Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

(পড়তি দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

উগরা
(p. 119) ugarā ক্রি. 1 বমি করা, উদিগরণ করা; 2 (আল.) মুখস্হ-করা কথা বা বিষয় না বুঝে আউড়ে যাওয়া (পড়া উগরে দিয়েছি); 3 নেওয়া বা পাওয়া জিনিষ বাধ্য হয়ে ফেরত দেওয়া (চোরাই মাল উগরে দিয়েছে)। [ সং. উত্ + √ গৃ]। ̃ নো ক্রি. উগরে দেওয়া; বমি করা। বি. উক্ত অর্থে। বিণ. উগরে দেওয়া হয়েছে এমন। 20)
গরজ
(p. 242) garaja বি. 1 স্বার্থ, প্রয়োজন (গরজ থাকলে সে নিজেই তোমার কাছে আসবে); 2 যত্ন (পড়াশুনায় গরজ নেই)। [আ. গর্জ্]। গরজি বিণ. গরজবিশিষ্ট (আপ্তগরজি)। গরজ বড় বালাই প্রয়োজন বড় জ্বালা, তার দাবি যেমন করেই হোক মেটাতে হয়। গরজে গঙ্গাস্নান বি. দায়ে পড়ে পুণ্যকর্ম করা। 11)
ঘর
(p. 266) ghara বি. 1 গৃহ বা বাড়ি, বাসভবন; 2 প্রকোষ্ঠ, কক্ষ (পড়ার ঘর, বসবার ঘর) ; 3 মন্দির (ঠাকুর ঘর); 4 পরিবার (এ পাড়ায় চল্লিশ ঘর লোকের বাস); 5 বংশ, কুল (ভালো ঘরের ছেলে); 6 ছোট রন্ধ্র, ছিদ্র, ঘাট (জামায় বোতামের ঘর) ; 7 ভিতর, অন্তর, মধ্য (ঘরের কথা, ঘরে-বাইরে); 8 স্হান, বিষয় (জমার ঘরে শূন্য)। [সং. গৃহ প্রাকৃ. ঘর]। ঘর-আলো-করা বিণ. গৃহ বা সংসারের শোভা বৃদ্ধি করে এমন (ঘর-আলো-করা ছেলে)। ঘর আলো করা ক্রি. (আল.) গৃহ বা সংসারের শোভা বৃদ্ধি করা (ঘর আলো করে চাঁদের মতো ছেলে জন্মাল)। ঘর করা ক্রি. গৃহিণী বা বধূ হয়ে সংসারে বাস করা (শ্বশুরের ঘর করা, স্বামীর ঘর করা)। ঘর কাটা ক্রি. চৌকো খোপ আঁকা। ঘর জ্বালানো ক্রি. 1 ঘরে আগুন দেওয়া; 2 (আল.) পরিবারের সুখশান্তি নষ্ট করা বা পরিবারের ধ্বংসসাধন করা (তুমি কি আমার ঘর জ্বালাতে এসেছ?)। ঘর তোলা ক্রি. বাড়ি তৈরি করা (এই সামান্য টাকায় কি আর পাকা ঘর তোলা যায়?)। ঘর নষ্ট করা ক্রি. পরিবারের শান্তি বা মানসম্মান নষ্ট করা। ঘর পাওয়া ক্রি. 1 বাসাবাড়ি সংগ্রহ করা; 2 (বৈবাহিক সম্বন্ধ স্হাপনের জন্য) উপযুক্ত বংশ অর্থাত্ পাত্রপাত্রী পাওয়া। ঘর বাঁধা ক্রি. 1 বসতি স্হাপন করা; 2 বিবাহাদি করে সংসার পাতা। ঘর-বার করা ক্রি. আকুল প্রতীক্ষায় ক্রমাগত ঘরের বাইরে যাওয়া ও ভিতরে আসা। ঘর ভাঙা ক্রি. ঘর নষ্ট করা -র অনুরূপ। ঘরে আগুন দেওয়া ক্রি. (আল.) পরিজনদের ধ্বংসসাধন করা; সংসারের শান্তি নষ্ট করা। ঘরে পরে ক্রি-বিণ. ঘরের ভিতরে ও বাইরে, দেশেবিদেশে, সর্বত্র ('ঘরে পরে সব হাসিছে': রবীন্দ্র)। ঘরের কথা পরিবারের এবং নিজ পক্ষের গুপ্ত বা অন্তরঙ্গ কথা বা ব্যাপার (ঘরের কথা পরকে বলা)। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো ক্রি. বি. অকারণে অন্যের দায়িত্ব মাথায় নেওয়া। ঘরের শত্রু স্বজনের বা স্বদলের শত্রুতাসাধনকারী। ̃ কন্না, ̃ করনা বি. গৃহস্হালি, সংসার, সংসারের দৈনন্দিন কাজকর্ম; সংসারধর্ম; গৃহকর্ম; গৃহিণীপনা। ̃ কুনো বিণ. 1 গৃহকোণ ছেড়ে নড়তে চায় না এমন; 2 অমিশুক, অসামাজিক। ঘর ঘর ক্রি-বিণ. প্রত্যেক বাড়িতে বা পরিবারে ('পল্লীর ঘর ঘর': স. দ.)। ̃ ছাড়া বিণ. 1 গৃহহীন ('ঘরছাড়া আজ ঘর পেল যে': রবীন্দ্র); 2 গৃহত্যাগী, বৈরাগী। ̃ জামাই বি. যে পুরুষ বিবাহের পর শ্বশুরালয়ে বাস করে। ̃ জোড়া বিণ. সমস্ত ঘর জুড়ে থাকে অর্থাত্ সংসার জমজমাট করে রাখে এমন। ̃ জ্বালানে বিণ. পরিবারের সুখশান্তি নষ্ট করে এমন। স্ত্রী. ̃ জ্বালানি। ঘর-ঘর বি. আত্মপর, আপনপর। ̃ পোড়া বিণ. 1 যার ঘর পুড়েছে এমন; 2 (আল.) পরিবারের বা আত্মপক্ষের ধ্বংসকারক (ঘর-পোড়া বুদ্ধি)। বি. হনুমান। ঘর-পোড়া গোরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় একবার অগ্নিদাহ থেকে রক্ষা পেয়েছে এমন গোরু সিঁদুর-রাঙা মেঘ দেখলে তাকে অগ্নিশিখা ভাবে শঙ্কিত হয়; (আল.) একবার বিপদ থেকে রক্ষা পেলে লোকে তুচ্ছ কারণেও ভয় পায়। ̃ পোষা বিণ. গৃহপালিত। ̃ বর বি. স্বামী ও তার বংশমর্যাদা (ঘরবর দেখে মেয়ের বিয়ে দেওয়া)। ̃ বাড়ি বি. বাসগৃহাদি। ̃ ভাঙানে বিণ. গৃহবিচ্ছেদকারী। স্ত্রী. ̃ ভাঙানি। ̃ মুখো বিণ. নিজ গৃহাভিমুখী। ̃ সংসার বি. গৃহস্হালি ও সাংসারিক কাজকর্ম। ̃ সন্ধানী বিণ.সংসারের বা পরিবারের সমস্ত গুপ্ত কথা জানে ও ফাঁস করে এমন (ঘরসন্ধানী বিভীষণ)। 29)
জলাঞ্জলি
(p. 312) jalāñjali বি. 1 শবদাহের পর হিন্দুদের সংস্কার অনুযায়ী প্রেতাত্মার উদ্দেশে আঁজলা ভরে জল দেওয়া; 2 (আল.) বিসর্জন, সম্পূর্ণ পরিত্যাগ (পড়াশুনায় জলাঞ্জলি দিয়েছে); 3 অপচয় (টাকাপয়সা জলাঞ্জলি দেওয়া)। [সং. জল + অঞ্জলি]। 160)
ডুব
(p. 357) ḍuba বি. অবগাহন, নিমজ্জন (ডুব দেওয়া)। [হি. √ ডুব প্রাকৃ. √ বুড্ড]। ̃ জল বি. গোটা দেহ ডুবে যায় এমন গভীর জল। ̃ স্ত বিণ. ডুবে যাচ্ছে এমন; ডুবুডুবু (ডুবন্ত জাহাজ, ডুবন্ত ব্যাবসা)। ডুব মারা বি. ক্রি. জলের নীচে নিমজ্জিত হওয়া; (ব্যঙ্গে) অদৃশ্য হওয়া বা আত্মগোপন করা। ̃ রি. ডুবুরি বি. যে ব্যক্তি সমুদ্রে ডুব দেয়; যে ব্যক্তি জলে ডুব দিয়ে নিমজ্জিত জিনিস উদ্ধার করে। ডুবরি পাখি, ডুবুরি পাখি বি. যে পাখি জলে ডুব দিয়ে মাছ ইত্যাদি শিকার করে। ̃ সাঁতার বি. জলের নীচে ডুব দিয়ে সাঁতার। ডুবে ডুবে জল খাওয়া ক্রি. বি. (আল.) লোকচক্ষুর অগোচরে কোনো কাজ করা। ডুবা ক্রি. 1 জলে নিমগ্ন হওয়া; 2 প্লাবিত হওয়া (বন্যায় দেশ ডুবেছে); 3 সর্বনাশগ্রস্ত হওয়া (ব্যাবসা ফেল হওয়ায় লোকটা ডুবেছে); 4 অস্ত যাওয়া (চাঁদ ডুবল); 5 নিবিষ্ট বা বিভোর হওয়া (পড়ায় ডুবে থাকা, গানে ডুবে আছে); 6 সংকটে পড়া, বিপন্ন হওয়া, বিপজ্জনকভাবে জ়ড়িয়ে পড়া (দেনায় ডুবে রয়েছি)। বি. বিণ. উক্ত সব অর্থে। ডুবানো, ডোবানো ক্রি. 1 নিমজ্জিত করা; 2 প্লাবিত করা; 3 সর্বনাশগ্রস্ত করা (যাকে এত বিশ্বাস করলাম সে-ই ডোবাল); 4 নষ্ট করা; 5 বিপজ্জনকভাবে বিজড়িত করা (এই কারবারই আমাকে ডুবিয়েছে)। বি. বিণ. উক্ত সব অর্থে। ডুবারি, ডুবারু - ডুবরি ও ডুবুরি -র রূপভেদ। ডুবি বি. নিমজ্জন (নৌকাডুবি)। ডুবু-ডুবু বিণ. 1 প্রায় ডুবে গেছে বা ডোবার উপক্রম হয়েছে এমন (নৌকো ডুবুডুবু); 2 প্রায় অস্ত গেছে এমন (সূর্য ডুবুডুবু); 3 নষ্টপ্রায় (ব্যাবসা ডুবুডুবু); 4 বিভোর। ডুবুরি - ডুবরি -র চলিত রূপ। ডুবো বিণ. 1 জলের নীচে ডুবে গেছে বা ডুবে রয়েছে এমন (ডুবোপাহাড়); 2 জলের নীচে ডুবে চলে এমন (ডুবোজাহাজ)। ডুবোজাহাজ বি. সাবমেরিন। 34)
ঢিল2
(p. 361) ḍhila2 বিণ. শিথিল; আলগা (সুতো ঢিল দেওয়া)। বি. শৈথিল্য; আলস্য (পড়াশুনায় ঢিল পড়েছে)। [ঢিলা দ্র]। ঢিল দেওয়া বি. ক্রি. শৈথিল্য দেখানো; কড়াকড়ি না করা (শাসনে ঢিল দেওয়া)। 14)
পড়তা
(p. 486) paḍ়tā বি. 1 (পাশা খেলায়) ক্রমাগত জয়ের দান; 2 ভাগ্য (পড়তা ভালো নয়); 3 সুসময়, সৌভাগ্য (তার এখন পড়তা চলছে); 4 গড়ে হিসাব করলে যে-সংখ্যা মেলে (গড়পড়তা); 5 পণ্য উত্পাদনের বা সংগ্রহের মোট খরচ (পড়তা পোষানো); 6 বনিবনা (তার সঙ্গে আমার পড়তা হচ্ছে না)। [বাং. পড়া1 + তা]। 35)
পড়তি
(p. 486) paḍ়ti বি. 1 অবনতি, পড়ার বা পতনের অবস্হা (তাদের অবস্হা এখন পড়তির মুখে); 2 মূল্যহ্রাস, মন্দা (দামের উঠতি-পড়তি); 3 যা পড়ে যায় (ঝড়তি-পড়তি)। বিণ. 1 পতনোম্মুখ, অবনতি ঘটছে এমন (পড়তি দশা); 2 শেষ হতে বা লোপ পেতে চলেছে এমন (পড়তি বেলা, পড়তি ব্যাবসা)। [বাং. পড়া1 + তি]। পড়তি বাজার বি. পণ্যদ্রব্যের চাহিদা কমে যাওয়ার ফলে মূল্য হ্রাস হওয়ার অবস্হা। 36)
পড়ন্ত
(p. 486) paḍ়nta বিণ. 1 পতনোম্মুখ (পড়ন্ত ফল, পড়ন্ত গাছ); 2 শেষ হয়ে আসছে এমন (পড়ন্ত বেলা)। [বাং. পড়া1 + অন্ত]। 38)
পড়া1
(p. 486) paḍ়ā1 বি. ক্রি. 1 উপর থেকে নীচে পতিত হওয়া (গাছ থেকে পড়া); 2 সাধ্যসাধনা করা, ঢলা (গায়ে পড়া); 3 আছাড় খাওয়া (চলতে চলতে পিছলে পড়া); 4 অসুবিধাগ্রস্ত হওয়া (দায়ে পড়া, দুর্দিনে পড়া, মুশকিলে পড়া); 5 দেহের অবস্হা পরিবর্তন করা (ঘুমিয়ে পড়া, শুয়ে পড়া, বসে পড়া); 6 অনাবাদি বা অকর্ষিত থাকা (জমিটা পড়ে আছে); 7 খালি বা বাসিন্দাশূন্য থাকা (বাড়িটা পড়ে আছে); 8 অসমাপ্ত থাকা (অনেক কাজ পড়ে আছে); 9 শেষ হওয়া ('বেলা পড়ে' আসে, বধূ চলে ঘাটে': য. সে); 1 থাকা, রওয়া (পিছনে পড়া); 11 অনাদায় থাকা (বহু টাকা পড়ে আছে); 12 আরম্ভ হওয়া, সূত্রপাত হওয়া (গরম পড়েছে); 13 আক্রমণ করা (ডাকাত পড়া); 14 আক্রান্ত হওয়া (রোগে পড়া); 15 আটক বা আবদ্ধ হওয়া (জালে মাছ পড়েছে); 16 উদয় হওয়া (মনে পড়া); 17 গোচর হওয়া (চোখে পড়া); 18 ব্যয় বা ব্যয়িত হওয়া (কত খরচ পড়বে); 19 ঝরা, ক্ষরিত হওয়া (রক্ত পড়ছে, জল পড়ছে, লালা পড়ছে); 2 উত্পাটিত হওয়া (দাঁত পড়েছে, চুল পড়ছে); 21 শান্ত হওয়া (রাগ পড়েছে); 22 কমে যাওয়া (তেজ পড়েছে, ধার পড়ে গেছে); 23 নিবদ্ধ বা স্হাপিত হওয়া (সেদিকে চোখ পড়েছে); 24 খাবার গৃহীত হওয়া (পেটে ভাত পড়েছে); 25 বিবাহিত হওয়া (মেয়েটা বড়ো ঘরে পড়েছে); 26 অবনতি হওয়া (তাদের অবস্হা পড়ে গেছে); 27 হ্রাসপ্রাপ্ত হওয়া (বাজার পড়েছে); 28 বিপন্ন হওয়া, কঠিন অবস্হাযুক্ত হওয়া (কঠিন পাল্লায় পড়েছে); 29 মিলিত হওয়া (নদী সাগরে পড়ে); 3 উত্পন্ন হওয়া, ধরা, লাগা (গমে ছাতা পড়েছে, পোকা পড়েছে)। বিণ. পতিত (নুয়ে-পড়া ডাল); পরিত্যক্ত (পড়া মাল)। [প্রাকৃ. পঢ় (সং. √ পত্) + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 পাতিত করা; 2 ধরানো, লাগানো; 3 উত্পন্ন করা (ছাতা পড়ানো, কালশিটে পড়ানো); 4 তৈরি করা (কাজল পড়ানো)। বিণ. উক্ত সব অর্থে। পড়ে-পড়ে মার খাওয়া ক্রি. বি. নীরবে বা বিনা প্রতিবাদে অত্যাচার সহ্য করা। পড়ে-পাওয়া বিণ. 1 কুড়িয়ে পাওয়া গেছে এমন; 2 বিনা পরিশ্রমে পাওয়া গেছে এমন (পড়ে পাওয়া চোদ্দো আনা)। 41)
পড়ি-মরি
(p. 486) paḍ়i-mari বি. অত্যন্ত ব্যস্ততার ভাব (পড়িমরি করে ছোটা)। [বাং. পড়া + মরা]। 44)
বসা2
(p. 580) basā2 ক্রি. বি. 1 উপবেশন করা (চৌকির উপর বসেছে); 2 অধিষ্ঠান করা (গদিতে বসা, পাটে বসা, ঘাটে বসা); 3 স্হায়ীভাবে বাস করা (এই গ্রামে দশ ঘর বাউরি বসেছে); 4 স্হাপিত হওয়া (গ্রামে একটি বাজার বসেছে); 5 আরম্ভ হওয়া (স্কুল এগারোটায় বসবে); 6 জমাট বাঁধা (দইটা এখনও বসেনি, বুকে সর্দি বসেছে); 7 মাপসই হওয়া, খাপ খাওয়া (টুপিটা মাথায় বেশ বসেছে); 8 নিবিষ্ট হওয়া (পড়ায় মন বসা); 9 ভিতরে ঢোকা (গায়ে জল বসা, দেওয়ালে পেরেকটা বসছে না, গাড়ির চাকা কাদায় বসে গেছে); 1 শুকিয়ে যাওয়া, রুগ্ণ দেখানো, চুপসানো (চোখমুখ বসে গেছে); 11 অপেক্ষা বা প্রতীক্ষা করা (কখন থেকে বসে আছি); 12 অবরুদ্ধ হওয়া (গলা বসে গেছে); 13 বাস স্হাপন করা (বাড়িতে ভাড়াটে বসেছে); 14 নাবাল বা নিচু হওয়া (ঘরের মেঝে বসে গেছে); 15 রত বা নিযুক্ত হওয়া (সভায় বসা, বিচারে বসা); 16 থিতানো (তেলে ময়লা বসা); 17 বিদ্ধ বা অঙ্কিত হওয়া (দাগ বসে গেছে, দাঁত বসে গেছে); 18 হঠাত্ কিছু করা (কথাটা বলে বসেছি, কাজটা করে বসেছে); 19 দমে যাওয়া (ব্যাবসায় ক্ষতি হওয়ায় লোকটা একেবারে বসে গেছে); 2 উপক্রম হওয়া (সমস্ত উদ্যোগ নষ্ট হতে বসেছে)। বিণ. উক্ত সব অর্থে (বসা চোখ, বসা জমি, বসা গলা); বেকার, কর্মহীন (তাঁর দুটি বসা ছেলে)। [সং. √ বস্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 উপবিষ্ট করানো (বৃদ্ধ লোকটিকে ধরে বসাল); 2 স্হাপন করা, প্রতিষ্ঠা করা (বাজার বসানো, হাট বসানো); 3 বাস করানো (বাড়িতে ভা়ড়াটে বসানো); 4 প্রবিষ্ট করানো (দেওয়ালে পেরেক বসানো); 5 বেঁধানো (দাঁত বসানো); 6 খচিত করা (আংটিতে পাথর বসানো); 7 আঘাত করা বা মারা (চড় বসানো); 8 চড়ানো, চাপানো (উনুনে হাঁড়ি বসানো); 9 জমানো (দই বসানো)। বিণ. উক্ত সব অর্থে। বসিয়ে দেওয়া ক্রি. বি. 1 দমিয়ে দেওয়া, নিরুত্সাহ করা; 2 সর্বনাশ করা (এই লোকসানটা তাকে একেবারে বসিয়ে দিয়েছে)। বসে থাকা ক্রি. বি. 1 অপেক্ষা বা প্রতীক্ষা করা; 2 অনেকক্ষণ ধরে বসা; 3 বেকার থাকা। বসে পড়া ক্রি. বি. 1 হতাশ হওয়া (ট্রেন ফেল করে বসে প়ড়ল); 2 বিপন্ন হওয়া (মামলায় হেরে একেবারে বসে পড়লাম)। বসে বসে খাওয়া ক্রি. বি. নিষ্কর্মা বা বেকার হয়ে জীবনযাপন করা। বসে যাওয়া ক্রি. বি. 1 নাবাল বা নিচু হওয়া (বাড়িটা ক্রমেই বসে যাচ্ছে); 2 মিলিয়ে যাওয়া (ফোড়াটা বসে গেছে); 3 হতাশ হওয়া (ট্রেন চলে গেছে দেখে সে বসে গেল); 4 সর্বনাশগ্রস্ত হওয়া (এই লোকসানে লোকটা একেবারে বসে গেছে)। বসে বসে ক্রি-বিণ. 1 বহুক্ষণ যাবত্ বসে থেকে (বসে বসে পা ব্যথা হয়ে গেল); 2 অপেক্ষা বা প্রতীক্ষা করে (বসে বসে অধৈর্য হয়ে গেল)। 219)
বুঝা, বোঝা
(p. 633) bujhā, bōjhā ক্রি. বি. 1 বোধ করা, উপলব্ধি করা, জানা (অর্থ বোঝা, কথার মানে বুঝল না); 2 পরীক্ষা করে জানা, বিচার করে জানা (হিসাব বুঝে নাও); 3 বিচার বিবেচনা করা (বুঝে জবাব দাও); 4 টের পাওয়া, অনুভব করা (বুঝতে পারছি সে রেগেছে, বুঝতে পারছি পেট খারাপ হবে)। বিণ. উক্ত সব অর্থে। [প্রাকৃ. √ বুজ্ঝ + আ]। ̃ নো ক্রি. বি. 1 বোধ দেওয়া, উপলব্ধি করানো, শেখানো (পড়া বুঝানো); 2 উপদেশ দেওয়া বা যুক্তি দেখানো (বুঝিয়ে রাজি করানো); 3 সান্ত্বনা দেওয়া (মনকে বোঝাও)। বোঝা-পড়া বি. কথাবার্তার দ্বারা নিষ্পত্তি বা মীমাংসা; সমঝোতা। বোঝা-বুঝি বি. পরস্পর বা পরস্পরকে বোঝা (ভুল বোঝাবুঝি)। 14)
মন1
(p. 676) mana1 বি. 1 চিত্ত অন্তর অন্তঃকরণ (মনে ব্যথা পাওয়া, মনে লেগেছে); 2 বিবেচনা; 3 ধারণা, বোধ (একথা আমার মনে হয় না); 4 স্মৃতি, স্মরণ (মনে নেই); 5 প্রবৃত্তি, ইচ্ছা (ময় চায় না); 6 মনোযোগ, অভিনিবেশ একাগ্রতা (পড়ায় মন নেই); 7 নিষ্টা, আন্তরিকতা (মন দিয়ে কাজ করা); 8 সংকল্প (তীর্থে যেতে মন করেছি)। [ সং. মনস্]। মন ওঠা ক্রি. বি. আশ বা আশা মেটা, তৃপ্তি হওয়া (এত পেয়েও মন উঠছে না?)। মন করা ক্রি. বি. সংকল্প করা; ইচ্ছা করা। মন কাড়া ক্রি. বি. মুগ্ধ বা আকৃষ্ট করা (জিনিসটা তার মন কেড়েছে)। মন কেমন-করা ক্রি. বি. অস্হির বা ব্যাকুল হওয়া। মন খারাপ করা ক্রি. বি. মনে কষ্ট পাওয়া, দুঃখিত হওয়া; বিষণ্ণ হওয়া। মন খুলে বলা, মন খোলা ক্রি. বি. অকপটে মনের কথ্য বলা। ̃ .খোলা বিণ. সরল; অকপট। ̃ .গড়া বিণ. কাল্পনিক; অবাস্তব; অলীক (মনগড়া গল্প)। ̃ .চোর, ̃.চোরা বি. যে মনকে মুগ্ধ করে; প্রেমিক। মন জানা ক্রি. বি. অন্যের অন্তরের কথা বা ভাব জানতে পারা। মন জোগানো ক্রি. বি. মনের মতো করে কাজ করা বা তদ্রূপ কাজ করে খুশি করা। মন টলা ক্রি. বি. বিচলিত হওয়া। মন টানা ক্রি. বি. আকৃষ্ট করা। মন দেওয়া ক্রি. বি. 1 মনোনিবেশ করা, মনোযোগ দেওয়া; 2 ভালোবাসা (এরই মধ্যে তাকে মন দিয়ে ফেলেছ ?)। মন থেকে ক্রি-বিণ. 1 আন্তরিকভাবে (মন থেকে ভালোবাসি); 2 কল্পনাবলে (মন থেকে গল্প বানানো); 3 স্মৃতি থেকে (মন থেকে বলো)। মন দেওয়া-নেওয়া বি. ভালোবাসাবাসি, হৃদয় বিনিময়, পরস্পর ভালোবাসার বিনিমন। ̃ .পবন বি. মনোরূপ প্রাণবায়ু। ̃ .পছন্দ বিণ, মনোমতো, মনঃপূত। মন বসা, মন লাগা ক্রি. বি. ভালো লাগা। মন ভোলানো ক্রি. বি. মুগ্ধ করা। মন মজা ক্রি. বি. কোনোকিছু ভালো লাগলে তাতে ডুবে যাওয়া বা তাই নিয়ে থাকা ('আমার মন মজেছে সেই গভীর': রবীন্দ্র)। ̃ .মরা বিণ. বিষণ্ণ, বিমর্ষ। মন মাতানো ক্রি. বি. আনন্দিত করা বা মুগ্ধ করা মন মানা ক্রি. বি. প্রবোধ পাওয়া ('আমার মন মানে না': রবীন্দ্র)। মন রাখা ক্রি. বি. অপরকে খুশি করা (কারও মনে রেখে কথা বলে না) ̃ .রাখা বিণ. সন্তুষ্ট করে এমন: খুশি করতে চায় এমন (মনরাখা কথা)। মন লাগা ক্রি. বি. উত্সাহ পাওয়া; ভালো লাগা (কাজে মন লাগে না)। মন সরা ক্রি. বি. ইচ্ছা হওয়া, প্রবৃত্তি হওয়া; ভালো লাগা। মন হওয়া ক্রি. বি. ইচ্ছা হওয়া (যেতে মন হল)। মনে করা ক্রি. বি. 1 স্মরণ করা (গানটা মনে করতে পারছি না); 2 ধারণ করা, বোধ করা (মনে কোরো না আমি বোকা); 3 কল্পনা করা ('মনে করো, যেন বিদেশ ঘুরে'; রবীন্দ্র)। মনে জাগা ক্রি. বি. স্মরণ হওয়া, মনে উদিত হওয়া; খেয়াল হওয়া। মনে জানা ক্রি. বি. অনুভব করা (মনে জানি সে আসবে)। মনে থাকা ক্রি. বি. স্মরণ থাকা। মনে দাগ কাটা ক্রি. বি. মনে প্রভাব বিস্তার করা স্মৃতিতে থেকে যাওয়া। মনে ধরা ক্রি. বি. পছন্দ হওয়া মনে পড়া ক্রি. বি. স্মরণ হওয়া। মনে পুষে রাখা ক্রি. বি. মনের মধ্যে (হিংসা, রাগ ইত্যাদি) গোপন রাখা। মনে-প্রাণে ক্রি-বিণ. একান্তভাবে, 'আন্তরিকভাবে। মনে মনে ক্রি-বিণ. নিজের মনের মধ্যে এবং অন্যের অজ্ঞাতে; কল্পনায়। মনে রাখা ক্রি. বি. স্মরণ রাখা। মনে হওয়া ক্রি. বি. 1 ধারণা হওয়া, অনুভব করা (মনে হয় বৃষ্টি হবে); 2 ইচ্ছা হওয়া (মনে হল, তাই চলে এলাম)। মনের আগুন (আল.) শোকদুঃখাদি থেকে উত্পন্ন মানসিক যন্ত্রনা বা ক্রোধ। মনের কালি, মনের ময়লা বিদ্বেষ; মনোমালিন্য (মনের কালি ঘুচিবে না)। মনের জোর মনোবল, আত্মবিশ্বাস। মনের ঝাল মিটানো ক্রি. বি. মনে পুষে রাখা রাগ প্রকাশ করা। মনের বিষ গোপন বিদ্বেষ, হিংসা। মনের মানুষ পছন্দসই লোক, প্রীতির পাত্র। মনের মিল সদ্ভার বা ঐক্য। 99)
যত্ন
(p. 723) yatna বি. 1 পরিশ্রমসহকারে চেষ্টা, প্রয়াস (চাকরি পেতে হলে যত্ন চাই 2 সানুরাগ মনোযোগ (পড়াশুনায় যত্ন, দেহের যত্ন, সন্তানের যত্ন); 3 সেবা, শুশ্রূষা (রোগীর যত্ন)। [সং. √ যত্ + ন]। ̃ .আত্তি বি. আদর, খাতির (কুটুম্বকে যত্নআত্তি করা)। ̃ .পূর্বক ক্রি-বিণ. যত্নের সঙ্গে, সযত্নে। ̃ .বান (-বত্), ̃ .শীল বিণ. যত্নকারী, সচেষ্ট। স্ত্রী. ̃ .বতী, ̃.শীলা। যত্নাভাব বি. য়ত্ন বা চেষ্টার অভাব। 7)
শিকা, (কথ্য) শিকে
(p. 776) śikā, (kathya) śikē বি. দ্রব্যাদি রাখবার জন্য দড়ি বা তারে তৈরি ঝুলন্ত আধারবিশেষ (শিকায় তোলা দইয়ের হাঁড়ি, লেপতোশক শিকেয় তুলে রাখা)। [সং. শিক্য-তু. হি. ছীংকা]। শিকেয় তুলে রাখা ক্রি. বি. (আল.) স্হগিত রাখা, বন্ধ রাখা (পড়াশুনো একেবারে শিকেয় তুলে রেখেছ যে)। 50)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2075156
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1769138
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366438
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721189
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698230
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594788
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545515
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542358

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন