Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অনুরক্ত; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অত্যাসক্ত
(p. 14) atyāsakta বিণ. অত্যন্ত আসক্ত বা অনুরক্ত, একান্ত অনুরক্ত। [সং. অতি+আসক্ত]। অত্যাসক্তি বি. অতিশয় অনুরাগ বা লিপ্সা। 51)
অনু-রক্ত
(p. 30) anu-rakta বিণ. 1 অনুরাগী, অনুরাগযুক্ত; আসক্ত; ভক্ত (অনুরক্ত পাঠক); প্রীতিযুক্ত; 2 রঞ্জিত; 3 রক্তবর্ণ। [সং. অনু + √ রন্জ্ + ত]। অনু-রক্তি বি. আসক্তি, অনুরাগ, প্রীতি। 23)
অনু-রত
(p. 30) anu-rata বিণ. অনুরাগযুক্ত, অনুরক্ত, আসক্ত; প্রীতিযুক্ত ('অনুরত বরসমাজ': বিদ্যা)। [সং. অনু + √ রম্ + ত; সং. অনুরক্ত অনুরত্ত অনুরত]। অনু-রতি বি. অনুরাগ, প্রীতি, আসক্তি। 27)
অন্যাসক্ত
(p. 34) anyāsakta বিণ. অপরের প্রতি আসক্ত বা অনুরক্ত। [সং. অন্য + আসক্ত]। অন্যাসক্তা বিণ. (স্ত্রী.) অন্যের প্রতি অনুরক্তা। 56)
অভি-রত
(p. 50) abhi-rata বিণ. অত্যন্ত আসক্ত বা অনুরক্ত। [সং. অভি + রত]। অভি-রতি বি. অত্যন্ত আসক্তি বা অনুরাগ। 119)
আনু-রক্তি
(p. 95) ānu-rakti বি. অনুরাগ; আসক্তি; আনুগতা। [সং. অনুরক্ত + ই] 6)
আসক্ত
(p. 108) āsakta বিণ. 1 একান্ত অনুরক্ত বা প্রীত; 2 অতিশয় লিপ্ত; 3 অতিশয় প্রবণতাযুক্ত, নেশাগ্রস্ত (পানাসক্ত)। [সং. আ + √ সনজ্ + ত]। আসক্তি বি. 1 অনুরাগ, অনুরক্তি; 2 লিপ্সা; প্রবণতা; 3 নেশা (পানাসক্তি); 4 লিপ্ততা, সংলগ্নতা; 5 ভোগবাসনা (বিষয়াসক্তি)। 46)
উপ-গত
(p. 131) upa-gata বিণ. 1 উপস্হিত; সমাগত; 2 সন্নিহিত, নিকটবর্তী; 3 সংঘটিত, ঘটেছে এমন; 4 আসক্ত, অনুরক্ত; 5 মৈথুন বা রতিক্রিয়া করেছে এমন; 6 লব্ধ; জ্ঞাত। [সং. উপ + √ গম্ + ত]। 10)
ক্রিয়া
(p. 215) kriẏā বি. 1 কাজ (ওষুধের ক্রিয়া, দক্ষিণ হস্তের ক্রিয়া); 2 শাস্ত্রীয় অনুষ্ঠান বা সংস্কার (অন্যেষ্টিক্রিয়া); 3 অভ্যাস; 4 কৃত্য (নিত্যক্রিয়া); 4 আচার আচারব্যবহার; 5 পূজা; 6 (ব্যাক.) ধাতুর অর্থপ্রকাশকারী পদ, verb [সং. √ কৃ + অ + আ]। ̃ কর্ম বি. সামাজিক বা ধর্মীয় কাজ, পূজাপার্বণাদির অনুষ্ঠান। ̃ কলাপ, ̃ কাণ্ড বি. কার্যসমূহ; শাস্ত্রোক্ত অনুষ্ঠানসমূহ। ̃ ন্বিত বিণ. ধর্মকর্মাদির অনুষ্ঠান করা হচ্ছে এমন। ̃ বাচক বিণ. (ব্যাক.) কার্যবোধক। ̃ বিধি বি. (প্রধানত ধর্মীয়) কাজকর্মের অনুষ্ঠান-নিয়ম। ̃ বিশেষণ বি. (ব্যাক.) ক্রিয়াপদের বিশেষণ, adverb. ̃ শীল বিণ. কার্যশীল; কার্যকর; ক্রিয়ান্বিত। ̃ সক্ত বিণ. কাজকর্মে বা শাস্ত্রীয় অনুষ্ঠানে আসক্ত, কর্মে অনুরক্ত। 14)
গান্ধর্ব
(p. 246) gāndharba বিণ. 1 গন্ধর্বসম্বন্ধীয়; 2 গন্ধর্ব প্রথায় অর্থাত্ পরস্পরের প্রতি অনুরক্ত পাত্র-পাত্রীর ইচ্ছানুসারে সম্পাদিত (গান্ধর্ব বিবাহ)। [সং. গন্ধর্ব + অ]। ̃ বিদ্যা - গন্ধর্ববিদ্যা -র অনুরূপ। 56)
গৃহাসক্ত
(p. 253) gṛhāsakta বিণ. গৃহের বা সংসারের প্রতি অতিশয় অনুরক্ত; ঘরকুনো। [সং. গৃহ + আসক্ত]। 70)
গ্রন্হ
(p. 261) granha বি. 1 বই; পুঁথি; 2 শাস্ত্র। [সং. √গ্রন্হ্+ অ]। ̃ কার, ̃ কর্তা (-র্তৃ) বি. গ্রন্হের রচয়িতা; লেখক। ̃ কীট বি. 1 বইয়ের পোকা; 2 (আল.) গ্রন্হপাঠে অত্যধিক অনুরক্ত এবং অন্য কোনো দিকে খেয়াল নেই এমন ব্যক্তি, book-worm. ̃ মেলা বি. বইমেলা, যেখানে বহু বই বিক্রয়ের জন্য প্রদর্শিত হয়। ̃ সাহেব বি. শিখ ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্হ। ̃ সূচি বি. বইয়ের তালিকা, catalogue. ̃ স্বত্ব বি. কোনো গ্রন্হের মুদ্রণ বা প্রকাশ সম্পর্কে উক্ত গ্রন্হের লেখক বা তাঁর মনোনীত ব্যক্তির অধিকার, copyright. 43)
চিরানুরক্ত
(p. 290) cirānurakta বিণ. আজন্ম বা দীর্ঘকাল যাবত্ ভক্ত বা অনুরক্ত। [সং. চির2 + অনুরক্ত]। 44)
দক্ষিণ
(p. 395) dakṣiṇa বি. 1 উত্তরের বিপরীত দিক, প্রভাতসূর্যের দিকে মুখ করলে ডান হাতের দিক (সুদূর দক্ষিণ, দক্ষিণে যাওয়া); 2 দাক্ষিণাত্য (দক্ষিণের ভাষা, দক্ষিণের লোক)। বিণ. 1 উত্তরের বিপরীত (দক্ষিণ দিক); 2 ডান, বামেতর (দক্ষিণ হস্ত); 3 দক্ষিণদিগ্বর্তী (দক্ষিণ সমুদ্র); 4 (আল.) যুগপত্ বহু নায়িকার সমানভাবে অনুরক্ত (দক্ষিণ নায়ক); 5 সরল, প্রসন্ন, উদার (রুদ্রের দক্ষিণ মুখ)। [সং. √ দক্ষ্ + ইন]। ̃ কালিকা, দক্ষিণা-কালী বি. শিবহৃদয়ে দক্ষিণপদ স্হাপনকারী কালিকাদেবী যিনি অভয়া, বরদা ও সর্বপাপহরা। দক্ষিণ গোলার্ধ বি. নিরক্ষরেখার দক্ষিণে পৃথিবীর অর্ধাংশ। দক্ষিণ-পশ্চিম বি. নৈর্ঋত কোণ। দক্ষিণ-পূর্ব বি. অগ্নিকোণ। ̃ মেরু দ্র মেরু। দক্ষিণ সমুদ্র দ্র সমুদ্র। ̃ হস্ত বি. 1 ডান হাত; 2 (আল.) প্রধান সহায়, অবলম্বন (তাকে ছাড়া আমার চলবে না, সে-ই তো আমার দক্ষিণহস্ত)। দক্ষিণহস্তের ব্যাপার বি. ভোজন, আহার, খাওয়াদাওয়া। 18)
নিরত
(p. 461) nirata বিণ. 1 ব্যাপৃত (পাঠে নিরত, কর্মে নিরত); 2 নিযুক্ত (এ কাজে আমিই তাকে নিরত করেছি); 3 অনুরক্ত; 4 নিবিষ্ট। [সং. নি + √ রম্ + ত]। স্ত্রী. নিরতা (কর্ম-নিরতা)। 129)
নেওটা
(p. 479) nēōṭā বিণ. অত্যন্ত অনুরক্ত, স্নেহ দিয়ে বশীভূত (এ ছেলেটা মায়ের খুবই নেওটা)। [সং. স্নেহ নেহ নেঅ + টা]। 5)
পক্ষ
(p. 483) pakṣa বি. 1 চাঁদের বৃদ্ধিকাল বা হ্রাসকাল (শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ); 2 প্রতিপদ থেকে পূর্ণিমা বা অমাবস্যা তিথি পর্যন্ত সময়; 3 মাসার্ধ, পনেরো দিন (তিনি এক পক্ষকাল বিদেশে থাকবেন); 4 পাখির ডানা বা পালক; 5 বাণের গোড়ার পাখনার মতো অংশ; 6 দল, একজোটে মিলিত জনসমষ্টি, party, team (মিত্রপক্ষ, সরকারপক্ষ, দুই পক্ষের বিরোধ); 7 তরফ, দিক (আমার পক্ষের উকিল); 8 পার্শ্বদেশ, পাশ (পক্ষদেশ, পক্ষাঘাত); 9 সন্নিহিত কক্ষ বা বারান্দা; 1 বিশেষ অবস্হা (পারতপক্ষে, প্রকৃতপক্ষে); 11 একাধিকবার বিবাহিত ব্যক্তির স্ত্রী (প্রথম পক্ষের সন্তান)। [সং. √ পক্ষ্ + অ]। ̃ গ্রহণ বি. দলবিশেষকে সমর্থন। ̃ চ্ছেদ বি. ডানা কেটে দেওয়া। ̃ জ, ̃ ধর বি. 1 চন্দ্র; 2 পাখি। ̃ পাত বি. 1 যে-কোনো একটি দল বা গোষ্ঠীর প্রতি অতিরিক্ত আকর্ষণ, একচোখোমি; 2 অনুরাগ (ইংরেজি শিক্ষার প্রতি পক্ষপাত)। ̃ পাতী (-তিন্) বিণ. পক্ষপাতযুক্ত, একচোখো; অনুরক্ত; সমর্থক (আমি এমন কাজ করার পক্ষপাতী নই)। বি. ̃ পাতিতা, ̃ পাতিত্ব। ̃ পুট বি. ডানার অভ্যন্তর; 2 (আল.) আশ্রয়। ̃ বিধূনন বি. ডানার ঝটপটানি; ডানার কম্পন ('কেন অকারণ পক্ষবিধূনন': বিষ্ণু)। ̃ ভুক্ত বিণ. দল বা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। ̃ ল বিণ. 1 পক্ষযুক্ত, ডানাযুক্ত; 2 (উদ্ভি.) পাখির পালকের মতো যার ডাঁটার দুই দিকে পাতা সাজানো থাকে, pinnate (বি. প.)। ̃ সঞ্চালন বি. ডানা ঝটপটানো। ̃ সমর্থন বি. দলবিশেষের পৃষ্ঠপোষকতা। পক্ষাঘাত বি. যে রোগে দেহের এক পক্ষ বা পাশ অবশ হয়ে যায়। পক্ষান্ত বি. পক্ষের শেষ, পূর্ণিমা বা অমাবস্যা। পক্ষান্তর বি. অন্য দল বা দিক বা অবস্হা। পক্ষান্তরে ক্রি-বিণ. অন্য পক্ষে, অন্য দিকে, অন্য দিক দিয়ে বিচার করলে। পক্ষাবলম্বী (-বিন্) বিণ. দলবিশেষের বা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। পক্ষাপক্ষ বি. স্বপক্ষ ও বিপক্ষ; শত্রু ও মিত্র। পক্ষে ক্রি-বিণ. তরফে; সম্বন্ধে (একথা তার পক্ষে খাটে না)। 22)
পতি
(p. 488) pati বি. স্বামী, ভর্তা (পতিপুত্র, ভগিনীপতি); 2 কর্তা, প্রভু, অধীশ্বর (ভূপতি, পৃথিবীপতি); 3 পালক, রক্ষক; 4 পরিচালক, নেতা (দলপতি); 5 সর্বাধ্যক্ষ, প্রধান ব্যক্তি (রাষ্ট্রপতি, সভাপতি)। [সং. √ পা (=পালন করা) + অতি]। পতিং-বরা বিণ. বি. স্বয়ংবরা, নিজেই নিজের পতি নির্বাচনকারিণী। ̃ ঘাতিনী বিণ. (স্ত্রী.) স্বামীর হত্যাকারিণী, স্বামীহন্ত্রী। ̃ ত্ব বি. পতির পদ বা কাজ (পতিত্বে বরণ করা)। ̃ দেবতা বি. পতিরূপ দেবতা। ̃ পরায়ণা বিণ. (স্ত্রী.) পতির প্রতি একান্ত অনুরক্তা। ̃ প্রাণা বিণ. (স্ত্রী.) স্বামীকে নিজের প্রাণস্বরূপ জ্ঞানকারিণী; পতিব্রতা। ̃ বত্নী বিণ. (স্ত্রী.) সভর্তৃকা, সধবা। ̃ ব্রতা বিণ. (স্ত্রী.) পতিসেবাকে পুণ্য ব্রতরূপে গ্রহণকারিণী, সাধ্বী। ̃ মতী বিণ. 1 পতি আছে এমন, সধবা; 2 প্রভুযুক্তা (পতিমতী পৃথ্বী)। ̃ সেবা বি. স্ত্রীকর্তৃক পতির পরিচর্যা। ̃ হীনা বিণ. (স্ত্রী.) স্বামীহীনা; বিধবা। 14)
প্রণয়ী
(p. 538) praṇaẏī (-য়িন্) বি. 1 প্রেমপাত্র; 2 অনুরক্ত বা অনুরাগ লাভের উপযুক্ত পুরুষ অথবা নায়ক। বিণ. প্রেমিক, প্রেমাস্পদ। স্ত্রী. প্রণয়িনী। 42)
প্রভু
(p. 548) prabhu বি. 1 মনিব (প্রভুতক্ত ভৃত্য); 2 স্বামী; 3 ঈশ্বর (পার করো প্রভু); 4 মহাপুরুষ; 5 অতিপূজনীয় ব্যক্তি; 6 নেতা। [সং. প্র + √ ভূ + অ]। ̃ তা, ̃ ত্ব বি. 1 প্রভুর বা মনিবের স্ত্রী। ̃ পাদ বি. বৈষ্ণবদের ধর্মগুরুর নামের আগে ব্যবহৃত উপাধিবিশেষ। ̃ ভক্ত বিণ. মনিবের প্রতি অনুরক্ত। বি. ̃ ভক্তি। ̃ শক্তি বি. রাজশক্তি; আধিপত্য; প্রভাব। 34)
প্রেম
(p. 554) prēma বি. 1 ভালোবাসা, প্রণয়, অনুরাগ ('প্রেমের জোয়ারে ভাসাবে দোঁহারে': রবীন্দ্র); 2 প্রীতি, স্নেহ ('যদি প্রেম দিলে না প্রাণে': রবীন্দ্র); 3 ভক্তি (ভগবত্প্রেম, দেশপ্রেম)। [সং. প্রিয় + ইমন্]। ̃ পত্র বি. প্রণয়ী বা প্রণয়িনীর চিঠি। ̃ পাত্র বি. ভালোবাসার জন বা ভালোবাসার পাত্র। ̃ বান বিণ. প্রেমময়। স্ত্রী. ̃ বতী। প্রেমানন্দ বি. 1 পাঁচ প্রকার আনন্দের অন্যতম; 2 ভালোবাসা-জনিত আনন্দ। প্রেমাবতার বি. জীবে প্রেমের অবতার চৈতন্যদেব। প্রেমিক বিণ. বি. যে ভালোবাসে, অনুরাগী; প্রণয়ী; ভক্ত (দেশপ্রেমিক)। স্ত্রী. প্রেমিকা। প্রেমী (-মিন্) বিণ. প্রেমযুক্ত, অনুরক্ত। 106)
ভক্ত
(p. 655) bhakta বিণ. 1 ভক্তিমান (মাতৃভক্ত); 2 পূজা করে এমন (কালীভক্ত; 3 প্রীতিযুক্ত (চায়ের ভক্ত)। বি. ভক্তিমান বা প্রীতিযুক্ত ব্যক্তি। [সং. √ ভজ্ + ত]। ̃ বত্সল বিণ. ভক্তের প্রতি অনুরক্ত। ̃ .বাঞ্ছা-কল্প-তরু বি. বিণ. যিনি স্বর্গের কল্পতরুর মতো ভক্তের সমস্ত কামনা পূরণ করেন। ̃ .বিটেল বিণ. কপট; ভক্তের ভান করে এমন। ভক্তাগ্র-গন্য বিণ. ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ বা প্রধান। 7)
ভোগাসক্ত
(p. 670) bhōgāsakta বিণ. ভোগবিলাসের অনুরক্ত, ভোগের বাসনাযুক্ত; ভোগে লিপ্ত। [সং. ভোগ+ আসক্ত]। ভোগাসক্তি বি. ভোগাবিলাসের প্রতি আসক্তি বা তীব্র আকাঙ্ক্ষা। 72)
মতি2
(p. 676) mati2 বি. 1 বুদ্ধি (মতিভ্রম, হীনমতি); 2 জ্ঞান (কুমতি);। 3 স্মরণশক্তি (মতিভ্রংশ); 4 প্রবণতা, ইচ্ছা, অনুরক্তি ('ধর্মে যেন মতি থাকে': ব. চ.); 5 চিত্ত, মন ('হরষিত মতি': কাশী.)। ̃ .গতি বি মনের ভাব; অভিপ্রায় ও চেষ্টা। ̃ .চ্ছন্ন বিণ. নষ্টবুদ্ধি, দুমর্তি। বি বুদ্ধিনাশ। ̃ .ভ্রংশ, ̃ .ভ্রম, ̃ .হীনতা বি. স্মৃতি বা বুদ্ধিনাশ। ̃ .ভ্রষ্ট, ̃ .হীন বিণ. স্মৃতি বা বুদ্ধি নষ্ট হয়েছে এমন। ̃ .মন্ত, ̃ .মান বিণ বুদ্ধিমান, ধীসম্পন্ন। ̃ .স্হৈর্য বি. বুদ্ধি ইচ্ছা বা সংকল্পের দৃঢ়তা 69)
মাতৃ
(p. 692) mātṛ বি. মাতা শব্দের সংস্কৃত মূল রূপ। ক বিণ. 1 মাতাসম্বন্ধীয় (তু. পৈতৃক); 2 (সমাসের উত্তরপদে) মাতারূপে পরিগণিত বা কল্পিত (নদীমাতৃক)। কা বি. 1 মাতা; গৌরী পদ্মা শচী মেধা সাবিত্রী বিজয়া জয়া দেবসেনা স্বধা স্বাহা শান্তি পুষ্টি ধৃতি তুষ্টি আত্মদেবতা কুলদেবতা-এই ষোড়শ দেবী; 3 মাতামহী; 4 ধাত্রী; 5 কারণ; 6 অ আ ক খ প্রভৃতি বর্ণ। ̃ কুল বি. মায়ের বংশ। ̃ গণ বি. ব্রাহ্মী মাহেশ্বরী ঐন্দ্রী বরাহী বৈষ্ণবী কৌমারী চামুণ্ডা বা কৌবেরী ও চর্চিকা-এই অষ্ট শক্তি। ̃ ঘাতক, ̃ ঘাতী (-তিন্) বিণ. মাতার প্রাণবধকারী। ̃ দায় বি. মৃতা জননীর শ্রাদ্ধাদির দায়িত্ব বা তদ্রূপ অবশ্যকরণীয় কর্ম। ̃ দুগ্ধ বি. মায়ের স্তনের দুধ। ̃ পক্ষ বি. মাতৃকুলের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিবর্গ। ̃ .বত্ বিণ. মায়ের মতো (মহিলাকে সে মাতৃবত্ দেখে)। ̃ .বন্দনা বি. জননীকে বা জন্মভূমিকে বা দেবীকে আরাধনা বা অভিবাদন। ̃ .বিয়োগ বি. মায়ের মৃত্যু। ̃ .ভক্ত বিণ. মায়ের অনুগত বা মায়ের প্রতি অনুরক্ত ও শ্রদ্ধাশীল। ̃ .ভক্তি বি. মায়ের প্রতি শ্রদ্ধা ও অনুরাগ। ̃ .ভাষা বি. স্বজাতির ভাষা, কোনো ব্যক্তির নিজের ও তার স্বজাতির ভাষা। ̃ .ভূমি বি. স্বদেশ, জন্মভূমি। ̃ .শাসন বি. রাজ্য পরিবার বা গোষ্ঠীর শাসনে বা পরিচালনায় স্ত্রীলোকের কর্তৃত্ব, matriarchy. ̃ .শ্রাদ্ধ বি. মায়ের মৃত্যুর পর পারলৌকিক ক্রিয়াদি। ̃ .ষ্বসা দ্র মাতুঃষ্বসা। ̃ .ষ্বস্রীয়া বি. মাসতুতো বোন। ̃ .সদন বি. 1 মায়ের গৃহ; 2 যেখানে নারী মা হয় অর্থাত্ প্রসূতিগৃহ। ̃ .সমা বিণ. মায়ের সমান (মাতৃসমা জন্মভূমি)। ̃ .সেবা বি. মায়ের পরিচর্যা। ̃ .স্নেহ বি. মায়ের ভালোবাসা। ̃ .স্তন্য বি. মায়ের বুকের দুধ। ̃ .হত্যা বি. মায়ের প্রাণনাশ করা। ̃ .হন্তা (ন্তৃ), ̃ .হন্তারক বি. মাতৃঘাতক, মায়ের হত্যাকারী। ̃ .হীন বিণ. মা-মরা। স্ত্রী. ̃ .হীনা। মাতোয়ারা, (বিরল) মাতোয়ালা বিণ. 1 বিভোর, আত্মহারা (নেশায় মাতোয়ারা, অহংকারে মাতোয়ারা); 2 মাতাল, মত্ত। [হি. মতবালা]। 113)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074117
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768671
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366063
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721055
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698055
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594636
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545164
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542297

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন