Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মন1 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  মন1 এর বাংলা অর্থ হলো -

(p. 676) mana1 বি. 1 চিত্ত অন্তর অন্তঃকরণ (মনে ব্যথা পাওয়া, মনে লেগেছে); 2 বিবেচনা; 3 ধারণা, বোধ (একথা আমার মনে হয় না); 4 স্মৃতি, স্মরণ (মনে নেই); 5 প্রবৃত্তি, ইচ্ছা (ময় চায় না); 6 মনোযোগ, অভিনিবেশ একাগ্রতা (পড়ায় মন নেই); 7 নিষ্টা, আন্তরিকতা (মন দিয়ে কাজ করা); 8 সংকল্প (তীর্থে যেতে মন করেছি)।
[ সং. মনস্]।
মন ওঠা ক্রি. বি. আশ বা আশা মেটা, তৃপ্তি হওয়া (এত পেয়েও মন উঠছে না?)।
মন করা ক্রি. বি. সংকল্প করা; ইচ্ছা করা।
মন কাড়া ক্রি. বি. মুগ্ধ বা আকৃষ্ট করা (জিনিসটা তার মন কেড়েছে)।
মন কেমন-করা ক্রি. বি. অস্হির বা ব্যাকুল হওয়া।
মন খারাপ করা ক্রি. বি. মনে কষ্ট পাওয়া, দুঃখিত হওয়া; বিষণ্ণ হওয়া।
মন খুলে বলা, মন খোলা ক্রি. বি. অকপটে মনের কথ্য বলা।
.খোলা
বিণ. সরল; অকপট।
.গড়া
বিণ. কাল্পনিক; অবাস্তব; অলীক (মনগড়া গল্প)।
.চোর,
̃.চোরা বি. যে মনকে মুগ্ধ করে; প্রেমিক।
মন জানা ক্রি. বি. অন্যের অন্তরের কথা বা ভাব জানতে পারা।
মন জোগানো ক্রি. বি. মনের মতো করে কাজ করা বা তদ্রূপ কাজ করে খুশি করা।
মন টলা ক্রি. বি. বিচলিত হওয়া।
মন টানা ক্রি. বি. আকৃষ্ট করা।
মন দেওয়া ক্রি. বি. 1 মনোনিবেশ করা, মনোযোগ দেওয়া; 2 ভালোবাসা (এরই মধ্যে তাকে মন দিয়ে ফেলেছ ?)।
মন থেকে ক্রি-বিণ. 1 আন্তরিকভাবে (মন থেকে ভালোবাসি); 2 কল্পনাবলে (মন থেকে গল্প বানানো); 3 স্মৃতি থেকে (মন থেকে বলো)।
মন দেওয়া-নেওয়া বি. ভালোবাসাবাসি, হৃদয় বিনিময়, পরস্পর ভালোবাসার বিনিমন।
.পবন বি. মনোরূপ প্রাণবায়ু।
.পছন্দ
বিণ, মনোমতো, মনঃপূত।
মন বসা, মন লাগা ক্রি. বি. ভালো লাগা।
মন ভোলানো ক্রি. বি. মুগ্ধ করা।
মন মজা ক্রি. বি. কোনোকিছু ভালো লাগলে তাতে ডুবে যাওয়া বা তাই নিয়ে থাকা ('আমার মন মজেছে সেই গভীর': রবীন্দ্র)।
.মরা বিণ. বিষণ্ণ, বিমর্ষ।
মন মাতানো ক্রি. বি. আনন্দিত করা বা মুগ্ধ করা মন মানা ক্রি. বি. প্রবোধ পাওয়া ('আমার মন মানে না': রবীন্দ্র)।
মন রাখা ক্রি. বি. অপরকে খুশি করা (কারও মনে রেখে কথা বলে না).রাখা বিণ. সন্তুষ্ট করে এমন: খুশি করতে চায় এমন (মনরাখা কথা)।
মন লাগা ক্রি. বি. উত্সাহ পাওয়া; ভালো লাগা (কাজে মন লাগে না)।
মন সরা ক্রি. বি. ইচ্ছা হওয়া, প্রবৃত্তি হওয়া; ভালো লাগা।
মন হওয়া ক্রি. বি. ইচ্ছা হওয়া (যেতে মন হল)।
মনে করা ক্রি. বি. 1 স্মরণ করা (গানটা মনে করতে পারছি না); 2 ধারণ করা, বোধ করা (মনে কোরো না আমি বোকা); 3 কল্পনা করা ('মনে করো, যেন বিদেশ ঘুরে'; রবীন্দ্র)।
মনে জাগা ক্রি. বি. স্মরণ হওয়া, মনে উদিত হওয়া; খেয়াল হওয়া।
মনে জানা ক্রি. বি. অনুভব করা (মনে জানি সে আসবে)।
মনে থাকা ক্রি. বি. স্মরণ থাকা।
মনে দাগ কাটা ক্রি. বি. মনে প্রভাব বিস্তার করা স্মৃতিতে থেকে যাওয়া।
মনে ধরা ক্রি. বি. পছন্দ হওয়া মনে পড়া ক্রি. বি. স্মরণ হওয়া।
মনে পুষে রাখা ক্রি. বি. মনের মধ্যে (হিংসা, রাগ ইত্যাদি) গোপন রাখা।
মনে-প্রাণে ক্রি-বিণ. একান্তভাবে, 'আন্তরিকভাবে।
মনে মনে ক্রি-বিণ. নিজের মনের মধ্যে এবং অন্যের অজ্ঞাতে; কল্পনায়।
মনে রাখা ক্রি. বি. স্মরণ রাখা।
মনে হওয়া ক্রি. বি. 1 ধারণা হওয়া, অনুভব করা (মনে হয় বৃষ্টি হবে); 2 ইচ্ছা হওয়া (মনে হল, তাই চলে এলাম)।
মনের আগুন (আল.) শোকদুঃখাদি থেকে উত্পন্ন মানসিক যন্ত্রনা বা ক্রোধ।
মনের কালি, মনের ময়লা বিদ্বেষ; মনোমালিন্য (মনের কালি ঘুচিবে না)।
মনের জোর মনোবল, আত্মবিশ্বাস।
মনের ঝাল মিটানো ক্রি. বি. মনে পুষে রাখা রাগ প্রকাশ করা।
মনের বিষ গোপন বিদ্বেষ, হিংসা।
মনের মানুষ পছন্দসই লোক, প্রীতির পাত্র।
মনের মিল সদ্ভার বা ঐক্য।
99)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


মাচা, মাচান
(p. 692) mācā, mācāna বি. 1 বাঁশ ইত্যাদির তৈরী উঁচু বেদী বা মঞ্চ; 2 শিকারের জন্য তৈরী ভারাবিশেষ। [ সং. মঞ্চ]। 62)
মেদি-মেহেদি
(p. 716) mēdi-mēhēdi -র কথ্য রূপ। 19)
মৃদু
(p. 714) mṛdu বিণ. 1 কোমল, নরম (মৃদুগাত্রী); 2 আলতো (মৃদুস্পর্শ); 3 লঘু, হালকা (মৃদু ভূকম্পন); 4 ধীর, মন্হর, অদ্রুত (মৃদুগতি); 5 ক্ষীণ, অনুজ্জল (মৃদু অলোক); 6 অনুচ্চ, চাপ (মৃদু স্বর); 7 অতীব্র (মৃদু তাপ); 8 শান্ত, উত্তেজনাহীন (মৃদুস্বভাব)। [সং √ মৃদ্ + উ]। বি. ̃ তা। ̃ .গণ বি. (জ্যোতিষ.); চিত্র অনুরাধা মৃগশিরারেবতি নক্ষত্র। ̃ .গমন বি. ধীর গতিতে গমন; মন্হর গতি। বিণ. ধীরগতিসম্পন্ন। ̃ .গমনা বি. 1 ধীরগতিসম্পন্না নারী, মৃদুগামিনী নারী; 2 হংসী। বিণ. মন্হরগতিযুক্তা। ̃ .গামী বিণ. ধীরে যায় এমন। স্ত্রী. ̃ .গামিণী। ̃ .জল বি. লবণ ক্ষার ইত্যাদির ভাগ কম আছে এমন জল, soft water ̃ .ভাষী (-ষিন্) বিণ. অনুচ্চস্বরে বা অতীব্র অর্থাত্ কোমল ও মধুর (মৃদুমন্দ বায়ু, মৃদুমন্দ গতি)। ̃ .ল বিণ. 1 কোমল; 2 ধীর। স্ত্রী. ̃ .লা। 21)
মোক্তা1
মর্যাদা
মঝু
(p. 676) majhu সর্ব (ব্রজ.) আমার ('আজু মঝু দেহ ভেল দেহা': বিদ্যা.)। [সং মহ্যম্]। 22)
মঞ্জিষ্ঠা
(p. 676) mañjiṣṭhā বি. লাল রঙের লতাবিশেষ। [সং. মঞ্জু + √ স্হা + অ + আ]। 29)
মাহা2
(p. 704) māhā2 বি. মাস।[ফা. মাহ]। 2)
মন্মথ
(p. 676) manmatha বি. কামদেব, মদন, কন্দর্প। [সং. মনস্ + √ মথ্ + অ]। 202)
মার-কত
(p. 700) māra-kata বিণ. মরকতসম্বন্ধীয়। [সং. মরকত + অ]। 17)
মহেষ্বাস
(p. 692) mahēṣbāsa বি. মহাধনুর্ধর। [সং. মহত্ + ইষ্মাস (=ধনুক)]। 10)
বাজ
মনো-জগত্
(p. 676) manō-jagat বি. 1 মনোরূপ জগত্, অন্তর্জগত্; 2 চিন্তারাজ্য, ভাবজগত্। [সং. মনস্ + জগত্]। 139)
মধূ-সূদন
(p. 676) madhū-sūdana বি. মধু নামক দৈত্যের হন্তারক বিষ্ণু। [সং. 'মধু' + সূদন]। 92)
মকম্মল
মুসা-বিদা
(p. 712) musā-bidā বি. 1 খসড়া rough sketch. 2 পাণ্ডুলিপি। [ফা. মুসাওয়াদা]। 53)
মোলায়েম
(p. 719) mōlāẏēma (কথ্য). মোলাম বিণ. কোমল ও মসৃণ (মোলায়েম স্বরে কথা)। [আ. মুলাইম্] 32)
মই
(p. 675) mi বি. 1 বাঁশ কাঠ প্রভৃতির তৈরী সিড়িবিশেষ; 2 চষা জমিতে মাটি গুঁড়ো করার জন্য বাঁশের তৈরী মইয়ের আকারের যন্ত্রবিশেষ। সং মদিকা, মদি]। মই দেওয়া ক্রি. বি. মই চালিয়ে চষা জমির জমাট মাটি গুঁড়ো বা ঝুরঝুরে করা। 3)
মেলা2
মণ্ডপ
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073533
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768536
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365868
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720994
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697948
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594571
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545010
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542265

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন