসন্ন হাসি)। [সং. প্র + √ সদ্ + ত]। স্ত্রী. প্রসন্না। বি. ̃ তা। 23)
বিমুখ
(p. 621) bimukha বিণ. 1 নিবৃত্ত, স্পৃহাহীন (ভোগবিমুখ); 2 প্রতিকূল (ভাগ্যবিমুখ); 3 অপ্রসন্ন (দেবতা বিমুখ); 4 প্রার্থনা পূর্ণ করা হয়নি এমন (তাকে বিমুখ কোরো না)। [সং. বি + মুখ]। বিমুখা ক্রি. (কাব্যে) নিবৃত্ত করা; অপ্রসন্ন বা প্রতিকূল করা; প্রার্থনা পূরণ না করা। 73)
বেদি, বেদিকা
(p. 633) bēdi, bēdikā বি. 1 যজ্ঞ বা পূজার জন্য প্রস্তুত পরিষ্কৃত উঁচু ভূমি (যজ্ঞবেদি); 2 দেবপ্রতিমার সম্মুখস্হ ভূমি (দেবতার বেদিমূলে); 3 উপবেশন বক্তৃতা প্রভৃতির জন্য নির্মিত উচ্চ ভূমি, মঞ্চ, পীঠ platform. [সং. √ বিদ্ + ই, ক + আ]। 196)
মহিমা
(p. 688) mahimā (-মন্) বি. 1 মাহাত্ম্য, মহত্ত্ব, গৌরব (দেবতার মহিমা); 2 যোগলব্ধ অষ্ট ঐশ্বর্যের অন্যতম; 3 শিবের বিভূতিবিশেষ। [সং. মহত্ + ইমন্]। ̃ .কীর্তন বি. মাহাত্ম্য বর্ণনা। ̃ ন্বিত বিণ. মাহাত্ম্যযুক্ত (মহিমান্বিত চরিত্র)। স্ত্রী. মহিমান্বিতা। ̃ .ব্যঞ্জক বিণ. মহিমাপ্রকাশক, মহিমাসূচক। ̃ .র্ণব বি. সমুদ্রবত্ অসীম মহিমাপূর্ণ ব্যক্তি।
সঁপা
(p. 796) sam̐pā ক্রি. বি. সমর্পণ করা (দেবতার পায়ে জীবন সঁপে দেওয়া)। বিণ. উক্ত অর্থে। [ সং. সম্ + অর্পি ( √ঋ + ণিচ্)]। 50)
সংন্যস্ত
(p. 792) sannyasta বিণ. সমর্পিত; নিবেদিত (দেবতার পায়ে সংন্যস্ত)। [সং. সম্ + ন্যস্ত]। 62)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074466
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768771
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366209
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721104
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698152
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594697
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545318
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542314

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন